ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় mcq : ভূগোল বিজ্ঞানের অত্যন্তগুর ত্বপূর্ণ উপাদান হচ্ছে মানচিত্র। মানচিত্রের মাধ্যমে ভূগোলের বিভিন্ন প্রপঞ্চ উপস্থাপনের জন্য মানচিত্রের ধারণা, উপাদান, ব্যবহার, শ্রেণিবিভাগ, সংকোচন, প্রসারণ, স্কেল ও স্কেলের শ্রেণিবিভাগ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এগুলোর সবই ব্যবহারিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়। পৃথিবীর মহাদেশ এবং মহাসাগরসমূহের বিভিন্ন অংশের সীমা, আয়তন, অবস্থান এবং তাদের মধ্যকার পারস্পরিক দূরত্ব বুঝানোর জন্য নির্দিষ্ট মাপনীর (Scale) প্রেক্ষিতে সমগ্র ভূ-পৃষ্ঠের অংশবিশেষের যে নকশা প্রস্তুত করা হয়, তাকে মানচিত্র বলে।
বিভিন্ন প্রকার সংকেত এবং রং (কালার) ব্যবহারের মাধ্যমে ভূ-পৃষ্ঠের বিভিন্ন স্থানগুলোর পারস্পরিক দূরত্ব, আয়তন ও সীমা ঠিক রেখে প্রাকৃতিক বিভিন্ন প্রপঞ্চ (যেমন : ভূ-প্রকৃতি, নদ-নদী, পাহাড়, সমুদ্র, সমুদ্র স্রোত) এবং অর্থনৈতিক বিষয়াদি (যেমন : ধান, পাট গম উৎপাদন) শিল্প-কারখানা এবং নগর বিষয়ক বিষয়াদী (যেমন : গ্রামীন বসতি, পৌরবসতি) প্রভৃতি মানচিত্রে বিভিন্ন সংকেতের মাধ্যমে দেখানো হয়। বিশেষ মান ভিত্তিক এ চিত্র অঙ্কিত হয় বলে একে মানচিত্র বলে। মানচিত্র অঙ্কনের জন্য সর্বপ্রথম প্রয়োজন স্কেল ও অভিক্ষেপ
ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় mcq
১. নিচের কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র?
ক. দেয়াল মানচিত্র
খ. ভূচিত্রাবলির মানচিত্র
● মৌজা মানচিত্র
ঘ. পৃথিবীর মানচিত্র
২. প্রাকৃতিক মানচিত্র কোনটি?
● মৃত্তিফা মানচিত্র
খ. ভূমি ব্যবহার মানচিত্র
গ. উপাত্তের বণ্টন মানচিত্র
ঘ. ছায়াপাত মানচিত্র
৩. তথ্যভিত্তিক মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪. নিচের কোন স্কেলটি পৃথিবীর সকল দেশে ব্যবহার উপযোগী?
ক. বর্ণনামূলক স্কেল
● প্রতিভূ অনুপাত স্কেল
গ. রৈখিক স্কেল
ঘ. কর্ণীয় স্কেলে
৫. কর্ণীয় স্কেলে কয়টি পর্যায়ের পাঠ গ্রহণ করা যায়?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৬. মানচিত্রে স্কেল প্রদর্শনের পদ্ধতি কয়টি?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৭. ১ ইঞ্জিতে ১ মাইল প্রতিভূ অনুপাত হবে-
ক. ১ : ১
খ. ১ : ৩৬
গ. ১ : ১৭৬০
● ১ : ৬৩৩৬০
৮. শ্রেণিকক্ষে কোন মানচিত্র ব্যবহার করা হয়?
ক. সাংস্কৃতিক মানচিত্র
খ. আন্তর্জাতিক মানচিত্র
গ. মৌজা মানচিত্র
● দেয়াল মানচিত্র
৯. যুদ্ধক্ষেত্রে শত্রুর অবস্থান জানতে কী ব্যবহৃত হয়?
ক. দূরবীণ
খ. ওয়্যারলেস
গ. বেতার যন্ত্র
● মানচিত্র
১০. এক ভাস্ট (Verst) সমান কত প্যালেজ?
ক. ৮৩,০০০
● ৮৪,০০০
গ. ৮৫,০০০
ঘ. ৮৬,০০০
১১. সরল স্কেলে কয়টি একক দেখানো যায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১২. মানচিত্রের স্কেল লিখিত বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হলে তাকে কী বলে?
● বর্ণনামূলক স্কেল
খ. রৈখিক স্কেল
গ. প্রতিভূ ভগ্নাংশ
ঘ. প্রতিভূ অনুপাত
১৩. ঢাকা থেকে ২০ মাইল উত্তরে স্থান কোনটি?
ক. উত্তরা
খ. টঙ্গি
● সাভার
ঘ. মিরপুর
১৪. ঢাকা থেকে সাভারের দূরত্ব কত?
