ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য জানার মাধ্যমে আপনি যেকোনো একাডেমিক পরীক্ষা, সরকারি চাকরির লিখিত কিংবা ভাইভা পরীক্ষা, ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষাসহ যেকোনো ভর্তি পরীক্ষার প্রস্তুতি দৃঢ় করতে পারেন। দেশের বিভিন্ন পরীক্ষাতে ভাষা আন্দোলন সম্পর্কে প্রশ্ন আসে।
ভাষা আন্দোলন আমাদের দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ ঐতিহ্য। দেশের যেকোনো পরীক্ষাতে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে ১০ টি বাক্য আসতে পারে। আপনারা যাতে সহজে সেগুলোর উত্তর দিতে পারেন সেজন্য আজকে আমরা ভাষা আন্দোলন সম্পর্কে আলোচনা করবো।
১৯৪৮ সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঘোষণার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে। ১৯৫২সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্ররা বিক্ষোভ মিছিল করলে পুলিশ তাদের উপর গুলি চালায়। তখন রফিক, শফিক, জব্বার, সালাম, বরকতসহ নাম না জানা অনেকেই শহীদ হন। পরবর্তীতে ছাত্রদের ত্যাগের বিনিময়ে এ আন্দোলনে বাঙ্গালী জয়লাভ করে।
ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য
১. ভাষা আন্দোলন ছিল বাংলাভাষী মানুষের মাতৃভাষার অধিকার আদায়ের জন্য ঐতিহাসিক সংগ্রাম।
২. ১৯৪৮সালে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে বাংলাভাষী ছাত্রজনতা, যুবক ও সাধারণ জনগণ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়।
৩. বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়লে তৎকালীন পাকিস্তান সরকার আন্দোলন দমন করতে কঠোর পদক্ষেপ নেন।
৪. ১৯৫২সালের ২১ শে ফেব্রুয়ারি ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ নির্বিচারে তাদের উপর গুলি চালায়।
৫. ১৯৫২সালের ২১ শে ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে রফিক, সালাম, বরকত ও জব্বারসহ নাম না জানা অনেকেই শহীদ হন।
৬. পুলিশ নির্বিচারে গুলি করলে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ তীব্র প্রতিবাদ করে যার ফলে ১৯৫৬সালে তৎকালীন শাসকগোষ্ঠী বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়।
৭. ভাষা আন্দোলনে বিজয়ের ফলে পরবর্তীতে অন্যান্য আন্দোলনের সময় আন্দোলনকারীরা নিজেদের মধ্যে সাহস ধরে রাখতে পেরেছিলেন।
৮. ১৯৫২সালের ২১ শে ফেব্রুয়ারির শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
৯. ১৯৯৯সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, তখন থেকে বিশ্বে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
১০. ইউনেস্কো স্বীকৃতির পর ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়।
উপসংহার
উপসংহার উপরে ভাষা আন্দোলন সম্পর্কে ১০ টি বাক্য জানানো হয়েছে। এই বাক্যগুলো জানার মাধ্যমে আপনি ভাষা আন্দোলন সম্পর্কে জানতে পারলেন ও যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকের প্রস্তুত করলেন। আমাদের উচিত আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে ভালোভাবে জানা ও আঁকড়ে ধরা।
আমরা আছি ফেসবুক ও ইউটিউবেও। এই লিংকে ক্লিক করে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেইজে।
Discussion about this post