ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq : ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের বাংলাদেশের শিল্প সম্পর্কের প্রকৃতি ও পরিচয় সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরী। এ দেশের শিল্প প্রতিষ্ঠানে মানব সম্পদ ব্যবস্থাপনাসহ যে কোন কার্য বিভাগে সফলতার সাথে কাজ করতে হলে শিল্প সম্পর্কের বাংলাদেশের বিধি-বিধান ও বাস্তব অবস্থা জানা থাকা দরকার। এ লক্ষ্যে এই পাঠে বাংলাদেশের শিল্প সম্পর্কের অবস্থা আলোচনা করা হয়েছে। প্রথমে আমরা বাংলাদেশে শিল্প সম্পর্কের প্রকৃতি ও বৈশিষ্ট্যাবলী নিয়ে আলোচনা করব।
ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq
১. সার শিল্পের অন্যতম কাঁচামাল হচ্ছে
ক চিনামাটি
খ. চুনাপাথর
● প্রাকৃতিক গ্যাস
ঘ. জিপসাম
২. কোন দেশটি লৌহ ও ইস্পাত শিল্পে প্রথম?
ক. রাশিয়া
খ. ভারত
● চীন
ঘ. ব্রাজিল
৩. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি?
ক. পাটজাত দ্রব্য
খ. কুটিরশিল্প
● পোশাক শিল্প
ঘ. হিমায়িত চিংড়ি
৪. কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. ভারত
● চীন
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
অনিক ফেঞ্চুগঞ্জ সার কারখানায় চাকরি করে। ঐ কারখানায় ব্যবহৃত প্রধান কাঁচামাল সিলেটের হরিপুর থেকে সরবরাহ করা হয়।
৫. উদ্দীপকে উল্লিখিত কারখানায় কোন খনিজ ব্যবহার করা হয়?
ক. খনিজ তৈল
খ. সিলিকা
গ. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
৬. উদ্দীপকের কারখানায় ব্যবহৃত কাঁচামাল আর কী কাজে ব্যবহার করা হয়?
র. যানবাহনের জ্বালানি হিসাবে
রর. তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
ররর. সৌরবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে
নিচের কোনটি সঠিক?
● র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৭. বাংলাদেশের সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল কোনটি?
ক. বেলেপাথর
খ. নুড়ি পাথর
● চুনাপাথর
ঘ. কঠিন শিলা
৮. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চিনি শিল্প গড়ে না ওঠার কারণ-
ক. অনুন্নত যোগাযোগ ব্যবস্থা
খ. শক্তিসম্পদের অভাব
● কাঁচামালের অভাব
ঘ. সস্তা শ্রমিকের অভাব
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের অবহেলিত নারীগোষ্ঠীকে কাজে লাগিয়ে করিম সাহেব নতুন এক প্রকার শিল্প স্থাপনের পরিকল্পনা করেন। করিম সাহেবকে অনুসরণ করে পরবর্তীতে অনেকে এ শিল্পে এগিয়ে আসেন। যার ফলশ্রুতিতে বর্তমানে এটি দেশের অন্যতম প্রধান শিল্প। এই শিল্পজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র।
৯. করিম সাহেব কী শিল্পজাত পণ্য রপ্তানি করেন?
ক. পাটজাত সামগ্রী
● তৈরি পোশাক
গ. চামড়া
ঘ. হিমায়িত মাছ
১০. উদ্দীপকে ইঙ্গিতকৃত শিল্পের অনুকূল নিয়ামক কোনটি?
র. আন্তর্জাতিক বাজার
রর. কাঁচামাল
ররর. নারীশ্রমিক
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
১১. কেন শীতলক্ষ্যা নদীতীরে সার কারখানা গড়ে উঠেছে?
র. প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি
রর. মিঠা পানির সান্নিধ্য
ররর. সুষ্ঠু পরিবহন ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
১২. পৃথিবীতে প্রস্তুতকারী শিল্পে ব্যবহৃত মোট শক্তির কত অংশ কয়লা হতে পাওয়া যায়?
ক. ১৩ অংশ
● ২৩ অংশ
গ. ২৪ অংশ
ঘ. ৩৪ অংশ
১৩. বাংলাদেশের অধিকাংশ শিল্পে কোন খনিজ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়?
ক. কয়লা
● প্রাকৃতিক গ্যাস
গ. খনিজ তেল
ঘ. চুনাপাথর
১৪. কোন ধরনের দেশ কাপাস-বয়নশিল্পে উন্নত?
