ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় mcq : প্রাকৃতিক ভূগোলের অন্যতম শাখা হলো ভূমিরূপ বিদ্যা। ভূমিরূপ বিদ্যা হলো সেই বিদ্যা যেখানে অশ্মমন্ডলের উপরিভাগ অর্থাৎ ভূ-ত্বকের উৎপত্তি ও ইতিহাসের ব্যাখ্যা দান করা হয়। সহজভাবে বলা যায়, ভূমিরূপ বিদ্যা পৃথিবীর পৃষ্ঠ দেশের (সমুদ্রের তলদেশসহ) নানা রকম ভূ-প্রাকৃতিক দৃশ্যের বা রূপের নিয়মতান্ত্রিক বিজ্ঞান ভিত্তিক বর্ণনা। এই বর্ণনায় ভূমিরূপ উদ্ভব প্রক্রিয়ার নানা প্রকার ব্যাখ্যা ও বিশ্লেষণ স্থান পায়।
ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় mcq
১. নদীর গভীরতা বৃদ্ধির কারণ কোনটি?
ক. পার্শ্বক্ষয়ের ফলে
● তলদেশ ক্ষয়ের দরুন
গ. স্রোতের বেগ কমলে
ঘ. ঢাল হ্রাসের ফলে
২. লৌহ কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিচূর্ণীভূত হয়?
● অক্সিডেশন
খ. সলিউশন
গ. কার্বনেশন
ঘ. হাইড্রেশন
৩. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
ক. গঙ্গোত্রী হিমবাহে
খ. নাগা-মনিপুরে
গ. লুসাই পাহাড়ে
● মানস সরোবরে
৪. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
৫. পার্বত্য এলাকায় নদীর পানি হঠাৎ খাড়া ঢালে নিচে পতিত হলে তাকে কী বলে?
ক. কাসকেড
খ. খরস্রোত
● জলপ্রপাত
ঘ. গিরিখাত
৬. পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেট দ্বারা গঠিত?
ক. ৫
● ৭
গ. ৯
ঘ. ১১
৭. সাঙ্গু নদী বাংলাদেশের কোন ভূপ্রকৃতি অঞ্চলের অন্তর্গত?
ক. উপকূলীয় ভূমি
খ. বরেন্দ্র ভূমি
গ. প্লাবন ভূমি
● পাহাড়ি ভূমি
আলী মিয়া তার গ্রামের বাড়িতে এবং কৃষিজমিতে প্রায়ই কিছু ছোট ছোট গর্ত দেখতে পায় এবং গর্তগুলোর চারপাশে মাটি জমানো থাকে।
উপরের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
৮. উদ্দীপকের প্রক্রিয়াটি-
ক. নগ্নীভবন
● বিচূর্ণীভবন
গ. ক্ষয়ীভবন
ঘ. অপসারণ
৯. উদ্দীপকে প্রক্রিয়াটির ভূমিকা পালনকারী প্রভাবক হচ্ছে-
র. অণুজীব
রর. কীটপতঙ্গ
ররর. জীবজন্তু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১০. সমভূমি অঞ্চলের নদী উপত্যকা-
র. প্রশস্ত হয়
রর. গভীর হয়
ররর. সংকীর্ণ হয়
নিচের কোনটি সঠিক?
● র
খ. রর
গ. ররর
ঘ. র, রর ও ররর
১১. পদ্মা নদীর উৎপত্তি কোথায়?
ক. মানস সরোবরে
খ. লুসাই পাহাড়ে
গ. নাগা-মনিপুরে
● গাঙ্গোত্রী হিমবাহে
১২. পাত-সঞ্চলন মতবাদ প্রদান করেন কে?
● লি পিনচন
খ. ডাললি স্ট্যাম্প
গ. ইরাটসথেনিস
ঘ. রিচার্ড হার্টশোন
১৩. ফরাসি ভূবিজ্ঞানী জেভিয়ার লি পিনচন কত সালে পাত-সঞ্চালন মতবাদ প্রদান করেন?
ক. ১৯৬১
খ. ১৯৬৩
গ. ১৯৬৭
● ১৯৬৮
১৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্র কে আবিষ্কার করেন?
