ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় mcq : পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বায়ুমন্ডল ও তার গঠনকারী উপাদানভেদেও বায়ুমন্ডলের বৈশিষ্ট্য ও ভূ-প্রাকৃতিক অঞ্চল বৈচিত্র্যময় হয়। বায়ুমন্ডলের নিম্নস্তরে চাপ, তাপ, আর্দ্রতা ও বায়ুপ্রবাহের পার্থক্য তৈরি হলেই প্রতিদিনের বায়ুপ্রবাহ, বায়ুতাপ ও চাপের পার্থক্য লক্ষ্য করা যায়।
আবহাওয়া হলো কোনো স্থানের দৈনন্দিন বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য, বায়ুর আর্দ্রতা, বারিপাত ইত্যাদি উপাদানের গড় অবস্থা অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের স্বল্পকালীন সময়ের বায়ুমন্ডলের উপাদানসমূহের গড় অবস্থাকে বলা হয় আবহাওয়া। জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক বছরের আবহাওয়ার সামগ্রিক গড় অবস্থা। সাধারণত ৩০ থেকে ৪০ বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় mcq
১. সবচেয়ে উঁচুতে গঠিত মেঘ কোনটি?
ক. স্তর
● পালক
গ. স্তূপ
ঘ. পুঞ্জ
২. বিভিন্ন স্থানের জলবায়ুর ভিন্নতার কারণ-
র. অক্ষাংশগত অবস্থান
রর. প্রাণিকুলের আধিক্য
ররর. উচ্চতার প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩. বায়ুতে কীসের উপস্থিতি আর্দ্রতা নির্দেশ করে?
● জলীয়বাষ্প
খ. কুয়াশা
গ. মেঘ
ঘ. তুষার
৪. কোনটি আবহাওয়ার উপাদান নয়?
ক. বায়ুর তাপ
খ. আর্দ্রতা
● অক্ষাংশ
ঘ. বৃষ্টিপাত
৫. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের নাম
● অয়ন বায়ু
খ. মৌসুমি বায়ু
গ. মেরু বায়ু
ঘ. পশ্চিমা বায়ু
৬. ‘ক’ অঞ্চলের বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য-
র. উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
রর. দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়
ররর. বাণিজ্য বায়ু বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৭. আবহাওয়ার দীর্ঘদিনের গড় অবস্থাকে কী বলে?
● জলবায়ু
খ. বায়ুর তাপ
গ. বায়ুর চাপ
ঘ. বায়ুর আর্দ্রতা
৮. বায়ুতে জলীয়বাষ্পের উপস্থিতিকে কী বলে?
ক. বৃষ্টিপাত
খ. ঘনীভবন
● বায়ুর আর্দ্রতা
ঘ. বায়ুর চাপ
৯. নিয়ত বায়ুপ্রবাহকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২
● ৩
গ. ৪
ঘ. ৫
১০. দক্ষিণ-পশ্চিম দিক থেকে জলীয়বাষ্পপূর্ণ আগত মৌসুমি বায়ু হিমালয় পাহাড়ে বাধা পাওয়ার ফলে-
● বৃষ্টিপাত সংঘটিত হয়
খ. বৃষ্টিপাত সংঘটিত হতে পারে না
গ. শীত অনুভূত হয়
ঘ. গরম অনুভূত হয়
১১. নরওয়ের উপকূলে বছরের কোনো সময় বরফ না জমার কারণ কী?
● উষ্ণ উপসাগরীয় স্রোত
খ. শীতল স্রোতের প্রভাব
গ. লাব্রাডর স্রোতের প্রভাব
ঘ. উষ্ণ ও শীতল উভয় স্রোতের প্রভাব
১২. নিরক্ষরেখার উভয় পাশে ৫° থেকে ১০° অক্ষাংশের মধ্যে কোন চাপবলয় অবশ্বিত?
ক. উপক্রান্তীয় উচ্চচাপ
খ. উপক্রান্তীয় নিম্নচাপ
● নিরক্ষীয় নিম্নচাপ
ঘ. মেরুদেশীয় উচ্চচাপ
১৩. কর্কটীয় উচ্চচাপ বলয় হতে যে বায়ু নিরক্ষীয় প্রদেশের দিকে প্রবাহিত হয় তাকে বলে-
● উত্তর-পূর্ব অয়ন
খ. দক্ষিণ-পূর্ব অয়ন
গ. পশ্চিমা
ঘ. মেরুদেশীয়
১৪. ভূমির বন্ধুরতার কারণে যে বৃষ্টিপাত সংঘটিত হয় তাকে কী বলে?
