ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় mcq
৫১. মহাকাশের কী নেই?
ড়. শুরু ও শেষ নেই
খ. শুরু আছে শেষ নেই
গ. শুরু নেই শেষ আছে
ঘ. শুরু ও শেষ আছে
৫২. মহাকাশে অসংখ্য আলোক বিন্দুকে কী বলে?
ড়.জ্যোতিষ্ক
খ. ধূমকেতু
গ. উল্কাপিণ্ড
ঘ. গ্রহ
৫৩. গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে-
ক. ভূমণ্ডল
খ. মহাকাশ
ড়. মহাবিশ্ব
ঘ. মহাশূন্য
৫৪. আদি অন্তহীন এ আকাশকে বলে-
ক. পৃথিবী
খ. নক্ষত্র
ড়.মহাকাশ
ঘ. জ্যোতিষ্ক
৫৫. মহাকাশে রয়েছে অসংখ্য-
ড়. জ্যোতিষ্ক
খ. নক্ষত্র
গ. নীহারিকা
ঘ. ছায়াপথ
৫৬. মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে?
ক. নক্ষত্রমণ্ডলী
খ. নীহারিকা
ড়.জ্যোতিষ্কমণ্ডলী
ঘ. ছায়াপথ
৫৭. জ্যোতিষ্ক হলো
i. গ্রহ, উপগ্রহ ও নীহারিকা
ii. অসংখ্য ধূমকেতু ও উল্কা
iii. গ্রহাণুপুঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
৫৮. সৌরজগতের গ্রহম-লীর মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ-
i. ট্রাফিক ব্যবস্থা রয়েছে এজন্য
ii. এদের প্রত্যেকের মাঝখানে পর্যাপ্ত দূরত্ব রয়েছে
iii. নির্দিষ্ট কক্ষপথে এরা আবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
৫৯. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১০ কোটি কিলোমিটার
খ. ১২ কোটি কিলোমিটার
গ. ১৪ কোটি কিলোমিটার
ড়. ১৫ কোটি কিলোমিটার
৬০. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত?
ড়. প্রায় ৩৮ লক্ষ কোটি কিলোমিটার
খ. প্রায় ৩৭ লক্ষ কোটি কিলোমিটার
গ. প্রায় ৩৬ লক্ষ কোটি কিলোমিটার
ঘ. প্রায় ৩৫ লক্ষ কোটি কিলোমিটার
৬১. মহাবিশ্বে অসংখ্য মিটমিট করে আলো দেওয়া জ্যোতিষ্ককে কী বলা হয়?
ড়.নক্ষত্র
খ. গ্রহ
গ. উপগ্রহ
ঘ. ধূমকেতু
৬২. কোন জ্যোতিষ্কের আলো ও উত্তাপ আছে?
ক. গ্রহ
ড়. নক্ষত্র
গ. উপগ্রহ
ঘ. ধূমকেতু
৬৩. কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়?
ক. অত্যন্ত ক্ষুদ্র
খ. যারা আলো দেয় না
ড়.যারা আলো দেয়
ঘ. অত্যন্ত বৃহৎ
৬৪. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক. উল্কা
খ. নক্ষত্র
গ. নীহারিকা
ড়.ছায়াপথ
৬৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ?
ড়.গ্যাসীয়
খ. কঠিন
গ. তরল
ঘ. পাথুরে
৬৬. নীহারিকার সমতলে অবস্থান করে-
ক. গ্যালাক্সি
ড়. ছায়াপথ
গ. উল্কা
ঘ. আদমসুরত
৬৭. অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো যে তারকারাজি দেখা যায় তাকে বলে।
ড়.ছায়াপথ
খ. নক্ষত্র
গ. সপ্তর্ষিমণ্ডল
ঘ. কালপুরুষ
৬৮. বিজ্ঞানীরা কাকে বিরাট চক্রকার মণ্ডল বলে অনুমান করেন?
