আমরা ইতোমধ্যেই এবছর মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য কোর্সটিকায় পূর্ণাঙ্গ সাজেশন প্রকাশ করেছি। ভূগোল সৃজনশীল অংশের সাজেশন পাওয়ার পরে তোমরা অনেকেই বহুনির্বাচনী প্রশ্নের সাজেশনের জন্য অনুরোধ জানিয়েছ। তাই আজ আমরা মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন শেয়ার করবো। এই পোস্টে তোমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষায় কমন উপযোগী সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবে।
অন্যান্য বিষয়ের সাজেশনের ন্যায় আমরা তোমাদের সুবিধার্থে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ প্রাকটিস করার জন্য প্রতিটি অধ্যায়ভিত্তিক পিডিএফ ফাইল তৈরি করেছি। সুতরাং তোমরা তোমাদের ফোন বা কম্পিউটারে যখন খুশি এ সাজেশটি প্রাকটিস করতে পারবে।
এবছর ভূগোল ও পরিবেশ পরীক্ষার জন্য ৭টি অধ্যায় বেছে নেওয়া হয়েছে। নিচে এবছর পরীক্ষার জন্য বাছাইকৃত অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করলে উক্ত অধ্যায়ের জন্য পূর্ণাঙ্গ এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন বহুনির্বাচনী প্রশ্নগুলোর সাজেশন পাওয়া যাবে।
এসএসসি ভূগোল ও পরিবেশ mcq সাজেশন
১ম অধ্যায়: ভূগোল ও পরিবেশ
২য় অধ্যায়: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
৩য় অধ্যায়: মানচিত্র পঠন ও ব্যবহার
৪র্থ অধ্যায়: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
৫ম অধ্যায়: বায়ুমন্ডল
৬ষ্ঠ অধ্যায়: বারিমন্ডল
১০ম অধ্যায়: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
ভূগোল ১ম অধ্যায়ের mcq
১. কোন দেশের বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা প্রদান করে?
ক. যুক্তরাজ্য
ড়. যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. জার্মানি
২. প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয়-
ক. ভূগোল
ড়. পরিবেশ
গ. সমাজ
ঘ. সংস্কৃতি
৩. “জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে।” সংজ্ঞাটি কে দিয়েছেন?
ক. পার্ক
ড়. আর্মস
গ. রিচার্ড হার্টশোন
ঘ. আলেকজান্ডার হামবোল্ট
৪. পরিবেশের উপাদান কয়টি?
ড়. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৫. কোনটি পরিবেশের জড় উপাদানের অন্তর্ভুক্ত নয়?
ক. বায়ু
খ. আর্দ্রতা
ড়. গাছপালা
ঘ. আলো
৬. পরিবেশ কত প্রকার?
ড়. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৭. জীবদের নিয়ে গড়া পরিবেশের নাম কী?
ড়. জীব পরিবেশ
খ. ভৌত পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ঘ. সামাজিক পরিবেশ
৮. প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে কোন ধরনের পরিবেশ গড়ে ওঠে?
ক. ভৌত পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. প্রাকৃতিক পরিবেশ
ড়. ভৌত ও প্রাকৃতিক পরিবেশ
৯. মানুষের তৈরি পরিবেশ হলো-
ক. প্রাকৃতিক পরিবেশ
খ. ভৌত পরিবেশ
ড়. সামাজিক পরিবেশ
ঘ. সবকটি
১০. ইংরেজি ‘Geography’ কথাটি থেকে কোন কথাটি এসেছে?
ক. ভৌগোলিক
খ. পৃথিবী
ড়. ভূগোল
ঘ. বর্ণনা
ভূগোল ২য় অধ্যায়ের mcq
৫১. মহাকাশের কী নেই?
ড়. শুরু ও শেষ নেই
খ. শুরু আছে শেষ নেই
গ. শুরু নেই শেষ আছে
ঘ. শুরু ও শেষ আছে
৫২. মহাকাশে অসংখ্য আলোক বিন্দুকে কী বলে?
