ভূগোল ও পরিবেশ ৬ষ্ঠ অধ্যায় mcq
৬০১. হিমশৈল কী?
ক. এন্টার্কটিকায় জমাটবাঁধা বরফ
খ. গ্রিনল্যান্ডে জমাটবাঁধা বরফ
ড়. সমুদ্রস্রোতে ভেসে আসা বিশাল বরফখ-
ঘ. হিমালয়ের চূড়ায় জমাটবাঁধা বরফ
৬০৪. পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়?
ড়. ২
খ. ৪
গ. ৬
ঘ. ৮
৬০৫. ‘Sphere’ শব্দের অর্থ কী?
ক. পানি
ড়. মণ্ডল
গ. আকাশ
ঘ. মাটি
৬০৬. পৃথিবীর প্রায় সর্বত্রই কী রয়েছে?
ক. পাহাড়
ড়. পানি
গ. খাদ্যাভাব
ঘ. দুর্যোগ সমস্যা
৬০৭. বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?
ক. সাগর
ড়. মহাসাগর
গ. উপসাগর
ঘ. হ্রদ-সাগর
৬০৮. পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ড়. ৫টি
৬০৯. গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি?
ক. ভারত মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগর
ড়. আটলান্টিক মহাসাগর
৬১০. আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার?
ক. ৪,২৭০ মিটার
ড়. ৩,৯৩২ মিটার
গ. ৩,৯৬২ মিটার
ঘ. ৪,৭২০ মিটার
৬১১. প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
ক. ৮ কোটি ২১ লাখ বর্গ কিমি.
ড়. ১৬ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
গ. ১৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
ঘ. ৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
৬১২. ৭ কোটি ৩৬ লক্ষ বর্গকিলোমিটার আয়তন কোন মহাসাগরের?
ক. প্রশান্ত মহাসাগর
খ. উত্তর মহাসাগর
ড়. ভারত মহাসাগর
ঘ. আটলান্টিক মহাসাগর
৬১৬. ভারত মহাসাগরের আয়তন কত বর্গ কিমি.?
ক. ৬ কোটি ৩৬ লক্ষ
ড়. ৭ কোটি ৩৬ লক্ষ
গ. ৬ কোটি ৪০ লক্ষ
ঘ. ৭ কোটি ৪০ লক্ষ
৬১৭. দক্ষিণ মহাসাগরের গড় গভীরতা কত?
ড়. ১৪৯ মিটার
খ. ৪১৯ মিটার
গ. ৪৯১ মিটার
ঘ. ৫০৫ মিটার
৬১৮. কোন সাগরে স্রোত প্রবাহিত হয় না?
ড়. উত্তর মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. প্রশান্ত মহাসাগর
৬১৯. কোন রেখা আটলান্টিক মহাসাগরকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করেছে?
ক. বিষুবরেখা
খ. আন্তর্জাতিক তারিখ রেখা
গ. সমষ্ণোরেখা
ড়. নিরক্ষরেখা
৬২০. আটলান্টিক মহাসাগরের পূর্বে কোন দেশ?
ক. উত্তর আমেরিকা
ড়. ইউরোপ ও আফ্রিকা
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. অস্ট্রেলিয়া
৬২১. পৃথিবীর মহাদেশসমূহের চারিদিকে স্থলভাগের যে অংশে অল্প ঢালু হয়ে পানির মধ্যে নেমে গেছে এরূপ নিমজ্জিত অংশকে কী বলে?
ড়. মহীসোপান
খ. মহীঢাল
গ. গভীর খাত
ঘ. শৈলশিরা
৬২২. পৃথিবীর বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত?
ক. উত্তর আমেরিকা
ড়. ইউরোপ
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. অস্ট্রেলিয়া
৬২৩. মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা কত মিটার?
ক. ১০০ মি.
ড়. ১৫০ মি.
গ. ২০০ মি.
ঘ. ২৫০ মি.
