জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। বাংলা সাহিত্য বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য, বিষয় কোড: ৩১১০১৩।
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
২. সিকান্দার আবু জাফর কোন বিখ্যাত মাসিক পত্রিকার সম্পাদনা করতেন?
উত্তর : সিকান্দার আবু জাফর বিখ্যাত মাসিক পত্রিকা ‘সমকাল’র সম্পাদনা করতেন।
৩. ‘অমর একুশে’ কবিতাটি কোন কাব্যের অন্তর্গত?
উত্তর : ‘অমর একুশে’ কবিতাটি ‘বিমুখ প্রান্তর’ কাব্যের অন্তর্গত।
৪. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
উত্তর : ‘কবর’ নাটকটি ৫২- এর ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত।
৫. ‘শান্ত হন, হাত জোড় করি শান্ত হন’- উক্তিটি কে করেছেন?
উত্তর : ‘শান্ত হন, হাত জোড় করি শান্ত হন’- উক্তিটি পীর সাহেবের মেয়ে করেছেন।
৬. ‘আমি বীরঙ্গনা বলছি’ গ্রন্থের মতে বাসন্তীদি কি করেছেন?
উত্তর : ‘আমি বীরঙ্গনা বলছি’ গ্রন্থের মতে বাসন্তীদি করেছেন স্কুলের প্রধান শিক্ষিকা।
৭. জহির রায়হানের প্রকৃত নাম কি ছিল?
উত্তর : জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
৮. মাঝি গাজী রহমানকে কি জিজ্ঞাসা করেছিলেন?
উত্তর : ‘সাব একটা কথা জিগামু’। শেখ মুজিব কি অ্যারেস্ট হইছে
৯. “ছেলেপুলে না হলে আমি নদীতে ডুবে মরবো?’’- কার উক্তি?
উত্তর: ছেলেপুলে না হলে আমি নদীতে ডুবে মরবো? উক্তিটি- বুড়ির ।
১০. আবদুল হকের প্রথম প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর : ‘ক্রান্তিকাল’ আবদুল হকের প্রথম প্রবন্ধগ্রন্থ।
১১. ‘পূর্ব পাকিস্তান: বাংলাদেশ’ প্রবন্ধটির মতে ‘রঘুবংশ’ কাব্যের কবি কে?
উত্তর : ‘পূর্ব পাকিস্তান: বাংলাদেশ’ প্রবন্ধটির মতে ‘রঘুবংশ’ কাব্যের কবি কালিদাশ।
১২. ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধ মতে, সাম্প্রদায়িকতার জীবাণুতে কি আক্রান্ত?
উত্তর : ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধ মতে, সাম্প্রদায়িকতার জীবাণুতে রাজনীতি এবং মূল্যবোধ আক্রান্ত।
১৩. কবির নাম উল্লেখ করে একুশের প্রথম কবিতার নাম লেখ।
উত্তর : ‘কাদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’, কবি মাহবুব উল আলম চৌধুরী।
১৪. ‘কোন এক মাকে’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত?
উত্তর : ‘কোন এক মাকে’ কবিতাটি সাতনরী হার কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।
১৫. ‘আমার বক্তৃতা আমাকে শুনাবেন না,- ‘কবর’ নাটকে কে কাকে বলেছেন?
উত্তর : ‘আমার বক্তৃতা আমাকে শুনাবেন না,- ‘কবর’ নাটকে নেতা, ইন্সপেক্টর হাফিজকে বলেছেন।
১৬. ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব’।- কার উক্তি?
উত্তর : ‘আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা না, গর্ব’।-উক্তিটি বীরাঙ্গনা রানীর।
১৭. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ কী?
উত্তর : ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকে গ্রামবাসীর কাছে মাতবরের শেষ অনুরোধ তার কবর যেন সতোরো গ্রামের মাটিতেই হয়।
১৮. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থান কোথায়?
উত্তর : ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে বর্ণিত ঘটনার স্থান পুরান ঢাকা।
১৯. ‘আজকাল সেই মুখ বন্ধই থাকে’- কার মুখ?
উত্তর : গাজী রহমানের মুখ আজকাল সেই মুখ বন্ধই থাকে।
২০. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর : ‘হাঙ্গর নদী গ্রেনেড’ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়
২১. আবদুল হকের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর : আবদুল হকের জন্ম ও মৃত্যু ১৯১৮-১৯৯৭ সালে।
২২. ‘একাত্তরের ডায়েরী’র শুরু ও শেষ কত তারিখে?
