ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় mcq : প্রকৃতির স্বাভাবিক নিয়মে এক বা একাধিক উপাদানে গঠিত বা সামান্য পরিবর্তিত যে সব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে দেখতে পাওয়া যায় তাকে খনিজ বলে। উল্লেখ্য যে, খনিজ পদার্থ গঠনে মানুষের কোন হাত নেই। এটা সাধারণত বিভিন্ন শিলার উপাদানগুলো ভূতাত্ত্বিক সময়ের উপর নির্ভরকরে ধীরে ধীরে রাসায়নিক প্রক্রিয়ায় পরিবর্তিত হয়ে খনিজ পদার্থে পরিণত হয়।
এগুলো মাটির মধ্যে বিভিন্ন স্তরে বিবিধ পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় আকরিক চূর্ণ হিসেবে থাকে। যেমন-আকরিক লৌহ, চূনাপাথর, গ্রাভেল, কঠিন শীলা, গ্যাস স্যান্ড, তামা, এ্যালুমিনিয়াম (রাং), মাঙ্গানিজ, ট্যাংস্টেন, সোনা, হিরা, রূপা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি মূল্যবান খনিজ সম্পদ।
ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় mcq
১. কঠিন শিলা ব্যবহৃত হয়-
র. রাস্তাঘাট নির্মাণে
রর. সিমেন্ট প্রস্তুতে
ররর. রেলপথ নির্মাণে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
২. বর্তমানে আকরিক লৌহ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
● অস্ট্রেলিয়া
খ. ভারত
গ. ব্রাজিল
ঘ. চীন
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও: (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে)
৩. উদ্দীপকের ‘অ’ অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. প্রাকৃতিক গ্যাস
● কয়লা
গ. কাচ বালি
ঘ. খনিজ তেল
৪. উদ্দীপকের ‘অ’ ও ‘ই’ অঞ্চলে প্রাপ্ত প্রধান খনিজের মধ্যে বৈসাদৃশ্য-
র. যানবাহনের জ্বালানি
রর. সার শিল্পে ব্যবহার
ররর. বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫. বাংলাদেশের কোন জেলায় চীনামাটির সন্ধান পাওয়া গেছে?
● নওগাঁ
খ. রংপুর
গ. পাবনা
ঘ. নীলফামারী
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে একটি খনিজ প্রচুর পরিমাণে পাওয়া যায় যা সার কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়।
৬. উদ্দীপকে ইঙ্গিতকৃত খনিজটি বাংলাদেশের কোথায় সর্বপ্রথম আবিষ্কৃত হয়?
● হরিপুর
খ. রশিদপুর
গ. তিতাস
ঘ. বাখরাবাদ
৭. উদ্দীপকের খনিজটি আর কোন কোন কাজে ব্যবহৃত হয়?
র. রান্নার কাজে
রর. পরিবহনের জ্বালানি হিসেবে
ররর. পারমাণবিক চুল্লিতে তাপ প্রশমক হিসেবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৮. সিমেন্ট প্রস্তুতে ব্যবহৃত হয়-
ক. কাচ বালি
খ. খনিজ বালি
গ. চীনামাটি
● চুনাপাথর
৯. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষদেশ কোনটি?
ক. ভারত
খ. জাপান
● চীন
ঘ. দঃ কোরিয়া
১০. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?
● অভ্র
খ. বক্সাইট
গ. ম্যাঙ্গানিজ
ঘ. ফেলসফার
১১. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?
● ভারত
খ. নেপাল
গ. মালদ্বীপ
ঘ. ভুটান
১২. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ইরান
খ. ইরাক
● সৌদি আরব
ঘ. কুয়েত
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।
১৩. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?
● ভারত
খ. অষ্ট্রেলিয়া
গ. চীন
ঘ. মালয়েশিয়া
১৪. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়Ñ
র. টেকেরহাট
রর. জয়পুরহাট
ররর. বিজয়পুর
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১৫. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?
