ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় mcq : পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে বৈচিত্র্যময় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। এ কারণে ভূগোলকে একদিকে যেমন প্রকৃতির বিজ্ঞান বলা হয় অন্যদিকে তেমনি পরিবেশের সামাজিক বিজ্ঞানও বলা হয়। আবার মানব পরিবেশ মিথক্রিয়ার বিজ্ঞানও বলা হয়। প্রাকৃতিক ভূগোলের সাথে অন্যান্য যে সকল শাস্ত্রের সম্পর্ক রয়েছে সেগুলো হলো- ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা ভূগোল, ভূ-তত্ত্ব ও জীব ভূগোল। এই সকল বিষয়সমূহ মূলত প্রাকৃতিক ভূগোলের শাখা, পরবর্তীতে অধিক গুরুত্বের কারণে স্বতন্ত্র বিষয় বা শাস্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।
ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় mcq
১. শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা প্রভৃতি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নগর ভূগোল
খ. বসতি ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল
● সাংস্কৃতিক ভূগোল
২. প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিত চিন্তাধারা কোনটি?
● নিমিত্তবাদ
খ. সম্ভবনাবাদ
গ. পরিবেশবাদ
ঘ. নব্য সম্ভবনাবাদ
৩. সমুদ্রবেষ্টিত দেশ কোনটি?
● জাপান
খ. ভারত
গ. উত্তর কোরিয়া
ঘ. দক্ষিণ কোরিয়া
৪. ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স
খ. স্পেন
● পর্তুগাল
ঘ. গ্রেট ব্রিটেন
৫. বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের
ক. আসাম ও ত্রিপুরা
খ. মেঘালয় ও ত্রিপুরা
● মেঘালয় ও আসাম
ঘ. আসাম ও মনিপুর
৬. বাংলাদেশের উপর দিয়ে অতিক্রান্ত দ্রাঘিমা রেখা-
● ৮৮° পূ.
খ. ৯০° পূ.
গ. ৮৮° পূ.
ঘ. ৯০° পূ.
৭. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
ক. ৫
খ. ৬
গ. ৭
● ৮
৮. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
● ইউরোপ
খ. এন্টার্কটিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
৯. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
ক খনিজ
● জলবায়ু
গ. ভূমিরূপ
ঘ. হিমবাহ
১০. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. ইউরোপ
ঘ. অস্ট্রেলিয়া
১১. ভাষা, ধর্ম, বর্ণ ও সংস্কৃতি নিয়ে মানব ভুগোলের যে শাখা আলোচনা করে তার নাম-
ক. নগর ভূগোল
● সাংস্কৃতিক ভূগোল
গ. জনসংখ্যা ভূগোল
ঘ. গ্রামীণ ভূগোল
১২. ভূগোলের প্রধান অংশ কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৩. মানব ভূগোল পঠন-পাঠনের প্রণালিবদ্ধ রোডম্যাপ প্রস্তুত করেন কে?
● ফ্রেডরিক র্যাটজেল
খ. ইলেন চার্চিল ম্যাম্পেল
গ. ভিদাল ডি লা ব্লাশ
ঘ. জীন ব্রুনেস
১৪. ইলেন চার্চিল ম্যাম্পেলের শিক্ষক কে ছিলেন?
ক. পল ভিদাল ডি লা ব্লাশ
খ. জীন ব্রুনেস
গ. কার্ল রিটার
● ফ্রেডরিক র্যাটজেল
১৫. পল ভিদাল ডি লা ব্লাশ কোন দেশের নাগরিক?
● ফ্রান্স
খ. নেদারল্যান্ড
গ. রাশিয়া
ঘ. জাপান
১৬. মানব ভূগোলে মানুষ ও প্রকৃতির আন্তঃসম্পর্ক উদঘাটন করেন কে?
ক. কার্ল রিটার
খ. ফ্রেডরিক র্যাটজেল
গ. জীন ব্রুনেস
● ইলেন চার্চিল ম্যাম্পেল
১৭. বনজ সম্পদ সংগ্রহ ভূগোলের কোন ধরনের বিষয়বস্তু?
ক. উৎপাদনমূলক বিষয়বস্তু
খ. নির্মাণমূলক বিষয়বস্তু
গ. পরিসেবামূলক বিষয়বস্তু
● সম্পদগত বিষয়বস্তু
১৮. কোনটি মানব ভূগোলের শাখা?