উত্তর : ‘একাত্তরের ডায়েরী’র শুরু ও শেষ তারিখ ৩০ ডিসেম্বর ১৯৭০ সাল এবং শেষ ৩১ ডিসেম্বর ১৯৭১ সাল।
২৩. ‘একাত্তরের চিঠি’র প্রথম চিঠিটার লেখক কে?
উত্তর : ‘একাত্তরের চিঠি’র প্রথম চিঠিটার লেখক শহিদ কাজী নুরুন্নবী।
২৪. রুমী তার মাকে কোন ভাষায় চিঠি লিখেছিলেন?
উত্তর : ইংরেজী ভাষায় রুমী তার মাকে চিঠি লিখেছিলেন।
২৫. ‘ঈগল হত্যাবার্ষিকী, একুশে’ কবিতায় কবি আতর ও লোবানে কিসের গন্ধ পেয়েছেন?
উত্তর : ‘ঈগল হত্যাবার্ষিকী, একুশে’ কবিতায় কবি আতর ও লোবানে রক্তের গন্ধ পেয়েছেন।
২৬. কবি শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু কত সালে?
উত্তর : কবি শামসুর রাহমানের জন্ম ও মৃত্যু ১৯২৯ এবং ২০০৬ সালে।
২৭. গাজী রহমান কত বছর শিক্ষকতা করেছেন?
উত্তর : বত্রিশ বছর গাজী রহমান শিক্ষকতা করেছেন।
২৮. ‘পূর্ব পাকিস্তান: বাংলাদেশ’ প্রবন্ধটি কত সালে প্রকাশিত?
উত্তর : ‘পূর্ব পাকিস্তান: বাংলাদেশ’ প্রবন্ধটি ১৯৬৪ সালে প্রকাশিত।
২৯. সুফিয়া কামালের প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : সুফিয়া কামালের প্রথম গ্রন্থ ‘সাঝের মায়া’।
৩০. ‘একাত্তরের চিঠি’ সম্পাদনা করেছেন কে?
উত্তর : ‘একাত্তরের চিঠি’ সম্পাদনা করেছেন সালাহউদ্দীন আহমদ।
৩১. ‘এই বীরাঙ্গনা তুই আমার মা’ – তারাকে এ কথা কে বলেছেন?
উত্তর : ‘এই বীরাঙ্গনা তুই আমার মা’ – তারাকে এ কথা বলেছেন শেখ মুজিবর রহমান।
৩২. সারারাত এক লহমার জন্য ঘুমালো না ওরা” – ওরা কারা?
উত্তর : একুশের ভাষা আন্দোলনকারীরা।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ‘বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা’ কবিতায় কবি বর্ণমালাকে দুঃখিনী বলেছেন কেন?
২. সিকান্দার আবু জাফর রচিত ‘একুশে ফেব্রুয়ারি’ কবিতার বিষয়বস্ত সংক্ষেপে আলোচনা কর।
৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যে পাইকের ভূমিকা লিখ।
৪. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ অবলম্বনে মাতব্বর এর কার্যকলাপের সংক্ষিপ্ত বর্ণনা দাও।
৫. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে কোন ফাল্গুনের কথা বলা হয়েছে? সংক্ষেপে আলেচনা কর।
৬. ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে কোন দেশকে জাহান্নাম বলা হয়েছে?