ড়. জ্যোতিষ্ক
খ. ধূমকেতু
গ. উল্কাপিণ্ড
ঘ. গ্রহ
৫৩. গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে-
ক. ভূমণ্ডল
খ. মহাকাশ
ড়. মহাবিশ্ব
ঘ. মহাশূন্য
৫৪. আদি অন্তহীন এ আকাশকে বলে-
ক. পৃথিবী
খ. নক্ষত্র
ড়. মহাকাশ
ঘ. জ্যোতিষ্ক
৫৫. মহাকাশে রয়েছে অসংখ্য-
ড়. জ্যোতিষ্ক
খ. নক্ষত্র
গ. নীহারিকা
ঘ. ছায়াপথ
৫৬. মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে?
ক. নক্ষত্রমণ্ডলী
খ. নীহারিকা
ড়. জ্যোতিষ্কমণ্ডলী
ঘ. ছায়াপথ
৫৭. জ্যোতিষ্ক হলো
i. গ্রহ, উপগ্রহ ও নীহারিকা
ii. অসংখ্য ধূমকেতু ও উল্কা
iii. গ্রহাণুপুঞ্জ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
৫৮. সৌরজগতের গ্রহম-লীর মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ-
i. ট্রাফিক ব্যবস্থা রয়েছে এজন্য
ii. এদের প্রত্যেকের মাঝখানে পর্যাপ্ত দূরত্ব রয়েছে
iii. নির্দিষ্ট কক্ষপথে এরা আবর্তন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ড়. i, ii ও iii
৫৯. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১০ কোটি কিলোমিটার
খ. ১২ কোটি কিলোমিটার
গ. ১৪ কোটি কিলোমিটার
ড়. ১৫ কোটি কিলোমিটার
৬০. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত?
ড়. প্রায় ৩৮ লক্ষ কোটি কিলোমিটার
খ. প্রায় ৩৭ লক্ষ কোটি কিলোমিটার
গ. প্রায় ৩৬ লক্ষ কোটি কিলোমিটার
ঘ. প্রায় ৩৫ লক্ষ কোটি কিলোমিটার
৬১. মহাবিশ্বে অসংখ্য মিটমিট করে আলো দেওয়া জ্যোতিষ্ককে কী বলা হয়?
ড়. নক্ষত্র
খ. গ্রহ
গ. উপগ্রহ
ঘ. ধূমকেতু
ভূগোল ৩য় অধ্যায়ের mcq
৩০৭. কিসের মাধ্যমে বিভিন্ন মহাদেশ ও মহাসাগর সম্পর্কে জানা যায়?
ক নকশা
ড় মানচিত্র
গ দলিল
ঘ কম্পিউটার
৩০৯. গধঢ় বা মানচিত্র কোন শব্দ থেকে এসেছে?
ড় ল্যাটিন
খ গ্রিক
গ আরবি
ঘ ফারসি
৩১০. ভাষাগত অসুবিধা দূর করার জন্য কোন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে?
ক ভূচিত্রাবলি অনুপাত
ড় প্রতিভূ অনুপাত
গ আধুনিক অনুপাত
ঘ বর্ণনা অনুপাত
৩১১. Representive Fraction-এর অর্থ কী?
ক প্রাকৃতিক বিষয়সংক্রান্ত
খ মৌজা মানচিত্র
গ দেওয়াল মানচিত্র
ড় প্রতিভূ অনুপাত
৩১২. প্রাচীনকালে প্র ম কোথায় মানচিত্রের প্রচলন হয়েছিল?
ক গ্রিসে
খ ইরাকে
ড় মিশরে
ঘ চীনে
৩১৩. ল্যাটিন ‘Mappa’ শব্দের অর্থ কী?
