অনার্স: ইসলামের ইতিহাস ২য় বর্ষ – ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রি
অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রি
বিষয় কোড: ২২১৬০১
ক. বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
১. ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘তবকাই ই নাসিরি’ গ্রন্থের রচয়িতা ছিলেন ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ।
২. ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা কে?
উত্তর: ‘কিতাবুল হিন্দ’ গ্রন্থের রচযিতা ঐতিহাসিক আল বেরুনি।
৩. ইবনে বতুতা কোন সনে ভারতবর্ষে আগমন করেন?
উত্তর: ইবনে বতুতা ১৩৩৩ সনে ভারতবর্ষে আগমন করেন।
৪. আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা কে ছিলেন?
উত্তর: আরবদের সিন্ধু বিজয়কালে দামেস্কের খলিফা আল ওয়ালিদ ছিলেন।
৫. ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: ‘রেহলা’ গ্রন্থের রচয়িতা ইবনে বতুতা।
৬. মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুসলিম বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজধানী আলোয়ার ছিল।
৭. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে?
উত্তর: আরবরা ৭১২ খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে।
৮. সবুক্তিগিন কত বছর রাজত্ব করেন?
উত্তর: সবুক্তিগিন ২১ বছর রাজত্ব করেন।
৯. মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম কী?
উত্তর: মহাকবি ফেরদৌসির প্রকৃত নাম মুহম্মদ আবুল কাসেম।
১০. সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন?
উত্তর: সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন।
১১. কোন সুফি সাধক ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত?
উত্তর: সুফি সাধক খাজা মুইনুদ্দিন চিশতি ‘সুলতানুল হিন্দ’ নামে পরিচিত।
১২. ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ কে নির্মাণ করেন?
উত্তর: ‘কুয়াতুল ইসলাম মসজিদ’ সুলতান কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন।
১৩. মামলুক শব্দের অর্থ কী?
উত্তর: মামলুক শব্দের অর্থ দাস।
১৪. লাখবখস কাকে বলা হতো?
উত্তর: লাখবখস সুলতান কুতুবুউদ্দিন আইবেককে বলা হতো।
১৫. দিল্লির কোন সুলতান ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন?
উত্তর: দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন ‘রক্তপাত ও কঠোর নীতি’ প্রয়োগ করেন।
১৬. ভারতের কোন মামলুক সুলতান পারসিক রাজসভার অনুকরণ করেন?
উত্তর: ভারতের মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবন পারসিক রাজসভার অনুকরণ করেন।
১৭. ‘ভারতের তোতাপাখি’ কার উপাধি ছিল?
উত্তর: ‘ভারতের তোতাপাখি’ কবি আমির খসরূর উপাধি ছিল।
১৮. ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ভারতে খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন ফিরোজ খলজি।
১৯. ঐতিহাসিক বারানি কাকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন?
উত্তর: ঐতিহাসিক বারানি সুলতান মুহম্মদ বিন তুঘলকে ‘প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি’ বলে অভিহিত করেছেন।
২০. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক কোন শাসক?
উত্তর: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রথার প্রবর্তক সুলতান আলাউদ্দিন খলজি।
২১. মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কী?
উত্তর: মুহম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম জুনা খান।
২২. দৌলতাবাদের পূর্বনাম কী?
উত্তর: দৌলতাবাদের পূর্বনাম দেবগিরি।
২৩. জৌনপুর নগরী কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: জৌনপুর নগরী সুলতান ফিরোজ শাহ তুঘলক প্রতিষ্ঠা করেন
২৪. দিল্লি সালতানাতের অবসান হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর: দিল্লি সালতানাতের অবসান হয় ১৫২৬ খ্রিস্টাব্দে।
২৫. স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
উত্তর: স্বাধীন গুজরাটের প্রকৃত প্রতিষ্ঠাতা জাফর খানের পৌত্র আহমদ শাহ।
২৬. লোদি বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লোদি বংশের প্রতিষ্ঠাতা বাহলুল খান লোদি।
২৭. সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান।
২৮. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়?
