ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় mcq : জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট ভূ-খণ্ড বা অঞ্চলে বসবাসকারী এবং পারস্পরিক সম্পর্কযুক্ত লোকজনকে বুঝানো হয়ে থাকে। যে কোনো ভৌগোলিক সীমানার জন্য জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে স্থান এবং কালভেদে জনসংখ্যার আকার, ঘনত্ব ও বৃদ্ধিতে ভিন্নতা পরিলক্ষিত হয়। যেসব দেশ বা অঞ্চলে আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক, সেখানকার মানুষ প্রয়োজনের তাগিদে অথবা বাধ্য হয়ে জনঘাটতিসম্পন্ন দেশ বা অঞ্চলে গমন করে।
এ গমনের পিছনে বহুবিধ কারণ থাকতে পারে। মানুষের এরূপ বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তনকে অভিগমন বলে। বর্তমান বিশ্বে মানুষ প্রতিনিয়ত খুব সহজেই একদেশ থেকে অন্যদেশ, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গমন করছে। যা জনসংখ্যার আকারগত পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার মানুষের মৃত্যুর মাধ্যমে জনসংখ্যার যে শূন্যতা সৃষ্টি হয় তা সন্তান জন্মের মাধ্যমে পূরণ হয়।
অর্থাৎ জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক হলো জন্ম, মৃত্যু এবং অভিগমন। এই ইউনিটে বিশ্বের জনসংখ্যার আকার, ঘনত্ব ও বৃদ্ধি, জনসংখ্যা পরিবর্তনের নিয়ামক, জনমিতিক ট্রানজিশন মডেল ও বাংলাদেশ, অভিগমন, বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া বয়স-লিঙ্গ পিরামিড অঙ্কন এবং মানচিত্রে জনসংখ্যা বন্টন প্রদর্শন পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে।
ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় mcq
১. জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে কততম?
ক. ৬ষ্ট
খ. ৭ম
● ৮ম
ঘ. ৯ম
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও: জনমিতিক ট্রানজিশনাল মডেলের ‘ক’ ধাপ যেখানে খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ ইত্যাদি বিদ্যমান। মায়ানমার এই ধাপের একটি দেশ। আবার বাংলাদেশ এই মডেলের ‘খ’ ধাপে রয়েছে যেখানে জনস্বাস্থ্যের উন্নয়ন, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন দেখা যায়।
২. উদ্দীপকের ‘ক’ ধাপে রয়েছে নিচের কোন দেশ?
● ভুটান
খ. ভারত
গ. মিশর
ঘ. নাইজেরিয়া
৩. উদ্দীপকের উভয় ধাপেরই মিল রয়েছে-
র. উচ্চ জন্মহার
রর. উচ্চ মৃত্যুহার
ররর. জীবনযাত্রার নি¤œমান
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪. জাতিসংঘের মতে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম সময়কাল কত?
ক. ৬ মাস
খ. ৮ মাস
গ. ১০ মাস
● ১২ মাস
৫. ঢাকা ও খাগড়াছড়ির জনসংখ্যার তারতম্যের কারণ-
র. ভূপ্রকৃতির ভিন্নতা
রর. কর্মসংস্থানের সুবিধা
ররর. খনিজ সম্পদের প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৬. জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ জনমিতিক উপাদান হচ্ছে
ক. নৃ-গোষ্ঠী
● বয়স কাঠামো
গ. ভাষাগত বৈশিষ্ট্য
ঘ. পেশাগত বৈশিষ্ট্য
৭. জনসংখ্যার ঘনত্ব বলতে বোঝায়-
ক. মোট জনসংখ্যা
খ. নারী-পুরুষ অনুপাত
● জনবসতির নিবিড়তা
ঘ. জনসংখ্যার অবস্থানগত বিস্তৃতি,
৮. অভিগমনের আকর্ষণমূলক কারণ কোনটি?
ক. জনসংখ্যা বৃদ্ধি
খ. অর্থনৈতিক মন্দা
গ. প্রাকৃতিক দুর্যোগ
● সামাজিক নিরাপত্তা
৯. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনে ভূমিকা রাখে-
র. জন্মহারা
রর. মৃত্যুহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১০. অভ্যন্তরীণ অভিগমনের কারণ হলো-
ক. সংস্কৃতির ভিন্নতা
● জনসংখ্যার চাপ
গ. জলবায়ু পরিবর্তন
ঘ. ধর্মীয় কারণ
১২. মানচিত্রে জনসংখ্যার বণ্টন দেখানাের জন্য উপযুক্ত পদ্ধতি হলো-
র. স্তম্ভলেখ
রর. ছায়াপাত
ররর. বিন্দু
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৩. অভিগমন নির্ভর করে-
র. সরকারের নীতি
রর. নিজের চাহিদা
ররর. পরিবারের সুযোগ-সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৪. জনমিতিক ট্রানজিশনাল মডেল কত সালে উপস্থাপন করা হয়?
