ভূগোল ও পরিবেশ ৩য় অধ্যায় mcq
৩০৭. কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
ক নকশা
ড় মানচিত্র
গ দলিল
ঘ কম্পিউটার
৩০৯. Map বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
ড় ল্যাটিন
খ গ্রিক
গ আরবি
ঘ ফারসি
৩১০. ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
ক ভূচিত্রাবলি অনুপাত
ড় প্রতিভূ অনুপাত
গ আধুনিক অনুপাত
ঘ বর্ণনা অনুপাত
৩১১. Representive Fraction-এর অর্থ কী?
ক প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ মৌজা মানচিত্র
গ দেওয়াল মানচিত্র
ড় প্রতিভূ অনুপাত
৩১২. প্রাচীনকালে প্রথম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
ক গ্রিসে
খ ইরাকে
ড় মিশরে
ঘ চীনে
৩১৩. ল্যাটিন ‘Mappa’ শব্দের অর্থ কী?
ক কার্বনের টুকরা
ড় কাপড়ের টুকরা
গ কাগজের টুকরা
ঘ পলিথিন টুকরা
৩১৪. মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
ক ৪ হেক্টোমিটার
খ ৩ হেক্টোমিটার
গ ২ হেক্টোমিটার
ড় ১ হেক্টোমিটার
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১৬ ও ৩১৭ নং প্রশ্নের উত্তর দাও:
রাতুল আগারগাঁয়ের স্পারসো ভবনে গিয়ে দেয়ালে কিছু মানচিত্র দেখতে পায়। যেগুলোতে শুধু মহাকাশের জ্যোতিষ্কগুলোকে দেখানো হয়েছে।
৩১৬. রাতুল স্পারসোতে যে মানচিত্রগুলো দেখতে পায় সেগুলো কোন মানচিত্র?
ক প্রকৃতি বিষয়ক
খ জ্যোতিষ্ক বিষয়ক
গ মহাকাশ বিষয়ক
ঘ সৌরজগৎ বিষয়ক
৩১৭. উদ্দীপকে উল্লিখিত মানচিত্রগুলো কারা তৈরি ও ব্যবহার করেন?
ক বিজ্ঞানীরা
খ জ্যোতিনিবিজ্ঞানীরা
গ ভূগোলবিদরা
ঘ মহাকাশবিজ্ঞানীরা
৩১৮. স্কেলের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয়টি ভাগে ভাগ করা হয়?
ক ২টি
খ ৩টি
ড় ৪টি
ঘ ৫টি
৩১৯. ক্যাডাস্ট্রাল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক ল্যাটিন
ড় ফ্রেঞ্চ
গ ফরাসি
ঘ স্পেনিস
৩২০. রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানা সীমা চিহ্নিত করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয়?
ক প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
ড় মৌজা মানচিত্র
গ ভূ-চিত্রাবলি মানচিত্র
ঘ দেওয়াল মানচিত্র
নিচের উদ্দীপকটি পড় এবং ৩২১ ও ৩২২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০০২৬´পূর্ব।
৩২১. টোকিও ঢাকার কোন দিকে অবস্থিত?
ক উত্তর
খ দক্ষিণ
ড় পূর্ব
ঘ পশ্চিম
৩২২. আমাদের দেশের শহরের পরিকল্পনার মানচিত্রগুলো কোন মানচিত্রের অন্তর্ভুক্ত?
ক প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ দেওয়াল মানচিত্র
গ ভূ-চিত্রাবলি মানচিত্র
ড় মৌজা মানচিত্র
৩২৩. আমাদের গ্রামের মানচিত্রগুলো কোন ধরনের মানচিত্রের উদাহরণ?
ক প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ মৌজা মানচিত্র
গ দেওয়াল মানচিত্র
ড় ভূ-চিত্রাবলি মানচিত্র
৩২৪. টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক প্রাকৃতিক বিষয়ক মানচিত্র
খ দেওয়াল মানচিত্র
গ মৌজা মানচিত্র
ড় ভূ-সংস্থানিক মানচিত্র
৩২৫. সাধারণত প্রাকৃতিক বিষয়ক মানচিত্রে কোন ধরনের উপাদান দেখতে পাওয়া যায়?
ক প্রাকৃতিক ও সামাজিক
ড় প্রাকৃতিক ও সাংস্কৃতিক
গ প্রাকৃতিক ও রাজনৈতিক
ঘ সামাজিক ও সাংস্কৃতিক
৩২৬. বর্তমান যুগে কোথা থেকে ছবি তোলার মাধ্যমে প্রাকৃতিক বিষয়ক মানচিত্রের নবযুগের সূচনা হয়?
ক হেলিকপ্টার
খ উঁচু পাহাড়
ড় বিমান
ঘ উঁচু দালান
৩২৮. বাংলাদেশে সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
ক মিশরি
ড় ব্রিটিশ
গ ইতালি
ঘ গ্রিস
৩২৯. দেওয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোথায় ব্যবহার করার জন্য?
ক অফিস কক্ষে
খ বাড়ির কক্ষে
গ জরিপ অফিস কক্ষে
ড় শ্রেণিকক্ষে
৩৩০. ভূচিত্রাবলি মানচিত্রকে ইংরেজিতে কী বলে?
ড় কোরোগ্রাফিক্যাল
খ টপোগ্রাফিক
গ ক্যাডাস্ট্রাল
ঘ ওয়াল ম্যাপ
৩৩১. মানচিত্রে উচ্চভূমি ও মালভূমিকে বোঝানো হয় কোন রং দিয়ে?