ক. শীতপ্রধান দেশ
● গ্রীষ্মপ্রধান দেশ
গ. বর্ষাপ্রধান দেশ
ঘ. শরৎপ্রধান দেশ
১৫. আমেরিকার কোন অঞ্চল পৃথিবীর সর্ববৃহৎ ইস্পাত উৎপাদনকারী অঞ্চল?
ক. বার্মিংহাম
● সেন্ট পিটার্সবার্গ
গ. ডুলথ অঞ্চল
ঘ. মধ্য আটলান্টিক অঞ্চল
১৬. সেন্ট পিটার্সবার্গ অঞ্চলে আমেরিকার কত ভাগ লৌহ ও ইস্পাত উৎপাদন করা হয়?
● ২৫ ভাগ
খ. ২৭ ভাগ
গ. ৩০ ভাগ
ঘ. ৩৩ ভাগ
১৭. পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
ক. পূর্বাঞ্চল
খ. পশ্চিমাঞ্চল
● উত্তরাঞ্চল
ঘ. দক্ষিণাঞ্চল
১৮. কার্পাস বয়নশিল্পে বিশাল অভ্যন্তরীণ বাজার নিচের কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য?
ক. ভারত
খ. পাকিস্তান
● চীন
ঘ. জাপান
১৯. সুইজারল্যান্ডের ঘড়ি বিখ্যাত হওয়ার উপযুক্ত কারণ কোনটি?
ক. দেশটি বিখ্যাত বলে
খ. ঘড়ি সুন্দর বলে
গ. বেশি ঘড়ি উৎপাদনের জন্য
● দক্ষ কারিগরের জন্য
২০. টাটা আয়রন অ্যান্ড স্টিল কো. লি. কত সালে প্রথম ইস্পাত তৈরি করে?
ক. ১৯১১
খ. ১৯১২
● ১৯১৩
ঘ. ১৯১৪
২১. রাজশাহী বিভাগে কয়টি চিনির কল আছে?
ক. ৩
খ. ৪
● ৫
ঘ. ৬
২২. দর্শনার কেরু এন্ড কোম্পানি চিনিকলটিতে চিনি ছাড়া আর কী কী উৎপন্ন হয়?
ক. গুড়, চকলেট
খ. কোমল পানীয়
গ. বিস্কুট, মদ
● অ্যালকোহল, স্পিরিট
২৩. ছাতক সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত?
ক. মৌলভীবাজারে
● সিলেটে
গ. নারায়ণগঞ্জে
ঘ. রংপুরে
২৪. বাংলাদেশের সিমেন্ট কারখানার মধ্যে কয়টি ছাতকে অবস্থিত?
● ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
২৫. কত সালে ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট কারখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪০ সালে
● ১৯৩৭ সালে
গ. ১৯৪২ সালে
ঘ. ১৯৪৩ সালে
২৬. আসাম বেঙ্গল সিমেন্ট কারখানার উৎপাদন কত সাল থেকে শুরু হয়?
ক. ১৯৪০ সাল
খ. ১৯৪১ সাল
গ. ১৯৪২ সাল
● ১৯৪৩ সাল
২৭. কত সাল থেকে চট্টগ্রাম সিমেন্ট কারখানার নির্মাণ কাজ শুরু হয়?
● ১৯৭২ সাল
খ. ১৯৭৩ সাল
গ. ১৯৭৪ সাল
ঘ. ১৯৭৫ সাল
২৮. মডার্ন সিমেন্ট কারখানাটি কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. টাঙ্গাইল
● মুন্সীগঞ্জ
ঘ. ফেনী
২৯. হুন্দাই সিমেন্টের বর্তমান নাম কী?
ক. আকিজ সিমেন্ট
● হোলসিম সিমেন্ট
গ. ফ্রেস সিমেন্ট
ঘ. ডায়মন্ড সিমেন্ট
৩০. দর্শনা চিনিকলটি কোন বিভাগে অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
● খুলনা
ঘ. সিলেট
৩১, লাফার্জ সুরমা ফ্যাক্টরি লি. কোন নদীর তীরে?
ক. মেঘনা নদী
● সুরমা নদী
গ. যমুনা নদী
ঘ. কর্ণফুলী নদী
৩২. শীতলক্ষ্যা নদীর তীরে কোন কারখানা প্রবর্তিত হয়েছে?
