ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র মডেল টেস্ট : প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি পরীক্ষা কোর্সটিকায় নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে। যা কোর্সটিকা থেকে সংগ্রহ করে তোমরা বাসায় বসেই অনুশীলন করতে পারবে।
বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে কোর্সটিকার এ মডেল টেস্ট গ্রহণ। আশা করছি, আমাদের এ উত্তরসহ মডেল টেস্টগুলো তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে আরো জোরদার এবং কার্যকরী করে তুলবে।
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র মডেল টেস্ট
১. নিজস্ব কারখানায় মানসম্মত সুতা উৎপাদন করে জনাব শফিক বিভিন্ন বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করে থাকেন। উন্নতমানের হওয়ায় শফিকের উৎপাদিত সুতা বিভিন্ন পোশাক শিল্পকারখানায় ব্যাপকভাবে সমাদৃত। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনার কারণে ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা আছে।
ক. সামাজিক ব্যবসায় কী?
খ. ‘সেবা অস্পর্শনীয়’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের কর্মকা- কোন শিল্পের অন্তর্গত? ব্যাখ্যা কর।
ঘ. ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বৈদেশিক বাণিজ্যের কোন শাখার সাহায্য নিতে হবে? মতামতের সপক্ষে যুক্তি দাও।
২. গণি মিয়া একজন কৃষক। তিনি জমি চাষ করার জন্য একজোড়া গরু ক্রয় করেন। তার স্ত্রী বাজার থেকে কাপড় ক্রয় করে এনে নিজের সন্তানের জন্য জামা তৈরি করলেন এবং কিছু জামা বাজারে বিক্রি করে বেশ মুনাফাও করলেন।
ক. সামাজিক ব্যবসায় কী?
খ. “ঝুঁকি গ্রহণের পুরস্কার হলো মুনাফা”- ব্যাখ্যা কর।
গ. গণি মিয়ার গরু ক্রয়ের কাজটি ব্যবসায় কিনা? ব্যাখ্যা কর।
ঘ. গণি মিয়ার স্ত্রীর কার্যক্রমটি ব্যবসায়িক দৃষ্টিতে মূল্যায়ন কর।
৩. ঢাকার হাজারীবাগে ১৫৫টি ট্যানারি প্রতিষ্ঠান চামড়া প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত। ফলে এর থেকে নিঃসৃত বিষাক্ত দ্রব্য নদীতে মিশছে এবং এমনভাবে পানি দূষণ হচ্ছে, যা দ্বারা জনজীবন হুমকির মুখে পড়ছে। সম্প্রতি সরকার সাভারে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধন যন্ত্র (CETP) স্থাপন করে ট্যানারি প্রতিষ্ঠানগুলো স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ক. ধর্মীয় পরিবেশ কী?
খ. “রাজনৈতিক পরিবেশ উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নে সহায়ক” – ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত পানি দূষণের জন্য পরিবেশের কোন উপাদান দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. ভিত্তিতে কোন বিশেষ পরিবেশ সংরক্ষণের সিদ্ধান্ত নেন? মতামত দাও।
৪. বাংলাদেশে আছে প্রচুর জনশক্তি। এ জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। এদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যাও আছে। এসব সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
ক. ব্যবসায়ের পরিবেশ কী?
খ. শিল্পকে কেন্দ্রীভূত কাজ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া উচিত? মতামত দাও।
৫. জনাব রবি একজন শিক্ষিত বেকার যুবক। বেকারত্ব দূর করার জন্য ৫ জন কর্মচারী নিয়ে সে রাজবাড়ীতে টি-বাঁধে একটি ফাস্টফুডের দোকান চালু করে। সে জানে ঘুরতে আসা পর্যটক কী খেতে পছন্দ করে। সে অনুযায়ী সে খাবার তৈরি করে গ্রাহকের চাহিদা পূরণ করে এবং কিছুদিনের মধ্যেই সফল ব্যবসায়ীতে পরিণত হয়।
ক. বাণিজ্য কী?
খ. একমালিকানা ব্যবসায়ের আয়তন ছোট হয় কেন?
গ. উদ্দীপকের বর্ণিত জনাব রবির ব্যবসায়টি কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
ঘ. “জনাব রবির ব্যক্তিগত দূরদর্শিতাই সফলতার মূলমন্ত্র”- যথার্থতা মূল্যায়ন কর।
৬. মি. ঢ, ণ এবং ত তিনজন বন্ধু ১৯৩২ সালের আইন মোতাবেক একটি ব্যবসায় গঠন করলেন। মি. ঢ এবং ণ দুজনেই ব্যবসায়ে মূলধন সরবরাহ করেন এবং পরিচালনায়ও অংশ নেন। চুক্তি মোতাবেক মি. ত এর দায় সীমিত। ব্যবসায়ে প্রসার হলে মি. ত পরিচালনায় অংশ নিতে চায়। এতে মি. ঢ এবং ণ আপত্তি জানায়।
ক. মূলধন কী?