ক. গ্যালাক্সি
ড়. ছায়াপথ
গ. নীহারিকা
ঘ. উল্কা
৬৯. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?
ক. প্রায় ২.২
খ. প্রায় ২.৪
ড়. প্রায় ৪.২
ঘ. প্রায় ৪.৪
৭০. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ড়.৮ মিনিট ১৯ সেকেন্ড
খ. ১২ মিনিট
গ. ৫ মিনিট ১৯ সেকেন্ড
ঘ. প্রায় ১৫ মিনিট
৭১. কোন জ্যোতিষ্কের মহাকর্ষ বল অত্যন্ত বেশি?
ক. নীহারিকা
খ. পালসার
ড়. কৃষ্ণবামন
ঘ. ধূমকেতু
৭২. কৃষ্ণবামনের মহাকর্ষ বল অত্যন্ত বেশি হওয়ার কারণ কী?
ড়. ঘনত্ব খুব বেশি
খ. ঘনত্ব কম
গ. চৌম্বকত্ব বেশি
ঘ. মাধ্যাকর্ষণ শক্তি বেশি
৭৩. চন্দ্রকে নক্ষত্র বলা যায় না কেন?
ড়. এর নিজস্ব আলো না থাকায়
খ. এটি ক্ষুদ্রাকৃতির হওয়ায়
গ. এটি নিজস্ব কক্ষপথে ঘুরার কারণে
ঘ. এর নিজস্ব অক্ষে আবর্তনের জন্য
৭৪. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
ক. কিলোমিটারে
খ. মিটারে
ড়.আলোকবর্ষে
ঘ. আলোক সেকেন্ডে
৭৫. প্যাটার্ন বা আকৃতিতে নক্ষত্রদলকে বলা হয়-
ক. নক্ষত্র
খ. জ্যোতিষ্ক
ড়.নক্ষত্রমণ্ডলী
ঘ. গ্রহাণুপুঞ্জ
৭৬. Orion শব্দের বাংলা অর্থ কী?
ক. ক্যাসিওপিয়া
ড়. কালপুরুষ
গ. লঘুসপ্তর্ষি
ঘ. এরিডানাস
৭৭. বৃহৎ কুক্কুরমণ্ডল একটি-
ক. গ্যালাক্সি
ড়. নক্ষত্রমণ্ডলী
গ. ছায়াপথ
ঘ. গ্রহাণুপুঞ্জ
৭৮. মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুণ্ড নিয়ে যে জ্যোতিষ্কমণ্ডলীর দল সৃষ্টি হয়েছে তাকে কী বলে?
ড়. গ্যালাক্সি
খ. লঘুসপ্তর্ষি
গ. উল্কাপিণ্ড
ঘ. ছায়াপথ
৭৯. ধূমকেতুকে ইংরেজিতে কী বলা হয়?
ক. Meteor
খ. Orion
ড়. Comet
ঘ. Star
৮০. ‘কমেট’ কোন শব্দ?
ক. ল্যাটিন শব্দ
ড়. গ্রিক শব্দ
গ. ইংরেজি শব্দ
ঘ. রাশিয়ান শব্দ
৮১. কিসের একটি মাথা ও একটি লেজ আছে?
ক. উল্কার
খ. ছায়াপথের
ড়. ধূমকেতুর
ঘ. গ্যালাক্সির
৮২. মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। এদের নিজেদের কোনো আলো ও তাপ নেই। এগুলোকে কী বলে?
ক. জ্যোতিষ্ক
ড়. গ্রহ
গ. উপগ্রহ
ঘ. নক্ষত্র
৮৩. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়?
ক. অভিকর্ষ বল
খ. আকর্ষণ বল
ড়. মহাকর্ষ বল
ঘ. সূর্যের আকর্ষণ বল
৮৪. মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো কাকে ঘিরে আবর্তিত হয়?