৬২৪. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ড়. শব্দ তরঙ্গ
খ. বায়ু তরঙ্গ
গ. আলোক তরঙ্গ
ঘ. চৌম্বক তরঙ্গ
৬২৫. ফ্যাদোমিটারের সাহায্যে কোনটি পরিমাপ করা হয়?
ক. ভূমির গভীরতা
ড়. সমুদ্রের গভীরতা
গ. শব্দের তীব্রতা
ঘ. কম্পনের তীব্রতা
৬২৬. রকি পর্বত কোথায় অবস্থিত
শ. উত্তর আমেরিকার পূর্ব উপকূলে
খ. দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে
গ. আফ্রিকার পূর্ব উপকূলে
ঘ. ইউরোপের পূর্ব উপকূলে
৬২৭. সমুদ্রের তলদেশের ভূমিরূপকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ড়. ৫ ভাগে
৬২৮. মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে কী বলে?
ক. মহীঢাল
খ. সমুদ্রের সমভূমি
গ. নিমজ্জিত শৈলশিরা
ড়. উপকূলীয় ঢাল
৬২৯. মহীসোপানের বিস্তৃতি কিসের ওপর নির্ভর করে?
ক. সমুদ্রস্রোত
খ. জোয়ারভাটা
ড়. উপকূল ভাগের বন্ধুরতা
ঘ. নিমজ্জিত শৈলশিরা
৬৩০. সমুদ্রে মহীঢালের গভীরতা কত?
ড়. ২০০-৩,০০০ মিটার
খ. ৩০০-৩,০০০ মিটার
গ. ৪০০-৩,০০০ মিটার
ঘ. ৫০০-৩,০০০ মিটার
৬৩১. আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থান কী?
ক. সমভূমি
খ. মরুভূমি
শ. মালভূমি
ঘ. নদীবেষ্টিত
৬৩২. কোথাকার পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু?
ক. ইউরোপের
খ. এশিয়ার
গ. উত্তর আমেরিকার
ঘ. আফ্রিকার
৬৩৭. উদ্দীপকে উল্লিখিত সমুদ্রখাতের নাম কী?
ক. শুন্ডা খাত
খ. পোর্টোরিকো খাত
ড়. ম্যারিয়ানা খাত
ঘ. জাপান খাত
৬৩৮. এ খাতের অবস্থান কোন মহাসাগরে?
ক. আটলান্টিক মহাসাগরে
ড়. প্রশান্ত মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
৬৩৯. ‘শুন্ডা’ খাতের অবস্থান কোথায়?
ড়. ভারত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. আরব সাগরে
ঘ. বঙ্গোপসাগরে
৬৪০. ছকের ‘ক’ চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ড়. নিমজ্জিত শৈলশিরা
খ. নিমজ্জিত আগেড়বয়গিরি
গ. নিমজ্জিত পর্বতমালা
ঘ. নিমজ্জিত মালভূমি
৬৪১. নিমজ্জিত শৈলশিরার মধ্যে কোনটি সবচেয়ে উল্লেখযোগ্য শৈলশিরা?
ড়. আটলান্টিক শৈলশিরা
খ. প্রশান্ত শৈলশিরা
গ. ভারত শৈলশিরা
ঘ. উত্তর শৈলশিরা
৬৪২. কোন মহাসাগরে গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক?
ক. আটলান্টিক মহাসাগরে
ড়. প্রশান্ত মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
৬৪৩. পৃথিবীর গভীরতম খাত কোনটি?
ক. গুয়াম খাত
খ. শুন্ডা খাত
ড়. ম্যারিয়ানা খাত
ঘ. শৈলশিরা খাত
৬৪৪. গভীর সমুদ্র খাতগুলোর গড় গভীরতা কত?
ক. ৮৮৪৮ মি.
ড়. ৫৪০০ মি.
গ. ৫০০০ মি.
ঘ. ১০৮৭০ মি.
৬৪৫. ম্যারিয়ানা খাত গুয়াম দ্বীপের কত কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত?
ক. ৫২২ কিলোমিটার
খ. ৪২২ কিলোমিটার
ড়. ৩২২ কিলোমিটার
ঘ. ২২২ কিলোমিটার
৬৪৬. পোর্টোরিকো খাত কোন মহাসাগরে অবস্থিত?
