ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq : ভূগোলে কৃষি একটি গুরুত্বপূর্ণ ধারণা। কৃষিকাজ হল গাছপালা এবং গবাদি পশু চাষের পদ্ধতি। উপবিষ্ট মানব সভ্যতার উত্থানের বিকাশের চাবিকাঠি ছিল কৃষি, যার ফলে গার্হস্থ্যকৃত প্রজাতির চাষ খাদ্য উদ্বৃত্ত তৈরি করে যা মানুষকে শহরে বসবাস করতে সক্ষম করে। কৃষিকাজের ইতিহাসের সূত্রপাত হয়েছিল হাজার হাজার বছর আগে।
ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq
১. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
● চা
খ. আখ
গ. গম
ঘ. ধান
২. কৃষিকাজের অর্থনৈতিক নিয়ামক কোনটি?
ক. জনসংখ্যা
খ. বিজ্ঞান ও প্রযুক্তি
● পরিবহন
ঘ. সরকারি নীতি
৩. বিশ্বের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কোনটি?
● ধান
খ. গম
গ. যব
ঘ. ভুট্রা
৪. গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাতের পরিমাণÑ
ক. ২০ – ৫০ সে.মি.
খ. ৩০ – ৫০ সে.মি.
● ৩০ – ১০০ সে.মি.
ঘ. ৬০ – ১৫০ সে.মি.
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
৫. উদ্দীপকের ‘ই’ চিহ্নিত অঞ্চলে উৎপাদিত শীর্ষস্থানীয় ফসল কোনটি?
ক. ধান
খ. গম
● আখ
ঘ. চা
৬. উদ্দীপকের ‘A’ ও ‘B’ দেশে উৎপাদনের দিক থেকে শীর্ষস্থানীয় ফসলের ভৌগোলিক নিয়ামকের বৈসাদৃশ্য-
র. তাপমাত্রায়
রর. ভূপ্রকৃতিতে
ররর. মৃত্তিকায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৭. বিশ্বে দ্বিতীয় প্রধান কৃষিখাত কোনটি?
ক. ফসল উৎপাদন
● পশুপালন
গ. বনায়ন
ঘ. মৎস্য চাষ
৮. বিশ্বের শীর্ষ আখ উৎপাদনকারী দেশ কোনটি?
ক. থাইল্যান্ড
খ. ভারত
● ব্রাজিল
ঘ. চীন
৯. আখের আদিভূমি কোথায় অবস্থিত?
ক. ব্রাজিল
খ. মেক্সিকেৎ
গ. থাইল্যান্ড
● ভারত
নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
একটি খাদ্যশস্যের বৈজ্ঞানিক নাম Triticum Sativum। এর প্রধান জাতগুলোর আদিভূমির একটি স্থান হলো উত্তর আমেরিকা। পরবর্তীকালে এ অঞ্চল থেকে শস্যটি সারা বিশ্বে বিস্তারলাভ করে।
১০. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি কোনটি?
ক যব
খ. ভুট্টা
গ. ধান
● গম
১১. উদ্দীপকে ইঙ্গিতকৃত শস্যটি উৎপাদনের জন্য প্রয়োজন
র. ১৫ ° – ২০ ° সে. তাপমাত্রা
রর. ৫০ সে.মি. – ১০০ সে.মি. বৃষ্টিপাত
ররর. কর্দময় দোআঁশ মৃত্তিকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১২. নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও: ঐশী বাবার সাথে বেড়াতে গিয়ে দেখল পাহাড়ের ঢালে সবুজে আচ্ছাদিত ভূমি। বাবা বললেন ইহা এক ধরনের কৃষি পদ্ধতি।
১২. ঐশীর বাবা কোন ধরনের কৃষি পদ্ধতির ইঙ্গিত করেছেন?