ক. পৃথিবী
খ. চন্দ্র
গ. জ্যোতিষ্ক
ড়. সূর্য
৮৫. ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন?
ক. উপবৃত্তাকার মণ্ডল
খ. সর্পিলাকার মণ্ডল
গ. সরলরৈখিক মণ্ডল
ড়. চক্রকার মণ্ডল
৮৬. সৌরজগৎ কিসের অন্তর্ভুক্ত?
ড়. ছায়াপথের
খ. কালপুরুষের
গ. পৃথিবীর
ঘ. গ্যালাক্সির
৮৭. মহাশূন্যে জড় পি-গুলো মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে- একে কী বলে?
ক. ছায়াপথ
খ. নীহারিকা
ড়. উল্কা
ঘ. ধূমকেতু
৮৮. আকাশে উল্কাপিণ্ড প্রজ্বলিত হওয়ার কারণ কী?
ড়. বায়ুর সাথে সংঘর্ষ
খ. গ্রহের সাথে সংঘর্ষ
গ. তারার সাথে সংঘর্ষ
ঘ. উপগ্রহের সাথে সংঘর্ষ
৮৯. উল্কাকে ইংরেজিতে কী বলে?
ক. Orion
খ. Cassiopeia
ড়. Meteor
ঘ. Comet
৯০. রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়। এগুলো আসলে কী?
ড়.উল্কা
খ. ছায়াপথ
গ. নীহারিকা
ঘ. তারকা
৯১. যে জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় তাকে কী বলে?
ক. ছায়াপথ
খ. উল্কা
গ. কালপুরুষ
ড়.ধূমকেতু
৯২. ধূমকেতু কী?
ড়. জ্যোতিষ্ক
খ. সৌরজগৎ
গ. গ্রহ
ঘ. নক্ষত্র
৯৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
ড়. চাঁদ
খ. ক্যাসিওপিয়া
গ. টাইটান
ঘ. লঘুসপ্তর্ষি
৯৪. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি?
ড়. বৃহস্পতি
খ. শনির
গ. মঙ্গল
ঘ. ইউরেনাস
৯৫. কোন দু’টি গ্রহের উপগ্রহ নেই?
ড়. বুধ ও শুক্র
খ. শুক্র ও শনি
গ. বুধ ও বৃহস্পতি
ঘ. শুক্র ও ইউরেনাস
৯৬. সৌরজগতে গ্রহ কয়টি?
ড়. ৮টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. ১২টি
৯৭. মহাকর্ষ বলের প্রভাবে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের কী বলে?
ক. ধূমকেতু
ড়.উপগ্রহ
গ. নীহারিকা
ঘ. গ্যালাক্সি
৯৮. উপগ্রহগুলো কোথা থেকে আলো ও তাপ পায়?
ক. গ্রহ থেকে
ড়. সূর্য থেকে
গ. নীহারিকা থেকে
ঘ. ধূমকেতু থেকে
৯৯. নিজস্ব আলো ও তাপশক্তি নেই-
i. নক্ষত্রগুলোর
ii. গ্রহগুলোর
iii. উপগ্রহগুলোর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
ড়. ii ও iii
ঘ. i, ii ও iii
১০০. গ্রহ রাত্রিবেলা তারার মতো মিটমিট করে জ্বলে না কেন?
i. সূর্য রাত্রিবেলা আলো দেয় না বলে
ii. নিজস্ব আলো নেই বলে
iii. সূর্যের আলো দ্বারা আলোকিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
ড়. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১০১ ও ১০২নং প্রশ্নের উত্তর দাও:
রাতের আকাশে জুয়েল সাহেব তার সন্তানকে মিটমিট করে আলোকিত তারাগুলোকে দেখিয়ে বললেন, এগুলো হলো নক্ষত্র। এক একটি নক্ষত্র কোটি কোটি কিমি দূরে অবস্থিত।
১০১. জুয়েল সাহেবের সন্তানকে দেখানো নক্ষত্রগুলো দিনের বেলায় চোখে পড়ে না কেন?
