ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন : জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপক প্রভাববিস্তার করে থাকে। সমতলভূমিতে কৃষিকাজ করা যত সহজ অসমতল ভূমিতে ততটা নয়। এছাড়াও সমতল ভূমিতে যাতায়াতের সুবিধাও বসতি গড়ে ওঠার শতম কারণ। অন্যদিকে বন্ধুর ভূপ্রকৃতিতে খুব কমই বসতি গড়ে ওঠে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানে জনবসতি কম।
ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য ব্যাখ্যা কর।
উত্তর : গ্রামের কোনো নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নিজেদের উদ্বৃত্ত পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের স্বীকৃত জনজমায়েতকে গ্রামীণ হাট বলে।
গ্রামীণ জীবনযাত্রায় হাটের ভূমিকা অসামান্য। বৃহত্তর অর্থে গ্রামীণ পরিসরে হাট হচ্ছে আর্থসামাজিক স্নায়ুকেন্দ্র। এ হাটের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী ভোগ্যসামগ্রী সংগ্রহ করতে সক্ষম হয়। স্থানীয় মানুষের উদ্বৃত্ত পণ্য বিক্রয় এবং চাহিদাসম্পন্ন পণ্য ক্রয় ও বিভিন্ন সামাজিক কর্মকা- পরিচালনার ক্ষেত্রে গ্রামীণ হাটের যথেষ্ট ভূমিকা রয়েছে।
২. বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর : বসতি গড়ে ওঠার ক্ষেত্রে জলবায়ুর ভূমিকা অপরিসীম।
শুষ্ক জলবায়ু অঞ্চলে এক ধরনের বসতি আবার শীতল জলবায়ু অঞ্চলে অন্য ধরনের বসতি গড়ে উঠতে দেখা যায়। উত্তর কানাডা ও গ্রীনল্যান্ডে শীতকালে এস্কিমোরা ইগলু নামক গম্বুজাকৃতির বরফের ঘরে বাস করে আবার, যখন গ্রীষ্মকাল আসে তখন তারা সীলমাছের চামড়া দিয়ে তাঁবু দ্বারা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে। এভাবে জলবায়ু বসতি স্থাপনে ভূমিকা রাখে।
৩. ভূপ্রকৃতি বসতি গঠনে কীভাবে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
উত্তর : জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপক প্রভাববিস্তার করে থাকে।
সমতলভূমিতে কৃষিকাজ করা যত সহজ অসমতল ভূমিতে ততটা নয়। এছাড়াও সমতল ভূমিতে যাতায়াতের সুবিধাও বসতি গড়ে ওঠার শতম কারণ। অন্যদিকে বন্ধুর ভূপ্রকৃতিতে খুব কমই বসতি গড়ে ওঠে। বাংলাদেশের পার্বত্য অঞ্চল বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানে জনবসতি কম।
৪. গ্রামীণ হাটবাজার গড়ে ওঠার কারণ ব্যাখ্যা কর।
উত্তর : বাংলাদেশের গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার পেছনে এ কারণগুলো হলো স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান, দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান, অনুকূল যোগাযোগ ব্যবস্থা, চাহিদার তারতম্য প্রভৃতি।
যে অঞ্চলের ভূপ্রকৃতি উর্বর, রাস্তাঘাট কাঁচাপাকা বা আধাপাকা এবং কয়েকটি অঞ্চলের সাথে ভালো যোগাযোগব্যবস্থা থাকে সেসব অঞ্চলে হাটবাজারগুলো গড়ে উঠেছে। বেশিরভাগ হাটবাজার গড়ে উঠে বাজারসংশ্লিষ্ট এলাকাগুলোর মধ্যে উদ্বৃত্ত পণ্যসামগ্রী ও সেবাকর্মের মধ্যে তারতম্য হলে।
৫. নগরায়ণ বলতে কী বোঝ?