ক. প্রগাঢ়
খ. ব্যাপক
গ. মিশ্র
● বাগান
১৩. উদ্দীপকে ইঙ্গিতকৃত কৃষি পদ্ধতির বৈশিষ্ট্য হচ্ছে—
র. নারী শ্রমিকের আধিক্য
রর. ছায়াদানকারী বৃক্ষ
ররর. স্বাভাবিক বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৪. চা উৎপাদনে অনুকূল অবস্থা-
র. ঢালু ভূমি
রর. অপেক্ষাকৃত নিচু ভূমি
ররর. প্রচুর বৃষ্টিপাত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।
১৫. ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়?
ক. চীন
● ব্রাজিল
গ. ভারত
ঘ. মালদ্বীপ
১৬. উদ্দীপকের ফসলটি-
র. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে
রর. চাষের জন্য বৃষ্টিপাত দরকার হয়
ররর. বেলে মাটিতে উৎপাদন ভালো হয়
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৭. বসতি গড়ে ওঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?
ক. ভূপ্রকৃতি
খ. জলবায়ু
● কৃষি
ঘ. মাটি
১৮. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
ক. চা
● পাট
গ. আখ
ঘ. তামাক
১৯. পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
● গণচীন
২০. ঢালু ভূমি ও পর্যাপ্ত বৃষ্টিপাত কোন ফসল চাষের সহায়ক?
ক. গম
খ. ধান
গ. আখ
● চা
২১. নিরক্ষীয় অঞ্চলে সাধারণত গম চাষ করা হয় না কেন?
র. তাপমাত্রার আধ্যিকের কারণে
রর. বৃষ্টিপাতের আধ্যিকের কারণে
ররর. মৃত্তিকায় জৈব পদার্থের ঘাটতির কারণে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
২০১৩ সালের হিসাব অনুযায়ী ‘অ’ ও ‘ই’ দেশ দুটি তাদের প্রধান খাদ্যশস্য উৎপাদনে বিশ্বে যথাক্রমে চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। উক্ত খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে ‘অ’ দেশের তেমন ভূমিকা না থাকলেও ‘ই’ দেশটি প্রায় শীর্ষ স্থানে রয়েছে।
২২. উদ্দীপকের দেশ দুটিতে যে খাদ্যশস্য উৎপন্ন হয় তার অনুকূল তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড?
ক. ৮-১৭
● ১৮-২৭
গ. ২৮-৩৭
ঘ. ৩৮-৪৭
২৩. উদ্দীপকে উল্লিখিত ‘অ’ দেশটি ইঙ্গিতপূর্ণ খাদ্যশস্যটির রপ্তানি বাণিজ্যে কম গুরুত্বপূর্ণ কেন?
র. অধিক জনসংখ্যা
রর. অভ্যন্তরীণ চাহিদা
ররর. বাজারজাতকণের অসুবিধা
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২৪. Agriculture কোন শব্দ?
● ল্যাটিন শব্দ
খ. ফারসি শব্দ
গ. ইংরেজি শব্দ
ঘ. গ্রিক শব্দ
২৫. কৃষি এক ধরনের-
ক. বৃহৎ শিল্প
খ. কুটিরশিল্প
● জেনেটিক শিল্প
ঘ. ক্ষুদ্র শিল্প
২৬. কৃষির নিয়ামক কয়টি?
ক. ৫টি
খ. ৪টি
● ৩টি
ঘ. ২টি
২৭. কাদা মাটির বুনন বৈশিষ্ট্য কোনটি?
● সুসম
খ. পরিমিত
গ. মোটা
ঘ. মধ্যম
২৮. পরিমিত ‘মোটা’ কোন মাটির বুনন বৈশিষ্ট্য?
ক. কাদা মাটি
খ. দোআঁশ মাটি
গ. পলি মাটি
● বালি মাটি
২৯. মৃত্তিকায় pH মান কত হলে তা নিরপেক্ষ মাটি নির্দেশ করে?
ক. ৫
খ. ৬
● ৭
ঘ. ৮
ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
৩০. মৃত্তিকায় মোটা পাথরের ব্যাস কত মিলিমিটার?
ক. ১<
খ. <২
● >২
ঘ. ২
৩১. মৃত্তিকায় উপস্থিত কণার মধ্যে কোনটির ব্যাস <.০০২ মিলিমিটার?