ক. সূর্যের চেয়ে এগুলোর আলো কম
খ. এগুলো সূর্যের চেয়ে অনেক ছোট তাই
ড়. অনেক দূরবর্তী এবং সূর্যের প্রখর আলোর কারণে এদের দেখা যায় না
ঘ. দিনের বেলায় এরা অস্ত যায়
১০২. আধুনিক বিজ্ঞানিগণ মহাবিশ্বে কতকগুলো নক্ষত্রের সন্ধান পেয়েছেন?
ড়. ১০০ কোটিরও অধিক
খ. ২০০ কোটিরও অধিক
গ. ৩০০ কোটি
ঘ. ১০০ মিলিয়ন
নিচের উদ্দীপকটি পড় এবং ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও:
কেয়া সৌরজগৎ পড়তে গিয়ে এক বিস্ময়কর যোতিষ্কের কথা জানতে পারল। এদের একটি মাথা ও একটি লেজ আছে।
১০৩. কেয়া কোন জ্যোতিষ্কের কথা জানতে পারল?
ক. উল্কা
খ. নীহারিকা
গ. ছায়াপথ
ড়. ধূমকেতু
১০৪. উক্ত জ্যোতিষ্কের লেজ কখন লম্বা হতে থাকে?
ড়. সূর্যের কাছাকাছি আসতে থাকলে
খ. সূর্যের চারিদিকে পরিক্রমের সময়
গ. সূর্য থেকে যত দূরে যায়
ঘ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে
নিচের প্রদত্ত সারণিটি পর্যবেক্ষণ কর এবং ১০৫ ও ১০৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
গ্রহসমূহ সূর্যকে প্রদক্ষিণকাল নিকটতম গ্রহ দুইটির প্রদক্ষিণকালের পার্থক্য গ্রহের ব্যাস (কিলোমিটার)
বুধ ৮৮ দিন ৪,৮৫০
শুক্র ২২৫দিন ১১৭ দিন ১২,১০৪
পৃথিবী ৩৬৫ দিন ১৪০ দিন ১২,৬৬৭
মঙ্গল ৬৮৭ দিন ৩২২ দিন ৬,৭৮৭
বৃহস্পতি ১২ বছর ? ১,৪২,৮০০
১০৫. কোন গ্রহটি আকৃতিতে মধ্যম?
ক. বুধ
খ. পৃথিবী
গ. মঙ্গল
ড়. শুক্র
১০৬. মঙ্গল ও বৃহস্পতি গ্রহের আবর্তনকালের পার্থক্য কত দিন?
ক. ২,৬৯৩
ড়. ৩,৬৯৩
গ. ৪,৬৯৩
ঘ. ৫,৬৯৩
১০৭. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
ক. ৫.৫ কোটি কিমি
খ. ৫.৬ কোটি কিমি
গ. ৫.৭ কোটি কিমি
ড়. ৫.৮ কোটি কিমি
১০৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কত সময় লাগে?
ক. ৫৮ দিন
খ. ৭৮ দিন
গ. ৯০ দিন
ড়. ৮৮ দিন
১০৯. ইউরেনাস ও নেপচুন দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না কেন?
ড়. কম উজ্জ্বল
খ. খুব ছোট
গ. দূরত্ব বেশি
ঘ. আলো নেই
১১০. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
ক. শনি
ড়. বুধ
গ. মঙ্গল
ঘ. নেপচুন
১১১. মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ কত সালে বুধের ছবি পাঠায়?
ক. ১৮৭৪ সালে
খ. ১৮৯০ সালে
গ. ১৯৫৪ সালে
ড়.১৯৭৪ সালে
১১২. বুধের বছর কত দিনে?
