ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় mcq pdf
১. কোন দেশের বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে?
ক. যুক্তরাজ্য
ড়. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. জার্মানি
২. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়-
ক. ভূগোল
ড়. পরিবেশ
গ. সমাজ
ঘ. সংস্কৃতি
৩. “জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. পার্ক
ড়. আর্মস
গ. রিচার্ড হার্টশোন
ঘ. আলেকজান্ডার হামবোল্ট
৪. পরিবেশের উপাদান কয়টি?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৫. কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়?
ক. বায়ু
খ. আর্দ্রতা
ড়. গাছপালা
ঘ. আলো
৬. পরিবেশ কত প্রকার?
ড়. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৭. জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কী?
ড়. জীব পরিবেশ
খ. ভৌত পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. সামাজিক পরিবেশ
৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে?
ক. ভৌত পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ড়. ভৌত ও প্রাকৃতিক পরিবেশ
৯. মানুষের তৈরি পরিবেশ হলো-
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. ভৌত পরিবেশ
ড়. সামাজিক পরিবেশ
ঘ. সবকটি
১০. ইংরেজি ‘Geography’ কথাটি থেকে কোন কথাটি এসেছে?
ক. ভৌগোলিক
খ. পৃথিবী
ড়. ভূগোল
ঘ. বর্ণনা
১১. ‘Geo’ অর্থ কী?
ক. ভূগোল
ড়. ভূ
গ. বর্ণনা
ঘ. পৃথিবীর বর্ণনা
১২. ‘Geography’ শব্দটির অর্থ কী?
ক. ভূ
ড়. পৃথিবীর বর্ণনা
গ. বর্ণনা
ঘ. ভৌগোলিক
১৩. “মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল।” উক্তিটি কার?
ড়. অধ্যাপক ম্যাকনি
খ. ইরাটসথেনিস
গ. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
ঘ. রিচার্ড হার্টশোন
১৪. “ভৌত ও সামাজিক পরিবেশ মানুষের কর্মকাণ্ডও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল।” কে বলেছেন?
ক. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
ড়. অধ্যাপক ম্যাকনি
গ. কার্ল রিটার
ঘ. রিচার্ড হার্টশোন
১৫. “পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও সুবিন্যস্ত বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল।” উক্তিটি কার?
ক. অ্যাকারমেন
খ. ইমানুয়েল কান্ট
ড়. রিচার্ড হার্টশোন
ঘ. আলেকজান্ডার হামবোল্ট
১৬. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কোন প্রতিষ্ঠান ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে?
ড়. বিজ্ঞান একাডেমি
খ. ভূগোল একাডেমি
গ. ভূগোল ও পরিবেশ একাডেমি
ঘ. ভূগোলবিদ্যা একাডেমি
১৭. গ্রাম, শহর, নগরের ক্রমবিকাশ ভূগোলের কোন শাখায় আলোচিত হবে?
ক. জৈব পরিবেশ
খ. প্রাকৃতিক পরিবেশ
গ. অজৈব পরিবেশ
ড়. অপ্রাকৃতিক পরিবেশ
১৮. কোনটি সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়?
ক. মূল্যবোধ
খ. শিক্ষা
ড়. মানুষ
ঘ. অর্থনীতি
১৯. কোনটি প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত নয়?
ক. মানুষ
খ. গাছপালা
ড়. মানুষের আচার-আচরণ
ঘ. কীটপতঙ্গ
২০. সামাজিক পরিবেশের উপাদান
i. উৎসব অনুষ্ঠান
ii. শিক্ষা ও মূল্যবোধ
iii. রাজনীতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
২১. ভূগোলের আলোচ্য বিষয়-
i. প্রকৃতি
iii. পরিবেশ
ররর. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
২২. ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে-
i. পরিবেশের বিজ্ঞান
ii. সমাজের বিজ্ঞান
iii. নৃবিজ্ঞান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
২৩. পরিবেশের উপাদান-
i. নদীনালা, সাগর
ii. পাহাড়, পর্বত, বন
iii. পানি, মাটি ও বায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
মেহেতাব সুন্দরবন এলাকায় শিক্ষা সফরে গেলেন। সেখানে তিনি দেখতে পেলেন বনের অনেক গাছ মরে গেছে। প্রকৃতির সুন্দর্য আগের মতো নেই।
২৪. পরিবেশের উপাদান কয় ধরনের?
ড়. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
২৫. প্রকৃতির সুন্দর্য আগের মতো না হওয়ার অন্যতম কারণ হলো-
i. মানুষের অসচেতনতা
ii. জলবায়ুর পরিবর্তন
iii. গ্রিনহাউজ প্রতিক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
২৬. কোনটি অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়?
ক. কৃষিকাজ
খ. খনিজ সম্পদ সংগ্রহ
গ. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা
ড়. সবকটি
২৭. ভূগোলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৮. কোনটি ভূগোল বিষয়ের অন্তর্ভুক্ত?
ক. ভূমিরূপবিদ্যা
খ. সমুদ্রবিদ্যা
গ. অর্থনীতি
ড়. সবকটি
২৯. গাণিতিক ভূগোলের বিষয় কী?
ক. উদ্ভিদরাজি
খ. ভূ-প্রকৃতি
ড়. মহাবিশ্ব
ঘ. জনসংখ্যা
৩০. বর্তমানে ভূগোলের সাথে কী সম্পৃক্ত করে পড়ানো হয়?
ড়. পরিবেশ
খ. ভূতত্ত্ব
গ. জীববিজ্ঞান
ঘ. মৃত্তিকাবিজ্ঞান
৩১. গুরুত্বের দিক দিয়ে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ভূগোল বিজ্ঞানে কীরূপ?
