ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন : মানব ভূগোলের ধারণা ব্যাখ্যা করতে ভূগোলবিদগণ দেখিয়েছেন মানুষের সাথে পরিবেশের সম্পর্ক দুটি পরস্পরবিরোধী মতবাদের ওপর নির্ভরশীল। যথা- ১. নিমিত্তবাদ ২. সম্ভাবনাবাদ।
নিমিত্তবাদ পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, যেখানে প্রকৃতি নির্ধারণ করে মানুষ প্রকৃতির কোন সম্ভাবনাকে কাজে লাগাবে। আর সম্ভবনাবাদ সেই পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, যেখানে মানুষ নির্ধারণ করে প্রকৃতির কোন সম্ভাবনাকে সে কাজে লাগাবে।
ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের দেশ- ব্যাখ্যা কর।
উত্তর : যেসব অঞ্চল দিয়ে ক্রান্তীয় রেখা অতিক্রম করেছে তাকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।
বাংলাদেশের উপর দিয়ে ২৩.৫° কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। তাই বাংলাদেশকে ক্রান্তীয় অঞ্চলের দেশ বলে।
২. নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়- ব্যাখ্যা কর।
উত্তর : যে সমস্ত রাজনৈতিক অঞ্চলের কেবল নামীয় পরিচিতি রয়েছে সেগুলোকে নামীয় অঞ্চল বলে।
মহাদেশ ও মহাদেশের অংশবিশেষ নামীয় অঞ্চলের প্রকৃষ্ট উদাহরণ। যেমন- এশিয়া, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, মধ্যপ্রাচ্য, ভূমধ্যসাগরীয় অঞ্চলইউরেশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি এলাকাও নামীয় অঞ্চলের অন্তর্ভুক্ত। নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয় এবং এসব অঞ্চলের একক নিয়ন্ত্রণকেন্দ্রও থাকে না; যেমন- এশিয়া, ইউরোপ, আফ্রিকার কোনো রাজধানী নেই। তাই বলা যায়, নামীয় অঞ্চলের সীমানা সুনির্দিষ্ট নয়।
৩. মানব ভূগোলের ক্ষেত্র বলতে কী বোঝায়?
উত্তর : মানুষ, পরিবেশ ও মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এ তিনটি নিয়ে মানব ভূগোলের ক্ষেত্র রচিত।
মানুষ ও তার ক্রিয়াকলাপকে কেন্দ্র করেই মানব ভূগোল গড়ে ওঠে। আর মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বসবাস করে তা হলো মানব পরিবেশ। এ মানুষই তাদের জীবিকা নির্বাহের জন্য যে সমস্ত কার্য সম্পাদন করে তাদের সমষ্টিকে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়।
৪. বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর : ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত বাংলাদেশের জলবায়ু উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন।
মৌসুমি জলবায়ু এ দেশের জলবায়ুর ওপর এত অধিক প্রভাববিস্তার করে যে সামগ্রিকভাবে এটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত। মৌসুমি জলবায়ুর প্রভাবে এদেশে ভিন্ন ঋতুর আবির্ভাব ঘটে। শুষ্ক ও আরামদায়ক শীতকাল এবং উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
৫. এশিয়ার ভৌগোলিক অবস্থান কী? ব্যাখ্যা কর।
উত্তর : এশিয়া মহাদেশ ইউরোপের পূর্ব এবং আফ্রিকার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। এশিয়া ১০ক্ক দক্ষিণ অক্ষরেখা থেকে ৮০ক্ক উত্তর অক্ষরেখা এবং ২৫০ পূর্ব থেকে ১৭০ক্ক পশ্চিম দ্রাঘিমারেখা ১৮০ক্ক দ্রাঘিমা অতিক্রম করে আরো ১০ক্ক দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত।
৬. বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর : সুজলা, সুফলা, শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ, এদেশের বিপুল পরিমাণ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে নদী এক বিশেষ স্থান দখল করে আছে। এদেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে। অধিক সংখ্যক নদী থাকার কারণে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়।
৭. মানব ভূগোলের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর : মানব ভূগোলের ধারণা ব্যাখ্যা করতে ভূগোলবিদগণ দেখিয়েছেন মানুষের সাথে পরিবেশের সম্পর্ক দুটি পরস্পরবিরোধী মতবাদের ওপর নির্ভরশীল। যথা- ১. নিমিত্তবাদ ২. সম্ভাবনাবাদ।
নিমিত্তবাদ পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, যেখানে প্রকৃতি নির্ধারণ করে মানুষ প্রকৃতির কোন সম্ভাবনাকে কাজে লাগাবে। আর সম্ভবনাবাদ সেই পরিস্থিতি সম্পর্কীয় মতবাদ, যেখানে মানুষ নির্ধারণ করে প্রকৃতির কোন সম্ভাবনাকে সে কাজে লাগাবে।
৮. মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলতে কী বুঝ?
উত্তর : মানুষের অর্থনৈতিক কর্মকা- বলতে পণ্যসামগ্রী ও সেবাকার্যের উৎপাদন, বিনিময় এবং ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত যেকোনো কাজকেই বোঝায়।
অর্থনৈতিক কার্যাবলিকে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় ও তৃতীয় পর্যায় – এই তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকা- আসে সরাসরি প্রাকৃতিকভাবে। এরপর এই কর্মকা-কে ভিত্তি করে তথা ব্যবহার করে অন্যান্য কর্মকা- পরিচালিত হয়।
৯. সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর : যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাকেই সম্পদ বলে। সম্পদ মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সম্পদ ব্যবস্থাপনা হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে কর্ম পরিকল্পনা। অর্থনীতির ভাষায় সম্পদ সসীম, তাই সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই সম্পদের সর্বোত্তম ব্যবহার সম্ভব। তাই বলা যায় সম্পদের সঠিক, সুন্দর ও মিতব্যয়ী ব্যবহারের মাধ্যমে সর্বোত্তম। ব্যবহারের প্রক্রিয়াই হলো সম্পদ ব্যবস্থাপনা।
১০. মানব ভূগোল বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর : মানব ভূগোল হলো মানুষ ও স্থান সম্পর্কিত জ্ঞান।
মানুষের কর্মকা- ও গুণাবলির সাথে ভৌগোলিক পরিবেশের মধ্যকার সম্পর্কের প্রকৃতি ও বিন্যাস নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে মানব ভূগোল বলে।
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post