প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, পরীক্ষার জন্য তোমাদের হাতে আর অল্প সময় আছে। এ সংক্ষিপ্ত সময়ে পূর্ণাঙ্গ প্রস্তুতির লক্ষ্যে আজ আমরা এইচএসসি ভূগোল ১ম পত্র টেস্ট পেপার ২০২২ শেয়ার করছি। আজকের এই টেস্ট পেপারটি ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। যেখানে তোমরা নৈর্বাচনিক বিষয়সমূহের ওপরে শেষ মুহূর্তের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবেই নিতে পারবে।
এইচএসসি ভূগোল ১ম পত্র টেস্ট পেপার ২০২২
১. সাওন গ্রামে বসবাস করে। তাদের গ্রামের অধিকাংশ লোক কৃষিকাজ করে এবং গ্রামের বাড়িগুলো কাঁচা ও আধা পাকা। তার বড় ভাই শহরে বসবাস করে, সেখানকার অধিকাংশ লোক অকৃষি পেশায় নিয়োজিত এবং বাড়িঘর আধুনিক।
ক. বিক্ষিপ্ত বসতি কাকে বলে?
খ. হাট ও বাজারের পার্থক্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাওনের বসতি গড়ে ওঠার কারণগুলো বিশ্লেষণ কর।
ঘ. সাওন ও তার বড় ভাইয়ের বসবাসকৃত বসতির বৈশিষ্ট্যের পার্থক্য বিশ্লেষণ কর।
২. ইয়াংসিকিয়াং নদী বিধৌত দেশটি ধান উৎপাদনে শীর্ষ স্থান দখল করে আছে। প্রাকৃতিক বিভিন্ন নিয়ামকের অনূকূল অবস্থা বিদ্যমান থাকার কারণে আমরা প্রচুর ধান উৎপাদন করলেও অত্যধিক জনসংখ্যার কারণে চাহিদা পূরণের জন্য চাল আমদানি করে।
ক. BRRI এর পূর্ণরূপ লেখ।
খ. প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কেন?
গ. উদ্দীপকের ইঙ্গিতপূর্ণ দেশটির ধান উৎপাদনের নিয়ামক ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দেশদ্বয়ের ধান উৎপাদনের তারতম্যের কারণ ব্যাখ্যা কর।
৩. মি. অ যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে অবস্থিত একটি ভারী শিল্পের মালিক। সম্প্রতি তিনি বাংলাদেশে ভ্রমণে এসে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়কৃত শিল্প পরিদর্শন শেষে উক্ত শিল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নেন।
ক. শিল্পের সংজ্ঞা দাও।
খ. বাংলাদেশ বর্তমানে ঔষধ আমদানির পরিবর্তে রপ্তানি করে। ব্যাখ্যা কর।
গ. মি. অ এর মালিকানাধীন শিল্প স্থাপনের নিয়ামক ব্যাখ্যা কর।
ঘ. মি. অ এর বাংলাদেশে বিনিয়োগের কারণ ব্যাখ্যা কর।
৪. অ একটি উনড়বয়নশীল দেশ হলেও বিদেশে পণ্য আমদানি ও রপ্তানি দুটোই করে থাকে। তবে রপ্তানি পণ্যের চেয়ে আমদানি পণ্যের সংখ্যাই বেশি।
ক. রপ্তানি দেশ কী?
খ. বাণিজ্য ভারসাম্য বলতে কী বোঝ?
গ. দেশটির বাণিজ্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
ঘ. উক্ত দেশটিকে বৈদেশিক বাণিজ্যভুক্ত দেশ হিসেবে কী কী সমস্যার সম্মুখীন হতে হয়?
৫. সাজিদ বাংলাদেশ হতে উত্তর আমেরিকায় অবস্থিত ৫০টি অঙ্গ বিশিষ্ট একটি উন্নত দেশে উচ্চশিক্ষার জন্য গিয়েছে। সে ঐ দেশের উন্নত বসতি, অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা দেখে বিস্মিত হলো।
ক. মানব ভূগোল কাকে বলে?