ক. জেভিয়ার লি পিনচন
খ. আলেকজান্ডার হামবোল্ড
● রিখটার
ঘ. হার্টশোন
১৫. রিখটার স্কেলের মাধ্যমে কী পরিমাপ করা হয়?
ক. বারিপাত
● ভূমিকম্পের তীব্রতা
গ. বায়ুপ্রবাহের গতি
ঘ. স্রোতের তীব্রতা
১৬. নিচের কোন অঞ্চলে ভূমিকম্প বেশি হয়?
● ভঙ্গিল পর্বত ও আগ্নেয়গিরি
খ. বনভূমি ও পাহাড়ি
গ. সমভূমি ও মালভূমি
ঘ. বনভূমি ও সমভূমি
১৭. সুনামি শব্দের অর্থ কী?
● ঢেউ
খ. চোখ
গ. ঝড়
ঘ. বন্যা
১৮. পৃথিবীতে কতটি আগ্নেয়গিরি রয়েছে?
ক. ৩৫০
খ. ৫০০
গ. ৫১৬
● ৫২৯
১৯. দুটি পাত স্থানচ্যুত হলে তাদের সীমান্তে ভূপৃষ্ঠের চাপ কেমন হয়?
● কমে যায়
খ. বেড়ে যায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কমতে কিংবা বাড়তে পারে
২০. পৃথিবীর ভূমিরূপ বিন্যাসে প্লেটের কোন গতির ভূমিকা গুরুত্বপূর্ণ?
ক. সম্প্রসারণ গতি
● সংকোচন গতি
গ. পার্শ্বীয় গতি
ঘ. উর্ধ্বগতি
২১. মহাদেশীয় প্লেট যদি মিলানো যায় তাহলে দক্ষিণ আমেরিকার পূর্ব প্রান্তের সাথে মিলবে-
● আফ্রিকার পশ্চিম প্রান্ত
খ. ইউরোপের পশ্চিম প্রান্ত
গ. আফ্রিকার পূর্ব প্রান্ত
ঘ. ইউরোপের পূর্ব প্রান্ত
২২. সৃষ্টির শুরুতে পৃথিবী কোন অবস্থায় ছিল?
ক. কঠিন
খ. তরল
● বায়বীয়
ঘ. কঠিন ও বায়বীয়
২৩. নিচের কোনটির কারণে ভূমিরূপের আকস্মিক পরিবর্তন সংঘটিত হয়?
● আগ্নেয়গিরি
খ. হিমবাহ
গ. সমুদ্রস্রোত
ঘ. তুহিন
২৪. নিচের কোন শক্তির প্রভাবে ভূমিরূপের ধীর পরিবর্তন হয়?
ক. আগ্নেয়গিরি
খ. ভূমিকম্প
গ. ভূগর্ভের চাপ
● তুহিন
ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
● ১ থেকে ১০
ঘ. ১ থেকে ১২
২৬. মার্সেলির স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা যায় কত পর্যন্ত?
ক. ১ থেকে ৮
খ. ১ থেকে ৯
গ. ১ থেকে ১০
● ১ থেকে ১২
২৭. সি.এফ রিখটার ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
খ. ১৯৩১
● ১৯৩৫
ঘ. ১৯৩৬
২৮. মার্সেলি ভূমিকম্পের তীব্রতা নির্ণয়ের স্কেল আবিষ্কার করেন কত সালে?
ক. ১৯৩০
● ১৯৩১
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৬
২৯. পৃথিবীর শতকরা ৫০ ভাগ ভূমিকম্প সংঘটিত হয় কোন এলাকায়?
● ভঙ্গিল পার্বত্য এলাকা
খ. খাড়া উপকূলীয় অঞ্চল
গ. প্রণব ভূমি অঞ্চল
ঘ. সমুদ্রগর্ভে
৩০. ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায়?
ক. জাপান
● ইতালি
গ. চীন
ঘ. ইন্দোনেশিয়া
৩১. জাপানের ফুজিয়ামা কোন ধরনের আগ্নেয়গিরি?
ক. সক্রিয় বিস্ফোরক
খ. সক্রিয় অবিরাম
গ. সক্রিয় সবিরাম
● সুপ্ত আগ্নেয়গিরি
৩২. ক্রাকাতোয়া আগ্নেয়গিরি কোথায়?