ক. পরিচলন
● শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণিবাত
ঘ. সংঘর্ষ
১৫. কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত অঞ্চলকে কী বলে?
ক. উত্তর নাতিশীতােষ্ণমণ্ডল
খ. দক্ষিণ নাতিশীতােষ্ণমণ্ডল
গ. উত্তর হিমমণ্ডল
● দক্ষিণ হিমমণ্ডল
১৬. চাপ বলয়কে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৭. দুটি চাপ বলয়ের উপর ভিত্তি করে পৃথিবীকে কতটি চাপ বলয়ে ভাগ করা হয়েছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
● ৭
১৮. নিরক্ষরেখার উভয় পাশে ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন চাপ বলয় অবস্থিত?
● নিরক্ষীয় নিম্নচাপ
খ. মেরুবৃত্তের নিম্নচাপ
গ. কর্কটীয় উচ্চচাপ
ঘ. মকরীয় উচ্চচাপ
১৯. কোনটি নিরক্ষীয় শান্ত বলয়?
● নিরক্ষীয় নিম্নচাপ বলয়
খ. মেরুবৃত্তের নি¤ম্নচাপ বলয়
গ. কর্কটীয় উচ্চচাপ বলয়
ঘ. মকরীয় উচ্চচাপ বলয়
২০. উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ের অক্ষাংশীয় অবস্থান কোথায়?
● ২৫° উত্তর ও ২৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
খ. ৬০° থেকে ৬৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে
গ. ৯০° উত্তর ও ৯০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে
ঘ. ২৫° হতে ৩৫° উত্তর অক্ষাংশের মধ্যে
২১. উত্তর মেরুর উচ্চচাপ অঞ্চলকে কী বলে?
● সুমেরু উচ্চচাপ বলয়
খ. কুমেরু উচ্চচাপ বলয়
গ. মেরুবৃত্তের নিম্নচাপ বলয়
ঘ. মকরীয় উচ্চচাপ বলয়
২২. কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ ও শুষ্ক বায়ুকে বলে-
ক. ফন্
● চিনুক
গ. খামসীন
ঘ. সাইমুম
২৩. শীতকালে ফ্রান্সের কোন নদীর উপত্যকা দিয়ে যে বায়ু দক্ষিণের সমভূমি অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলে
ক. বোরা
● মিস্ট্রাল
গ. সাইমুম
ঘ. খামসীন
২৪. হারমাটন কোন দেশের বায়ু?
ক. ফ্রান্স
● আফ্রিকা
গ. ইটালি
ঘ. কানাডা
২৫. সাহারা ও আরব মরুভূমিতে প্রবাহিত বায়ু কোনটি?
ক. ফন্
● সাইমুম
গ. খামসীন
ঘ. চিনুক
ভূগোল ১ম পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৬. খামসীন কোন দেশের স্থানীয় বায়ু।
ক. আরব
খ. কানাডা
গ. ইটালি
● মিশর
২৭. খামসীন বায়ু কখন প্রবাহিত হয়?
ক. জানুয়ারি হতে মার্চ
● এপ্রিল হতে জুন
গ. জুলাই হতে সেপ্টেম্বর
ঘ. অক্টোবর হতে ডিসেম্বর
২৮. ‘খামসীন’ শব্দের অর্থ কী?
● পাঞ্চাশ
খ. শুষ্ক
গ. উষ্ণ
ঘ. ত্রিশ
২৯. নিম্ন আকাশের মেঘ কোনটি?
ক. সিরোস্ট্যাটাস
খ. অল্টোকিউমুলাস
গ. অল্টোস্ট্যাটাস
● নিম্বস্ট্রাটাস
৩০. উচ্চ আকাশের মেঘ ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ভেসে বেড়ায়?
ক. ২০০০ মিটার উচ্চতার মধ্যে
খ. ২০০০ মিটার থেকে ৬০০০ মিটারের মধ্যে
গ. ৫০০০ থেকে ৭০০০ মিটারের বেশি
● ৬০০০ থেকে ১০০০০ মিটারের মধ্যে
৩১. নিরক্ষীয় অঞ্চলে ৫°-১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়?
● পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণিবৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি
৩২. ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
ক. পরিচলন
খ. শৈলোৎক্ষেপ
● ঘূর্ণিবৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি
৩৩. কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয় কোন দিকে?
ক. দক্ষিণ-পশ্চিম দিক হতে
● উত্তর-পশ্চিম দিক হতে
গ. পূর্ব-পশ্চিম দিক হতে
ঘ. উত্তর-পূর্ব দিক হতে
৩৪. নিচের কোন এলাকায় সাইক্লোন সংঘটিত হয়?