ক. পলি
● কাদা
গ. চিকন বালি
ঘ. চিকন পাথর
৩২. কোনটি বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে?
● উদ্ভিদ
খ. মাটি
গ. বাতাস
ঘ. পাহাড়
৩৩. পৃথিবীর সর্বাধিক ধান উৎপাদনকারী মহাদেশ কোনটি?
● এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
৩৪. ধান চাষে প্রভাববিস্তারকারী উপাদানগুলোকে কী বলা হয়?
● ভৌগোলিক অবস্থা
খ. রাজনৈতিক অবস্থা
গ. প্রযুক্তিগত অবস্থা
ঘ. সামাজিক অবস্থা
৩৫. খরিফ শস্য কোন ঋতুভিত্তিক ফসল?
ক. গ্রীষ্মকালীন
খ. শীতকালীন
● বর্ষাকালীন
ঘ. শরকালীন
৩৭. ধান উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
● চীন
গ. ভারত
ঘ. বাংলাদেশ
৩৬. ধান উৎপাদনে কোন দেশ তৃতীয় স্থানে রয়েছে?
ক. বাংলাদেশ
খ. ভিয়েতনাম
গ. থাইল্যান্ড
● ইন্দোনেশিয়া
৩৭. ইন্দোনেশিয়ার কোন অঞ্চল ধান উৎপাদনে প্রসিদ্ধ?
● জাভা
খ. সুমাত্রা
গ. বোর্নিও
ঘ. সেলিবিস
৩৮. ধান উৎপাদনে বাংলাদেশ কততম স্থানে রয়েছে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
● চতুর্থ
৩৯. পৃথিবীর ধান্যাগার (Rice Bowl) বলা হয় কোন দেশকে?
● চীন
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. মায়ানমার
৪০. জাপানিকা ও ইন্ডিকা প্রকৃতির ধান কোন অঞ্চলের উৎপাদিত ধান?
ক. তুন্দ্র
● মৌসুমি
গ. পার্বত্য
ঘ. সামুদ্রিক
৪১. ধান চাষের অনুকূল তাপমাত্রা কত?
● ১৬° – ৩০° সেলসিয়াস
খ. ১৬° – ২২° সেলসিয়াস
গ. ২০° – ৩৫° সেলসিয়াস
ঘ. ১৯° – ৩০° সেলসিয়াস
৪২. গম রপ্তানিকারক দেশ কোনটি?
ক. মিশর
খ. ইরান
গ. বাংলাদেশ
● কানাডা
৪৩. কোন জমিতে চা ভালো হয়?
ক. সমতল জমি
খ. বন্ধুর জমি
● ঢালু জমি
ঘ. নিচু জমি
৪৪. চা রপ্তানিতে চীন কততম?
● প্রথম
খ. তৃতীয়
গ. চতুর্থ
ঘ. পঞ্চম
৪৫. কোন মহাদেশে মহিষপালন করা হয় না?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
● উত্তর আমেরিকা
ঘ. দ. আমেরিকা
৪৬. চা চাষের জন্য কেমন জলবায়ু উপযোগী?
ক. উষ্ণ
● উষ্ণ ও আর্দ্র
গ. আর্দ্র
ঘ. শীতল
৪৭. ছাগল উন্নয়ন ও পাঁঠাকেন্দ্র কোথায় অবস্থিত?
ক. শরিয়তপুর
খ. মাদারীপুর
গ. ফরিদপুর
● রাজবাড়ি
৪৮. বাংলাদেশ মাছ রপ্তানিতে বিশ্বে কততম স্থানে রয়েছে?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
● সপ্তম
৪৯. বিশ্বে তুলা উৎপাদনে কোন দেশ শীর্ষে রয়েছে?
● চীন
খ. ভারত
গ. যুক্তরাষ্ট্র
ঘ. পাকিস্তান
৫০. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়?
● ১৯৭০ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৮ সালে
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৪র্থ অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post