ক. অর্থনৈতিক ভূগোল
খ. জনসংখ্যা ভূগোল
গ. পরিবহন ভূগোল
● সবগুলো
১৯. মানুষের অর্থনৈতিক কর্মকা- কীভাবে পরিচালিত হচ্ছে তা কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক. জনসংখ্যা ভূগোল
● অর্থনৈতিক ভূগোল
গ. কৃষি ভূগোল
ঘ. বসতি ভূগোল
২০. কোনটি জনসংখ্যাবিষয়ক ভূগোলের অন্তর্ভুক্ত?
● জনসংখ্যা তত্ত্ব
খ. নগরায়ণের ধারা
গ. মানুষের গঠন
ঘ. পরিবেশ সংরক্ষণ
২১. কৃষি উপকরণের উৎপাদন ও বণ্টনবিষয়ক আলোচনা ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. নৃ-ভূগোল
● কৃষি ভূগোল
গ. সম্পদ ভূগোল
ঘ. অর্থনৈতিক ভূগোল
২২. সমুদ্রবন্দর গড়ে তোলা ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
● পরিবহন ভূগোল
খ. পরিবেশগত ভূগোল
গ. নৃ-ভূগোল
ঘ. নগর ভূগোল
২৩. দেশের স্বাধীনতা, আইনকানুন প্রভৃতি দেশের আয়তন, ক্রমবিকাশ প্রভৃতি আলোচনা করা কোন ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. সাংস্কৃতিক ভূগোল
খ. আঞ্চলিক ভূগোল
গ. শিল্প ভূগোল
● রাজনৈতিক ভূগোল
২৪. একটি অঞ্চলের নগর সভ্যতার উৎপত্তি নিয়ে আলোচনা করা ভূগোলের কোন শাখার কাজ?
ক. শিল্প ভূগোল
খ. আঞ্চলিক ভূগোল
● নগর ভূগোল
ঘ. কৃষি ভূগোল
ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৫. শিল্পের কাঁচামাল, শক্তিসম্পদের প্রাচুর্যতা ইত্যাদি কোন ভূগোলের আলোচ্য বিষয়?
● শিল্প ভূগোল
খ. অর্থনৈতিক ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল
ঘ. নগর ভূগোল
২৬. মানব ভূগোলকে ভূদৃশ্য পরিবর্তনে মানুষের সৃজনশীলতার আলোকে বিবেচনা করেন-
র. ইলেন চার্চিল ম্যাম্পেল
রর. জীন ব্রুনেস
ররর. পল ভিদালডি লা ব্লাশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৭. উত্তোলনবিষয়ক কর্মকান্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো-
র. মাটি খনন
রর. পাথর উত্তোলন
ররর. খনিজ উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
২৮. পরিসেবামূলক কর্মকান্ডের অন্তর্ভুক্ত নয়-
র. ব্যাংকিং ব্যবস্থা
রর. কৃষিকাজ
ররর. ভবন নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও:
মি. জলিল ঢাকার বাড্ডায় এলাকায় একটি বাসায় দুই বছর যাবৎ বসবাস করছেন। সে একজন ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি নোয়াখালী। দুই বছর আগে নদীভাঙনে তার বসত ভিটা বিলীন হয়ে যাওয়ায় সে ঢাকায় এসে বসবাস শুরু করে।
২৯. মি. জলিল ঢাকায় বসবাস ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয়?
ক. নৃ-ভূগোল
খ. পরিবহন ভূগোল
● বসতি ভূগোল
ঘ. নগর ভূগোল
৩০. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি ভূগোলের যে শাখাটিকে প্রভাবিত করেছে তা হলো-
র. বসতি ভূগোল
রর. পরিবেশ ভূগোল
ররর. অর্থনৈতিক ভূগোল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩১. কোন ভূগোল পাঠের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভাষা, জাতি, বর্ণ প্রভৃতি সম্বন্ধে সম্যক জ্ঞানলাভ করা যায়?
ক. আঞ্চলিক ভূগোল
খ. সাংস্কৃতিক ভূগোল
গ. অর্থনৈতিক ভূগোল
● নৃ-ভূগোল
৩২. অর্থনৈতিক ভূগোল পাঠের মাধ্যমে কোনটি সম্পর্কে ধারণা লাভ করা যায়?