ড়.৮৮ দিনের
খ. ২২৫ দিনের
গ. ৩৬৫ দিনের
ঘ. ৩৬৬ দিনে
১১৩. কোন গ্রহের উপগ্রহ নেই?
ক. পৃথিবী
খ. শনি
ড়. বুধ
ঘ. বৃহস্পতি
১১৪. কোন গ্রহটি ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে পরিচিত?
ক. বুধ
ড়.শুক্র
গ. শনি
ঘ. বৃহস্পতি
১১৫. কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না?
ক. বুধ
ড়.শুক্র
গ. শনি
ঘ. বৃহস্পতি
১১৬. শুক্র গ্রহের ঘন মেঘ প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত?
ক. জলীয়বাষ্প
খ. নাইট্রোজেন
ড়. কার্বন ডাইঅক্সাইড
ঘ. হাইড্রোজেন
১১৭. কোন গ্রহটি ঘনমেঘে ঢাকা?
ড়. শুক্র
খ. বুধ
গ. নেপচুন
ঘ. শনি
১১৮. কোনটি শুক্র গ্রহে এসিড বৃষ্টি হওয়ার কারণ?
ড়. কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘ
খ. বায়ুমণ্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ
গ. অধিক মিথেন ও অ্যামোনিয়া গ্যাস
ঘ. নাইট্রোজেন গ্যাসের আধিক্য
১১৯. সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ও উল্কা নিয়ে একত্রে গঠিত
ক. বিশ্বজগৎ
ড়. সৌরজগৎ
গ. জ্যোতিষ্কমণ্ডলী
ঘ. নক্ষত্রমণ্ডলী
১২০. কাকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে?
ক. পৃথিবী
খ. মহাকাশ
গ. নক্ষত্রমণ্ডল
ড়. সূর্য
১২১. সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো-
ক. নক্ষত্র
খ. নীহারিকা
ড়. সূর্য
ঘ. গ্যালাক্সি
১২২. কোনটি একটি নক্ষত্র?
ক চন্দ্র
ড়সূর্য
গ শুক্র
ঘ পৃথিবী
১২৩. সূর্যের রং কী?
ক. লাল
খ. নীল
গ. কমলা
ড়. হলুদ
১২৪. সূর্যের ব্যাস কত?
ড়. প্রায় ১৩.৮৪ লক্ষ কিমি.
খ. প্রায় ১২.৪০ লক্ষ কিমি.
গ. প্রায় ১৪.৫৪ লক্ষ কিমি.
ঘ. প্রায় ১৫.২০ লক্ষ কিমি.
১২৫. সূর্যের ভর কত?
ক. প্রায় ৯৯ ১০১১ কিলোগ্রাম
ড়. প্রায় ১.৯৯ ১০১৩ কিলোগ্রাম
গ. প্রায় ১১.৯৯ ১০১২ কিলোগ্রাম
ঘ. প্রায় ২১.৯৯ ১০১৪ কিলোগ্রাম
১২৬. সৌরজগতের সমস্ত জ্যোতিষ্কের মধ্যে সূর্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এর কারণ কোনটি?
ড়. সূর্য সমস্ত আলো ও তাপের উৎস
খ. সূর্য সর্বাপেক্ষা বড় জ্যোতিষ্ক
গ. সূর্য সমস্ত গ্রহ থেকে দেখা যায়
ঘ. সূর্যের কারণেই দিন ও রাত হয়
১২৭. সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?
ক. ৯টি
খ. ১১টি
ড়. ৮টি
ঘ. ১০টি
১২৮. সৌরজগতের কোন গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে?
ড়. পৃথিবী
খ. বুধ
গ. বৃহস্পতি
ঘ. মঙ্গল
১২৯. মঙ্গল গ্রহের ব্যাস কত?
ড়. ৬,৭৮৭ কিমি
খ. ৬,৫৮৭ কিমি
গ. ৬,৮৮৭ কিমি
ঘ. ৬,৯৮৭ কিমি
১৩০. সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যকার দূরত্ব কত কিলোমিটার?