ক. যমুনা সার কারখানা
খ. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
● পলাশ ইউরিয়া সার কারখানা
ঘ. চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা
৩৩. বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার কারণ কোনটি?
● শ্রমিকের সহজলভ্যতা
খ. স্থানীয় প্রচুর মূলধন
গ. শ্রমিকদের সর্বোচ্চ সুবিধা
ঘ. সরকারি নীতি
৩৪. আশুগঞ্জ সার কারখানা কোন জেলায় অবস্থিত?
ক. সিলেট
● ব্রাহ্মণবাড়িয়া
গ. মৌলভীবাজার
ঘ. সুনামগঞ্জ
৩৫. রাজনৈতিক স্থিতিশীলতা কীসের জন্য কাম্য?
ক. চাকরি
খ. কৃষি
● শিল্পায়ন
ঘ. খেলাধুলা
৩৬. শিল্প স্থাপনের সাথে কীসের গতিশীল সম্পর্ক বিদ্যমান?
ক. কৃষির
খ. বাণিজ্যের
● উন্নয়নের
ঘ. সরকারের
৩৭. বাংলাদেশে পোশাকশিল্পে কত ভাগ নারী কর্মী কর্মসংস্থানের সঙ্গে
ক. প্রায় ৪৫ ভাগ
খ. প্রায় ৬০ ভাগ
● প্রায় ৮০ ভাগ
ঘ. প্রায় ৯০ ভাগ
৩৮. বাংলাদেশের ওষুধ শিল্প দেশীয় চাহিদার শতকরা কতভাগ পূরণ করে?
ক. ৯৫%
খ. ৯৬%
● ৯৭%
ঘ. ৯৯%
৩৯. পাকশী কাগজকল কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. চট্টগ্রাম
● পাবনা
ঘ. রাজশাহী
৪০. ভারতের সর্বপ্রথম পাটকল কোথায় স্থাপিত হয়?
ক. গুজরাট
খ. আসাম
● বিষড়া
ঘ. বরানগর
৪১. আদমজী পাটকল কত সালে পরিত্যক্ত ঘোষণা করা হয়?
ক. ২০০২ সালে
খ. ২০০৩ সালে
● ২০০৪ সালে
ঘ. ২০০৫ সালে
৪২. প্রথম কোন দেশ থেকে ভারতে রেশম শিল্পের বিকাশ ঘটে?
● চীন
খ. জাপান
গ. কোরিয়া
ঘ. নেপাল
৪৩. একটি দেশের শিল্পায়নের উন্নতির জন্য বড় বাধা কোনটি?
● রাজনৈতিক অস্থিতিশীলতা
খ. মূলধনের স্বল্পতা
গ. যানজট সমস্যা
ঘ. কাচামালের স্বল্পতা
৪৪. কোন স্থানে সিলিকা বালু সহজলভ্য হলে সেখানে কোন শিল্প বিকাশের সম্ভাবনা বেশি?
● কাঁচ শিল্প
খ. মৃৎশিল্প
গ. সিমেন্ট শিল্প
ঘ. সিরামিক শিল্প
৪৫. বার্মিংহাম কোন দেশের শিল্পাঞ্চল?
ক. জাপান
খ. ইউক্রেন
গ. যুক্তরাজ্য
● যুক্তরাষ্ট্র
৪৬. কীসের সরবরাহ ছাড়া কোনাে শিল্প গড়ে ওঠতে পারে না?
● কাঁচামাল
খ. জমি
গ. পানি
ঘ. বাজার
৪৭. যুক্তরাজ্যের লৌহ ও ইস্পাত শিল্পাঞ্চলসমূহ হলো-
র. ব্লাক কানট্রি অঞ্চল
রর. সেফিল্ড অঞ্চল
ররর. পশ্চিম উপকূলবর্তী অঞ্চল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৮. চীনের যে অঞ্চলগুলো বয়নশিল্পে উন্নতি লাভ করেছে তা হলো-
র. সাংহাই
রর. নানকিন
ররর. হ্যাজ্ঞাও
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৪৯. দক্ষিণ-পূর্ব অঞ্চলের অন্তর্ভুক্ত অঙ্গরাজ্য হলো-
র. ভার্জিনিয়া
রর. পেনসিলভানিয়া
ররর. জর্জিয়া
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
● র ও ররর
গ. রর ও ররর
ঘ. র, রর ও ররর
৫০. জাপানের বন্দর হিসেবে অধিক উপযোগী-
র. ওসাকা
রর. টোকিও
ররর. ইয়োকোহামা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post