খ. বিবরণপত্র কেন তৈরি হয়?
গ. উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. মি. ঢ এবং ণ এর আপত্তি কতটুকু গ্রহণযোগ্য? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
৭. শফিক, আসিফ ও সালাম তিন বন্ধু সমানভাবে নয় লক্ষ টাকা পুঁজি নিয়ে সমঝোতার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। আসিফ মারা যাওয়ায় তার ১৫ বছরের ছেলে হাবিবকে অংশীদার হিসেবে গ্রহণ করেন। দুই বছর পর ব্যবসায়টির দশ লক্ষ টাকা দেনা রেখে বিলোপসাধন ঘটে।
ক. নামমাত্র অংশীদার কী?
খ. অংশীদারি ব্যবসায়ের দায় অসীম? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত অবস্থায় ব্যবসায় বিলোপসাধনে হাবিবের দায় নিরূপণ কর।
৮. মি. রাতুল এবং তার ৯ জন বন্ধু মিলে জাবির এন্টারপ্রাইজ লি. নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতি জন ১ কোটি টাকা করে মূলধন সরবরাহ করেন। কিছুদিন পর রাতুল তার শেয়ারটি অন্য এক বন্ধু আসিফের নিকট বিক্রয় করতে চাইলে আইনগত কারণে সম্ভব হয়নি। আসিফ অন্য একটি কোং ঝজ লি. এর ৫০ লক্ষ টাকার শেয়ার ক্রয় করেন। কোম্পানিটি জুন মাসে ১০% নগদ লভ্যাংশ এবং ৫টি শেয়ারের বিপরীতে ১টি শেয়ার দেওয়ার ঘোষণা দেয়।
ক. বিবরণপত্র কাকে বলে?
খ. পাবলিক লি. কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন?
গ. উদ্দীপকের জাবির এন্টারপ্রাইজ লি. কী ধরনের সংগঠন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ঝজ লি. ঘোষিত ৫টি শেয়ারের বিপরীতে যে শেয়ার দেওয়া হয় তার যথার্থতা বিশ্লেষণ কর।
৯. মালেকা তার ৫০ সহযোগী মিলে পদ্মা কোং নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাদের মূলধনের পরিমাণ ৩ কোটি টাকা। মূলধন বৃদ্ধির জন্য মিতাকে নিতে চাইলে কোম্পানির মূল দলিল সংশোধনের প্রয়োজন।
ক. হোল্ডিং কোম্পানি কাকে বলে?
খ. কোম্পানির কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে কোম্পানির মূল দলিল বলতে কোনটিকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে মিতাকে ব্যবসায় নিতে দলিল সংশোধনের কারণ বুঝিয়ে লিখ।
১০. পাবনার বিল্লালসহ ৫০ জন তাঁতি মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন। তিন বছরে তাদের মূলধন দাঁড়ায় ২০ লক্ষ টাকা। চতুর্থ বছরে মোট মুনাফা ১,০০,০০০ টাকা হতে ৩৫,০০০ টাকা তাদের সংরক্ষিত তহবিলে এবং ১৫,০০০ টাকা উন্নয়ন তহবিলে জমা করেন। অবশিষ্ট টাকা সদস্যরা নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নিলেন।
ক. সমবায়ের উপবিধি কাকে বলে?
খ. সমবায় সমিতিতে ‘একতাই বল’ ধারণাটি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের সমবায় সমিতি? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত বিভিন্ন তহবিলে টাকা সংরক্ষণের পরিমাণ যাচাই কর।
১১. নিজাম একজন সয়াবিন তৈল ব্যবসায়ী। রমজান মাস উপলক্ষ্যে তিনি ১ লক্ষ মেট্রিক টন তৈল আমদানি করেন কিন্তু যথাসময়ে বাজারে সরবরাহ করেননি। ফলে বাজারমূল্য বেড়ে যায় এবং নিজাম অধিক লাভে সয়াবিন তৈল বিক্রি করেন।
ক. ব্যবসায় মূল্যবোধ কী?
খ. ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের নিজাম সমাজের কোন পক্ষের দায়িত্ব পালনে অবজ্ঞা করেছেন? ব্যাখ্যা কর।
ঘ. ‘নিজামের কর্মকা- ব্যবসায় নৈতিকতা বিরোধী’ – মূল্যায়ন কর।
আরো দেখো: HSC সকল বিষয়ের উত্তরসহ মডেল টেস্ট
এইচএসসি পরীক্ষার্থীরা, উপরে আমরা তোমাদের নতুন সিলেবাস এবং মানবণ্টনের আলোকে এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করেছি। তোমরা এই মডেল টেস্টটি খাতায় লিখে অনুশীলন করবে। যদি প্রশ্নের উত্তর না জানো, তাহলে আমাদের দেওয়া উত্তরমালা থেকে প্রশ্নগুলো পড়ে নিতে পারবে। উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে মডেল টেস্টের সমাধান ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post