খ. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ভূগোলের যে শাখার অন্তর্ভুক্ত তার শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত দেশ দুটির তুলনামূলক ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ কর।
৬. রফিকের পূর্বপুরুষ এক সময় বরিশালের কীর্তনখোলা নদীর তীরবর্তী এলাকার বাসিন্দা হলেও বর্তমানে তারা ঢাকা শহরে স্থায়িভাবে বসবাস করছে। এভাবে প্রতিনিয়ত ঢাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় শহরটি নানা সমস্যায় জর্জরিত হয়েছে।
ক. অভিগমন বলতে কী বোঝায়?
খ. ভূপ্রকৃতি কীভাবে জনসংখ্যার বণ্টনে প্রভাববিস্তার করে?
গ. উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
ঘ. রফিকদের অভিগমনের ফলে নতুন বসতি এলাকার বিরূপ প্রভাব বিশ্লেষণ কর।
৭. দিনাজপুরের রাহাত তার এলাকার প্রাপ্ত খনিজের উত্তোলন ও ইট ভাটায় সেটির ব্যবহার দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু সে ঢাকায় এসে অন্য একটি খনিজের রানড়বায় ব্যবহার দেখে অত্যন্ত মুগ্ধ হয়। এই খনিজটি অধিকাংশই শিল্পকারখানায় বিশেষ করে কৃষিকাজের প্রয়োজনীয় সার তৈরির কাজে ব্যবহার হয়ে থাকে।
ক. শক্তি সম্পদ কাকে বলে?
খ. কীভাবে কয়লার সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লিখিত খনিজ দুটি মানচিত্রে অবস্থান নির্দেশ কর।
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকের খনিজদ্বয়ের তাৎপর্য বিশ্লেষণ কর।
৮. হাবিব সাহেব সৌদিআরব যাওয়ার সময় লক্ষ করলেন প্লেনের বেশিরভাগ লোক বাংলাদেশি, যারা কাজের উদ্দেশ্যে সেখানে যাচ্ছেন। তাদের সাথে আলাপচারিতায় তিনি জানতে পারলেন তাদের পরিবারের ব্যয়ভার তারাই বহন করে থাকেন।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী?
খ. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্যগুলোর ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত বাণিজ্যটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তার তাৎপর্য বিশ্লেষণ কর।
৯. দিনাজপুরের রহিমা তার এলাকায় প্রাপ্ত খনিজের উত্তোলন ও ইটের ভাটায় সেটির ব্যবহার দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু সে ঢাকায় এসে অন্য একটি খনিজের রানড়বায় ব্যবহার দেখে অত্যন্ত মুগ্ধ। এই খনিজ কৃষিকাজের প্রয়োজনীয় সার তৈরিতে ব্যবহার করা হয়।
ক. শক্তি সম্পদ কাকে বলে?
খ. কয়লা কীভাবে সৃষ্টি হয়?
গ. উদ্দীপকের উল্লিখিত খনিজ দুটির বণ্টন বাংলাদেশের মানচিত্রে প্রদর্শন কর।
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উনড়বয়নে উল্লিখিত খনিজ দুটির তাৎপর্য বিশ্লেষণ কর।
১০. রেশমা গাজীপুরের একটি রপ্তানিমুখী শিল্পকারখানায় হাজার হাজার নারী শ্রমিকের সাথে কাজ করে। তাদের নিরলস প্রচেষ্টায় এ ধরনের শিল্পপ্রতিষ্ঠান দেশে দ্রুত বিকাশ লাভ করছে। ফলে নারী শ্রমিকদের ভাগ্য উন্নয়ন ঘটছে।
ক. শিল্পায়ন কী?
খ. শিল্পায়নের সাথে রাজনৈতিক স্থিতিশীলতার সম্পর্ক কী?
