এসইও বা মার্কেটিং নিয়ে যারা কাজ করেন তাদের এমন কেউ নেই যে ব্যাকলিংক কি এটি সম্পর্কে জানেন না। সার্চ ইজ্ঞিন অপটিমাইজেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ব্যাকলিংক। এমন অনেকেই আছেন যারা শুধু ব্যাকলিংক সার্ভিস দিয়েই মাসে হাজারো ডলার আয় করে থাকেন।
ব্যাকলিংক কি এবং কিভাবে কাজ করে?
ব্যাকলিংক হলো সেসকল লিংক যেগুলো আপনার সাইটকে নির্দেশ করে বা সাজেস্ট করে। আমরা যদি বাস্তব জীবনের উদাহরন দেই তাহলে ধরেন আপনি কোন একটি দোকানে একটি নির্দিষ্ট পণ্যের জন্য গেলেন কিন্তু সেই পণ্যটি হয়তো তার দোকানে নাই বা আছে কিন্তু আপনি যেটি চাইছেন সেটি নাই, তখন দোকানদার হতে পারে পারে আপনাকে অন্য একটি দোকান দেখিয়ে বললো আপনি ওই দোকানে এটি পাবেন। ব্যাকলিংক ও অনেক একই রকম। তবে ব্যাকলিংক অনেক ধরনের হতে পারে।
ব্যাকলিংক কত প্রকার?
ব্যাকলিংক অনেক ধরনের হয়ে থাকে তবে আজ যেহেতু শুধু অফ পেজ নিয়ে কথা বলবো সেহেতু আমরা অফপেজ ব্যাকলিংক নিয়ে কথা বলবো। যদিও অফপেজ ব্যাকলিংককে অনেকেই অনেক প্রকারে ভাগ করে থাকেন। তবে এটি প্রধানত দুই প্রকার। এগুলো হচ্ছে ডু-ফলো ব্যাকলিংক এবং নো-ফলো ব্যাকলিংক। নিচে এ দু ধরনের ব্যাকলিংক আরো বিস্তারিত আলোচনা করা হল।
১. ডুফলো ব্যাকলিংক
ডুফলো ব্যাকলিংক হলো সেগুলো যারা আপনার সাইটকে গুগলে সাজেস্ট করে। অর্থাৎ সেকল দোকানদার যারা আপনার দোকানকে দেখিয়ে দেয় এবং আপনার ব্যবসায় সরাসরি অবদান রাখে। যদি একজন প্রোগামারের ভাষায় বলি, তাহলে আপনার লিংকটি দেখতে হবে অনেকটা এরকম-
<a href=”https://domain.com”>Anchor text</a>
২. নোফলো ব্যাকলিংক
নোফলো ব্যাকলিংক হলো যারা আপনার সাইটকে নির্দেশ করে কিন্তু সাজেস্ট করেনা। আপনি নোফলো ব্যাকলিংক থেকেও অনেক ভিজিটর পেতে পারেন তবে এটি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বাড়বে না। এখানে একটা বাস্তব জীবনের উদাহরণ দেই।
আমরা অনেক সময় পথে বা অনেক দোকানে অনেক ধরনের পোস্টার বা বিজ্ঞাপন দেখি যেগুলো নিয়ে কেউ কথা বলেনা বা সাজেস্ট করেনা। অর্থাৎ আপনার মন চাইলে আপনি দেখেন না চাইলে দেখেন না।
নোফলো ব্যাকলিংক অনেকটা এমন। এটা গুগল বা অন্য কোন সার্চ ইজ্ঞিনকে সরাসরি কোন সাজেশন দিবেনা। নোফলো ব্যাকলিংক দেখতে অনেকটা এমন।
<a href=”https://domain.com” rel=”nofollow”>Anchor Text</a>
কোন ধরনের ব্যাকলিংক গুরুত্বপূর্ণ?
অনেকেই আছেন ব্যাকলিংক তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র ডুফলো ব্যাকলিংককেই গুরুত্ব দেন। তারা ভাবেন ডুফলো ব্যাকলিংক করলেই হয়তো গুগল তাদের সাইটকে অনেক বেশি গুরুত্ব দিবে। কিন্তু আসলে কি তাই? না।
প্রতিটা ওয়েবসাইটের জন্য ডুফলো এবং নোফলো ব্যাকলিংক উভয়ই সমান গুরুত্বপূর্ণ। আপনি যদি শুধু ডুফলো ব্যাকলিংক করেন তবে গুগল ভাববে আপনি নিজে নিজে বা ইচ্ছা করেই শুধু ডুফলো ব্যাকলিংক করছেন যেটা আপনার জন্য খুবই বড় একটি ভুল হতে পারে।
কি পরিমাণ ব্যাকলিংক থাকা ভালো?
আমি অনেক ওয়েবসাইট দেখেছি যাদের কয়েক মিলিয়ন ব্যাকলিংক আছে কিন্তু ভিজিটর নেই বললেই চলে। আবার অনেক সাইটকে দেখেছি শুধুমাত্র নোফলো ব্যাকলিংক আছে ৯৮% পর্যন্ত। একটি ওয়েবসাইটে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত নোফলো এবং ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ডুফলো ব্যাকলিংক থাকা জরুরী।
প্রতিযোগিদের ব্যাকলিংক কিভাবে সংগ্রহ করবেন?
