কোর্সটিকায় আজ আমরা অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা শেয়ার করবো। আজকের এই তালিক থেকে তোমরা তোমাদের ২য় বর্ষের বইগুলোর তালিকা দেখতে পারবে। পাশাপাশি এ প্রতিটি বিষয় থেকে গুরুত্বপূর্ণ শীট ও সাজেশন ডাউনলোড করতে পারবে।
অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা
১. মানব সম্পদ ব্যবস্থাপনা (২২২৬০১)
২. ব্যবসায় যোগাযোগ ((২২২৬০৩)
৩. ব্যবসায়ের আইনগত পরিবেশ (২২২৬০৫)
৪. অর্থায়নের নীতিমালা (২২২৬০৭)
৫. ব্যবসায় গণিত (২২২৬০৯)
৬. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (২২২৬১১)
৭. সামষ্টিক অর্থনীতি (২২২৬১৩)
১. মানব সম্পদ ব্যবস্থাপনা
১. কার্য সমৃদ্ধিকরণ কাকে বলে?
উত্তর : কাজকে এমনভাবে পুনর্সজ্জিত করা যেন
২. বন্ধকী কর্মী কাকে বলে?
উত্তর : এক প্রতিষ্ঠানের কর্মীকে অন্য প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময় কাজ করতে পাঠানো হলে সে কর্মীকে বন্ধকী কর্মী বলে।
৩. কর্তন স্কোর কি?
উত্তর : যে স্কোরের নিচে স্কোর করলে চাকরি প্রার্থীদের প্রত্যাখ্যান করা হয় তাকে কর্তন স্কোর বলে।
৪. ওয়েবসাম কী?
উত্তর : ইন্টারনেটের একটি ওয়েব পাতা যা জীবনবৃত্তান্ত হিসেবে কাজ করে।
৫. কার্য নির্দিষ্টকরণ কী?
উত্তর : কার্য নির্দিষ্টকরণ বলতে কর্মীদের উপর কার্য চাহিদা ও এর প্রয়োজনীয় মানবীয় দক্ষতা এবং এটি কে করবে তার বর্ণনা দেয়।
৬. কার্য বিশ্লেষণের ফলাফল কি?
উত্তর : কার্য বিশ্লেষণের দুইটি ফলাফল হলো কার্যবর্ণনা ও কার্যনির্দিষ্ট করা।
৭. কার্য বর্ণনা কি?
উত্তর : কোনো নির্দিষ্ট কাজের কর্তব্য ও দায়িত্বের সংগঠিত ও তথ্যভিত্তিক বিবৃতিকে কার্য বর্ণনা বলা হয়।
৮. পর্যবেক্ষণ পদ্ধতি কি?
উত্তর : কার্য বিশ্লেষক নিজে ব্যক্তিগতভাবে কার্যস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষভাবে কর্মীদের কাজ পর্যবেক্ষণ করার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ পদ্ধতি বলে।
৯. যোগ্যতার অগ্রাধিকার বলতে কী বুঝ?
উত্তর : একজন কর্মীর সম্পর্কে একে অপরের জন্ম খোলাখুলিভাবে মন্তব্য করার সাংগঠনি যোগ্যতাকে যোগ্যতার অগ্রাধিকার বলে।
১০. কারিগরি সম্মেলন পদ্ধতি কী?
উত্তর : কাজের সাথে জড়িত বিশেষজ্ঞ ব্যক্তিস মতামত গ্রহণ করা হয় আর এ পদ্ধতিকে কারিগর সম্মেলন পদ্ধতি বলে।
২. ব্যবসায় যোগাযোগ
1. What is horizontal process?
Ans. Horizontal process of communication means communication flows from sender to receiver horizontally.
2. What is decoding?
Ans. Decoding is the process by which the receiver assigns meaning to the symbols encoded by the sender.
3. What is circular process?
Ans. The process which flows in a circular way is called circular communication process.
4. What is New Comb’s model?
Ans. New comb’s communication model is like triangular shape. In this model, existence of three parties to execute the functions of communication has been shown.
5. What is feedback?
Ans. Feedback is the return message or response from the receiver to the sender.
6. What is feedback model?
Ans. The feedback model implies the system or existence of feedback in the communication process.