ক. ১৫ মাইল
● ২০ মাইল
গ. ২২ মাইল
ঘ. ২৫ মাইল
১৫. যখন কোনো চতুর্ভুজ বা বহুভূজ ক্ষেত্রের পরস্পর বিপরীত কোণদ্বয় সংযোজক সরল রেখার সাহায্যে পরিমাপ করা যায় তখন তাকে কী বলে?
● কর্ণীয় স্কেল
খ. রৈখিক স্কেল
গ. বর্ণনামূলক স্কেল
ঘ. প্রতিভূ অনুপাত স্কেল
১৬. কোন স্কেলের ডান দিকে গজ; বাম দিকে ফুট এবং উপরের দিকে ইজ্ঞি লিখতে হয়?
ক. সরল স্কেলের
● কর্ণীয় স্কেলের
গ. বর্ণনামূলক স্কেলের
ঘ. রৈখিক স্কেলের
১৭. কোন স্কেলের মাপনী নিচে প্র.অ. ১ ও ৩৬ লিখতে হবে?
ক. সরল স্কেলের
খ. রৈখিক স্কেলের
গ. প্রতিভূ অনুপাত স্কেলের
● কর্ণীয় স্কেলের
১৮. একই প্রকার ছোট বা বড় ত্রিভুজ অঙ্কন করে যখন মানচিত্রকে ছোট বা বড় করা হয় তখন তাকে কী বলে?
ক. ছক বা বর্গ পদ্ধতি
● সম-ত্রিভুজ পদ্ধতি
গ. যান্ত্রিক পদ্ধতি
ঘ. চতুর্ভুজ পদ্ধতি
১৯. কিসের মাধ্যমে পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?
● মানচিত্র
খ. বই
গ. রেডিও
ঘ. টেলিভিশন
২০. একটি মানচিত্রে বর্ণনামূলক স্কেল ১ ইঞ্চি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?
ক. ১ : ১৭৬০
খ. ১ : ৬০০০
● ১ : ১২৬৭২০
ঘ. ১ : ৬৩৩৬০
২১. নতুন মানচিত্রের স্কেল ও মূল মানচিত্রের স্কেলের অনুপাত ১ অপেক্ষা কম হলে নতুন মানচিত্রের কীরূপ পরিবর্তন হবে?
ক. কোনো পরিবর্তন হবে না
● মানচিত্র সংকুচিত হবে
গ. মানচিত্র প্রসারিত হবে
ঘ. মানচিত্র একই থাকবে
২২. মানচিত্র অঙ্কন করতে প্রয়োজন-
র. উন্নতমানের কাগজ
রর. স্কেল
ররর. অভিক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৩. মৌজা মানচিত্রে অঙ্কিত থাকে-
র. ভূসম্পত্তি, বাড়িঘর
রর. কৃষিক্ষেত্র, দালানকোঠা
ররর. নদনদী, বনজঙ্গল
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৪. মানচিত্রে দেখানো হয়-
র. স্থলভাগের বন্ধুরতা
রর. পর্বতের উচ্চতা
ররর. সমবর্ষণ রেখা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২৫. মানচিত্রের উপাদান-
র. নির্দিষ্ট স্কেল
রর. দিক-নির্দেশক চিহ্ন
ররর. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিজাম তার গ্রামের বাড়িতে জমিজমা পরিমাপের জন্য এক ধরনের মানচিত্রের শরণাপন্ন হয়। এ মানচিত্র দ্বারা আবার সরকার ভূমির মালিকদের থেকে কর নিয়ে থাকে।
২৬. ক্যাডাস্ট্রাল মানচিত্রকে কী ধরনের মানচিত্র বলে?
● মৌজা মানচিত্র
খ. ভূচিত্রাবলি মানচিত্র
গ. প্রাকৃতিক বিষয়সংক্রান্ত মানচিত্র
ঘ. আন্তর্জাতিক মানচিত্র
২৭. নিজামের কাছে কোন ধরনের মানচিত্র রয়েছে?
ক. সাংস্কৃতিক মানচিত্র
খ. ভূচিত্রাবলি মানচিত্র
● মৌজা মানচিত্র
ঘ. দেয়াল মানচিত্র
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮ ও ২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আসিফ তার আব্বার সাথে থানা নিবাহী কর্মকর্তার অফিসে গেল। সেখানে সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ নানা ধরনের জিনিস দেখতে পায়।
২৮. সরকারি ও বেসরকারি অফিসে কোন মানচিত্র ব্যবহৃত হয়?
● দেয়াল মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. সাংস্কৃতিক মানচিত্র
ঘ. আন্তর্জাতিক মানচিত্র
২৯. সামরিক দপ্তরে কোন মানচিত্র ব্যবহৃত হয়?
ক. মৌজা মানচিত্র
● দেয়াল মানচিত্র
গ. আন্তর্জাতিক মানচিত্র
ঘ. প্রাকৃতিক মানচিত্র
নিচের উদ্দীপকটি পড় এবং ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আনিসার চাচা হােসাইন সাহেব অস্ট্রেলিয়ার নাগরিক। সে তার চাচার দেশে বেড়াতে যায়। সেখানে বাংলাদেশে প্রচলিত একটি স্কেলের ব্যবহার দেখতে পায়।
৩০. কোন দেশের মানচিত্রে প্যালেজ (Pale+3) থাকে?