ক ১৯০৯
খ. ১৯১৯
● ১৯২৯
ঘ. ১৯৩৯
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
লিনজু নেত্রকোনার একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে। সেখানেই সে বসতি গড়েছে।
১৫. উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি?
ক. পল্লি থেকে পল্লি
● পল্লি থেকে নগর
গ. নগর থেকে পল্লি
ঘ. নগর থেকে নগর
১৬. লিনজুর অভিগমন হচ্ছে-
র. অভ্যন্তরীণ
রর. আকর্ষণজনিত
ররর. বিকর্ষণজনিত
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. বাংলাদেশে সর্বশেষ আদমশুমারি হয় কত সালে?
ক. ২০০১
খ. ২০০৭
● ২০১১
ঘ. ২০১৫
১৮. কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তন নিচের কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে?
র. জন্মহার
রর. মৃত্যুহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১৯. পৃথিবীর জনসংখ্যা ৩ বিলিয়ন ছিল কত সালে?
ক. ১৮০০
খ. ১৯০০
● ১৯৬০
ঘ. ১৯৮০
২০. সবচেয়ে বেশি জনসংখ্যার অবস্থান কোন মহাদেশে?
ক. আফ্রিকা
● এশিয়া
গ. ইউরোপ
ঘ. ওশেনিয়া
২১. UN Data-২০১৯ এর হিসেবে বর্তমান পৃথিবীর জনসংখ্যা কত?
ক. ৭.১ বিলিয়ন
খ. ৭.২ বিলিয়ন
গ. ৭.৩ বিলিয়ন
● ৭.৫ বিলিয়ন
২২. UN Data-২০১৯ এর হিসেবে চীনের জনসংখ্যা কত?
ক. ১.৩৫৭ বিলিয়ন
● ১.৪৩৫ বিলিয়ন
গ. ১.৬৭৫ বিলিয়ন
ঘ. ১.৮০৫ বিলিয়ন
২৩. জনসংখ্যার বয়সভিত্তিক পরিমাপ করার জন্য কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
ক. ৪টি
● ৩টি
গ. ২টি
ঘ. ৫টি
২৪. কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়।
● অর্থনৈতিক
খ. সামাজিক
গ. রাজনৈতিক
ঘ. জনবৈশিষ্ট্যগত
ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
২৫. জনমিতিক ট্রানজিশনাল মডেলে কী ব্যাখ্যা করা হয়?
ক. জন্মহার
খ. মৃত্যুহার
গ. জনসংখ্যা বৃদ্ধি
● জন্মহার ও মৃত্যুহার
২৬. ১৯৯০ সালে সমগ্র পৃথিবীর মোট জনসংখ্যা কত ছিল?
ক. ৫১২২ মিলিয়ন
খ. ৫২৪৫ মিলিয়ন
● ৫২৫৫ মিলিয়ন
ঘ. ৫১৩২ মিলিয়ন
২৮. কত বছর বয়স থেকে বৃদ্ধ জীবন শুরু হয়?
● ৬০ বছর
খ. ৫৫ বছর
গ. ৫০ বছর
ঘ. ৪৫ বছর
২৯. যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের মৃত্যুহার কত বেশি?
ক. ৬.০০ জন
● ৬.২ জন
গ. ৬.৪ জন
ঘ. ৬.৬ জন
৩০. জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে-
র. সমতল ভূমি
রর. উর্বর মাটি
ররর. চিকিৎসা সেবা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩১. জনসংখ্যায় লিঙ্গভিত্তিক গঠন নির্ভর করে-
র. মৃত্যুহার
রর. জন্মহার
ররর. অভিগমন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৩২. মৃত্যুহারের ওপর প্রভাববিস্তারকারী উপাদান হলো-
র. মহামারী
রর. যোগাযোগ ব্যবস্থা
ররর. চিকিৎসা ও সেবা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৩৩. “মৃত্যুহারের তুলনায় কম জন্মহার” এই ধরনের অবস্থা পরিলক্ষিত হয়-
র. অস্ট্রেলিয়া
রর. নিউজিল্যান্ড
ররর. সুইডেন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৪ ও ৩৫নং প্রশ্নের উত্তর দাও:
জনাব কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিষয়ে অধ্যয়ন করছেন । তিনি বিভিন্ন দেশের মৃত্যুহার নিয়ে গবেষণা করার সময় দেখলেন যে, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের মৃত্যুহার অনেক বেশি। তবে ভারতের চেয়ে সামান্য কম। বেশ কিছু উপাদান এর জন্য প্রভাববিস্তার করে।
৩৪. যুক্তরাষ্ট্রের মৃত্যুহার কত?
