ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় mcq : সুপ্রাচীনকালে মানুষ বেঁচে থাকার তাগিদে এবং আত্মরক্ষার্থে একস্থান থেকে অন্যস্থানে ছুটে বেড়িয়েছে। এরই ধারাবাহিকতায় মানুষ একত্রিত হয়ে বসতি স্থাপন শুরু করেছে। মানব সভ্যতার ইতিহাসে বসতি স্থাপন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সময়ের আবর্তে বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে গ্রামীণ এবং নগর বসতি। অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও গ্রামীণ এবং নগর বসতির ধারা বিদ্যমান।
এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করায় জাতীয় উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। একইসাথে গ্রামীণ বসতির সাথে গ্রামীণ হাট ও বাজারসমূহ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। গ্রামে বসবাসকারী মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে মূল ভিত্তি কৃষি। অন্যদিকে, নগর এলাকায় বসবাসরত অধিবাসীদের অধিকাংশ অকৃষি পেশায় নিয়োজিত। নগর বসতির ঘরবাড়িগুলো গ্রামের তুলনায় উন্নত সরঞ্জাম দিয়ে তৈরি এবং নির্মাণশৈলীও ভিন্ন।
এতে গ্রাম এবং শহর সহজেই চেনা যায়। বাংলাদেশের গ্রামীণ এলাকা যেমন পরিবর্তিত হচ্ছে ঠিক তেমনি নগরায়নের মাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ফলে নগরায়নজনিত সমস্যাও বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা সমাধান করে নগরায়নকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। এই ইউনিটে বসতি, বসতির ধরণ, বসতি স্থাপনে ভৌগোলিক পরিবেশের প্রভাব, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য, হাট ও বাজার, নগরায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় mcq
১. স্থায়ী বসতি গড়ে ওঠার জন্য প্রয়োজন-
র. পানির সহজলভ্যতা
রর. অনুকূল জলবায়ু
ররর. রাজনৈতিক স্থিতিশীলতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও: (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
২. উদ্দীপকের ‘ক’ স্থানটির বসতি কোন প্রকার?
● পুঞ্জীভূত
খ. সারিবদ্ধ
গ. গােলাকার
ঘ. বিচ্ছিন্ন
৩. উদ্দীপকে ‘খ’ স্থানের বসতির অনুকূল বৈশিষ্ট্য হচ্ছে-
র. অনুর্বর কৃষিজমি
রর. পলল সমৃদ্ধ মৃত্তিকা
ররর. পার্বত্য ভূ-ভাগ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৪. বাংলাদেশের কোন গােষ্ঠী রাজশাহী অঞ্চলে বসবাস করে?
● সাঁওতাল
খ. চাকমা
গ. গারাে
ঘ. মারমা
৫. (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
উদ্দীপকে কোন ধরনের বসতি নির্দেশ করে?
● সারিবদ্ধ
খ. পুঞ্জীভূত
গ. বিক্ষিপ্ত
ঘ. বিচ্ছিন্ন
৬. ২০০ পরিবারের অধিক একসাথে বসবাস করে কোন বসতিতে?
ক. পল্লি
খ. গ্রাম
গ. বিক্ষিপ্ত
● নিবিড়
৭. ‘ইগলু’ কাদের বাসগৃহ?
ক. মাউরি
খ. নরম্যান
গ. ফ্রিম্যান
● এস্কিমো
৮. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে কম বসতি দেখা যায়?
ক. রাজশাহী
খ. টাঙ্গাইল
গ. ফরিদপুর
● বান্দরবান
৯. নদীগুলোর সক্রিয়তার অভাবে বাংলাদেশের কোন অঞ্চলে সারিবদ্ধ বসতি গড়ে ওঠে?