ক কার্বনের টুকরা
ড় কাপড়ের টুকরা
গ কাগজের টুকরা
ঘ পলিথিন টুকরা
৩১৪. মানচিত্রের স্কেলে ১ সেন্টিমিটার সমান কত?
ক ৪ হেক্টোমিটার
খ ৩ হেক্টোমিটার
গ ২ হেক্টোমিটার
ড় ১ হেক্টোমিটার
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১৬ ও ৩১৭ নং প্রশ্নের উত্তর দাও :
রাতুল আগারগাঁয়ের স্পারসো ভবনে গিয়ে দেয়ালে কিছু মানচিত্র দেখতে পায়। যেগুলোতে শুধু মহাকাশের জ্যোতিষ্কগুলোকে দেখানো হয়েছে।
৩১৬. রাতুল স্পারসোতে যে মানচিত্রগুলো দেখতে পায় সেগুলো কোন মানচিত্র?
ক প্রকৃতি বিষয়ক
খ জ্যোতিষ্ক বিষয়ক
গ মহাকাশ বিষয়ক
ঘ সৌরজগৎ বিষয়ক
৩১৭. উদ্দীপকে উল্লিখিত মানচিত্রগুলো কারা তৈরি ও ব্যবহার করেন?
ক বিজ্ঞানীরা
খ জ্যোতিনিবিজ্ঞানীরা
গ ভূগোলবিদরা
ঘ মহাকাশবিজ্ঞানীরা
ভূগোল ৪র্থ অধ্যায়ের mcq
৩৫৭. উদ্দীপকে আলোচিত ম-ল কোনটি?
ক নিম্ন গুরুমণ্ডল
ড় ঊর্ধ্ব গুরুমণ্ডল
গ কেন্দ্রমণ্ডল
ঘ নমনীয় মণ্ডল
৩৫৮. ঊর্ধ্বগুরুমণ্ডল কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
ক ৬০০
ড় ৭০০
গ ৮০০
ঘ ৯০০
৩৫৯. অশ্মমণ্ডলের নিচে প্রায় ২,৮৮৫ কিলোমিটার পর্যন্ত পুরুমণ্ডলকে কী বলে?
ড় গুরুমণ্ডল
খ পাতাল
গ নমনীয়মণ্ডল
ঘ অশ্মমণ্ডল
৩৬১. গুরুমণ্ডলের নিম্নভাগ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত স্তরকে কী বলে?
ক অশ্মমণ্ডল
ড় কেন্দ্রমণ্ডল
গ নমনীয়মণ্ডল
ঘ লঘুমণ্ডল
৩৬২. কেন্দ্রম-লের প্রধান উপাদানগুলো কী?
ক সিলিকন ও অ্যালুমিনিয়াম
খ সিলিকন ও নিকেল
গ ম্যাগনেসিয়াম ও লৌহ
ড় লোহা ও নিকেল
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৬৩ ও ৩৬৪ নং প্রশ্নের উত্তর দাও:
একটি যাত্রীবাহী বিমান ৫০ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় বৈমানিক অত্যন্ত দক্ষতার সাথে একটি স্থানে নামিয়ে আনলেন। তিনি দেখলেন স্থানটি ২৫ কিমি গভীরে।
৩৬৩. বৈমানিক বিমানটিকে কোন মণ্ডলে নামিয়েছিলেন?
ড় ভূত্বক
খ ঊর্ধ্ব গুরুমণ্ডল
গ বহিঃকেন্দ্রমণ্ডল
ঘ মোহোবিচ্ছেদ
৩৬৪. বৈমানিক বিমানটিকে যেখানে নামিয়েছিলেন সেই স্থানটি কোন উপাদান দিয়ে গঠিত?
ক লোহা, ম্যাগনেসিয়াম
ড় সিলিকন, অ্যালুমিনিয়াম
গ ম্যাগনেসিয়াম, সিলিকন ডাইঅক্সাইড
ঘ আয়রন অক্সাইড, নিকেল
৩৬৫. ভূত্বক মূলত কী দ্বারা গঠিত?
