ভূগোল ও পরিবেশ ৭ম অধ্যায় mcq pdf
৬৯১. বর্তমানে বিশ্বে জাতীয় ভিত্তিতে পাঁচ থেকে দশ বছর অন্তর লোক গণনার যে ধারা চলছে তার প্রচলন শুরু হয় কবে?
ক. ১৬১০ সাল থেকে
ড়. ১৬৫৫ সাল থেকে
গ. ১৬৬০ সাল থেকে
ঘ. ১৬৬০ সাল থেকে
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৯২ ও ৬৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
কোনো দেশ বা অঞ্চলের অপরিহার্য উপাদান হচ্ছে জনসংখ্যা। জনসংখ্যা রাষ্ট্র গঠনেরই অন্যতম প্রধান একক। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) প্রতিবছরের মতো ২০১২ সালেও ‘বিশ্ব জনসংখ্যা পরিস্থিতি প্রতিবেদন ২০১২’ প্রকাশ
করেছে। এ প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা ৭০৫ কোটি ২১ লাখ। বাংলাদেশ ১৪ কোটি ৯৭ লাখ জনসংখ্যা নিয়ে পৃথিবীর ৮ম শীর্ষ জনবহুল দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে।
৬৯২. মধ্য ঊনবিংশ থেকে মধ্য বিংশ এই এক শতকে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হার কেমন ছিল?
ক. চার গুণ
খ. ছয় গুণ
গ. তিন গুণ
ড়. দুই গুণ
৬৯৩. বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. কর্মক্ষম পুরুষের মৃত্যুহার বেশি
ii. বয়সের প্রাধান্যে যেখানে প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল
iii. ৬০ হতে ৯০+ লোকের সংখ্যার মধ্যে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
ড়. ii ও iii
ঘ. i, রর ও iii
৬৯৪. ১৬৫০ সাল নাগাদ পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
ক. ৫১০ মিলিয়ন
৫.১৫ মিলিয়ন
ড়. ৫০০ মিলিয়ন
ঘ. ৫২০ মিলিয়ন
৬৯৫. ১৮৫০ সালে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হয়?
ক. ১.১ বিলিয়ন
শ. ১.২ বিলিয়ন
গ. ১.৩ বিলিয়ন
ঘ. ১.৪ বিলিয়ন
৬৯৬. ২০১৪ সালে পৃথিবীর জনসংখ্যা কত বিলিয়ন ছিল?
ক. ৭.০০ বিলিয়ন
খ. ৭.১০ বিলিয়ন
গ. ৭.২০ বিলিয়ন
শ. ৭.২৩ বিলিয়ন
৬৯৭. ২০২৫ সালে অনুমিত জনসংখ্যা বৃদ্ধি পেয়ে কত হবে?
ক. ৭.৫০ বিলিয়ন
খ. ৭.৭৫ বিলিয়ন
শ. ৮ বিলিয়ন
ঘ. ৮.১০ বিলিয়ন
৬৯৮. ১৮৫০-১৯৫০ এই শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল কেমন?
ক. চার গুণ
খ. তিন গুণ
ড়. দ্বিগুণ
ঘ. কোনোটিই নয়
৬৯৯. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল-
ক. বেশি
খ. খুব বেশি
ড়. খুবই কম
ঘ. কম
৭০০. প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্মএবং মৃত্যুর হার উভয়ই ছিল-
ক. বেশি
খ. কম
গ. খুব কম
ড়. খুব বেশি
৭০১. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে কয়টি পর্যায়ে বিভক্ত করা যায়?
ক. দুই
ড়. তিন
গ. চার
ঘ. পাঁচ
৭০২. বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০২৫ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা হবে-
ক. ৭.৫ বিলিয়ন
ড়. ৮ বিলিয়নের উপরে
গ. প্রায় ৮.৫ বিলিয়ন
ঘ. প্রায় ৯ বিলিয়ন
৭০৩. জনসংখ্যা পিরামিডে দেখানো হয়-
i. নারী-পুরুষ বয়সভিত্তিক বিন্যাস
ii. জনসংখ্যার পরিমাণ
iii. জন্ম ও মৃত্যুহার
নিচের কোনটি সঠিক?
ড়. i
খ. ii
গ. iii
ঘ. ii ও iii
৭০৪. বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমিক অবস্থার জনসংখ্যা বৃদ্ধির চিত্র কেমন ছিল?