ক. দক্ষিণাঞ্চল
খ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
● বরেন্দ্র অঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চল
নিচের উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
বৃষ্টির বাড়ি পাবনায়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুপ্তি চাকমার গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে সেখানে ভিন্ন ধরনের বসতি দেখতে পেল।
১০. বৃষ্টি কোন ধরনের বসতি দেখতে পেয়েছিল?
ক. পুঞ্জীভূত
খ. সারিবদ্ধ
● বিচ্ছিন্ন
ঘ. অনুকেন্দ্রিক
১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত এলাকার সাথে বৃষ্টির নিজ এলাকার বসতির ভিন্নতর হওয়ার কারণ-
র. মৃত্তিকার ভিন্নতার কারণে
রর. গৃহ নির্মাণের ধরনে
ররর. সাংস্কৃতিক বৈচিত্র্যে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. মানুষের সামাজিকতার অন্যতম নিদর্শন কোনটি?
ক. ব্যবসায়-বাণিজ্য
খ. বিবাহ
গ. বিনিময় প্রথা
● বসতি
১৩. জীবনধারণের জন্য কোনটি অপরিহার্য?
ক. খাদ্য
● পানি
গ. অর্থ
ঘ. কর্মসংস্থান
১৪. বহুসংখ্যক পরিবার কোন বসতির প্রধান বৈশিষ্ট্য?
● নিবিড় বসতি
খ. বিক্ষিপ্ত বসতি
গ. পুঞ্জীভূত বসতি
ঘ. বিচ্ছিন্ন বসতি
১৫. গ্রামীণ বসতিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ৫ ভাগে
খ. ৪ ভাগে
● ৩ ভাগে
ঘ. ২ ভাগে
১৬. কোন ধরনের বসতিতে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়?
ক. বিচ্ছিন্ন বসতি
● পুঞ্জীভূত বসতি
গ. অনুকেন্দ্রিক বসতি
ঘ. বিক্ষিপ্ত বসতি
১৭. বাংলাদেশের কোন অঞ্চলে বিক্ষিপ্ত বসতি বিদ্যমান?
ক. সুন্দরবনে
● পার্বত্য চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলে
গ. মধুপুর অঞ্চলে
ঘ. রাজশাহীর বরেন্দ্রভূমিতে
১৮. কোনটি গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার অন্যতম কারণ?
● স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
খ. দূরবর্তী পরিবাহক সেবা প্রদান
গ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চাহিদা
ঘ. শ্রমিক মজুরি বৃদ্ধি
১৯. ‘সোনারগাঁও’ কোন সময়ের নগরায়ণ?
ক. আটাশকালের নগরায়ণ
● মধ্যযুগের নগরায়ণ
গ. ইংরেজ আমলের নগরায়ণ
ঘ. সাম্প্রতিককালের নগরায়ণ
২০. কোন অঞ্চলে প্রাচীনকালের নগরায়ণ ঘটেছে?
● বিক্রমপুর
খ. সিলেট
গ. গোপালপুর
ঘ. দর্শনা
২১. বাংলাদেশের সর্ববৃহৎ বিভাগ কোনটি?
● ঢাকা
খ. রাজশাহী
গ. বরিশাল
ঘ. খুলনা
২২. বাংলাদেশের কোন নগরটি প্রশাসনিক নগর?
● ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. বরিশাল
২৩. যে-প্রক্রিয়ার মাধ্যমে কোনো জনগোষ্ঠীর পেশা কৃষি থেকে ক্রমশ অকৃষিতে পরিবর্তিত হয় সে প্রক্রিয়াকে কী বলে?
ক. শিল্পায়ন
● নগরায়ণ
গ. কৃষি রূপান্তর
ঘ. পেশা
২৪. পাটশিল্পের জন্য বিশ্ববিখ্যাত ছিল কোন শহর?
ক. টাঙ্গাইল
খ. ফরিদপুর
● নারায়ণগঞ্জ
ঘ. নরসিংদী
২৫. ”Conerbation” শব্দের অর্থ কী?