ক বিভিন্ন বায়বীয় পদার্থের সংমিশ্রণে
খ নমনীয় পদার্থের সংমিশ্রণে
ড় খনিজের মিশ্রণে শিলা দ্বারা
ঘ শিলা ও পানির মিশ্রণে
৩৬৬. এক বা একাধিক খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় কোনটি?
ক খনিজ
ড় শিলা
গ হীরা
ঘ জিপসাম
৩৬৯. তামা কয়টি মৌল দ্বারা গঠিত?
ড় একটি
খ তিনটি
গ চারটি
ঘ অনেকগুলো
ভূগোল ৫ম অধ্যায়ের mcq
৪৯৪. ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিমি. পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত?
ক. ১০০০ কিমি.
শ. ১০০০০ কিমি.
গ. ১০০০০০ কিমি.
ঘ. ২০০০০ কিমি.
৪৯৬. বায়ুমণ্ডল প্রধানত কত প্রকার উপাদান দ্বারা গঠিত?
ক. ২
শ. ৩
গ. ৪
ঘ. ৫
৪৯৭. বায়ুমণ্ডলের কত ভাগ উপাদান ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিমি. এর মধ্যে সীমাবদ্ধ?
ক. ৯৪ ভাগ
খ. ৯৫ ভাগ
গ. ৯৬ ভাগ
শ. ৯৭ ভাগ
৪৯৮. বায়ুমণ্ডলের প্রধান উপাদান দুটি কী কী?
শ. নাইট্রোজেন ও অক্সিজেন
খ. হিলিয়াম ও আর্গন
গ. মিথেন ও নাইট্রাস অক্সাইড
ঘ. ক্রিপটন ও জেনন
৫০৫. বায়ুম-লের চারটি স্তরের মধ্যে কোন স্তরের প্রভাব হিসেবে বিদ্যুৎ চমকানো দেখতে পাই?
ড়. তাপমণ্ডল
খ. মেসোমণ্ডল
গ. স্ট্রাটোমণ্ডল
ঘ. ট্রপোমণ্ডল
৫০৭. ট্রপোম-লের শেষ প্রান্তের অংশের নাম কী?
ক. স্ট্রাটোমণ্ডল
শ. ট্রপোবিরতি
গ. তাপমণ্ডল
ঘ. এক্সোমণ্ডল
৫১০. ট্রপোমণ্ডল স্তরে সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়?
ক. ৮০ সে.
খ. ১০০ সে.
গ. ৭০ সে.
শ. ৬০ সে.
৫১১. বায়ুম-লের কোন স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণে সক্ষম?
ক. ট্রপোমণ্ডল
ড়. স্ট্রাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমণ্ডল
৫১২. স্ট্রাটোম-লের বায়ুতে কী থাকে না?
ক. ধূলিকণা
শ. জলীয়বাষ্প
গ. বৃষ্টিপাত
ঘ. মেঘ
৫১৪. ওজোন গ্যাসের স্তর কোন স্তরে বেশি পরিমাণে আছে?
শ. স্ট্রাটোমণ্ডল
খ. মেসোমণ্ডল
গ. তাপমণ্ডল
ঘ. এক্সোমণ্ডল
ভূগোল ৬ষ্ঠ অধ্যায়ের mcq
৬০১. হিমশৈল কী?
ক. এন্টার্কটিকায় জমাটবাঁধা বরফ
খ. গ্রিনল্যান্ডে জমাটবাঁধা বরফ
ড়. সমুদ্রস্রোতে ভেসে আসা বিশাল বরফখ-
ঘ. হিমালয়ের চূড়ায় জমাটবাঁধা বরফ
৬০৪. পৃথিবীর সমস্ত পানিকে কয় ভাগে ভাগ করা যায়?
ড়. ২
খ. ৪
গ. ৬
ঘ. ৮
৬০৫. ‘Sphere’ শব্দের অর্থ কী?