উত্তর : একটি নগরে বসবাসকারী জনগোষ্ঠী সেই নগরের নাগরিকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ণ বলে।
নগরায়ণ বলতে নগরের উদ্ভব, বিকাশ ও বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ, গ্রামীণ কৃষিভিত্তিক কর্মকা- ব্যতীত কৃষিবিহীন অর্থনৈতিক কর্মকা-ের পুঞ্জীভবনের বিকাশসাধনই নগরায়ণ।
৬. পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম হাট- ব্যাখ্যা কর।
উত্তর : হাট হচ্ছে এমন একটি নির্দিষ্ট স্থান যেখানে কিছুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে মিলিত হয়।
পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম হলো হাট। একজন মানুষের বেঁচে থাকার সব উপকরণ তার নিজের পক্ষে উৎপাদন করা সম্ভব নয়। ফলে তাকে অন্যের সাহায্য নিতে হয়। এভাবে মানুষ নিজের উদ্বৃত্ত্ব পণ্য অন্যের সাথে বিনিময় করে। আর এই বিনিময় প্রথার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে গ্রামীণ হাট। এই হাটই পণ্য বিনিময়ের প্রাথমিক মাধ্যম।
৭. পুঞ্জীভূত বসতি বলতে কী বোঝ?
উত্তর : বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক কারণে যখন অনেকগুলো ঘরবাড়ি পরস্পর খুব কাছাকাছি অবস্থিত হয়ে একটি সম্মিলিত রূপ লাভ করে তখন ঐ বসতিকে পুঞ্জীভূত বসতি বলে। এ ধরনের বসতি রৈখিক বসতির মতোও হতে পারে। অনেক ক্ষেত্রে রৈখিক ধরনের পুঞ্জীভূত বসতি খামার বাড়ি বা ভূমি দ্বারা মধ্যবর্তী স্থান থেকে পৃথক থাকে। যখন একই জনগোষ্ঠীভুক্ত পরিবার এক সাথে বসবা করে তখন পুঞ্জীভূত বসতির সৃষ্টি হয়।
৮. মাটি কীভাবে বসতি স্থাপনে সহায়তা করে?
উত্তর : মাটির উর্বরশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।
উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজাসর পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলিয়ে খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন, নদী তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। পাহাড়ি অঞ্চলের মাটি অনুর্বর ও অসমতল বলে সে অঞ্চলে বিক্ষিপ্ত বসতি গড়ে উঠেছে।
৯. নগরায়ণ বলতে কী বোঝ? ব্যাখ্যা কর।
উত্তর : একটি নগরে বসবাসকারী জনগোষ্ঠী সেই নগরের নাগরিকে পরিণত হওয়ার প্রক্রিয়াকে নগরায়ণ বলে।
নগরায়ণ বলতে নগরের উদ্ভব, বিকাশ ও বৃদ্ধিকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ গ্রামীণ কৃষিভিত্তিক কর্মকাণ্ড ব্যতীত কৃষিবিহীন অর্থনৈতিক কর্মকাণ্ডের পুঞ্জীভবনের বিকাশসাধনই নগরায়ণ। এক কথায় বলা যায়, কৃষিবিহীন অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্রমবিকাশই হলো নগরায়ণ।
১০. পুঞ্জীভূত বসতির প্রধান কারণ শিল্পায়ন ব্যাখ্যা কর।
উত্তর : যে অধিবাসীদের বসতবায়িগুলো খুব কাছাকাছি এবং ঘন বা নিবিড়ভাবে গড়ে ওঠে তাকে পুঞ্জীভূত বসতি বলে।
কোনো স্থানে শিল্প স্থাপিত হলে সে অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার (যেমন-কর্মসংস্থানের পাশাপাশি শিক্ষা, বিনোদন, চিকিৎসা প্রভৃতি) কারণে মানুষ শিল্পালকে কেন্দ্র করে বসতি স্থাপন করতে চায়। উক্ত কারণে শিল্পাঞ্চলে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে।
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post