ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় mcq : মানচিত্র হচ্ছে হ্রাসকৃত স্কেলে সমতল কাগজের ওপর সম্পূর্ণ পৃথিবীর বা এর অংশবিশেষের প্রতিভূ বা অবিকল প্রতিচ্ছবি। পৃথিবী বর্তুলাকার। ফলে বর্তুলাকার পৃথিবীকে হুবহু সমতলে বিছানো সম্ভব নয় এবং স্বাভাবিকভাবেই কোন সমতল কাগজে আঁকা যাবে না। তবে বর্তুলাকার পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান নির্দেশ করার জন্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা রয়েছে।
পৃথিবী বা এর অংশবিশেষের মানচিত্র সমতল পৃষ্ঠে আঁকতে হলে আমাদেরকে পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর দিকে বিস্তৃত কাল্পনিক দ্রাঘিমা রেখাগুলোর সাহায্য নিতে হবে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে ভূগোলক থেকে বিভিন্ন পদ্ধতিতে সমতল পৃষ্ঠে বিন্যস্ত করে সঠিক ও নির্ভুলভাবে মানচিত্র আাঁকা সম্ভব।
অতএব, ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলোকে সমতল পৃষ্ঠে স্থানান্তরিত করার বিভিন্ন পদ্ধতিকে মানচিত্র অভিক্ষেপ বলে। মানচিত্র অভিক্ষক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলো জালের মত ছক তৈরি করে। এই ছককে ইংরেজীতে ‘গ্রাটিকুল’ বলে। মানচিত্র অভিক্ষেপ বলতে মূলত এই জালের মত ছককেই বোঝায়।
ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় mcq
১. পৃথিবীর আকৃতি কেমন?
● গোলাকার
খ. আয়তাকার
গ. ত্রিভুজাকার
ঘ. বহুভূজাকার
২. বেলনাকার অভিক্ষেপকে অন্য কী নামে ডাকা হয়?
ক. শঙ্কব অভিক্ষেপ
খ. মেরুদেশীয় অভিক্ষেপ
গ. সাধারণ অভিক্ষেপ
● নলাকার অভিক্ষেপ
৩. যথন আলোকরশ্মি ভূগোলকের কেন্দ্রে অবস্থান করে তখন তাকে কী বলে?
● নমোনিক অভিক্ষেপ
খ. স্টেরিওগ্রাফিক অভিক্ষেপ
গ. অর্থোগ্রাফিক অভিক্ষেপ
ঘ. গলের অভিক্ষেপ
৪. আলোকরশ্মির অবস্থানের প্রেক্ষিতে মেরুদেশীয় অভিক্ষেপকে কত ভাগে ভাগ করা যায়?
● ৩ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
৫. নিচের কোনটি নলাকার অভিক্ষেপ?
● যে অভিক্ষেপ কাগজের নলের মধ্যে স্থাপন করা হয়
খ. যে অভিক্ষেপ শাঙ্কবের মধ্যে স্থাপন করা হয়
গ. যে অভিক্ষেপ সমতল কাগজে স্থাপন করা হয়
ঘ. যে অভিক্ষেপ বাক্সের মধ্যে স্থাপন করা হয়
৬. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেলে সাধারণত কোন অনুপাত ব্যবহার করা হয়?
ক. রিকটার স্কেল অনুপাত
● প্রতিভূ অনুপাত
গ. নটিক্যাল মাইল অনুপাত
ঘ. বর্গমাইল অনুপাত
৭. পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ কত?
● ৩৯৫০ মাইল
খ. ৩৯৫০ মাইল
গ. ৩৯৪০ মাইল
ঘ. ৩৯৩০ মাইল
৮. অঙ্কনের তারতম্য অনুসারে বেনাকার অভিক্ষেপ কত প্রকার?
ক. ৩ প্রকার
খ. ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ. ৬ প্রকার
৯. আলোকরশ্মির ছায়ার ওপর ভিত্তি করে যে নলাকার অভিন্সে তৈরি হয় তাকে কী বলে?
ক. গলের অভিক্ষেপ
● দৃশ্যানুগ বেলনাকার অভিক্ষেপ
গ. মার্কেটরস অভিক্ষেপ
ঘ. প্রকৃত বেলনাকার অভিক্ষেপ
১০. কোন ধরনের বেলনাকার অভিক্ষেপের দ্রাঘিমারেখা ও অক্ষরেখাগুলো পরস্পর সমান দূরত্বে অবস্থান করে?
