ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় mcq : জীবমন্ডল উদ্ভিদ ও প্রাণী জগত নিয়ে গঠিত। ভূ-পৃষ্ঠ এদের আবাসম্থল। ভূ-ত্বকের উপরিভাগের পানি ও মাটির মিলনস্থলে জীবের বিকাশ ঘটে । ভরের গুরুত বিবেচনায় বিশ্বব্যাপী মোট জৈব পদার্থের ওজন মাত্র ৮ ট্রিলিয়ন মেট্রিক টন, অথচ বায়ুমন্ডলের মোট ওজন ৫,১৪০ ট্রিলিয়ন মেট্রিক টন এবং বারিমন্ডলের মোট পানির ওজন ১,৫০০,০০০ ট্রিলিয়ন মেট্রিক টন। এই থেকে সহজেই অনুমেয় যে, অন্যান্য মন্ডলের তুলনায় জীবমন্ডলের ভর খুবই নগন্য ।
ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় mcq
১. ইকোসিস্টেমের প্রধান উপাদান কয়টি?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২. জীবমণ্ডলের বৃহৎ ভৌগোলিক একক হচ্ছে-
ক. ইকোসিস্টেম
খ. ইকোলজি
গ. বায়োমাস
● বায়োম
৩. রান বনভূমি রয়েছে কোন জেলায়?
ক. যশোর
খ. মাগুরা
● খুলনা
ঘ. কুষ্টিয়া
৪. গ্রিনল্যান্ড অঞ্চলে কোন বায়োম দেখা যায়?
ক. সাভানা
● তুন্দ্রা
গ. তৃণভূমি
ঘ. বনভূমি
৫. কলকারখানার ধোয়া থেকে নির্গত হয় কোনটি?
ক. নিয়ন
● কার্বন
গ. জেনন
ঘ. আর্গন
৬. বাংলাদেশে স্রোতজ বনভূমি দেখা যায় কোন জেলায়?
ক. টাংগাইল
খ. দিনাজপুর
● সাতক্ষীরা
ঘ. কুমিল্লা
৭. বনভূমির পরিমাণ বেশি কোন বিভাগে?
● চট্টগ্রাম
খ. খুলনা
গ. রাজশাহী
ঘ. সিলট
৮. জীবমন্ডলের কয়টি অংশ?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৯. এ পর্যন্ত কত প্রকার জীবকে চিহ্নিত করা সম্ভব হয়েছে?
ক. ১৫:৫ লক্ষ
খ. ১৬.৫ লক্ষ
● ১৭.৫ লক্ষ
ঘ. ১৮.৫ লক্ষ
১০. ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমির আয়তন কত?
ক. ৯১৪ বর্গ কি.মি.
খ. ৬ হাজার ৭৮৬ বর্গ কি.মি.
গ. ১৪ হাজার ২৭১ বর্গ কি.মি.
● ১৫ হাজার ৩২৬ বর্গ কি.মি.
১১. স্রোতজ বনভূমি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত?
ক. উত্তর-পূর্ব
● দক্ষিণ-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব
ঘ. উত্তর-পশ্চিম
১২. ক্রান্তীয় পত্র পতনশীল বৃক্ষের বনভূমিকে কত ভাগে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
১৩. কোন জেলায় মধুপুর ও ভাওয়ালের বনভূমির পরিমাণ বেশি?
ক. ময়মনসিংহ
● টাঙ্গাইল
গ. গাজীপুর
ঘ. রংপুর
১৪. বরেন্দ্র বনভূমির অবস্থান কোথায়?
● রংপুর
খ. ময়মনসিংহ
গ. গাজীপুর
ঘ. খুলনা
১৫. সুন্দরবনের পশ্চিমে কোন নদী?
● রায়মঙ্গল
খ. বুড়িশ্বর
গ. দুধমুখো
ঘ. পশুর
১৬. জীবের মধ্যে বিদ্যমান সকল প্রকার বৈচিত্র্যময়তাকে কী বলে?
ক. পরিবেশ বৈচিত্র্য
খ. আবহাওয়াবৈচিত্র্য
● জীববৈচিত্র্য
ঘ. মৃত্তিকা বৈচিত্র্য
১৭. জীনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিকগত কারণে যে বৈচিত্র্য সংঘটিত হয় তাকে কী বলে?