উত্তর: পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়।
খ-বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎস হিসেবে মুদ্রার গুরুত্ব সংক্ষেপে তুলে ধর।
২. ইবনে বতুতা সম্পর্কে সংক্ষেপে লেখ।
৩. মুসলিম বিজয়ের প্রাক্কালে ভারতের সামাজিক অবস্থা আলোচনা কর।
৪. হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও।
৫. রাজা দাহির সম্পর্কে যা জানো লেখ।
৬. মুহাম্মদ বিন কাসিমের করুণ পরিণতি বর্ণনা কর।
৭. আল বেরুনি কে ছিলেন?
৮. মুহাম্মদ ঘুরীর পরিচয় দাও।
৯. ইলতুৎমিস মোঙ্গল আক্রমণ থেকে ভারতে কিভাবে রক্ষা করেন?
১০. সুলতান রাজিয়ার সংক্ষিপ্ত রাজত্বকাল আলোচনা কর।
১১. বলবনের ‘রক্তপাত ও কঠোর নীতি’ ব্যাখ্যা কর।
১২. ‘চল্লিশ চক্র’ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও।
১৩. মালিক কাফুর কে ছিলেন?
১৪. তৈমুর লঙ এর ভারত অভিযান সম্পর্কে যা জানো লেখ।
১৫. গুজরাট রাজ্য উত্থান সম্পর্কে ধারণা দাও।
১৬. কাশ্মীরের আকবর বলা হয় কাকে?
১৭. খিজির খানের পরিচয় দাও।
১৮. পানিপথের প্রথম যুদ্ধ সম্পর্কে লেখ।
গ: বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. ভারতে মুসলিম শাসনের ইতিহাসের উৎসসমূহ আলোচনা কর।
২. আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা কর।
৩. গজনীর সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য বিশ্লেষণ কর।
৪. বিজেতা ও শাসক হিসেবে মুহাম্মদ ঘুরীর কৃতিত্ব নিরূপণ কর।
৫. সুলতান কুতুবউদ্দিন আইবেকের কৃতিত্ব নির্ণয় কর।
৬. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব মূল্যায়ন কর।
৭. বলবনের ‘রক্তপাত ও কঠোর নীতি’ ব্যাখ্যা কর।
৮. আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার এর গুরুত্ব নিরূপণ কর।
৯. আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থার বিবরণ দাও।
১০. বিজেতা হিসেবেই সুলতান আলাউদ্দিন খলজির কৃতিত্ব নিরূপণ কর।
১১. মুহাম্মদ বিন তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনা গুলো বিশ্লেষণ কর।
১২. মুহাম্মদ বিন তুঘলকের রাজধানী স্থানান্তর প্রতীকী মুদ্রা প্রচলন পর্যালোচনা কর।
১৩. ফিরোজ শাহ তুঘলকের শাসন নীতি আলোচনা কর।
১৪. জৌনপুর এর স্বাধীন শরকি সালতানাতের ইতিহাস লেখ।
১৫ বাহমনী রাজ্যের উত্থান ও পতন আলোচনা কর।
১৬. সৈয়দ বংশের শাসনকাল আলোচনা কর।
১৭. দিল্লি সালতানাতের পতনের কারণসমূহ বিশ্লেষণ কর।
১৮. লোদী বংশের সর্বশেষ শাসক কে ছিলেন? তাকে সর্বশেষ্ঠ বলা হয় কেন?
এখানে ক্লিক করে অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ ভারতে মুসলমানদের ইতিহাস ১৫২৬ খ্রি (PDF) ডাউনলোড করে নাও। অনার্স ইসলামের ইতিহাস ২য় বর্ষ অন্যান্য সাজেশন ডাউনলোড করতে এখানে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post