বেশিরভাগ সার্চ ইজ্ঞিন অপটিমাইজার ব্যাকলিংক করার সময় কখনো প্রতিযোগিদের কথা মাথায় রাখেন না। কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার থেকে আপনার প্রতিযোগীরা কেনো বেশি এগিয়ে? আপনার কি উচিত না তাদেরকে অনুসরণ করা?
আপনার যেকোন প্রতিযোগিদের থেকে আপনি কমপক্ষে ২০% ব্যাকলিংক নিতে পারেন। তার মানে তারা যেখানে ব্যাকলিংক করছেন আপনিও সেখানে ব্যাকলিংক তৈরি করতে পারেন আপনার নিজের ওয়েবসাইটের জন্য।
কিভাবে প্রতিযোগি নির্বাচন করবেন?
প্রতিযোগিদের ব্যাকলিংক নিজের করার জন্য আপনার সর্বপ্রথম কাজ হলো প্রতিযোগি বাচাই করা। আপনার ওয়েবসাইট যদি পুরাতন হয়ে থাকে তবে আপনি যেকোন SEO টুলস ব্যবহার করে সহজেই প্রতিযোগী বাচাই করতে পারেন। কিন্তু আপনার ওয়েবসাইট যদি নতুন হয়ে থাকে সেক্ষত্রে আপনাকে নিজে নিজে প্রতিযোগী বাচাই করতে হবে।
আপনার সাইটের কয়েকটি প্রধান কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করুন। এবার আপনি অনেক ওয়েবসাইট পাবেন যারা আপনার মত একই কিওয়ার্ড নিয়ে সাইট তৈরি করেছে বা লেখা লিখেছে। এবার প্রতিটা সাইট একটি ফাইলে লিপিবদ্ধ করুন।
ব্যাকলিংক রিসার্চ করবেন কিভাবে ?
আপনার প্রতিযোগীরা কোথায় কোথায় ব্যাকলিংক করেছে বা কি ধরনের ব্যাকলিংক করেছে সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই SEO টুলস গুলোর সাহায্য নিতে হবে। আপনি গুগলে খোজ করলে ফ্রি এবং প্রমিয়াম উভয় ধরনের SEO টুলস পেয়ে যাবেন। কিন্তু ফ্রি টুলস গুলোর সবসময় কিছু সীমাবদ্ধতা থাকে। বেশিরভাগ ফ্রি টুলস গুলো ৫০-১০০ টা ব্যাকলিংক দেখিয়ে থাকে আর যেগুলো বেশি দেখায় সেগুলোও পুরোপুরি সঠিক ভাবে দেখায় না।
সবথেকে ভালো কম্পিটিটর এনালাইসিস টুলস কোনটি?
প্রতিটা SEO টুলসের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যার জন্য তারা বেশি জনপ্রিয়। আর একজন SEO অপ্টিমাইজার বা সাইটের মালিক হিসাবে আপনাকে হয়তো অনেক SEO টুলসের সাহায্য নিতে হতে পারে। আমি আপনাদের কয়েকটি প্রিমিয়াম এবং ফ্রি SEO টুলসের ব্যবহার দেখাবো যেগুলো ব্যবহার করে আপনিও আপনার সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারেন।
১. Ahrefs (প্রিমিয়াম)
একটি সাইটকে ভালো পর্যায় নিয়ে যেতে যা কিছু লাগে তার সব কিছুই পাবেন এখানে। Ahref আপনাকে ১২ টার উপর টুলস দিবে যেগুলো দিয়ে আপনি যেকোন সাইটের ভিজিটর, কিওয়ার্ড, ব্যাকলিংক, SEO ত্রুটি সহ সকল কিছু রিসার্চ করতে পারবেন।
আর শুধুমাত্র ব্যাকলিংকের কথা বললে বলবো এদের ১২ ট্রিলিয়নের এক বিশাল ব্যাকলিংক ডাটাবেজ আছে যা কিনা অন্য সকল SEO টুলস থেকে বেশি। আপনি আপনার প্রতিযোগীদের সকল স্টেপ ফলো করতে পারেন এবং এরা প্রতি ১৫ মিনিটে আপডেট দিয়ে থাকে। আপনি চাইলে এরা আপনাকে ইমেইল করে জানিয়ে দিবে আপনার প্রতিযোগী এই সপ্তাহে ঠিক কোথা থেকে নতুন ব্যাকলিংক পেয়েছে।
২. SEMrush (প্রিমিয়াম)
আমার কর্মজীবনে আমি সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এই টুলসটি। আপনাকে শুধু আপনার প্রতিযোগীদের সাইট গুলোকে বসাতে হবে এটা আপনাকে দেখিয়ে দিবে আপনি কোথায় কোথায় ব্যাকলিংক করতে পারেন। এর পরের কাজ শুধু আপনাকে সব সাইটে যেতে হবে এবং নিজের সাইটের ব্যাকলিংক তৈরি করা।