ড় হলুদ বা কমলা
খ বাদামি
গ নীল
ঘ সাদা
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩২ ও ৩৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল।
৩৩২. সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
ক এটলাস
খ প্রাকৃতিক
গ সাংস্কৃতিক
ড় ক্যাডাস্ট্রাল
৩৩৩. সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
ক নীল
খ সাদা
ড় সবুজ
ঘ বাদামি
নিচের উদ্দীপকটি পড় এবং ৪৪৮ থেকে ৪৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাবিনা এবং সালমা বগুড়ার মহাস্থানগড়ে ঘুরতে গেল। সেখানে তারা কিছু ঐতিহাসিক জিনিস এবং একটি মানচিত্র দেখতে পেল। ঐ মানচিত্রে কিছু স্থাপত্য, পূর্বেকার ঐ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা ও সীমানা দেখতে পেল।
৩৩৪. উদ্দীপকে উল্লিখিত সালমা ও সাবিনা কোন ধরনের মানচিত্র দেখতে পেয়েছিল?
ক মৌজা মানচিত্র
খ সাংস্কৃতিক মানচিত্র
গ দেওয়াল মানচিত্র
ড় ঐতিহাসিক মানচিত্র
৩৩৬. সেনাবাহিনীর লোকজন নিজস্ব ব্যবহারের জন্য কোন ধরনের মানচিত্র ব্যবহার করেন?
ক স্থানীয় মানচিত্র
খ অর্থনৈতিক মানচিত্র
গ ঐতিহাসিক মানচিত্র
ড় সামরিক মানচিত্র
৩৩৭. যেকোনো ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের কী ব্যবহার করতে হয়?
ড় প্রতীক চিহ্ন
খ সূচক
গ স্কেল
ঘ সীমানা
৩৩৮. মানচিত্রে যদি ১:১০০,০০০ লেখা থাকলে আমরা কী বুঝতে পারি?
ক ১ একক ভূমির ১০,০০০ এককের বেশি
খ ১ একক ভূমির ১০,০০০ এককের কম
ড় ১ একক ভূমির ১০০,০০০ এককের সমান
ঘ ১ একক ভূমির ১০,০০০ এককের তুলনা
৩৩৯. সকল মানচিত্রেই কোন সীমারেখা বিদ্যমান?
ড় আন্তর্জাতিক সীমা
খ জেলা সদর অঞ্চল
গ সমুদ্রবন্দর
ঘ মৃত্তিকার অবস্থান
৩৪০. প্রতি ডিগ্রি দ্রাঘিমা ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে কত মিনিট?
খ ১ মিনিট
খ ৫ মিনিট
গ ৪০ মিনিট
ড় ৪ মিনিট
৩৪১. পৃথিবী কোন দিক থেকে ঘুরছে?
ক পূর্ব থেকে পশ্চিমে
ড় পশ্চিম থেকে পূর্বে
গ উত্তর থেকে দক্ষিণে
ঘ দক্ষিণ থেকে উত্তরে
৩৪২. পৃথিবী আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে অর্থাৎ সূর্য এবং সে স্থানের কোণ ০০ হলে তখন ঐ স্থানকে কী বলে?
ক অপরাহ্ন
খ মধ্যরাত
ড় মধ্যাহ্ন
ঘ প্রভাত
৩৪৩. সূর্য যখন কোনো একটি স্থানের ঠিক মাথার উপর আসে তখন সেখানে কোণের পরিমাণ কত?
ড় ০
খ ১৫
গ ৩০
ঘ ৪৫
৩৪৪. আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কী বলে?
ক প্রমাণ সময়
ড় স্থানীয় সময়
গ আন্তর্জাতিক তারিখ রেখা
ঘ কোনোটিই নয়
৩৪৫. যুক্তরাজ্য বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
ক উত্তর
খ দক্ষিণ
গ পূর্ব
ড় পশ্চিম
৩৪৬. যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক ২টি
খ ৩টি
ড় ৪টি
ঘ ৫টি
৩৪৭. গ্রিনিচ কত ডিগ্রি দ্রাঘিমারেখায় অবস্থিত?
ড় ০
খ ১৫
গ ২২.৫
ঘ ৪৫
৩৪৮. গ্রিনিচের প্রমাণ সময় থেকে বাংলাদেশের প্রমাণ সময়-
ড় অগ্রবর্তী
খ পশ্চাদ্বর্তী
গ সমান
ঘ কোনোটিই নয়
৩৪৯. যুক্তরাজ্যের লন্ডন শহর বাংলাদেশের প্রমাণ সময় হতে কত ঘণ্টা পশ্চাদ্বর্তী?
ক ৫ ঘণ্টা
ড় ৬ ঘণ্টা
গ ৭ ঘণ্টা
ঘ ৮ ঘণ্টা
৩৫০. একটি স্থানের দ্রাঘিমা ৯০ পূর্ব এবং অপর একটি স্থানের দ্রাঘিমা ৭০ পূর্ব। স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য কত?
ক ১ ঘণ্টা ২০ সেকেন্ড
খ ১ ঘণ্টা
ড়১ ঘণ্টা ২০ মিনিট
ঘ সময়ের ব্যবধান হবে না
৩৫১. কিসের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা যায়?
ড় GPS
খ GIS
গ রাজনৈতিক মানচিত্র
ঘ কোনোটিই নয়
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post