ক. পানি
ড়. মণ্ডল
গ. আকাশ
ঘ. মাটি
৬০৬. পৃথিবীর প্রায় সর্বত্রই কী রয়েছে?
ক. পাহাড়
ড়. পানি
গ. খাদ্যাভাব
ঘ. দুর্যোগ সমস্যা
৬০৭. বারিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে কী বলে?
ক. সাগর
ড়. মহাসাগর
গ. উপসাগর
ঘ. হ্রদ-সাগর
৬০৮. পৃথিবীতে কয়টি মহাসাগর রয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ড়. ৫টি
৬০৯. গভীরতার দিক দিয়ে পৃথিবীর তৃতীয় মহাসাগর কোনটি?
ক. ভারত মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. দক্ষিণ মহাসাগর
ড়. আটলান্টিক মহাসাগর
৬১০. আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা কত মিটার?
ক. ৪,২৭০ মিটার
ড়. ৩,৯৩২ মিটার
গ. ৩,৯৬২ মিটার
ঘ. ৪,৭২০ মিটার
৬১১. প্রশান্ত মহাসাগরের আয়তন কত?
ক. ৮ কোটি ২১ লাখ বর্গ কিমি.
ড়. ১৬ কোটি ৬০ লাখ বর্গ কিমি.
গ. ১৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
ঘ. ৬ কোটি ২৫ লাখ বর্গ কিমি.
ভূগোল ১০ম অধ্যায়ের mcq
৮৯৫. ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের ভূখণ্ডে কত একর জমি যোগ হয়েছে?
ক. ৯,০৪১.২৫ একর
শ. ১০,০৪১.২৫ একর
গ. ১১,০৪১.২৫ একর
ঘ. ১২,০৪১.২৫ একর
৮৯৬. রায়ের ফলে কত বর্গকিলোমিটারেরও বেশি জলসীমা পেয়েছে?
শ. প্রায় এক লক্ষ
খ. প্রায় দুই লক্ষ
গ. প্রায় তিন লক্ষ
ঘ. প্রায় চার লক্ষ
৮৯৭. বর্তমানে উপকূল থেকে কত নটিক্যাল মাইলের বাংলাদেশ দাবিদার?
ক. ৩০০
খ. ৩২৫
শ. ৩৫০
ঘ. ৩৭৫
৮৯৮. বাংলাদেশের কোন অঞ্চলের উপর দিয়ে কর্কটক্রন্তি রেখা অতিক্রম করেছে?
ক. উত্তরাঞ্চল
খ. দক্ষিণাঞ্চল
ড়. মাঝামাঝি
ঘ. পূর্বাঞ্চল
৮৯৯. ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় হয় কত সালে?
ক. ২০১২ সালে
খ. ২০১৩ সালে
গ. ২০১৪ সালে
শ. ২০১৫ সালে
৯০০. সালিশ ট্রাইব্যুনাল কোথায় অবস্থিত?
ক. মেলবর্নে
শ. হেগে
গ. ওয়াশিংটনে
ঘ. লন্ডনে
৯০১. হেগ কোথায় অবস্থিত?
শ. নেদারল্যান্ডস
খ. নিউজিল্যান্ড
গ. বেলজিয়াম
ঘ. আয়ারল্যান্ড
৯০২. বাংলাদেশে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত?
ক. ৮১৮ কিমি.
খ. ৭৭৫ কিমি.
ড়. ৭১৬ কিমি.
ঘ. ৮১৫ কিমি.
৯০৪. কোন শহরটি বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত?
ক. ময়মনসিংহ
খ. চট্টগ্রাম
গ. খাগড়াছড়ি
ড়. সিলেট
৯০৫. কোন শহরটির গড় তাপমাত্রা জুলাই মাসে ২৮ ডিগ্রি সেলসিয়াস হয়?
ক. নোয়াখালী
খ. বরিশাল
ড়. পটুয়াখালী
ঘ. খুলনা
Discussion about this post