ক. আটলান্টিক মহাসাগরে
ড়. প্রশান্ত মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
৬৪৭. মহীঢাল গড়ে কত কিমি. প্রশস্ত হয়?
ড়. ১৬-৩২ কিমি.
খ. ১৮-৩৪ কিমি.
গ. ২০-৩৬ কিমি.
ঘ. ২০-৩২ কিমি.
৬৪৮. আটলান্টিক মহাসাগরের পোর্টোরিকো খাতের গভীরতা কত?
ক. ৫,৫৩০ মি.
খ. ৬,৪৩৬ মি.
গ. ৭,৫,৩৬ মি.
ড়. ৮,৫৩৮ মি.
৬৪৯. আতাকামা মরুভূমি কোথায় অবস্থিত?
ড়. দক্ষিণ আফ্রিকায়
খ. উত্তর আমেরিকায়
গ. কানাডায়
ঘ. অস্ট্রেলিয়ায়
৬৫০. ভারত মহাসাগরে কোন খাত উল্লেখযোগ্য?
ক. গুয়াম খাত
ড়. শুন্ডা খাত
গ. ম্যারিয়ানা খাত
ঘ. শৈলশিরা খাত
৬৫১. সমুদ্রস্রোতের প্রধান কারণ কী?
ক. জলোচ্ছ্বাস
খ. বার্ষিক গতি
গ. জোয়ার-ভাটা
ড়. বায়ুপ্রবাহ
৬৫২. কিসের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে?
ক. হ্রদের পানি
শ. সমুদ্রের পানি
গ. নদীর পানি
ঘ. বৃষ্টির পানি
৬৫৩. বিখ্যাত টাইটানিক জাহাজের নির্মাতা কোন দেশ?
শ. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. নরওয়ে
৬৫৪. লবণাক্ততার তারতম্য সমুদ্রস্রোত সৃষ্টি করে, কারণ-
ড়. লবণাক্ততার ওপর পানির ঘনত্ব নির্ভর করে
খ. লবণাক্ত পানির গতি বেশি থাকে
গ. লবণাক্ত পানির গতি কম থাকে
ঘ. একটিও সার্থক নয়
৬৫৫. সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে প্রবাহিত হওয়ার কারণ কী?
ক. গভীরতার তারতম্য
ড়. পৃথিবীর আবর্তন
গ. বায়ুপ্রবাহ
ঘ. উষ্ণতার তারতম্য
৬৫৬. সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে কিসের পার্থক্য হয়?
ক. বৃষ্টিপাতের
খ. শীতলতার
শ. তাপমাত্রার
ঘ. জলবায়ুর
৬৫৭. সমুদ্রস্রোতের গতি সবচেয়ে বেশি কোথায়?
ক. উপকূলের কাছে
শ. সমুদ্রের পৃষ্ঠে
গ. সমুদ্রের নিচে
ঘ. সৈকতের কাছাকাছি
৬৫৮. সমুদ্রস্রোতের গতি সমুদ্রের কত মিটার নিচ থেকে কমতে থাকে?
ক. ৫০ মিটার
খ. ৭৫ মিটার
শ. ১০০ মিটার
ঘ. ১২০ মিটার
৬৫৯. বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে নিমজ্জিত হয়?
ক. ১৯১০ সালে
খ. ১৯১১ সালে
শ. ১৯১২ সালে
ঘ. ১৯১৫ সালে
৬৬০. সমুদ্রস্রোতগুলোকে মহাসাগরীয় অবস্থান অনুসারে কয় ভাগে বিভক্ত করা হয়?
ক. দুই ভাগে
ড়. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
৬৬১. বায়ুপ্রবাহ সমুদ্রের উপরিভাগে স্রোত তৈরি করে নিরক্ষীয় অঞ্চল থেকে কোন দিকে প্রবাহিত হয়?