তাছাড়া আপনি চাইলে আপনার প্রতিযোগীদের সাইট একটি একটি করেও দেখতে পারেন এবং তারা যেখানে ব্যাকলিংক করেছে আপনিও সেখানে ব্যাকলিংক করতে পারেন। SEMrush একটি অসাধারণ SEO টুলস যেটি ব্যবহার করে আপনি কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে আপনার সাইটের জন্য সব কিছুই পাবেন।
৩. MOZ (প্রিমিয়াম)
MOZ এর নাম শোনেননি এমন কোন SEO অপটিমাইজার খুজে পাওয়া যাবেনা। SEO টুলস এর জগতে MOZ একটি অনেক পুরাতন নাম। এটি অনেকটা Ahref এর মত। আপনার প্রতিযোগীদের ব্যাকলিংক পাবার জন্য আপনাকে শুধু ওয়েবসাইটটি বসিয়ে দিলেই হলো।
ফ্রি ব্যাকলিংক রিসার্চ টুলস
সাইট শুরু করার প্রথম দিকে আমাদের অনেকেরই বেশি বাজেট থাকেনা বা টাকা থাকেনা তাই ফ্রি ব্যাকলিংক টুলস অবশ্যই প্রয়োজন হয়। আমি আপনাদের জন্য কয়েকটি ফ্রি ব্যাকলিংক চেকিং টুলস বাচাই করেছি। তবে আগে যেমনটা বলেছি ফ্রি টুলসে সবসময় কিছু সীমাবদ্ধতা থাকে। বেশিরভাগ ফ্রি টুলস আপনাকে ১০০ টি ব্যাকলিংক দেখাবে বাকি গুলো দেখতে আপনাকে অবশ্যই তাদের টাকা প্রদান করতে হবে।
1. Seoreviewtools.com
2. Thehoth.com
3. Websiteseochecker.com
আপনি ফ্রিতেও হাজারো ব্যাকলিংক তৈরি করতে পারবেন তবে আপনাকে কয়েকটি বেশি প্রতিযোগী বাচাই করতে হবে।
রেফারিং ডোমেইন কি?
একটি ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইট অনেকগুলো ব্যাকলিংক পেতে পারে কিন্তু একটি ওয়েবসাইট থেকে শুধুমাত্র একটি রেফারিং ডোমেইন পাবেন। রেফারিং ডোমেইন বলতে মুলত সাইটের আসল বা মেইন লিংককে বোঝানো হয়। যেকোন ওয়েবসাইটের ক্ষেত্রে রেফারিং ডোমেইন খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।
ব্যাকলিংক নিয়ে ভুল ধারণা
ইদানিং অনেককেই বলতে শোনা যায় ব্যাকলিংক আর এখন কোন কাজে আসে না। তারা শুধু গেস্ট পোস্টের উপর জোর দেন। কিন্তু আপনি গেস্ট পোস্ট থেকেও তো ব্যাকলিংক নিচ্ছেন নিজের সাইটের জন্য। ব্যাকলিংক অনেক ভাবে করা যায় তার মধ্যে গেস্ট পোস্ট সর্বোত্তম মাধ্যম। যেকোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়ার আগে আপনার ঐ সাইট নিয়ে একটু ধারণা থাকা উচিত।
আপনার এমন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেয়া উচিত না যেটা কোন ক্ষতির কারন হতে পারে। এমন অনেকেই আছেন যারা শুধু ব্যাকলিংকের সংখ্যার উপর গুরুত্ব দেয় এবং তারা এমনসব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক করেন যেগুলো মোটেও উচিত না।
আমি কে?
আমার ডাকনাম তারেক। পলিটেকনিক থেকে সিভিল এ ডিপ্লোমা শেষ করে কম্পিউটার নিয়ে ব্যাচেলর করেছি। আর বর্তমানে বিশ্বের একটি সেরা মোবাইল ফোন পার্টস এবং টুলস কোম্পানী Rewa Tech এ SEO ম্যানেজার হিসাবে কর্মরত আছি। চাইলে আমার ওয়েবসাইট থেকে ঢুঁ মেরে আসতে পারেন।
আরো দেখুন: ব্লগ পোস্ট দ্রুত ইনডেক্স করার ৪ উপায়
শেষ কথা
আমরা চাইলেও একদিনে সব শিখে ফেলতে পারিনা সময় এবং ধরে থাকতে হয়। এমন অনেক সমস্যা আছে যেগুলো আপনি ভুল করছেন কিন্তু আপনি নিজেও বুঝতেও পারবেন না। তবে সময়ের সাথে সাথে আপনার জ্ঞান বাড়বে এবং আপনি নিজেই নিজের ভুল গুলো বুঝতে পারবেন। ব্যাকলিংক কি এটি নিয়ে আমার এই সামান্য লেখা যদি আপনার কোন উপকারে এসে থাকে তবে বন্ধুদের সাথের শেয়ার করতে ভুলবেন না।
Discussion about this post