● ১০.৮ জন
খ. ১১.৮ জন
গ. ১১.৯ জন
ঘ. ১২.০০ জন
৩৫. বাংলাদেশের মৃত্যুহার কত?
ক. ১৭.৮ জন
খ. ১৭.৬ জন
গ. ১৭.৪ জন
● ১৭.০০ জন
৩৬. ল্যাটিন শব্দ Migrati -এর অর্থ কী?
● বাসস্থান পরিবর্তন
খ. অভ্যাস পরিবর্তন
গ. স্থান পরিবর্তন
ঘ. জনসংখ্যা পরিবর্তন
৩৭. Migration শব্দটি কোন শব্দ?
ক. জাপানি
খ. ফারসি
● ইংরেজি
ঘ. ল্যাটিন
৩৮. বাংলাদেশে ১৯৮১ সালে মৃত্যুহার কত ছিল?
ক. ১০.৫
● ১১.৫
গ. ১২.৫
ঘ. ১৩.৫
৩৯. আন্তর্জাতিক অভিগমন প্রধানত কয়টি কারণে হয়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৪০. ধরন অনুযায়ী অভিগমনকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৫ ভাগে
খ. ৪ ভাগে
গ. ৩ ভাগে
● ২ ভাগে
৪১. আন্তর্জাতিক অভিগমনকে কয় ভাগে ভাগ করা যায়?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
৪২. অভিগমনের ফলে মানুষের শারীরিক পরিবর্তনের জন্য দায়ী কোনটি?
ক. আর্থিক পরিবর্তন
● আবহাওয়ার পরিবর্তন
গ. জনসংখ্যার পরিবর্তন
ঘ. আচরণগত পরিবর্তন
৪৩. নারী-পুরুষের অসামঞ্জস্যতার জন্য অভিগমনের কোন দিকটি দায়ী?
● নারীর তুলনায় পুরুষ অভিগমনে অধিক আগ্রহী
খ. পুরুষের তুলনায় নারী অভিগমনে অধিক আগ্রহী
গ. নারী-পুরুষ সমানভাবে অভিগমনে আগ্রহী
ঘ. নারী-পুরুষ অভিগমনে আগ্রহী নয়
৪৪. অভিগমনের জনবৈজ্ঞানিক কারণ হলো-
র. জন্মহার
রর. মৃত্যুহার
ররর. নারী-পুরুষভেদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৫. অভিগমনের অর্থনৈতিক কারণ হলো-
র. সরকারি খাস জমি প্রদান
রর. কৃষি জমি হ্রাস
ররর. পর্যাপ্ত নিয়োগ সুবিধা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
● রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪৬. ২০২১ সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
ক. ১৬,৫০,০০,০০০ জন
খ. ১৬,৬২,০০,০০০ জন
● ১৬,৮২,০০,০০০ জন
ঘ. ১৬,৯৫,০০,০০০ জন
৪৭. জনসংখ্যার জনমিতিক বৈশিষ্ট্য কোনটি?
ক. বসতবাড়ি তৈরি
● অভিগমন
গ. অর্থ উপার্জন
ঘ. স্কুলে যাওয়া
৪৮. বাংলাদেশে কত সালে জনসংখ্যা বৃদ্ধির হার ২.৩১% ছিল?
ক. ১৯৭২ সালে
● ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০১ সালে
৪৯. ২০২০ সালের হিসাব অনুযায়ী পেশাজীবী প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
● ৩৭৮ জন
খ. ৩১০ জন
গ. ৩০৮ জন
ঘ. ৩০৫ জন
৫০. ২০২০ সালের হিসাব অনুযায়ী দক্ষ প্রবাসী বাংলাদেশির সংখ্যা কত?
● ৬১,৭১৯ জন
খ. ৬০,৪৫৫ জন
গ. ৬০,৪৮৫ জন
ঘ. ৫৯,৫১৫ জন
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ২য় অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post