ক. প্রকৃত বেলনাকার অভিক্ষেপ
● সরল বেলনাকার অভিক্ষেপ
গ. সমআয়তনিক বেলনাকার অভিক্ষেপ
ঘ. মার্কেটরস অভিক্ষেপ
১১. যখন শাঙ্কবে ভূগোলকের একটিমাত্র অক্ষরেখায় স্পর্শ করিয়ে অভিক্ষেপ অঙ্কন করা হয় তখন তাকে কী বলে?
ক. সরল বেলনাকার অভিক্ষেপ
খ. মেরুদেশীয় অভিক্ষেপ
গ. নমোনিক অভিক্ষেপ
● সরল শাঙ্কব অভিক্ষেপ
১৪. সরল শাঙ্ক অভিক্ষেপে দুটি অক্ষরেখাকে কয়টি পৃথক পরিমিত অক্ষরেখা হিসেবে গণ্য করা হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৫. সরল শাঙ্ক অভিক্ষেপ কয়টি অক্ষরেখা স্পর্শ করে ভূগোলকের ওপর অবস্থান করে?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
১৬. মানচিত্র অভিক্ষেপ বলতে কোনো সমতলের উপর সৃষ্ট গ্র্যাটিকুলকেই বোঝায় এ গ্র্যাটিকুল কী?
● কতকগুলো হুক-এর সমষ্টি
খ. কতিপয় ত্রিভুজের সমষ্টি
গ. কতিপয় রেখার সমষ্টি
ঘ. কতকগুলো চতুর্ভুজের সমন্বয়
১৭. মানচিত্র অভিক্ষেপ কত প্রকার?
ক. তিন
● চার
গ. পাঁচ
ঘ. ছয়
১৮. মানচিত্র অভিক্ষেপের উস্তাবক বলা হয় কাকে?
ক. ডেমোক্রিটাসকে
খ. টলেমীকে
গ. স্ট্রাবোকে
● ইরাটোসথেনিসকে
১৯. মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কয়টি?
● ৩টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
২০. ভূগোলকটিকে কোনো কাগজের শাঙ্কবের ভিতর স্থাপন করে অভিক্ষেপ অঙ্কন করলে তাকে বলা হয়-
ক. সরল বেলন অভিক্ষেপ
● সরল শাঙ্কব অভিক্ষেপ
গ. মেরুদেশীয় অভিক্ষেপ
ঘ. এর কোনোটাই সঠিক নয়
২১. সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলের মানচিত্র অঙ্গনে কোন অভিক্ষেপ শ্রেয়?
ক. সরল বেলন
খ. সরল শাঙ্কব
● মেরুদেশীয়
ঘ. কোনোটিই নয়
২২. ভূগোলকে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা দ্বারা সৃষ্ট জালের ন্যায় বিন্যস্ত ছককে কী বলে?
ক. গ্রাটিচিউড
● গ্র্যাটিকুল
গ. গ্রানলার
ঘ. গ্র্যাটিফাইড
২৩. সর্বপ্রথম মার্কেটরস অভিক্ষেপের পরিকল্পনা করেন কে?
ক. Galilio
● Gerhard Kramer Flemish
গ. Adam Smith
ঘ. Widro Wilson
২৪. অভিক্ষেপ অঙ্কনের জন্য স্কেল বা মাপনী কোন অনুপাতে দেওয়া হয়?
● প্রতিভূ অনুপাত
খ. অসম অনুপাত
গ. সমানুপাত
ঘ. চিত্রানুপাত
২৫. পৃথিবীর স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের জন্য কোন ধরনের অভিক্ষেপ ব্যবহৃত হয়?
ক. শীর্ষদেশীয়
● আন্তর্জাতিক
গ. বহুশাঙ্কব
ঘ. বোন এর
২৬. সাধারণত ৫০ক্ক থেকে ৯০ক্ক অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে মানচিত্র অঙ্কনে কোন অভিক্ষেপ ব্যবহৃত হয়?
ক. শাকব
খ. মার্কেটরস
গ. সরল বেলনাকার
● শীর্ষদেশীয়
২৭. যেকোনো মানচিত্র বা ইমেজকে জ্যামিতিক আকৃতিতে পরিবর্তন করতে সাহায্য করে কোনটি?
ক. র্যার্স্টার
● ভেক্টর
গ. পিক্সেল
ঘ. অটোক্যাড
২৮. কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে GIS ল্যাব চালু করে?
ক. ১৯৯১
খ. ১৯৯২
● ১৯৯৩
ঘ. ১৯৯৪
২৯. রাস্টার স্কেল কীভাবে বিভক্ত?