ড়. প্রথমে ধীরে, পড়ে দ্রুতগতিতে
খ. সমান গতিতে
গ. ধীর গতিতে
ঘ. অত্যন্ত দ্রুতগতিতে
৭০৫. উন্নত অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার কীরূপ?
ক. বৃদ্ধি পেয়েছে
ড়. হ্রাস পেয়েছে
গ. দ্রুত বৃদ্ধি পেয়েছে
ঘ. দ্রুত হ্রাস পেয়েছে
৭০৬. বিশ্বের কোন অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার এখনও যথেষ্ট বেশি?
ক. উন্নত অঞ্চলে
খ. উন্নত ও উনড়বয়নশীল অঞ্চলে
ড়. উন্নয়নশীল অঞ্চলে
ঘ. উন্নত ও অনুন্নত অঞ্চলে
৭০৭. জনসংখ্যা একটি সক্রিয় পরিবর্তনশীল-
ড়. উপাদান
খ. বস্তু
গ. সম্পদ
ঘ. সবগুলোই
৭০৮. জনসংখ্যা বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
ড়. অর্থনৈতিক
খ. খনিজ
গ. মৃত্তিকা
ঘ. পানি
৭০৯. কোনটি জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক?
ক. জন্মহার
খ. মৃত্যুহার
গ. অভিবাসন
ড়. সবগুলো
৭১০. নিয়ামকগুলোর পারস্পরিক প্রক্রিয়ার ফলে প্রভাব পড়ে-
i. সামাজিক
ii. অর্থনৈতিক
iii. রাজনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. ii ও iii
ড়.i, ii ও iii
৭১১. জন্মহারে ভিন্নতার অন্যতম প্রধান কারণ হলো-
ক. বৈবাহিক অবস্থাগত বৈশিষ্ট্য
খ. শিক্ষা
গ. পেশা
ড়. সবগুলো
৭১২. কোন পেশাজীবী মানুষের মধ্যে জন্মহার বেশি?
ক. ডাক্তার
খ. আইনজীবী
গ. ব্যবসায়ী
ড়. শ্রমজীবী
৭১৩. মৃত্যুহার সব থেকে বেশি কোন দেশগুলোতে?
ক. উন্নয়নশীল
ড়. অনুন্নত
গ. উন্নত
ঘ. সব জায়গায় সমান
৭১৪. সাধারণত নারীদের প্রজনন ক্ষমতার বয়সসীমা থাকে নিচের কোনটি?
ক. ১৫-৩০ বছর
খ. ১৫-৪০ বছর
ড়. ১৫-৪৫/৪৯ বছর
ঘ. ১২-৩৫/৪০ বছর
৭১৫. জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক মৃত্যুহার নিচের কোনটি দ্বারা প্রভাবিত হয় না?
ক. প্রাকৃতিক দুর্যোগ
ড়. গ্রাম-শহর আবাসিকতা
গ. যুদ্ধ ও সাম্প্রদায়িক দাঙ্গা
ঘ. রোগ ও দুর্ঘটনা
নিচের উদ্দীপকটি পড় এবং ৭১৬ ও ৭১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বহু লোক প্রাণ হারায়। অনেকে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে। বিনিময়ে আসে আমাদের স্বাধীনতা।
৭১৬. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কত লোক শহিদ হন?
ক. প্রায় ২০ লক্ষ
খ. প্রায় ২৫ লক্ষ
গ. প্রায় ২৮ লক্ষ
শ. প্রায় ৩০ লক্ষ
৭১৭. অস্বাভাবিক মৃত্যু-
i. প্রাকৃতিক দুর্যোগ
ii. যুদ্ধ ও সাম্প্রতিক দাঙ্গা
iii. রোগ ও দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
শ. i, ii ও iii
৭১৮. অনুন্নত দেশে কোন মৃত্যুহার বেশি দেখা যায়?
ক. প্রসূতি
খ. কিশোর
শ. শিশু
ঘ. যুবক
৭১৯. কোন দেশগুলোতে মৃত্যুহার অনেক বেশি?