7. What is message?
Ans. When there is any interest or intention or idea in the mind of sender, he makes encoding of such which is known as message.
8. What is Circular Model of Communication?
Ans. This model highlights two way communication. Here the importance is given on the response of the receiver. So, sender always anticipates feedback from the receiver.
9. What is communication model?
Ans. A communication model describes how communications works.
10. What are the informal communication networks?
Ans. (i) Single strand chain (ii) Gossip chain, (iii) Probability chain and (iv) Cluster chain.
৩. ব্যবসায়ের আইনগত পরিবেশ
১. ক্ষতিপূরণের বা খেসারত চুক্তি কি?
উত্তর : যে চুক্তি দ্বারা একপক্ষ নিজ “আচরণ বা তৃতীয় কোন ব্যক্তির আচরণজনিত ক্ষতি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি অপর পক্ষকে দেয় তবে সে চুক্তিকে ক্ষতিপূরণের চুক্তি বলে।
২. শর্তহীন জামিন কাকে বলে?
উত্তর : যে ক্ষেত্রে জামিনদার কোন শর্ত আরোপ না করে মুখদেনাদারের প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধের প্রতিশ্রুতি প্রদান করে তাকে শর্তহীন জামিন বলে।
৩. অবিরাম জামিন বলতে কি বুঝায়?
উত্তর : যে ক্ষেত্রে আমিন উপর্যুপরি কতগুলো লেনদেন পর্যন্ত প্রসারিত হয়, তাকে অবিরাম জামিন বলে।
৪. জামিনদার কে?
উত্তর : কোন তৃতীয় ব্যক্তি চুক্তির খেলাপ করলে এর পক্ষে অন্য কেউ উক্ত চুক্তির প্রতিশ্রুতি পালন বা দায় পরিশোধ করার অঙ্গীকার করলে ঐ চুক্তিকে জামিনে চুক্তি বলা হয়। যে ব্যক্তি এরপ অঙ্গীকার করেন অর্থাৎ জামিন দেন তাকে জামিনদার বলা হয়।
৫. বিমাযোগ্য স্বার্থ কি?
উত্তর: বিমাযোগ্য স্বার্থ বলতে যে বিষয় বা সম্পদের উপর বিমা করা হবে তার উপর বিমাগ্রহীতার স্বার্থ থাকাকে বুঝায়।
৬. প্রস্তাব বলতে কি বুঝ?
উত্তর : চুক্তিতে আবদ্ধ হবার উদ্দেশ্যে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তির নিকট কিছু করা না করার ইচ্ছা প্রকাশকে প্রস্তাব বলে।
৭. স্বীকৃতির সংজ্ঞা দাও।
উত্তর : যার কাছে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে, সে উক্ত প্রস্তাবে সম্মতি দিলে প্রস্তাবটি স্বীকৃত হলো বলে ধরা হয়।
৮. প্রস্তাব কিভাবে স্বীকৃতি হয়?
উত্তর : নিম্নলিখিতভাবে প্রস্তাব স্বীকৃতি হয়। যথা :
ক) মৌখিকভাবে;(খ) লিখিতভাবে;(গ) আচরণের দ্বারা।
৯. ভবিষ্যত প্রতিদান কি?
উত্তর : চুক্তির কোন প্রতিদান ভবিষ্যতের জন্য নির্ধারীত থাকলে তাকে ভবিষ্যত প্রতিদান বলে।
১০. পাল্টা প্রস্তাব কি?
উত্তর : প্রস্তাব গ্রহীতা প্রস্তাব গ্রহণ না করে যদি শর্ত আরোপ বা কোনো নতুন ধরনের পরিবর্তন প্রস্তাব করে তখন তাকে পাল্টা প্রস্তাব বলে।
৪. অর্থায়নের নীতিমালা
১. আর্থিক বিবরণী কি?
উত্তর : একটি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছরের শেষে যে বিবরণীসমূহ তৈরি করা হয়, সেগুলোকে আর্থিক বিবরণী বলে।
২. কয়েকটি ভুয়া সম্পত্তির উদাহরণ দাও।
উত্তর : সুনাম, প্রাথমিক খরচবলি, ট্রেডমার্ক, শেয়ার অবহার ইত্যাদি।
৩. নিট ইক্যুইটি কি?