ক. জাপানি
খ. জার্মানি
গ. নরওয়ে
● রাশিয়ান
৩১. আন্তর্জাতিক স্কেল কোনটি?
● প্রতীক ভগ্নাংশ স্কেল
খ. বর্ণনামূলক স্কেল
গ. রৈখিক স্কেল
ঘ. কর্ণ স্কেল
৩২. সাধারণত ফেল কয় প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৩৩. একটি মানচিত্রের বর্ণনামূলক স্কেল ১ ইঞি সমান ২ মাইল হলে প্রতিভূ অনুপাত কত?
ক. ১ : ৬৩০
খ. ১ : ৬০০০
● ১ : ১২৬৭২০
ঘ. ১ : ৬৩৩৬০
৩৪. মানচিত্রের সংকোচন ও সম্প্রসারণ করতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়?
ক একটি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৩৫. স্কেলের ভিত্তিতে মানচিত্র হলাে—
র. ক্ষুদ্র স্কেলের
রর. বৃহৎ স্কেলের
ররর. প্রাকৃতিক মানচিত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৬. ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে কী বলে?
ক. সধঢ়ধ
খ. সধঢ়
গ. সধঢ়ব
● সধঢ়ঢ়ধ
৩৭. ভূগোলবিদের প্রধান হাতিয়ার কোনটি?
ক. নকশা
● মানচিত্র
গ. কম্পিউটার
ঘ. স্কেল
৩৮. কোনো দেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহারের জন্য কোনটি দুরকার?
● মানচিত্র
খ. নজরদারি
গ. বনায়ন
ঘ. ব্যবস্থাপনা
৩৯. সেনাবাহিনী কোন ধরনের মানচিত্র ব্যবহার করে?
ক. মৌজা
খ. প্রাকৃতিক বিষয়ক
● দেওয়াল
ঘ. স্থানীয়
৪০. যুদ্ধের সময় কোন মানচিত্রটির ব্যবহার সীমিত করা হয়?
ক. ভূচিত্রাবলি
● স্থানীয় বৈচিত্র্যসূচক
গ. মৌজা
ঘ. দেয়াল
৪১. তুলনামূলক মাপনী কয় প্রকার?
ক. ২
খ. ৩
● ৪
ঘ. ৫
৪২. উম্বের মাপনী কী কাজে ব্যবহৃত হয়?
● ক্যামেরার উচ্চতা নির্ধারণে
খ. গোলক অঙ্কনে
গ. বৃত্তলেখ অঙ্কনে
ঘ. ভূদৃশ্য অঙ্কনে
৪৩. মানচিত্রের কোনো দুটি স্থানের মধ্যস্থিত দূরত্ব কোন উপায়ে সহজে বুঝতে পারা যায়?
ক. বর্ণনার সাহায্যে
● রেখাচিত্র অঙ্কনের মাধ্যমে
গ. প্রতিভূ অনুপাতে
ঘ. সংখ্যাসূচক অগ্নাংশের মাধ্যমে
৪৪. প্রতিভূ অনুপাতের প্রথম অংশকে কী বলে?
ক. মুখ্য
খ. গৌণ
● লব
ঘ. হর
৪৫. ১ মাইল সমান কত ইঞ্জি?
ক. ৬৩,৩৬০
● ৬৩,৬৩০
গ. ৬৪,৩৬০
ঘ. ৭৪,৩২০
৪৬. মানচিত্রের প্রতিভূ অনুপাতকে ইংরেজিতে কোনটি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?
ক. Represent Fraction
খ. Reported Fraction
● Representative Fraction
ঘ. Representitutive Fraction
৪৭. পরিমাপের সুবিধার জন্য মুখ্য বিভাগগুলো শূন্য (০) দাগের কোন দিকে অঙ্কন করতে হয়?
● ডান
খ. বাম
গ. মধ্য
ঘ. যেকোনো এক পাশে
৪৮. মানচিত্রের দুটি স্থানের দূরত্ব নির্ণয় করা যায় কিসের সাহায্যে?
● কর্ণীয় মাপনী
খ. চাদা
গ. কাঁটা কম্পাস
ঘ. পেন্সিল কম্পাস
৪৯. প্রত্যেক মানচিত্রে কোন ধরনের মাপনী থাকা উচিত?
● রৈখিক
খ. বর্গীয়
গ. ভার্নিয়ার
ঘ. কর্ণীয়
৫০. একটি সরল মাপনীর গৌণ বিভাগগুলোকে পুনরায় ভাগ করার পদ্ধতিকে কী বলে?
ক. রেখাচিত্র অঙ্কন
● কর্ণীয় মাপনী অঙ্কন
গ. ভার্নিয়ার স্কেল
ঘ. পদক্ষেপ মাপনী
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ১ম পত্র ১০ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post