ড়. মেরু অঞ্চল
খ. উষ্ণ অঞ্চল
গ. উপসাগরীয় অঞ্চল
ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চল
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৬২ ও ৬৬৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
রায়হান টেলিভিশনে একটি বিখ্যাত চলচ্চিত্র দেখছিল। চলচ্চিত্রের দৃশ্যে দেখা গেল শান্ত সমুদ্রে একটি জাহাজ ক্যানারি স্রোত অতিক্রম করছে। এক সময় দেখা গেল জাহাজটি প্রচণ্ড ধাক্কা খেয়ে ডুবে যাচ্ছে।
৬৬২. চলচ্চিত্রের রায়হানের দেখা জাহাজটি কোন মহাসাগর দিয়ে যাচ্ছিল?
ক. প্রশান্ত মহাসাগর
খ. উত্তর মহাসাগর
ড়. আটলান্টিক মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর
৬৬৩. রায়হানের দেখা জাহাজটি কিসের সাথে ধাক্কা খেয়েছিল?
ক. মগ্নচড়া
ড়. হিমশৈল
গ. হিমপ্রাচীর
ঘ. অন্তরীপ
৬৬৪. শীতপ্রধান এলাকায় কী কারণে বরফ জমতে পারে না?
ক. শীতল পেরু স্রোত
খ. সমুদ্রস্রোত
ড়. উষ্ণ স্রোত
ঘ. শীতল স্রোত
৬৬৫. কোন স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারাবছর বরফাচ্ছন্ন থাকে?
ক. শীতল পেরু স্রোত
ড়. শীতল সমুদ্রস্রোত
গ. উষ্ণ স্রোত
ঘ. শীতল স্রোত
৬৬৬. উষ্ণ উপসাগরী স্রোতের প্রভাবে কোনো এলাকা বরফমুক্ত থাকে?
ক. কানাডা
খ. ফিনল্যান্ড
ড়. নরওয়ে
ঘ. ডেনমার্ক
৬৬৭. কোন স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের শীতলতা বৃদ্ধি পায়?
ক. শীতল পেরু স্রোত
খ. উষ্ণ স্রোত
ড়. শীতল সমুদ্রস্রোত
ঘ. শীতল স্রোত
৬৭৯. প্রতিদিন জোয়ারভাটা কতবার সংঘটিত হয়?
শ. ২ বার
খ. ৩ বার
গ. ৪ বার
ঘ. ৫ বার
৬৮০. পৃথিবীর নিকটে কোনটি অবস্থিত?
ক. গ্যালাক্সি
খ. নীহারিকা
শ. চাঁদ ঘ সূর্য
৬৮১. জলবিদ্যুৎ কীভাবে উৎপাদন করা হয়?
ক. পানি বাষ্পে পরিণত করে
শ. ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে
গ. পানি আটকিয়ে রেখে
ঘ. পানি সেচের মাধ্যমে
৬৮২. মানবজীবনের ওপর কোনটির যথেষ্ট প্রভাব আছে?
শ. জোয়ার-ভাটার
খ. ঝরনার
গ. বন্যার
ঘ. বৃষ্টিপাতের
৬৮৩. নদীর মোহনায় পলি ও আবর্জনা না জমার কারণ কোনটি?
ক. বন্যা
খ. ভারিবর্ষণ
শ. জোয়ার-ভাটা
ঘ. জলোচ্ছ্বাস
৬৮৭. বঙ্গোপসাগরের তলদেশে কত প্রজাতির মৎস্য রয়েছে?
ক. প্রায় ৪৪০ প্রজাতির
ড়. প্রায় ৪৪২ প্রজাতির
গ. প্রায় ৫৪২ প্রজাতির
ঘ. প্রায় ৫৫০ প্রজাতির
৬৮৮. বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের দৈর্ঘ্য কত?
ক. ৬১৬ কিমি.
ড় ৭১৬ কিমি.
গ. ৮১৬ কিমি.
ঘ ৯১৬ কিমি.
৬৯০. কোন সাগরের তলদেশে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস আছে?
ক. লোহিত সাগর
খ. কাস্পিয়ান সাগর
শ. বঙ্গোপসাগর
ঘ. জাপান সাগর
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post