ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র mcq মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র mcq মডেল টেস্ট
১. ‘সামাজিক ব্যবসায়’ ধারণার প্রবক্তা কে?
ক. ড. মুহাম্মদ ইউনূস
খ. ড. হোসনে আরা বেগম
গ. ড. অমর্ত্য সেন
ঘ. ড. আকতার হামিদ খান
২. একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো—
র. আইনসৃষ্ট প্রতিষ্ঠান
রর. পৃথক স্বাধীন সত্তা
ররর. মালিকের স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
ক. র
খ. রর
গ. ররর
ঘ. র ও ররর
৩. স্বল্প মূলধন নিয়ে সচরাচর কোন ব্যবসায় সংগঠন গঠিত হয়?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. সমবায়
ঘ. যৌথমূলধনী
৪. ফটোগ্রাফির জন্য কোন ব্যবসায় সবচেয়ে বেশি উপযোগী?
ক. কোম্পানি
খ. অংশীদারি
গ. একমালিকানা
ঘ. ব্যবসায় জোট
৫. কর ফাঁকি দেওয়ার প্রবণতা বেশি লক্ষ করা যায়—
ক. রাষ্ট্রীয় ব্যবসায়
খ. কোম্পানি সংগঠন
গ. সামাজিক ব্যবসায়
ঘ. সমবায় সমিতি
৬. শেয়ারহোল্ডাররা কোম্পানি থেকে মূলত কী পায়?
ক. মুনাফা
খ. লভ্যাংশ
গ. সুদ
ঘ. বোনাস শেয়ার
৭. কোন উৎস থেকে প্রাইভেট লি. কো. তহবিল সংগ্রহ করতে পারে না?
ক. লিজিং কো.
খ. শেয়ার বাজার
গ. ব্যাংক
ঘ. সম্পত্তি বন্ধক
৮. ব্যবসায়কে পেশা হিসেবে গ্রহণ করার কারণ—
র. স্বাধীন বৃত্তি
রর. সামাজিক কল্যাণ
ররর. ঝুঁকি কম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
৯. শিল্প কী সৃষ্টি করে?
ক. উপযোগ
খ. শ্রমিক সংঘ
গ. মালিকানা
ঘ. দায়িত্ববোধ
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
পরিবেশ নষ্ট হওয়া সত্ত্বেও পলিথিনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। পাটকে সোনালি আঁশ বলা হলেও অসৎ ব্যবসায়ীদের কারণে পাটের চাহিদা দেশ-বিদেশে কমে যাচ্ছে।
১০. পলিথিন ব্যবহার পরিবেশের কোন উপাদানকে নষ্ট করছে?
ক. সামাজিক পরিবেশ
খ. অর্থনৈতিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. প্রযুক্তিগত পরিবেশ
১১. পাট শিল্পকে রক্ষা করার জন্য প্রয়োজন—
র. পলিথিন ব্যবহার বন্ধ করা
রর. সরকারি আইন প্রয়োগ করা
ররর. পাটচাষিদের ঋণ প্রদান করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১৩. বাংলাদেশের ব্যবসায়ের পথে অন্তরায়গুলো হলো—
র. দুর্নীতি
রর. অনুন্নত অর্থনৈতিক পরিবেশ
ররর. আইনের প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৪. বাংলাদেশের পলিটেকনিক কাজগুলো ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান?
ক. অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. প্রযুক্তিগত
১৫. কোভিড-১৯ পরিবেশের কোন উপাদানের ফসল?
ক. প্রাকৃতিক
খ. সামাজিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
ক, খ ও গ তিন বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি ব্যবসায় শুরু করল। লাভ- লোকসান বণ্টন নিয়ে পূর্বের কোনো সমঝোতা না থাকায় ‘ক’ বন্ধুটি অধিক। মুনাফা দাবি করে। অন্যদিকে কবির নামের এক দোকানদার ১০,০০০ টাকা দেনা, পরিশোধ করছে না। ফলে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে।
১৬. উদ্দীপকের আলোকে বর্ণিত সমঝোতাটি লিখিত হলে তাকে কী বলা হবে?
ক. সম্মতিপত্র
খ. নিবন্ধনপত্র
গ. সমঝোতা স্মারক
ঘ. চুক্তিপত্র
১৭. বর্তমান সমস্যা সমাধানের পূর্বে যে পদক্ষেপ গ্রহণ জরুরি ছিল তা হলো—
র. লিখিত চুক্তি
রর. সালিশকারী নিয়োগ
ররর. চুক্তি নিবন্ধন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৮. নিম্নের কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে এবং পরিচালনায় অংশগ্রহণ করে?
ক. সাধারণ
খ. সীমিত
গ. কার্যকরী
ঘ. নামমাত্র
১৯. যিনি অংশীদারি ব্যবসায়ে নিজের নাম ব্যবহারের অনুমতি দেন তাকে কী বলা হয়?
ক. নামমাত্র অংশীদার
খ. আচরণে অনুমিত অংশীদার
গ. প্রতিবদ্ধ অংশীদার গুণ
ঘ. ঘুমন্ত অংশীদার
২০. অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে—
র. সাবালক
রর. শিক্ষিত
ররর. সুস্থ মস্তিষ্কসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২১. টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস ইত্যাদি অসুখ কোন দূষণের ফলে ঘটে?
ক. পানি
খ. বায়ু
গ. শব্দ
ঘ. মাটি
২২. ব্যবসায় সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে কী অর্জিত হয়?
ক. বিক্রয় বৃদ্ধি
খ. অধিক মুনাফা
গ. ব্যবসায় সম্প্রসারণ
ঘ. ব্যবসায়িক সুনাম
২৩. ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ কীভাবে বণ্টন হয়?
ক. ক্রয় অনুপাতে
খ. বিক্রয় অনুপাতে
গ. মূলধন অনুপাতে
ঘ. সমান হারে
২৪. কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ন্যূনতম সদস্যসংখ্যা কতজন?
ক. ১০ জন
খ. ১২ জন
গ. ১৫ জন
ঘ. ২০ জন
২৫. উদ্দীপকের সমবায় সমিতিটি মোট কত টাকা মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করতে পারবে?
ক. ১,৬০,০০০
খ. ১,৬৪,০০০
গ. ১,৭০,০০০
ঘ. ১,৭৫,০০০
২৬. উৎপাদক সমবায় সমিতির মধ্যে পড়ে—
র. জেলে সমবায় সমিতি
রর. তাঁতি সমবায় সমিতি
ররর. ভোক্তা সমবায় সমিতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৭. বাংলাদেশে পণ্যের মান নির্ধারণকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. ইঝওঈ
খ. ঞঈই
গ. ইঈঝওজ
ঘ. ইঝঞও
২৮. নিচের কোনটি ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বহির্ভূত?
ক. ন্যায্য মজুরি প্রদান
খ. দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ
গ. সম্পদ সর্বাধিকরণ
ঘ. ভোক্তাদের স্বার্থরক্ষা
২৯. যৌথমূলধনী কোম্পানির অসুবিধা কোনটি?
ক. অসীম দায়
খ. মূলধনের অভাব
গ. স্থায়িত্বের অনিশ্চয়তা
ঘ. জটিল গঠনপ্রণালি
৩০. ব্যবসায় নৈতিকতা হচ্ছে—
র. ন্যায্যমূল্যে পণ্য
রর. ব্যাপক লাভ
ররর. পণ্যের মান নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post