● জীববৈচিত্র্য
খ. পরিবেশ বৈচিত্র্য
গ. জলবায়ু বৈচিত্র্য
ঘ. মৃত্তিকা বৈচিত্র্য
১৮. মানুষের চুলের প্রকৃতি ও বর্ণ, নাক ও ঠোটের আকৃতি ও উচ্চতার দিক দিয়ে কীরূপ?
● অনেক পার্থক্য বিদ্যমান
খ. সবাই একই প্রকৃতির
গ. কোনাে পার্থক্য নেই
ঘ. সামান্য কিছু পার্থক্য আছে
১৯. ভিন্ন প্রজাতির জীবের মধ্যে বিরাজমান বৈচিত্র্যতাকে কী বলে?
● প্রজাতিগত বৈচিত্র্য
খ. জীনগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ. পরিবেশিক বৈচিত্র্য
২০. কোনটি স্থলজ বায়োম?
● ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বায়োম
খ. মোহনা অঞ্চলের বায়োম
গ. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাওড়
ঘ. কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওড়
২১. সুন্দরবনের একেবারে পশ্চিমাংশের মৃতপ্রায় বদ্বীপ এলাকা কীরূপ?
ক. লবণাক্ত নয়
খ. মৃদু লবণাক্ত
গ. পরিমিত লবণাক্ত
● চরম লবণাক্ত
২২. সুন্দরবনের উত্তরাংশ-
ক. লবণাক্ত নয়
● মৃদু লবণাক্ত
গ. পরিমিত লবণাক্ত
ঘ. চরম লবণাক্ত
২৩. সুন্দরবনের পরিমিত লবণাক্ত অঞ্চল কোনটি?
ক. উত্তরাংশ
● সমুদ্রের তীরবর্তী এলাকা
গ. পূর্বাংশ
ঘ. পশ্চিমাংশ
২৪. সুন্দরবনের ৯৯ ভাগ বনভূমি কোন এলাকায় অবস্থিত?
ক. পটুয়াখালী, বরগুনা, ভোলা
● সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট
গ. খুলনা, পটুয়াখালী, বরগুনা
ঘ. সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা
ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৫. ভূপৃষ্ঠের কতভাগ স্থান দখল করে আছে সাগর?
● ৭০ ভাগ
খ. ৮০ ভাগ
গ. ৮৫ ভাগ
ঘ. ৯০ ভাগ
২৬. বায়োমকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
● ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
২৭. Arthur George Tansley কত সালে ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন?
● ১৯৩৫
খ. ১৯৩৭
গ. ১৯৩৯
ঘ. ১৯৪২
২৮. বৈশিষ্ট্য আলাদা হওয়াতে বাঘ এবং সিংহ একই প্রজাতির অন্তর্ভুক্ত নয়-
র. ক্রোমোসোম
রর. জীনসংখ্যা
ররর. মূল বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২৯. ওরিয়েন্টাল জীব অঞ্চলের অন্তর্গত-
র. ভারত
রর. শ্রীলঙ্কা
ররর. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩০. ওরিয়েন্টাল অঞ্চলে জলবায়ু লক্ষ্য করা যায়-
র. নিরক্ষীয় জলবায়ু
রর. মৌসুমি জলবায়ু
ররর. ভূমধ্যসাগরীয় জলবায়ু
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে দেশের একটি উল্লেখযোগ্য জলজ বায়োম গড়ে উঠেছে। বায়োম অঞ্চলটি আবার দেশের বৃহৎ হাওড় হিসেবে পরিচিত।
৩১. উদ্দীপকে কোন জলজ বায়োমের কথা বলা হয়েছে?
● হাকালুকি হাওড়
খ. চলন বিল
গ. কর্ণফুলী লেক
ঘ. নেত্রকোনার হাওড়
৩২. উদ্দীপকে উল্লিখিত জলজ বায়োমটি কোন জেলায়?
ক. কিশোরগঞ্জ
● সিলেট
গ. ময়মনসিংহ
ঘ. নেত্রকোনা
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলে সফরে গেল। তারা সেখানে এক ধরনের বনাঞল দেখল এবং সে বনভূমির বিশেষ বৈশিষ্ট্য লক্ষ করল এবং সেখানকার একটি জেলায় বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখে অভিভূত হলো।
৩৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত পর্বতশৃঙ্গটি বাংলাদেশের কোন জেলায়?