ক. ৭.৭ কোটি কিমি.
খ. ৬.৭ কোটি কিমি.
ড়. ২২.৮ কোটি কিমি.
ঘ. ৭.৬ কোটি কিমি.
১৩১. পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত?
ক. ৮.৭ কোটি কিলোমিটার
ড়. ৭.৭ কোটি কিলোমিটার
গ. ৭.৮ কোটি কিলোমিটার
ঘ. ৬.৮ কোটি কিলোমিটার
১৩২. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ হলো-
ক. মিরিন্ডা
ড়. ডিমোস
গ. টাইটান
ঘ. নেরাইড
১৩৩. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের কত দিন সময় লাগে?
ক. ৩৬৫ দিন
ড়. ৬৮৭ দিন
গ. ৮০৫ দিন
ঘ. ২২৫ দিন
১৩৪. কোন গ্রহের ২২টি উপগ্রহ আছে?
ক. মঙ্গল
খ. বৃহস্পতি
ড়. শনি
ঘ. ইউরেনাস
১৩৫. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগেড়বয়গিরি দেখা যায়?
ড়.মঙ্গল
খ. নেপচুন
গ. বুধ
ঘ. বৃহস্পতি
১৩৬. কোন গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি?
ক. পৃথিবী
খ. বুধ
ড়. মঙ্গল
ঘ. ইউরেনাস
১৩৭. মঙ্গল গ্রহ বসবাসের অনুপযোগী; কারণ
ড়. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি
খ. সূর্যের আলো পড়ে না
গ. মোটেই পানি নেই
ঘ. অক্সিজেন নেই
১৩৮. কোন গ্রহ লালচে দেখায়?
ক. শনি
ড়. মঙ্গল
গ. নেপচুন
ঘ. বুধ
১৩৯. মঙ্গল গ্রহের রং কীরূপ?
ক. গোলাপি
খ. নীলাভ
ড়.লালচে
ঘ. সবুজ
১৪০. কোন গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক?
ড়. মঙ্গল
খ. শনি
গ. বৃহস্পতি
ঘ. বুধ
১৪১. কোন গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান?
ক. বৃহস্পতি
ড়.মঙ্গল
গ. শুক্র
ঘ. শনি
১৪২. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?
ড়. শুক্র
খ. বুধ
গ. মঙ্গল
ঘ. ইউরেনাস
১৪৩. শুক্র গ্রহের ব্যাস কত?
ড়. ১২,১০৪ কিমি
খ. ১২,১০৫ কিমি
গ. ১২,২০৪ কিমি
ঘ. ১২,২০৫ কিমি
১৪৪. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্রর কত সময় লাগে?
ক. ২২০ দিন
খ. ২২২ দিন
ড়. ২২৫ দিন
ঘ. ২৩০ দিন
১৪৫. সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত কিলোমিটার?
ক. ১২.৮ কোটি কিলোমিটার
ড়.১০.৮ কোটি কিলোমিটার
গ. ৯.৮ কোটি কিলোমিটার
ঘ. ৫.৮ কোটি কিলোমিটার
১৪৬. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?
ড়.পৃথিবী
খ. নেপচুন
গ. বুধ
ঘ. শনি
১৪৭. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
ক. টাইটান
খ. টপস্টার
গ. স্কাইলেট
ড়.চাঁদ
১৪৮. কী কী উপাদানের কারণে সৌরজগতে পৃথিবীকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়?
ড়. অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপ
খ. অক্সিজেন, হাইড্রোজেন এবং তাপ
গ. অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম
ঘ. অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন
১৪৯. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি?
ক. নেপচুন
খ. শনি
ড়.পৃথিবী
ঘ. মঙ্গল
১৫০. পৃথিবীর ব্যাস কত?