ক. মহানগর
খ. নগর
গ. নগরায়ণ
● নগরপুঞ্জ
২৬. এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম কোনটি?
● বানিয়াচং
খ. দহগ্রাম
গ. সোনারগাঁও
ঘ. জায়গীরজোত
২৭. ড্যানীর মতে, ঢাকায় বসতির সূত্রপাত হয় কখন?
● ১৬০০ খ্রিস্টাব্দে
খ. ১৯০০ খ্রিস্টাব্দে
গ. ১৭০০ খ্রিস্টাব্দে
ঘ. ১৫০০ খ্রিস্টাব্দে
২৮. সপ্তদশ শতাব্দীর নিদর্শন কোনটি?
● সাত গম্বুজ মসজিদ
খ. তারা মসজিদ
গ. লালবাগ দুর্গ
ঘ. ঢাকেশ্বরী মন্দির
২৯. Urbs কোন শব্দ?
ক. ইংরেজি
● ল্যাটিন
গ. ফারসি
ঘ. হিব্রু
৩০. সাম্প্রতিককালের নগরায়ণের ধারাকে কয়টি ভাগে ভাগ করা যায়?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
৩১. পাকিস্তান আমলের ১৯৫১ – ১৯৬১ এর মধ্যে কত সালে সামরিক শাসন জারি হয়?
ক. ১৯৫৩ সালে
খ. ১৯৫৪ সালে
● ১৯৫৮ সালে
ঘ. ১৯৬১ সালে
৩২. স্বাধীন বাংলাদেশে প্রথম কত সালে লোক গণনা শুরু হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
● ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও:
মেহেদী তার বাবার সাথে রাজশাহীর চলনবিলে বেড়াতে গেল। বিকালে নৌকা নিয়ে ঘুরতে বের হয়ে লক্ষ করল বিলের পাশ দিয়ে ছোট ছোট বাড়িঘর রয়েছে।
৩৩. মেহেদীর বেড়াতে যাওয়া এলাকাতে কোন ধরনের বসতি বেশি দেখা যায়?
ক. পল্লি
● গোলাকার
গ. পুঞ্জীভূত
ঘ. বিক্ষিপ্ত
৩৪. উদ্দীপকের বসতির প্রাধান্য বেশি-
র. বিল অঞ্চলে
রর. ডােবা এলাকায়
ররর. পাহাড়ি জনবসতিতে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ থেকে ৩৬ নং প্রশ্নের উত্তর দাও:
বাশাররা তিন বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে গেল। সেখানে গিয়ে প্রাকতিক বৈচিত্র্য ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হলো।
৩৫. কক্সবাজার নগরী কোনটির জন্য বিখ্যাত?
● পর্যটন শিল্প
খ. খনিজ শিল্প
গ. চা শিল্প
ঘ. কাগজ শিল্প
৩৬. কক্সবাজার জেলা কোন বিভাগের অন্তর্ভুক্ত?
ক. ঢাকা
● চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
৩৭. কক্সবাজার নগরী কোনটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
● সমুদ্রসৈকত
খ. নাফ নদী
গ. পাহাড়
ঘ. বনাঞ্চল
৩৭. বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য হলো-
ক. বাসগৃহের একত্রে সমাবেশ
খ. যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত
● ক্ষুদ্রাকৃতির বসতি
ঘ. বৃহৎ আকৃতির বসতি
৩৮. পুঞ্জীভূত বসতির বৈশিষ্ট্য নয় কোনটি?
ক. বাসগৃহের একত্রে সমাবেশ
● ছড়িয়ে-ছিটিয়ে থাকা বসতি
গ. উন্নত যোগাযোগ ব্যবস্থা
ঘ. বৃহৎ আকৃতির বসতি
৩৯. বাংলাদেশের অধিকাংশ শহরের অন্যতম সমস্যা কোনটি?