গ. উদ্দীপকের উল্লিখিত শিল্প বিকাশের অনুকূল নিয়ামকগুলো কী কী ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ শিল্প বিকাশে নারী শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ কর।
১১. নওশীন শীতের ছুটিতে তার চাচার বাসা সিলেটে বেড়াতে যায়। সে কম খরচ ও আরামদায়ক ভ্রমণের জন্য একটি পথ বেছে নিয়েছিল। কয়েকদিন পর সে চট্টগ্রাম হয়ে খাগড়াছড়িতে আলুটিলা সুড়ঙ্গ পথ দেখতে যায়।
ক. ব্রডগেজ রেল লাইন কী?
খ. বরিশালে রেল লাইন গড়ে না ওঠার কারণ ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লিখিত আরামদায়ক ভ্রমণের যাতায়াত ব্যবস্থা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের উল্লিখিত সিলেট থেকে খাগড়াছড়ির আলুটিলা পর্যন্ত যাতায়াত ব্যবস্থা বিশ্লেষণ কর।
১২. মোস্তফা আনোয়ার সাহেব মালয়েশিয়া যাওয়ার সময় লক্ষ করলেন প্লেনের অধিকাংশ লোক বাংলাদেশি। কাজের উদ্দেশ্যে তারা সেখানে যাচ্ছে। তাদের সাথে কথা বলে তিনি জানলেন তারা তাদের পরিবারের ব্যয়ভার বহন করে থাকে।
ক. বাণিজ্য কাকে বলে?
খ. বাংলাদেশের প্রচলিত রপ্তানি পণ্যগুলোর নাম লেখ।
গ. উদ্দীপকের উল্লিখিত বাণিজ্যটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
ঘ. উল্লিখিত বাণিজ্যটি বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে তার তাৎপর্য বিশ্লেষণ কর।
১৩. ইয়াংসিকিয়াং ও সিকিয়াং নদী বিধৌত দেশটি ধান উৎপাদনে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে। প্রাকৃতিক বিভিনড়ব নিয়ামকের অনুকূল অবস্থা বিদ্যমান থাকায় বাংলাদেশেও প্রচুর ধান উৎপাদন হয়। কিন্তু অত্যধিক জনসংখ্যার কারণে নিজস্ব চাহিদা পূরণে আমাদের চাল আমদানি করতে হয়।
ক. BRRI এর পূর্ণরূপ কী?
খ. পেইরি অঞ্চলকে পৃথিবীর ‘রুটির ঝুড়ি’ কেন বলে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ইঙ্গিতকৃত প্রম দেশটির ধান উৎপাদনের প্রাকৃতিক নিয়ামকগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের দেশ দুটির ধান উৎপাদনের তারতম্যেল কারণ বিশ্লেষণ কর।
১৪. মায়ানমারের বৌদ্ধদের সাথে রোহিঙ্গা মুসলিমদের জাতিগত সংঘর্ষের ফলে দাঙ্গা দেখা দেয়। যার ফলে জীবন রক্ষার্থে রোহিঙ্গা মুসলিমরা পার্শ্ববর্তী বাংলাদেশের কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেয়।
ক. অভিগমন কাকে বলে?
খ. বাংলাদেশের রাজধানী ঢাকাতে জনবসতি বেশি কেন? ব্যাখ্যা কর।
গ. রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়াতে আশ্রয় নেওয়া কোন ধরনের অভিগমন ব্যাখ্যা কর।
ঘ. রোহিঙ্গাদের অভিগমনের ফলে ঐ এলাকার পরিবেশের ওপর কী প্রভাব পড়ছে- বিশ্লেষণ কর।
১৫. মানুষ তার পারিপার্শ্বিক আর্থ-সামাজিক নানাবিধ কারণে দেশের একস্থান থেকে অন্যস্থানে, আবার এক দেশ থেকে অন্য দেশে গমন করে, যা অনেকটা স্বাভাবিক, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি দেশ থেকে পার্শ্ববর্তী অন্য একটি দেশে লক্ষ লক্ষ লোক আশ্রয় গ্রহণ করেছ, যা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচিত হতে পারে না। এই বিষয়টি সারা বিশ্বে এখন প্রধান আলোচ্য বিষয়।
ক. যুক্তরাষ্ট্র কত তারিখে স্বাধীনতা লাভ করে?