ক. চট্টগ্রাম
● বান্দরবান
গ. কক্সবাজার
ঘ. রাঙামাটি
৩৪. উদ্দীপকে উল্লিখিত বনাঞ্চলের বৈশিষ্ট্য-
র. গাছের পাতা বছরে একবার ঝরে যায়
রর. সকল পাতা এক সঙ্গে ঝরে পড়ে না
ররর. বনভূমির বৃক্ষগুলোর গোড়ায় শ্বাসমূল দেখা যায়
নিচের কোনটি সঠিক?
ক. র
● র ও রর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:
হিমেল তার কয়েকজন বন্ধুকে নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দর দেখতে গেল। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের বিমান উড্ডয়ন ও অবতরণ করছে। অনেক ধরনের যাত্রী আসা যাওয়া করছে।
৩৫. হিমেলের দেখা অধিকাংশ আমেরিকার মানুষের গায়ের রং কীরূপ?
ক. কৃষ্ণাঙ্গ
খ. বাদামি
● শ্বেতাঙ্গ
ঘ. ধূসর
৩৬. অধিকাংশ কৃষ্ণাঙ্গ মানুষ বাস করে-
র. ইথিওপিয়ায়
রর. সুদানে
ররর. কেনিয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩৭. নাইট্রেট প্রথমে কিসে পরিণত হয়?
ক. হিলিয়ামে
খ. আয়নে
গ. অক্সিজেনে
● অ্যামোনিয়াতে
৩৮. নাইট্রোজেন কিসের মাধ্যমে প্রাণিদেহে প্রবেশ করে?
ক. ঘামের
খ. রক্তের
● খাদ্যের
ঘ. বাতাসের
৩৯. ভিন্ন প্রজাতির জীবের বিরাজমান বৈচিত্র্যকে বলা হয়-
ক. জীনগত বৈচিত্র্য
● প্রজাতিগত বৈচিত্র্য
গ. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
ঘ. কোনোটাই সঠিক নয়
৪০. বাংলাদেশের মোট কাঠের প্রায় ৬০% কোন বনাঞ্চলে পাওয়া যায়?
ক. রংপুর ও দিনাজপুর বনাঞ্চলে
খ. মধুপুর ও ভাওয়ালের বনভূমি অঞ্চলে
গ. রাঙামাটি ও বান্দরবান অঞ্চলে
● গরান বা স্রোতজ বৃক্ষের বনভূমি অঞ্চলে
৪১. কার্বনচক্রে কী ছাড়া জৈব পদার্থ তৈরি হতে পারে না?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
● কার্বন
ঘ. হাইড্রোজেন
৪২. নাইট্রোজেন চক্র কয়টি ধাপে সম্পন্ন হয়?
ক. ৩টি
খ. ৪টি
● ৫টি
ঘ. ৬টি
৪৩. জীববৈচিত্র্য সংঘটিত হয় কী কারণে?
র. জীনগত কারণে
রর. প্রজাতিগত কারণে
ররর. বাস্তুতান্ত্রিকগত কারণে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৪. বাংলাদেশে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি অবস্থিত-
র. মধুপুর ও ভাওয়ালের গড়ে
রর. রংপুর ও দিনাজপুর অঞ্চলে
ররর. সুন্দরবন এলাকায়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৫. বিশ্বের মোট বনভূমির আয়তন কত বর্গ কি.মি.
● ৮৩ লাখ ৪০ হাজার
খ. ৮৩ লাখ ৫৬ হাজার
গ. ৮৪ লাখ ২২ হাজার
ঘ. ৮৫ লাখ ৪০ হাজার
৪৬. কোনটি Endemic জীব?
ক. কুমির
খ. বাঘ
গ. ময়না
● কালো বানর
৪৭. কোন নদীর অববাহিকায় সবচেয়ে বড় বন অবস্থিত?
ক. কঙ্গো
খ. ব্রহ্মপুত্র
গ. নীলনদ
● আমাজান
৪৮. কোনটি তুন্দ্রা অঞ্চলের প্রাণী?
ক. ঘোড়া
খ. জিরাফ
গ. ঈগল
● খরগােশ
৪৯. মরুভূমির প্রাণীরা কখন চলাচল করে?
ক. সকালে
খ. দুপুরে
গ. বিকেলে
● রাতে
৫০. খাদক জীবনধারণের জন্যে কিসের ওপর নির্ভরশীল?
ক. সূর্য
খ. পরিবেশ
● উৎপাদক
ঘ. বিয়োজক
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ১ম পত্র ৯ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post