● বস্তি
খ. অধিক যানবাহন
গ. স্বল্প আয়তন
ঘ. রাস্তাঘাটের স্বল্পতা
৪০. জীবনধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী?
● বিশুদ্ধ পানীয় জল
খ. বস্ত্র
গ. বাসস্থান
ঘ. শিক্ষা
৪১. নগরে সাধারণত কোন ধরনের বাড়ির সংখ্যা বেশি থাকে?
ক. একতলা বাড়ি
খ. টিনের ঘর
● বহুতলবিশিষ্ট বাড়ি
ঘ. দোতলা বাড়ি
৪২. বিক্ষিপ্ত গ্রামীণ বসতির ধরন হলোÑ
র. ক্ষুদ্র পল্লি বসতি ও পৃথক বাসস্থান
রর. পথের ধারের চটি বসতি
ররর. বিক্ষিপ্ত গুচ্ছায়ন বসতি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও:
অপুর বাড়িটি ষোলোতলাবিশিষ্ট অট্টালিকা। অপু ও নিপুর বাড়ির মধ্যকার দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। নিপুর বাড়িটিও খুব সুন্দর। তাদের উঠানের একদিকে তৈরি করা হয়েছে রান্নাঘর, শোয়ার ঘর এবং অন্যপাশে খনন করা হয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর, যার পাশে রয়েছে একটি গোয়ালঘর।
৪৩. নিপুর বাড়ির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
● গ্রামে অবস্থান
খ. নগরে অবস্থান
গ. পৌর এলাকায় অবস্থান
ঘ. পৌরসভায় অবস্থান
৪৪. অপুর বাড়িতে কীসের বৈশিষ্ট্য ফুটে উঠেছে?
ক. গ্রামীণ বসতির
● পৌর বসতির
গ. রৈখিক বসতির
ঘ. বিক্ষিপ্ত বসতির
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫ ও ৪৬ নং প্রশ্নের উত্তর দাও:
৪৫. ছকে ‘ক’ বলতে কোনটিকে নির্দেশ করে?
● প্রাকৃতিক পরিবেশ
খ. সামাজিক পরিবেশ
গ. সাংস্কৃতিক পরিবেশ
ঘ. রাজনৈতিক পরিবেশ
৪৬. ছকে উল্লিখিত বিষয় ছাড়াও আর যে বিষয়গুলাে প্রাকৃতিক পরিবেশের অন্তর্ভুক্ত-
র. পানি
রর. সূর্যালোক
ররর. আবহাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৭. ক্ষুদ্র পল্পি, গ্রাম, শহর ও নগরে মানুষ তাদের আবাসস্থলের সমষ্টি হচ্ছে বসতি সংজ্ঞাটি কার?
ক. Drunhes
● Dicken Pias
গ. Jen Brulnues
ঘ. Stone
নিচের উদ্দীপকটি পড়ে ৪৮ ও ৪৯ নং প্রশ্নের উত্তর দাও:
মুরং চাকমার গ্রামের বাড়ি বান্দরবানের লামায়। সেখানকার ঘরগুলো পরস্পর থেকে অনেক দূরে অবস্থান করে।
৪৮. বান্দরবানের লামার ঘরগুলো কোন ধরনের?
ক. পুঞ্জীভূত বসতি
খ. সারিবদ্ধ বসতি
গ. বিক্ষিপ্ত বসতি
● বিচ্ছিন্ন বসতি
৪৯. বান্দরবানের উপজাতিরা সাধারণত কোনটিকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে?
ক. নদীকে
খ. পাহাড়কে
গ. বাজারকে
● ঝরনাকে
৫০. বাংলাদেশের গ্রামীণ হাটবাজারগুলো গড়ে ওঠার কারণগুলো হলো-
র. স্থানীয় চাহিদার উদ্বৃত্ত চালান
রর. দূরবর্তী পরিব্রাজক সেবা প্রদান
ররর. ভৌগোলিক কারণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৩য় অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post