উত্তর : নিট ইক্যুইটি = সাধারণ শেয়ার মূলধন + শেয়ার প্রিমিয়াম + সংরক্ষিত আয়।
৪. চলতি সম্পত্তি কি?
উত্তর : এক বৎসরের মধ্যে নগদে রূপান্তরযোগ্য যে কোন সম্পত্তিকে চলতি সম্পত্তি বলে।
৫. ঋণ অনুপাত কী?
উত্তর : ঋণদাতা কর্তৃক অর্থায়ন ও ফার্মের মোট সম্পদের অনুপাতের পরিমাপক।
৬. তারল্য অনুপাত এর অন্যান্য নাম কি?
উত্তর : তড়িৎ অনুপাত, এসিড টেস্ট অনুপাত, দ্রুত অনুপাত।
৭. কার্যকরী মূলধন কি?
উত্তর : চলতি সম্পত্তি ও চলতি দায়ের পার্থক্য হালো কার্যবরী মূলধন।
৮. Retained Earnings বা সংরক্ষিত আয় কি?
উত্তর : প্রতিষ্ঠানের অর্জিত নিট আয়ের যে অংশ লভ্যাংশ হিসেবে বিতরণ না করে পুনঃবিনিয়োগের জন্য সংরক্ষণ করা হয় তাকে Retained Earnings বা সংরক্ষিত আয় বলা হয়।
৯. Internal forecast বা অভ্যন্তরীণ পূর্বানুমান কি?
উত্তর : প্রতিষ্ঠানের নিজস্ব বিক্রয় প্রতিনিধি, বিক্রয়কর্মী, ডিলার তথা বিক্রয়বিভাগের সংগৃহীত তথ্যের ভিত্তিতে যে বিক্রয় পূর্বানুমান করা হয় তাকে অভ্যন্তরীণ পূর্বানুমান বা Internal forecast বলা হয়।
১০. Net cash বা নিট নগদ প্রবাহ কি?
উত্তর : একটি নির্দিষ্ট সময়ে কোন প্রতিষ্ঠানের মোট নগদ প্রাপ্তি এবং মোট নগদ প্রদান এর গাণিতিক পার্থক্যই হলো Net cash বা নিট নগদ প্রবাহ।
৫. ব্যবসায় গণিত
১. সেট তত্ত্বে ভিডিও বলা হয় কাকে? (Who is called Video in set theory?)
উত্তর : জনভেনের ভেনচিত্রকে। (John Venn.)
২. Venn diagram এর সংজ্ঞা দাও।
উত্তর : গণিত বিশারদ জনভেন চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন বিধায় এ চিত্রকে ভেনচিত্র বলা হয়।
৩. Venn Diagram সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
উত্তর : Swiss Mathematician Euler (1707-1783)
৪. সেট তত্ত্ব আবিষ্কার করেন কে? (Who has invented set theory?)
উত্তর : George cantor. (জর্জ ক্যান্টার)
৫. George Cantor কে ছিলেন?
উত্তর : G. Cantor একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন।
৬. ভেনচিত্র বলা হয় কেন? (Why is called Venn Diagram?)
উত্তর : গণিত বিশারদ জনভেন চিত্রের মাধ্যমে সেট ও সেটের প্রক্রিয়া সর্বপ্রথম উপস্থাপন করেন বিধায় এ চিত্রকে ভেনচিত্র বলা হয়।
৭. ভেনচিত্র আবিষ্কার কে করেন?
উত্তর : ভেনচিত্র আবিষ্কার করেন ব্রিটিশ গণিতবিদ John Venn.
৮. উপসেটের প্রতীক কী?
উত্তর : ACB।
৯. সসীম সেট কি?
উত্তর : যে সেটের উপাদান সংখ্যা সীমিত, তাকে সসীম সেট বলে।
১০. অসীম সেট কি?
উত্তর : যে সেটের উপাদান সংখ্যা অসীম, তাকে অসীম সেট বলে।
উপরে দেয়া লিংকগুলো থেকে অনার্স ২য় বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা এর সকল সাজেশন ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post