খ. বাংলাদেশের মানচিত্রে প্রশাসনিক বিভাগগুলো চিহ্নিত কর।
গ. উদ্দীপকের আলোকে মানুষের স্থানান্তরের বিভিনড়ব ধরন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে লক্ষ লক্ষ মানুষের অন্যদেশে আশ্রয় গ্রহণের কারণসমূহ পর্যালোচনা কর।
১৬. বর্তমান সময়ে আঞ্চলিক উনড়বয়নের প্রধান মাধ্যম হচ্ছে বাণিজ্য। পরিবেশগত ভিন্নতার কারণে পৃথিবীর বিভিনড়ব অঞ্চলে বিভিন্ন ধরনের সম্পদ বা পণ্য দেখা যায়। পৃথিবীর কোনো বিশেষ অঞ্চলে সকল ধরনের পণ্য উৎপাদিত না হওয়ায় উদবৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্যের আদান-প্রদান সম্পন্ন হয়, আর এই প্রক্রিয়াই হলো বাণিজ্য। অধিকাংশ বাণিজ্যের ক্ষেত্রে বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক. শোতাশ্রয় কী?
খ. রানা প্লাজা ট্র্যাজেডি ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের আলোকে দেশের বৈদেশিক বাণিজ্যের ধরন ব্যাখ্যা কর।
ঘ. ‘বাণিজ্যের ক্ষেত্রে বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ – বিশ্লেষণ কর।
১৭. সারা বছর সকল ধরনের কৃষি ফসল উৎপাদিত হয় না, আবার সব ধরনের ভূমিতেও সকল ধরনের ফসল ফলে না। পৃথিবীর এমন অনেক এলাকা আছে যেখানে কৃষি ফসল নেই বললেই চলে। এই কৃষি উৎপাদনে তাই কাজ করে নানাবিধ নিয়ামক। বিশ্বের বর্ধিত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে যুগোপযোগী ও আধুনিক কৃষিব্যবস্থা এখন সময়ের দাবি।
ক. TSP পূর্ণরূপ কী?
খ. পৃথিবীর রুটির ঝুড়ি বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের আলোকে কৃষি উৎপাদনের ভৌগোলিক কারণসমূহ বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের কৃষি ব্যবস্থার আধুনিকায়নে তোমার মতামত ব্যক্ত কর।
১৮. বাংলাদেশে বৈচিত্র্যময় ভূ-প্রকৃতির দেশ হওয়ায় এদেশের বসতির বৈশিষ্ট্যেও দেখা যায় নানা বৈচিত্র্য। কোথাও সারিবদ্ধ, কোথাও পুঞ্জীভূত আবার কোথাও বৃত্তাকার। গঠন ও ধরন বৈশিষ্ট্যে যত রকম বসতি দেখা যায় তার অধিকাংশ বাংলাদেশেও খুঁজে পাওয়া যাবে। তবে দেশের বিস্তীর্ণ সমভূমি এলাকা থেকে পাহাড়ি এলাকার বসতির মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়।
ক. ইগলু (lgloo) কী?
খ. পৃথিবীর মহাদেশসমূহের আয়তন অনুসারে নাম লেখ।
গ. উদ্দীপকের আলোকে বিভিনড়ব ধরনের বসতির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের আলোকে সমভূমি ও পার্বত্য ভূমির বসতির ভিন্নবতা বিশ্লেষণ কর।
১৯. প্রাকৃতিক দুর্যোগ এ দেশের জীবনব্যবস্থায় আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে। কখনো বন্যা, কখনো খরা আবার কখনো ঘূর্ণিঝড় যেন চক্রাকারে এদেশে আগমন করে। এ বছরও একটি প্রাকৃতিক দুর্যোগে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছে। এ দুর্যোগ সরাসরি প্রতিরোধ করা না গেলেও যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতি কমিয়ে আনা সম্ভব।
ক. মহিলাদের সন্তানধারণ করার ক্ষমতাকে কী বলে?