ক. বড় বড় পিক্সেল-এ
● ছোট ছোট পিক্সেল-এ
গ. ছোট বড় পিক্সেল-এ
ঘ. মাঝারি পিক্সেল-এ
ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
৩০. মানচিত্র অভিক্ষেপে কোন বিষয়টি আবশ্যক?
● সমতল কাগজ
খ. আয়তনের সঠিকতা
গ. আকারের সঠিকতা
ঘ. সঠিক বিয়ারিং
৩১. মানচিত্রের অভিক্ষেপ North line দেখানোর প্রয়োজন হয় না কেন?
ক. অক্ষরগুলো Tree direction নির্দেশ করে
খ. দরকার হয় না
গ. অক্ষরেখা ও দ্রাঘিমারেখা ছক থাকে বলে
● কোনো নির্দিষ্ট দেশ বা পৃথিবীর সীমানা থাকে না বলে
৩২. GIS = ?
● Geobal Information System
খ. Geological Information System
গ. Geographic Information System
ঘ. Geography & Information Service
৩৩. “GIS is a computer system that can hold and use date describing places on the earth’s surface.” .” কে বলেছেন?
ক. Han and Kim
● D.W. Rhind
গ. P.A. Burrough
ঘ. Gerhard Flemish
৩৪. সারা বিশ্বে GIS ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে কত সাল থেকে?
ক. ১৯৮৫
● ১৯৮০
গ. ১৯৭৮
ঘ. ১৯৬৩
৩৫. ISPAN (Irrigation Support Project for Asia and the Near Fast) সর্বপ্রথম কোন প্রকল্পে বাংলাদেশে জিআইএস ব্যবহার করে-
ক. ফ্লাড অ্যাকসন প্লান-১৭
খ. ফ্লাড অ্যাকসন প্লান-১৮
● ফ্লাড অ্যাকসন প্লান-১৯
ঘ. ফ্লাড অ্যাকসন প্লান-২০
৩৬. বাংলাদেশ ও এর আশপাশের এলাকা দেখানোর জন্য কোন অভিক্ষেপ অধিক উপযোগী?
ক. D:M
● BTM
গ. CTM
ঘ. ATM
৩৭. কোন প্রযুক্তির অন্যতম উপাদান হলো মানুষ?
ক. GCS
● GIS
গ. LCC
ঘ. BTM
৩৮. আকৃতির তারতম্য অনুসারে অভিক্ষেপ কত প্রকার?
ক. দুই প্রকার
● তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
৩৯. কত সালে জিআইএস-এর সূচনা হয়?
ক. ১৭৮৪ সালে
● ১৮৫৪ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ২০০১ সালে
৪০. CGIS কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৬০ সালে
● ১৯৬৩ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৮ সালে
৪১. কাকে GIS জনক বলা হয়?
ক. Otto SchmiD
খ. Kuiper
গ. Rossgun
● Roger Tomlinson
৪২. GIS-এর প্রয়োজনীয়তাকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
● ৫ ভাগে
গ. ৭ ভাগে
ঘ. ৯ ভাগে
৪৩. উঅচ-এর পূর্ণরূপ কোনটি?
ক. Dhaka Area Plan
খ. Dhaka Area Plot
● Detailed Area Plan
ঘ. Detailed Arina Plan
৪৪. CAD-এর পূর্ণরূপ কী?
● Computer Aided Desing
খ. Complete Aided Desing
গ. Computer Aria Desing
ঘ. Complete Aria Desing
৪৫. কোনো এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হলে তার ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি নির্ণয়ে কার্যকরী পদ্ধতি কোনটি?
ক. GPS
● GIS
গ. DBMS
ঘ. CAD
৪৬. ভূমি জরিপ ক্ষেত্রে কোন প্রযুক্তি অধিক কার্যকর?
● GIS
খ. GPS
গ. DBMS
ঘ. CAS
৪৭. GIS কীসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে?
ক. CAD
● Computer
গ. GPS
ঘ. Remote Semino
৪৮. কোনো দেশের অল্প স্থানের মানচিত্র অঙ্গনের ক্ষেত্রে অনুপযোগী অভিক্ষেপ-
র. বেলন অভিক্ষেপ
রর. শাংকব অভিক্ষেপ
ররর. মেরুদেশীয় অভিক্ষেপ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৯. জিআইএস ব্যবহার করে মানচিত্রের উপযোগিতা বৃদ্ধি করা হয়-
র. মানচিত্রে উপাত্তের উপস্থাপন ঘটিয়ে
রর. মানচিত্রের উপাত্তগুলোর বিশ্লেষণ করে
ররর. মানচিত্রে সংকেত ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫০. GISএর সফটওয়্যারসমূহ
র. ARC-info
রর. GIS
ররর. ARC-View
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ১০ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post