● তিতাস
খ. রশিদপুর
গ. হবিগঞ্জ
ঘ. কৈলাসটিলা
১৬. যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?
ক. কার্পাস বয়ন
● লৌহ ও ইস্পাত
গ. তৈরি পোশাক
ঘ. ঔষধ প্রস্তুতি
১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়?
ক. নাটোর
খ. যশোর
গ. খুলনা
● পাবনা
১৮. OPEC প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি?
● ইরাক
খ. ইরান
গ. ইন্দোনেশিয়া
ঘ. ভেনিজুয়েলা
১৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
গ. খনিজ তৈল
ঘ. চুনাপাথর
২০. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায় তার প্রধান উপাদান কোনটি?
ক. ক্লোরিন
খ. ফ্লোরিন
● মিথেন
ঘ. ব্রোমিন
২১. ২০১২ সালের তথ্যানুযায়ী বিশ্বের শীর্ষ লৌহ আকরিক উৎপাদনকারী দেশ কোনটি?
ক. ভারত
খ. সুইডেন
● চীন
ঘ. দক্ষিণ আফ্রিকা
২২. OPEC কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৫০
খ. ১৯৫৫
● ১৯৬০
ঘ. ১৯৬৫
২৩. খনিজ সম্পদকে মূলত কয়ভাগে ভাগ করা হয়েছে?
● ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
২৪. কোনটি লৌহ সংকর ধাতু?
● নিকেল
খ. তামা
গ. রূপা
ঘ. দস্তা
ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৫. প্রাথমিক অবস্থায় মানুষ কোন শক্তির ওপর নির্ভর করত?
● পেশিশক্তি
খ. পশুশুক্তি
গ. বিদ্যুৎশক্তি
ঘ. আলোকশক্তি
২৬. কানাডায় লৌহ আকরিক উৎপাদনের শতকরা হার কত?
● ১.৭৮%
খ. ১.৬৮%
গ. ১.৫৮%
ঘ. ১.৪৮%
২৭. কোন মহাদেশে পৃথিবীর অর্ধেকেরও বেশি লৌহ আকরিক উৎপাদিত হয়?
● এশিয়া
খ. ইউরোপ
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
২৮. কৃষ্ণ সিসা কী?
● গ্রাফাইট
খ. ম্যাঙ্গানিজ
গ. লোহা
ঘ. তামা
২৯. বর্তমানে কোন দেশ কৃত্রিমভাবে গ্রাফাইট তৈরি করছে?
ক. কানাডা
খ. রাশিয়া
● মার্কিন যুক্তরাষ্ট্র
ঘ. মেক্সিকো
৩০. নিচের কোনটি খনিজ সম্পদ?
ক. আলোকশক্তি
খ. তাপশক্তি
● গ্রাফাইট
ঘ. পানিবিদ্যুৎ
৩১. আকরিক লোহা উত্তোলনে কোন দেশ দুটি শীর্ষস্থানীয়?
ক. ভারত ও রূশ ফেডারেশন
খ. দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা যুক্তরাষ্ট্র
● চীন ও অস্ট্রেলিয়া
ঘ. কানাডা ও সুইডেন
৩২. লৌহ আকরিকের ভূমিকা অনস্বীকার্য হওয়ার ক্ষেত্রে কোনটি যোক্তিক?
ক. যাতায়াতের ক্ষেত্রে
খ. অবকাঠামো তৈরিতে
গ. রাস্তা তৈরিতে
● যাতায়াত ও অবকাঠামো তৈরিতে
৩৩. খনিজ তেল উত্তোলনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
● রাশিয়া
খ. সৌদি আরব
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ভেনিজুয়েলা
৩৪. ‘ডিগবয়’ তেলক্ষেত্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
ক. মেঘালয়
● আসাম
গ. মধ্যপ্রদেশ
ঘ. কর্নাটক
৩৫. বর্তমান বিশ্বে সর্বাধিক ব্যবহৃত শক্তিসম্পদ কোনটি?