খ. পরিবেশের উপাদানসমূহের নাম লেখ।
গ. উদ্দীপকের আলোকে এদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণসমূহ চিহ্নিত কর।
ঘ. উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে তোমার মতামত বিশ্লেষণ কর।
২০. অর্থনৈতিক উন্নয়নে শিল্পের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ কৃষিপ্রধান হলেও এদেশের অর্থনীতিতেও শিল্পের যথেষ্ট ভূমিকা রয়েছে, বিশেষ একটি শিল্প এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে অবতীর্ণ হয়েছে। বেসরকারি পর্যায়ে অনেক শিল্পও যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে, কিন্তু সরকারি খাতের শিল্পগুলো দেশের অর্থনীতিকে অব্যাহতভাবে পিছনের দিকে টানছে।
ক. বিশ্বে লৌহ ও ইস্পাত উৎপাদনে প্রধান রাষ্ট্র কোনটি?
খ. বাংলাদেশের সার শিল্পের স্থানীয়করণের কারণসমূহ লেখ।
গ. উদ্দীপকের ইঙ্গিতকৃত শিল্পের আর্থ-সামাজিক গুরুত্ব ব্যাখ্যা কর।
ঘ. “সরকারি খাতের শিল্পগুলো দেশের অর্থনীতিকে অব্যাহতভাবে পেছনের দিকে টানছে”- বিশ্লেষণ কর।
২১. বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ না হলেও একটি খনিজ সম্পদের উপর ভিত্তি করে বেশকিছু কারখানা গড়ে উঠেছে। উক্ত খনিজটির উত্তোলন ও ব্যবহার এদেশের অর্থনীতিকে সম্ভাবনাময় করে তুলছে।
ক. GIS-এর পূর্ণরূপ লেখ।
খ. বাংলাদেশের ভূ-প্রকৃতির শ্রেণিবিভাগ কর।
গ. উদ্দীপকের উক্ত খনিজ সম্পদটির বণ্টন বিশ্লেষণ কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত খনিজ সম্পদটির অর্থনৈতিক গুরুত্ব পর্যালোচনা কর।
২২. প্রভাবশালী চিকিৎসা সাময়িকী “The Lancet” গড় ১৯ অক্টোবর, ২০১৭ তারিখে প্রকাশিত The Lancet Commission on Pollution and Health নামক গবেষণা প্রতিবেদনে তুলে ধরেছেন- বিশ্বে দূষণের কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি বাংলাদেশে, এর পরেই রয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া, ৫ম স্থানে ভারত। বর্তমান বিশ্বে প্রতি ছয় জনের একজন দূষণের কারণে মারা যাচ্ছে; তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীনসহ কয়েকটি দেশে এই হার গড়ে প্রতি চার জনে এক জন।
ক. WHO-এর পূর্ণরূপ লেখ।
খ. বাংলাদেশের ভূ-প্রকৃতির শ্রেণিবিভাগ কর।
গ. উদ্দীপকের আলোকে দূষণের কারণসমূহ বিশ্লেষণ কর।
ঘ. দূষণের এই ভয়াবহতা থেকে পরিত্রাণের উপায় বিশ্লেষণ কর।
এই লিংক থেকে এইচএসসি ভূগোল ১ম পত্র টেস্ট পেপার ২০২২ ডাউনলোড করে নাও। এইচএসসি ২০২২ সালের শিক্ষার্থীরা অন্যান্য সাবজেক্টের টেস্ট পেপার পাবে কোর্সটিকায়। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post