● ইন্দোনেশিয়া
খ. জাপান
গ. ইতালি
ঘ. মেক্সিকো
৩৩. যেসব আগ্নেয়গিরি হতে বহুকাল অগ্ন্যুৎপাত হয়নি এবং হবে না তাকে বলে-
ক. সুপ্ত আগ্নেয়গিরি
● মৃত আগ্নেয়গিরি
গ. শান্ত সক্রিয়
ঘ. শান্ত মৃত
৩৪. সক্রিয় সবিরাম আগ্নেয়গিরির উদাহর-
ক. লাসেন পিক
● ভিসুভিয়াস
গ. ফুজিয়ামা
ঘ. ম্যানোলোয়া
৩৫. পৃথিবীর সর্ববৃহৎ আগ্নেয় পর্বত মাউন্টনোয়া কোন মণ্ডলে?
● প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
খ. ইউরোশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল
৩৬. আগ্নেয় মেঘলা মালার মতো ঘিরে রেখেছে কোনটিকে?
ক. আটলান্টিক মহাসাগরকে
● প্রশান্ত মহাসাগরকে
গ. ইউরেশিয়া অঞ্চলকে
ঘ. ভারত মহাসাগরকে
৩৭. ভিসুভিয়াস আগ্নেয় পর্বতমালা কোন বলয়ে?
ক. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
● ইউরেশিয়া অঞ্চল
গ. আটলান্টিক অঞ্চল
ঘ. ভারত মহাসাগরীয় অঞ্চল
৩৮. সমুদ্র তলদেশে ভূমিকম্প সংঘটিত হলে তাকে কী বলে?
ক. ভূআলোড়ন
● সুনামি
গ. অগ্ন্যুৎপাত
ঘ. ভূমিকম্প
৩৯. সুনামি শব্দটি কোন দেশী শব্দ?
● জাপানি
খ. দেশি
গ. চীনা
ঘ. ওলন্দাজ
৪০. প্লাবন সমভূমি এলাকা কোনটি?
ক. চট্টগ্রাম
খ. দিনাজপুর
● যশোর
ঘ. ময়মনসিংহ
৪১. পদ্মা নদীর উৎপত্তিস্থল-
ক. আসামের লুসাই পাহাড়
খ. মিজোরামের লুসাই পাহাড়
গ. কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
● হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
৪২. পদ্মার শাখা নদী কোনটি?
● মধুমতি
খ. ধলেশ্বরী
গ. বুড়িগঙ্গা
ঘ. ব্রহ্মপুত্র
৪৩. যমুনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
ক. হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ
খ. আসামের লুসাই পাহাড়
● কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
ঘ. তিব্বতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর
৪৪. বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
ক. পদ্মা
খ. মেঘনা
● যমুনা
ঘ. ব্রহ্মপুত্র
৪৫. মেঘনা নদীর উপনদী কোনটি?
● ধলেশ্বরী
খ. করতোয়া
গ. তিস্তা
ঘ. মহাগগা
৪৬. বাংলাদেশের জলসীমায় উৎপত্তি লাভ করে বাংলাদেশের জলসীমায় সমাপ্তি ঘটেছে কোন নদী?
ক. গোমতি
খ. কর্ণফুলী
গ. ডাকাতিয়া
● হালদা
৪৭. নদীর সয়জাত ভূমিরূপ নয় কোনটি?
ক. প্লাবন সমভূমি
খ. পলল কোণ
গ. পলল পাখা
● জলপ্রপাত
৪৮. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় নির্গত হয়-
র. প্রবলবেগে লাভা
রর. প্রবলবেগে কাদা
ররর. প্রবলবেগে বাম্প
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৯. প্লেটের গতির কারণ-
র. পরিচলন স্রোত
রর. ধাক্কা পদ্ধতি
ররর. আকর্ষণ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫০. পৃথিবীর অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের ফলে ভূঅভ্যন্তরের উপরিভাগে যে ধরনের পরিবর্তন তা হলো-
র. ভূআলোড়ন
রর. ভূমিকম্প
ররর. ভূমিধস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ১ম পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post