● খনিজ সম্পদ
খ. সাংস্কৃতিক কর্মকা-
গ. দেশের আয়তন
ঘ. ভৌগোলিক তথ্য
৩৩. কোন ভূগোল বিভিন্ন দেশের জনসংখ্যা বন্টন ধারা ও অধিবাসীদের অর্থনৈতিক কর্মকান্ড সম্পর্কে ধারণা দেয়?
ক. জনসংখ্যা ভূগোল
● অর্থনৈতিক ভূগোল
গ. বসতি ভূগোল
ঘ. আঞ্চলিক ভূগোল
৩৪. পর্যাপ্ত কাঁচামাল ও সস্তা শ্রমিকের কারণে অধিক পরিমাণ পোশাক শিল্প গড়ে উঠেছে-
র. চীন
রর. রাশিয়া
ররর. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৫. দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত দেশ হলো-
র. ভারত
রর. বাংলাদেশ
ররর. চীন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩৬. ভারতের মোট আয়তন কত?
ক. ৩০,৮৫,২৬০ বর্গ কি.মি.
খ. ৩২,৭৫,৫২৭ বর্গ কি.মি.
● ৩২,৮৭,২৬৩ বর্গ কি.মি.
ঘ. ৩৫,৭২,৫৫৩ বর্গ কি.মি.
৩৭. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
● কাতার
খ. লাওস
গ. ভুটান
ঘ. নেপাল
৩৮. কোনটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নয়?
ক. সিঙ্গাপুর
খ. ভিয়েতনাম
গ. ব্রুনাই
● কুয়েত
৩৯. ইউরেশিয়ার পশ্চিমে কোন মহাদেশ অবস্থিত?
ক. এশিয়া
● ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
৪০. প্রতি বর্গ কি.মি. এ ইউরোপ মহাদেশের জনসংখ্যার ঘনত্ব কত?
ক. ৭০.৫ জন
খ. ৭১ জন
গ. ৭১.৫ জন
● ৭২.৯ জন
৪১. আফ্রিকা মহাদেশের মোট আয়তন কত?
ক. ৩ কোটি ৪ লক্ষ ৭০ হাজার ৫০০ বর্গ কি.মি.
● ৩ কোটি ২ লক্ষ ২১ হাজার ৫৩২ বর্গ কি.মি.
গ. ৩ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার ৪৪৪ বর্গ কি.মি.
ঘ. ৩ কোটি ৬ লক্ষ ৭৫ হাজার ৪৪৮ বর্গ কি.মি.
৪২. বিশ্বের মোট জনসংখ্যার কত শতাংশ আফ্রিকা মহাদেশে রয়েছে?
ক. ১০ শতাংশ
● ১৪ শতাংশ
গ. ১৫ শতাংশ
ঘ. ১৭ শতাংশ
৪৩. মোট স্থলভাগের ২০.৪ ভাগ জুড়ে কোন মহাদেশ অবস্থিত?
ক. ইউরোপ
খ. অস্ট্রেলিয়া
● আফ্রিকা
ঘ. এশিয়া
৪৪. উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত স্বাধীন দেশ কয়টি?
ক. ২০টি
খ. ২২টি
● ৩৩টি
ঘ. ২৭টি
৪৫. দক্ষিণ আমেরিকা মহাদেশ কোথায় অবস্থিত?
ক. অস্ট্রেলিয়ার পূর্বে
● উত্তর আমেরিকার দক্ষিণ-পূর্বে
গ. এশিয়ার উত্তর-পূর্বে
ঘ. এন্টার্কটিকার দক্ষিণে
৪৬. দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কয়টি?
ক. ১০টি
● ১৪টি
গ. ১৫টি
ঘ. ১৭টি
৪৭. নিউজিল্যান্ড কোন মহাসাগরের দ্বীপ।
ক. আটলান্টিক মহাসাগর
খ. ভারত মহাসাগর
● প্রশান্ত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
৪৮. বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
● অস্ট্রেলিয়া
খ. এশিয়া
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
৪৯. এন্টার্কটিকা মহাদেশটিকে পৃথিবীর কয়টি দেশ তাদের টেরিটোরিয়াল দেশ মনে করে?
ক. ১০টি
খ. ১২টি
● ১৪টি
ঘ. ১৬টি
৫০. ভারতের রাষ্ট্রীয় নাম কী?
ক. গণপ্রজাতন্ত্রী ভারত
● রিপাবলিক অব ইন্ডিয়া
গ. ইউনাইটেড কিংডম অব ইন্ডিয়া
ঘ. ইউনাইটেড স্টেটস অব ইন্ডিয়া
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ১ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post