ক. আশাব্যঞ্জক
খ. মানবতাবাদী
ড়. সমান
ঘ. কার্যপরিধি
৩২. ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে নানান প্রজাতির উদ্ভিদের সংস্থান, এদের ভৌগোলিক কারণ অন্বেষণ করে থাকে কোন ভূগোল?
ক. অর্থনৈতিক ভূগোল
খ. রাজনৈতিক ভূগোল
গ. ঐতিহাসিক ভূগোল
ড়. উদ্ভিদ ভূগোল
৩৩. পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ-
ক. একই রকম
ড়. ভিন্ন রকম
গ. প্রায় একই রকম
ঘ. কোনোটিই নয়
৩৪. গ্রাম, শহর, জনপদ তৈরি, ক্রমবিকাশ ও পরিবর্তন নিয়ে আলোচনা করে-
ক. আঞ্চলিক ভূগোল
খ. ঐতিহাসিক ভূগোল
গ. শিল্প ভূগোল
ড়. সামাজিক ভূগোল
৩৫. কোনটি জীবভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসায়-বাণিজ্য পরিচালনা
ড়. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ. শহরের ক্রমবিকাশ
৩৬. ‘মহাবিশ্বের বিভিন্ন’ জ্যোতিষ্কের সৃষ্টি ও বিবর্তন’ ভূগোলের কোন শাখার অন্তর্গত?
ক. সামাজিক ভূগোল
খ. ঐতিহাসিক ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল
ড়. গাণিতিক ভূগোল
৩৭. ভূগোলের আলোচ্য বিষয় হচ্ছে-
i. প্রকৃতি
ii. শক্তি
iii. সমাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৮. প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত
i. ভূমিরূপ
ii. বায়ুমণ্ডল ও বারিমণ্ডল
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৯. অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়-
i. কৃষিকাজ
ii. শহর ও নগর
iii. বনজ সম্পদ ও খনিজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ৪০ ও ৪১ নং প্রশ্নের উত্তর দাও:
বাবুল ছোট একটি বনভূমি কেটে মার্কেট তৈরি করলেন এবং পুকুর ভরাট করে বাড়ি বানালেন।
৪০. বাবুলের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. অর্থনৈতিক ভূগোল
ড়. মানব ভূগোল
গ. সামাজিক ভূগোল
ঘ. জনসংখ্যা ভূগোল
৪১. উল্লিখিত কর্মকান্ডটি হলো-
i. গ্রামের ক্রমবিকাশ
ii. নগরায়ন
iii. জনপদ তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪২. প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে জানতে পারি কোন বিষয় পাঠের মাধ্যমে?
ক. অর্থনীতি
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. ইতিহাস
ড়. ভূগোল ও পরিবেশ
৪৩. ভূগোল ও পরিবেশ পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে বিজ্ঞানসম্মত ধারণা পাওয়া যায়-
ড়. কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে
খ. কীভাবে শিল্পের উদ্ভব হয়েছে
গ. কীভাবে মানুষের উদ্ভব হয়েছে
ঘ. কীভাবে ব্যবসায়-বাণিজ্যের উদ্ভব হয়েছে
৪৪. ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়-
ক. নগর সম্পর্কে
খ. ক্রমবিকাশ ও পরিবর্তন সম্পর্কে
ড়. খাদ্যাভ্যাস ও জীবনধারা বৈচিত্র্য সম্পর্কে
ঘ. ভৌগোলিক অবস্থা সম্পর্কে
৪৫. ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে আমরা জানতে পারি-
i. প্রাকৃতিক দুর্যোগ কেন সৃষ্টি হয়
ii. প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণের পদ্ধতি
iii. প্রাকৃতিক দুর্যোগে কী ক্ষতি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪৬. ভূগোলের পরিধিকে বিস্তৃত করেছে-
i. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ
ii. নতুন নতুন আবিষ্কার
iii. চিন্তা-ধারণার বিকাশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
মি. নাঈম চার রাস্তার মোড়ে অবস্থিত নিচু জায়গা ভরাট করে একটি দোকান এবং দোকানের পিছনে বাড়ি তৈরি করলেন।
৪৭. নাঈমের কর্মকাণ্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. জীবভূগোল
ড়. মানব ভূগোল
গ. জলবায়ুবিদ্যা
ঘ. ভূমিরূপবিদ্যা
৪৮. উল্লিখিত কর্মকা-টি হলো-
i. গ্রামের ক্রমবিকাশ
ii. নগরায়ণ
iii. জনপদ তৈরি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
ড়. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
ভূগোল ও পরিবেশ পাঠের মাধ্যমে পৃথিবীপৃষ্ঠের পারিপার্শ্বিক তথা প্রাকৃতিক ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়। এসব প্রাকৃতিক ভূদৃশ্যের কী ধরনের পরিবর্তন হলো তা এ শাস্ত্র পাঠের মাধ্যমে জানা যায়।
৪৯. কোন বিষয়কে সকল প্রকৃতিবিজ্ঞানের জননী বলা হয়?
ড়. ভূগোল ও পরিবেশ
খ. রাজনৈতিক ভূগোল
গ. অর্থনীতি
ঘ. উদ্ভিদবিজ্ঞান
৫০. ভূগোল ও পরিবেশ পাঠে আমরা নিচের কোনটি সম্বন্ধে ধারণা লাভ করতে পারি?
ড়. কৃষি ও শিল্প
খ. সরকার ও রাজনীতি
গ. মৎস্য সম্পদ
ঘ. স্বাস্থ্য
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post