ক উন্নয়নশীল
খ উন্নত
গ স্বল্পোন্নত
শ অনুন্নত
৭২০. কোনো দেশের জনসংখ্যা হ্রাস-বৃদ্ধি নির্ধারিত হয়-
i. ঐ দেশের জন্মহার
ii. মৃত্যুহার
iii. অভিবাসন দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
শ. i, ii ও iii
৭২১. Pull factors শব্দের অর্থ কী?
শ. আকর্ষণমূলক কারণ
খ. বিকর্ষণমূলক কারণ
গ. সামাজিক কারণ
ঘ. উৎসস্থলের ধাক্কা
৭২২. কর্মস্থান ও অধিকতর আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্তিকে কী বলে?
শ. আকর্ষণমূলক কারণ
খ. বিকর্ষণমূলক কারণ
গ. সামাজিক কারণ
ঘ. উৎসস্থলের ধাক্কা
৭২৩. শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান ও সামাজিক নিরাপত্তাগত সুবিধাকে কী বলে?
শ. আকর্ষণমূলক কারণ
খ. বিকর্ষণমূলক কারণ
গ. সামাজিক কারণ
ঘ. উৎসস্থলের ধাক্কা
৭২৪. ‘টৎনধহ’ শব্দ দ্বারা কী নির্দেশ করে?
ক. পৌরসভা
খ. উপশহর
শ. শহর
ঘ. গ্রাম
৭২৫. মানুষের প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক কারণে কী ঘটে?
ক. অভিবাসন
শ. অভিগমন
গ. নগরায়ণ
ঘ. শিল্পায়ন
৭২৬. বিকর্ষণমূলক কারণ-
i. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা
ii. অর্থনৈতিক মন্দা
iii. সামাজিক ও সাম্প্রদায়িক বৈষম্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
শ. i, ii ও iii
৭২৭. অভিবাসনের স্বাভাবিক ফলাফল-
i. জনসংখ্যা বণ্টন
ii. আনন্দ ভ্রমণ
iii. অবস্থানিক পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
শ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭২৮ ও ৭২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
উচ্চশিক্ষিত মেধাবী ছাত্র মানিক দেশের বিভিন্স স্থানে চাকরির আশায় ইন্টারভিউ দিয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও আশানুরূপ চাকরি না পেয়ে অবশেষে অস্ট্রেলিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে সেখানে চলে যান। বর্তমানে তিনি নাগরিকত্ব পেয়ে স্ত্রী সন্তান নিয়ে সেখানে বাস করছেন।
৭২৮. স্বল্প শিক্ষিত লোক সঠিক পদ্ধতিতে অভিগমন না করলে কী হয়?
ক. শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
খ. মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
শ. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
ঘ. সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়
৭২৯. উদ্দীপকের মানিকের অভিবাসনের কারণ-
i. বেকারত্ব
ii. জীবনযাত্রার মান
iii. শিক্ষা ভ্রমণ
নিচের কোনটি সঠিক?
শ. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭৩০. বাংলাদেশ কত সালে জনসংখ্যা নীতি ঘোষণা করে?
ক. ২০১০ সালে
খ. ২০১১ সালে
শ. ২০১২ সালে
ঘ. ২০১৪ সালে
৭৩১. জনসংখ্যা সংকোচন কতভাবে কার্যকর করা যায়?
শ. দুইভাবে
খ. তিনভাবে
গ. চারভাবে
ঘ. পাঁচভাবে
৭৩২. প্রকৃতি অনুযায়ী অভিবাসনকে কয়ভাগে বিভক্ত করা হয়?
ড়. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৭৩৩. শিক্ষিত ও মেধাবী লোকের অভিগমনে দেশ কী হয়?
ক. স্বাবলম্বী হয়
খ. উপকৃত হয়
শ. ক্ষতিগ্রস্ত হয়
ঘ. উন্নত হয়
৭৩৪. বাংলাদেশ শ্রমবাজারে কী রপ্তানি করছে?
ক. তৈরি পোশাক
খ. পাটজাত পণ্য
গ. চিংড়ি
শ. জনশক্তি
৭৩৫. কোনো দেশের জনসংখ্যা সম্প্রসারণ করা যায় কীভাবে?
ড়. জন্মহার বৃদ্ধি করে
খ. জন্মহার হ্রাস করে
গ. মৃত্যু হার বৃদ্ধি করে
ঘ. শিশু মৃত্যুহার হ্রাস করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ড় i, ii ও iii
বিশেষ দ্রষ্টব্য: উপরের নৈর্ব্যত্তিকগুলোতে “ড়” নম্বর অপশনগুলো সঠিক উত্তর। উপরে দেয়া ডাউনলোড বাটনে ক্লিক করে এই অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post