ক. কয়লা
● খনিজ তেল
গ. লোহা
ঘ. স্বর্ণ
৩৬. খনিজ তেলের অপর নাম কী?
ক. স্বর্ণ
খ. রৌপ
● তরল স্বর্ণ
ঘ. তরল রৌপ্য
৩৭. প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল অধিক ব্যবহারের ফলে একদিন ফুরিয়ে যাবে। কারণ-
● উপরের দুটিই অনবায়নযোগ্য সম্পদ
খ. উপরের দুটিই নবায়নযোগ্য সম্পদ
গ. প্রাকৃতিক গ্যাস নবায়নযোগ্য ও খনিজ তেল অনবায়নযোগ্য সম্পদ
ঘ. জনসংখ্যার অত্যধিক বৃদ্ধির কারণে
৩৮. ইরানে খনিজ তেল আবিষ্কৃত হয় কত সালে?
ক. ১৮৯৬
খ. ১৯৭২
গ. ১৯৩৫
● ১৯০৮
৩৯. বিশ্বের প্রধান জ্বালানি শক্তির উৎস হিসেবে তুমি নিচের কোনটিকে যৌক্তিক মনে কর?
ক. বায়োগ্যাস
● ফসিল ফুয়েল
গ. সৌরশক্তি
ঘ. কাঠ
৪০. সৌদি আরব বিশ্বে তেল উৎপাদনে কততম স্থানে রয়েছে?
ক. প্রথম
● দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
৪১. সৌদি আরবের কোন অঞ্চলে অধিকাংশ তেলের খনি রয়েছে?
● হাসা
খ. জেদ্দা
গ. মদিনা
ঘ. মক্কা
৪২. কোনটি কানাডাভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?
ক. বাপেক্স
● নাইকো
গ. পেট্রোবাংলা
ঘ. ইউনোকল
৪৩. ইউনোকল কোন দেশভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান?
● যুক্তরাষ্ট্র
খ. কানাডা
গ. পােল্যান্ড
ঘ. চীন
৪৪. পৃথিবীর প্রথম ও দ্বিতীয় প্রাকৃতিক গ্যাস উত্তোলনকারী দেশ দুটি হলো-
ক. চীন ও আমেরিকা যুক্তরাষ্ট্র
● আমেরিকা যুক্তরাষ্ট্র ও রূশ ফেডারেশন
গ. নরওয়ে ও নেদারল্যান্ডস
ঘ. দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড
৪৫. খনিজ সম্পদ কমে গেলে কোন প্রভাবটি দেখা যাবে?
ক. চিকিৎসা সহায়তা কমে যাবে
● শিল্প ও বাণিজ্য হ্রাস পাবে
গ. মানুষের সুখ-স্বাচ্ছন্দ্য ও সমাজের উন্নতি কমে যাবে
ঘ. রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে
৪৬. বিশ্বের শীর্ষ গ্যাস উৎপাদনকারী দেশ কোনটি?
● যুক্তরাষ্ট্র
খ. ভারত
গ. রাশিয়া
ঘ. চীন
৪৭. রাশিয়া কোন গ্যাস বলয়ে অবস্থিত?
● ইউরোপ গ্যাস বলয়ে
খ. এশিয়া গ্যাস বলয়ে
গ. আফ্রিকা গ্যাস বলয়ে
ঘ. অস্ট্রেলিয়া গ্যাস বলয়ে
৪৮. কয়লার প্রাথমিক পর্যায় কোনটি?
● পিট
খ. বিটুমিনাস
গ. লিগনাইট
ঘ. অ্যানথ্রাসাইট
৪৯. পৃথিবীতে মোট সঞ্চিত কয়লার কত ভাগ এশিয়া মহাদেশে রয়েছে?
ক. ৪৫ ভাগ
● ৪৬ ভাগ
গ. ৪৮ ভাগ
ঘ. ৫০ ভাগ
৫০. কয়লা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন দেশ?
● চীন
খ. রাশিয়া
গ. পােল্যান্ড
ঘ. কানাড়া
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post