ড়.১২,৬৬৭ কিমি
খ. ১২,৭৬৫ কিমি
গ. ১৩,১২৭ কিমি
ঘ. ১৪,৬৪৭ কিমি
১৫১. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
ক. টাইটান
ড়. চাঁদ
গ. ডিমোস
ঘ. ফোবোস
১৫২. চাঁদ কোন গ্রহের উপগ্রহ?
ক. শুক্র
খ. বুধ
ড়. পৃথিবী
ঘ. মঙ্গল
১৫৩. বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে কত গুণ বড়?
ক. ১,০০০ গুণ
খ. ১,২০০ গুণ
ড়. ১৩০০ গুণ
ঘ. ১,৫০০ গুণ
১৫৪. বৃহস্পতি গ্রহ সূর্য থেকে কত দূরত্বে রয়েছে?
ড়. প্রায় ৭৭.৮ কোটি কিমি
খ. প্রায় ৮.৭৭ কোটি কিমি
গ. প্রায় ৬৬.৮ কোটি কিমি
ঘ. প্রায় ৯.৭৭ কোটি কিমি
১৫৫. কোন গ্রহের বায়ুম-লের উপরিভাগের তাপমাত্রা খুবই কম?
ক. মঙ্গল গ্রহের
ড়.বৃহস্পতি গ্রহের
গ. শুক্র গ্রহের
ঘ. শনি গ্রহের
১৫৬. বৃহস্পতির বায়ুম-লের উপরিভাগের তাপমাত্রা-
ড়. খুবই কম
খ. খুবই বেশি
গ. সমভাবাপন্ন
ঘ. চরমভাবাপন্ন
১৫৭. বৃহস্পতি গ্রহের গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ২২৫ সেলসিয়াস
ড়. ১২৫ সেলসিয়াস
গ. ৩২৫ সেলসিয়াস
ঘ. ৪২৫ সেলসিয়াস
১৫৮. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে?
ক. ১০ বছর
খ. ১১ বছর
ড়.১২ বছর
ঘ. ১৩ বছর
১৫৯. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?
ক. ১০টি
খ. ১১টি
ড়. ৬৭টি
ঘ. ১৮টি
১৬০. ইউরোপা কোন গ্রহের উপগ্রহ?
ক. শনি
খ. পৃথিবী
গ. ইউরেনাস
ড়. বৃহস্পতি
১৬১. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
ক. বুধ
খ. শনি
ড়. বৃহস্পতি
ঘ. নেপচুন
১৬২. গ্রহরাজ কোন গ্রহকে বলা হয়?
ক. শনি
খ. বুধ
ড়. বৃহস্পতি
ঘ. বুধ
১৬৩. কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?
ড়. শনি
খ. পৃথিবী
গ. শুক্র
ঘ. বৃহস্পতি
১৬৪. শনি গ্রহের আয়তন পৃথিবীর কত গুণ বেশি?
ড়. ৭৬০ গুণ
খ. ৭৭৫ গুণ
গ. ৭৮০ গুণ
ঘ. ৭৮৫ গুণ
১৬৫. গ্রহটির ভূত্বক বরফে ঢাকা। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে ২৯ বছর ৫ মাস। গ্রহটিকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়। বৈশিষ্ট্যগুলো কোন গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. বৃহস্পতি
খ. বুধ
গ. মঙ্গল
ড়. শনি
১৬৬. সূর্য থেকে শনির দূরত্ব কত?
ক. ১৪০ কোটি কিমি
খ. ১৪২ কোটি কিমি
ড়. ১৪৩ কোটি কিমি
ঘ. ১৪৫ কোটি কিমি
১৬৭. শনি গ্রহের ব্যাস কত?
ক. ১,১২,০০০ কিমি
খ. ১,১৫,০০০ কিমি
গ. ১,১৮,০০০ কিমি
ড়. ১,২০,০০০ কিমি
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post