৭. আবদুল হকের প্রবন্ধ অনুসরণে বাঙ্গালি জাতীয়তাবাদের স্বরূপ সংক্ষেপে আলোচনা কর।
৮. ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে উল্লেখিত স্বাধীনতা যুদ্ধের নির্যাতনের দৃষ্টান্ত দাও।
৯. ‘স্মৃতিস্তম্ভ’ কবিতায় স্মৃতিস্তম্ভ কী ব্যাখ্যা দাও।
১০. ‘কবর’ নাটকের নেতা চরিত্রটির স্বরূপ সংক্ষেপে তুলে ধর।
১১. ‘আমি বীরাঙ্গনা বলছি’ গ্রন্থে মেহেরজানকে কীভাবে মিলিটারি তুলে নিয়ে যায়? সংক্ষেপে লিখ।
১২. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসে অখিল বাউল কী ভূমিকা পালন করে সংক্ষেপে তুলে ধর।
১৩. আব্দুল হকের ‘সাম্প্রদায়িকতা ও সংস্কৃতি’ প্রবন্ধ অনুসরণে বাঙ্গালী সংস্কৃতির স্বরূপ ব্যাখ্যা দাও।
১৪. ‘একাত্তরের ডায়েরী’তে উল্লেখিত ৭ মার্চ ১৯৭১ রবিবারের লেখাটি বিবৃত কর।
১৫. একাত্তরের চিঠিগুলো কীভাবে ছাপানো হয়েছে? সংক্ষেপে লেখ।
১৬. কোন এক মাকে’ কবিতায় সন্তানের জন্য মায়ের অপেক্ষার যে স্নিগ্ধ মধুর চিত্র অংকিত হয়েছে তা সংক্ষেপে লিখ।
১৭. সংক্ষেপে মুর্দা ফকিরের চারিত্রিক বৈশিষ্ট্য লিখ।
১৮. বীরাঙ্গনা ফাতেমার সংক্ষিপ্ত পরিচয় দাও।
১৯. মাতব্বরের ক্ষমতা যে হ্রাস তা কীভাবে বোঝা যায়?
২০. ‘মানুষের প্রয়োজনে সীমানা অনেক খাটো করা যায়’- ব্যাখ্যা কর।
২১. ‘হাঙ্গর নদী গ্রেনেড’ অবলম্বনে শামুর মার ট্র্যাজেডি আলোচনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছে’ কবিতা অবলম্বনে প্রতিবাদী বাঙ্গালি চিত্তের পরিচয় দাও।
২. “‘একুশের কবিতা’ সংকলন ভাষা আন্দোলনের বিশ্বস্ত দলিল”- মন্তব্যটি আলোচনা কর।
৩. মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের শিল্পমূল্য বিচার কর।
৪. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসে একুশে ফেব্রুয়ারির সংগ্রামী প্রেরণা কিভাবে প্রতিফলিত হয়েছে?
৫. ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধকালীন জীবন বাস্তবতার বর্ণনা দাও।
৬. ‘একাত্তরের ডায়েরী’ অবলম্বনে সুফিয়া কামালের মুক্তিভাবনা আলোচনা কর।
৭. “একাত্তরের চিঠিগুলো মুক্তিযুদ্ধের বিশ্বস্ত দলিল।” – উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
৮. বাংলায় কবিতায় ভাষা আন্দোলনের যে চিত্র উপস্থাপিত হয়েছে তা আলোচনা কর।
৯. “রাজনৈতিক চেতনার প্রেক্ষাপটে পাকিস্তানি ঔপনিবেশিক শাসক শক্তির নিষ্ঠর অত্যাচারের বিরুদ্ধে প্রথম শৈল্পিক নাট্য প্রতিবাদ ‘কবর’ নাটক”। আলোচনা কর।
১০. সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্যনাট্যের বিষয়বস্তু আলোচনা কর।
১১. “শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র ।” – উক্তিটি যর্থার্থতা বিচার কর।
১২. সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার কর।
১৩. সুফিয়া কামালের ‘একাত্তরের ডায়েরী’ অনুসারে মুক্তিয্দ্ধুকালে পাকবাহিনীর বর্বরতার স্বরূপ তুলে ধর।
১৪. ‘একাত্তরের চিঠি’ সংকলনের মুক্তিযোদ্ধাদের মন-মননে স্বাধীনতার ভাবনা-চেতনা কীভাবে উদ্ভাসিত হয়েছে তা উপস্থাপন কর।
১৫. বাংলা সাহিত্যে একুশের প্রভাব আলোচনা কর।
১৬. সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যের নামকরণের সার্থকতা বিচার কর।
১৭. শওকত ওসমানের ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাস অনুসরণে বর্বর পাকবাহিনীর অত্যাচার নির্যাতনের বিস্তৃত বিবরণ দাও।
১৮. মুনীর চৌধুরীর ‘কবর’ একটি বাস্তবধর্মী নাটক – আলোচনা কর।
১৯. ‘একাত্তরের চিঠি’র চিঠিগুলোতে ‘মা ও স্বদেশ’ সমার্থক আলোচনা কর।
২০. ‘একাত্তরের ডায়েরী’ গ্রন্থে প্রতিফলিত লেখিকার প্রগতিশীল ধ্যান-ধারণা ও মানবিক বোধের পরিচয় দাও।
আরো দেখো : মাস্টার্স বাংলা সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সাহিত্য সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post