● ভারত মহাসাগরে
খ. চীন ও জাপান উপকূলে
গ. ফিলিপাইন উপকূলে
ঘ. অস্ট্রেলিয়ার উপকূলে
৩৫. ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ও মেক্সিকো উপসাগর অঞ্চলে কোনটি সংঘটিত হয়-
ক. সাইক্লোন
খ. টাইফুন
গ. বাগুইও
● হ্যারিকেন
৩৬. সমুদ্র হতে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় সে অঞ্চলে-
র. বৃষ্টিপাত সংঘটিত হয়
রর. তাপমাত্রা হ্রাস পায়
ররর. বায়ু উষ্ণ হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৭. পর্বত কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রণ করে
র. বায়ুর গতি
রর. উষ্ণতা
ররর. বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
জলীয়বাষ্পপূর্ণ বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের বৃষ্টিপাত ঘটায়।
উপরের উদ্দীপকটি পড়ে এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও:
৩৮. উদ্দীপকে কোন বৃষ্টিপাতের কথা বলা হয়েছে?
ক. পরিচলন
● শৈলোৎক্ষেপ
গ. ঘূর্ণি বৃষ্টি
ঘ. সংঘর্ষ বৃষ্টি
৩৯. বাংলাদেশের কোন অঞ্চলে উক্ত বৃষ্টিপাত সংঘটিত হয়?
● রাঙামাটি
খ. রাজশাহী
গ. দিনাজপুর
ঘ. ময়মনসিংহ
৪০. জলবায়ুর উপাদান হলো-
ক. উচ্চতা
খ. অক্ষাংশ
● তাপমাত্রা
ঘ. বনভূমি
৪১. উত্তর গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
● উত্তর-পূর্ব দিক হতে
খ. পশ্চিম দিক হতে
গ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে
ঘ. দক্ষিণ-পূর্ব দিক থেকে
৪২. দক্ষিণ গোলার্ধে অয়ন বায়ু প্রবাহিত হয়-
● দক্ষিণ-পূর্ব দিক থেকে
খ. দক্ষিণ-পশ্চিম দিক থেকে
গ. সোজা পশ্চিম দিক থেকে
ঘ. উত্তর-পূর্ব দিক থেকে
৪৩. উভয় গোলার্ধে (বা মধ্য অক্ষাংশে) পশ্চিমা বায়ু কত হতে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়?
ক. ০°-১০°
● ২৫°-৩৫°
গ. ৩৫°-৬০°
ঘ. ৫০°-৭০°
৪৪. পৃথিবীর অধিকাংশ মরুভূমি মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত কেন?
ক. অয়ন বায়ুর জন্য
● পশ্চিমা বায়ুর জন্য
গ. মেরু বায়ুর জন্য
ঘ. সমুদ্র বায়ুর জন্য
৪৫. জলবায়ু বলতে সাধারণত কয় বছরের আবহাওয়ার উপাদানগুলোর গড় অবস্থাকে বোঝায়?
ক. ১০-১৫
খ. ১৫-২০
গ. ২৫-৩০
● ৩০-৩৫
৪৬. অতীতকালে স্বাভাবিক জলবায়ুর অবস্থা কীরূপ ছিল?
ক. চরমভাবাপন্ন
● মৃদুভাবাপন্ন
গ. সমভাবাপন্ন
ঘ. আর্দুভাবাপন্ন
৪৭. বায়ুমণ্ডলে সূর্যতাপের তারতম্য ঘটে কী কারণে?
ক. কর্কটক্রান্তি ও মকরক্রান্তি
খ. আহ্নিক গতি
গ. বার্ষিক গতি
● সূর্যের অবস্থান ও অক্ষাংশভেদে
৪৮. বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত?
● ক্রান্তীয় মৌসুমি
খ. ক্রান্তীয় মেরুদেশীয়
গ. নিরক্ষীয় মৌসুমি
ঘ. নিরক্ষীয় মেরুদেশীয়
৪৯. কোন এলাকায় রাতে প্রচণ্ড শীত অথচ দিনে খুব গরম?
ক. মালভূমি
খ. পার্বত্য
● মরুভূমি
ঘ. সমভূমি
৫০. পৃথিবীর আহ্নিক গতির ফল কোনটি?
ক. ঋতু পরিবর্তন
খ. সূর্যতাপের তারতম্য
গ. মৌসুমি বায়ুপ্রবাহ
● দিবারাত্রি সংঘটন
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ১ম পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post