আমরা ইতোমধ্যেই এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য কোর্সটিকায় পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। ভূগোল সৃজনশীল অংশের সাজেশন পাওয়ার পরে তোমরা অনেকেই বহুনির্বাচনী প্রশ্নের সাজেশনের জন্য অনুরোধ জানিয়েছ। তাই আজ আমরা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন শেয়ার করবো। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
অন্যান্য বিষয়ের সাজেশনের ন্যায় আমরা তোমাদের সুবিধার্থে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ প্রাকটিস করার জন্য প্রতিটি অধ্যায়ভিত্তিক পিডিএফ ফাইল তৈরি করেছি। সুতরাং তোমরা তোমাদের ফোন বা কম্পিউটারে যখন খুশি এ সাজেশটি প্রাকটিস করতে পারবে।
এবছর ভূগোল ও পরিবেশ পরীক্ষার জন্য ৭টি অধ্যায় বেছে নেওয়া হয়েছে। নিচে এবছর পরীক্ষার জন্য বাছাইকৃত অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করলে উক্ত অধ্যায়ের জন্য পূর্ণাঙ্গ এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন বহুনির্বাচনী প্রশ্নগুলোর সাজেশন পাওয়া যাবে।
এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন
১ম অধ্যায়: ভূগোল ও পরিবেশ
২য় অধ্যায়: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
৩য় অধ্যায়: মানচিত্র পঠন ও ব্যবহার
৪র্থ অধ্যায়: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
৫ম অধ্যায়: বায়ুমন্ডল
৬ষ্ঠ অধ্যায়: বারিমন্ডল
১০ম অধ্যায়: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
১. মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
২. জিআইএস কোন সাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়?
ক. ১৯৬৪
খ. ১৯৮০
গ. ১৯৮৮
ঘ. ২০০৬
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
পৃথিবীতে এক প্রকার শিলা রয়েছে যার কোনো স্তর নেই। এটি সৃষ্টির পিছনে ভূপৃষ্ঠের দুর্বল অংশ জড়িত।
৩. উক্ত শিলা কোথায় উৎপন্ন হয়?
ক. সাগরগর্ভে
খ. নদীগর্ভে
গ. বৃষ্টির মাধ্যমে
ঘ. ভূগর্ভে
৪. উক্ত শিলার ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি কঠিন
ii. এদের রং গাঢ়
iii. এর উদাহরণ কেওলিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৫. নদী উপত্যকার তলদেশকে কী বলে?
ক. নদী অববাহিকা
খ. নদী সংগম
গ. নদীগর্ভ
ঘ. দোয়াব
৬. ক্যালসাইট কী?
ক. লোহা
খ. সোনা
গ. গন্ধক
ঘ. চুনাপাথর
৭. ভৌত পরিবেশের উপাদান কোনটি?
ক. সাগর
খ. আচার-আচরণ
গ. বিদ্যালয়
ঘ. ঘর-বাড়ি
৮. প্রাকৃতিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়-
i. বায়ুমণ্ডল
ii. বারিমণ্ডল
iii. জলবায়ু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. ‘Geography’ শব্দের অর্থ—
ক. পৃথিবীর বর্ণনা
খ. মানুষের বর্ণনা
গ. সমুদ্রের বর্ণনা
ঘ. মহাকাশের বর্ণনা
১০. গাণিতিক ভূগোলের বিষয় কী?
ক. উদ্ভিদরাজি
খ. ভূ-প্রকৃতি
গ. মহাবিশ্ব
ঘ. জনসংখ্যা
১১. চুনাপাথর রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়?
ক. মার্বেল
খ. কাদা
গ. শ্লেট
ঘ. সাইনাইট
১২. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর কোনটি?
ক. এক্সোমণ্ডল
খ. মেসোমণ্ডল
গ. স্ট্রাটোমণ্ডল
ঘ. ট্রপোমণ্ডল
১৩. মনু, বাউলাই তিতাস, গোমতী কোন নদীর উপনদী?
ক. ব্ৰহ্মপুত্র
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. পদ্মা
১৪. বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সেন্টিমিটার?
ক. ২০৩
খ. ২০০
গ. ১৫০
ঘ. ১০৩
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
১৫. উদ্দীপকে উল্লিখিত Q গ্রহটির বায়ুমণ্ডল কোন গ্যাস দিয়ে তৈরি?
ক. মিথেন ও অ্যামোনিয়া
খ. অক্সিজেন ও নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ও হিলিয়াম
ঘ. হাইড্রোজেন ও মিথেন
১৬. উদ্দীপকের P গ্রহের বৈশিষ্ট্য—
i. ক্ষুদ্রতম গ্রহ
ii. প্রাণের অস্তিত্ব নেই
iii. বায়ুমণ্ডল ধরে রাখতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. খামসিন স্থানীয় বায়ুপ্রবাহ কোথায় হয়?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. ইরাক
ঘ. মিশর
১৮. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. আয়ারল্যান্ড
গ. নেদারল্যান্ড
ঘ. ফ্রান্স
১৯. লালমাই পাহাড়ের গড় উচ্চতা কত মিটার?
ক. ২৫ মিটার
খ. ৩০ মিটার
গ. ২১ মিটার
ঘ. ৩১ মিটার
২০. সুপিরিয়র হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর-আমেরিকা
২১. কোন মহাসাগরে স্রোত প্রবাহিত হয় না?
ক. ভারত
খ. প্রশান্ত
গ. উত্তর
ঘ. আটলান্টিক
২২. বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কোন নদী মিয়ানমার সীমানায় অবস্থিত?
ক. হাড়িয়া ভাঙ্গা
খ. কর্ণফুলী
গ. নাফ
ঘ. মনু
২৩. সমুদ্রাস্রোতের অন্যতম ফলাফল-
i. কুয়াশা সৃষ্টি
ii. মগ্নচূড়ার সৃষ্টি
iii. হিমশৈলের আঘাতে সৃষ্ট বিপদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
২৪. স্রোতজ সমভূমি বিরাজমান কোথায়?
ক. কুষ্টিয়া
খ. যশোর
গ. খুলনা
ঘ. সাতক্ষীরা
২৫. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়?
ক. মিটার
খ. কিলোমিটার
গ. আলোকবর্ষ
ঘ. সেকেন্ড
২৬. স্কেল অনুসারে মানচিত্র কত প্রকার?
ক. ৫
খ. ৪
গ. ৩
ঘ. ২
২৭. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোল হলো-
i. পৃথিবীর বর্ণনা
ii. পৃথিবীর অধিবাসীর বর্ণনা
iii. নদ-নদীর বর্ণনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও :
‘P’ মহাসাগরটির মধ্যে রয়েছে পৃথিবীর গভীরতম খাত।
২৮. ‘P’ মহাসাগরটির নাম কী?
ক. প্রশান্ত
খ. আটলান্টিক
গ. ভারত
ঘ. উত্তর মহাসাগর
২৯. মহাসাগরটি অবস্থিত-
i. আফ্রিকা মহাদেশে
ii. আমেরিকা মহাদেশে
iii. এশিয়া মহাদেশে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০. তারাখসা কী?
ক. উল্কা পতন
খ. ধূমকেতু পতন
গ. নক্ষত্র পতন
ঘ. গ্রহ পতন
Discussion about this post