ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় mcq : একটি দেশের উন্নতির পূর্ব শর্ত হচ্ছে উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা। স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ দিন বাংলাদেশের পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় তেমন উন্নতি হয় নাই। বর্তমানে পরিবহণ ও যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের কাজ চলছে।
এ পর্যায়ে আমরা বাংলাদেশের পরিবহনের বিভিন্ন মাধ্যম ও এ গুলোর গুরুত্ব সম্পর্কে বিশদ আলোকপাত করতে চাই। এ ব্যাপারে প্রথমেই আপনাদেরকে বাংলাদেশের পরিবহণ ব্যবস্থার সাধারন দিক তুলে ধরা হবে। এর পর বিভিন্ন পরিবহণ মাধ্যম সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় mcq
১. বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?
ক. রেলপথ
● নৌপথ
গ. সড়কপথ
ঘ. আকাশপথ
২. কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?
● ঢাকা
খ. চট্টগ্রাম
গ. খুলনা
ঘ. সিলেট
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
৩. ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহরটি কোন নদীর তীরে অবস্থিত?
ক. ভদ্রা
● রূপসা
গ. মেঘনা
ঘ. কীর্তনখোলা
৪. ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?
র. বিমান
রর. রেল
ররর. নৌ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. র ও ররর
গ. রর ও ররর
● র, রর ও ররর
৫. নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত?
ক. মধুমতি
খ. মেঘনা
গ. বুড়িগঙ্গা
● শীতলক্ষ্যা
৬. স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?
ক. সড়কপথ
খ. রেলপথ
● জলপথ
ঘ. আকাশপথ
৭. চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
● মিটারগেজ
খ. ব্রডগেজ
গ. ন্যারোগেজ
ঘ. ডুয়েলগেজ
৮. পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?
ক. ২ প্রকার
● ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
৯. বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?
ক. লঞ্চ
● ফেরি
গ. জাহাজ
ঘ. নৌকা
১০. বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?
ক. জেলা সড়ক
খ. আঞ্চলিক সড়ক
● উপজেলা সড়ক
ঘ. গ্রাম সড়ক
১১. বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে? . ● খুলনা
খ. সিলেট
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
১২. বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন কয়টি?
● ৪৯৯টি
খ. ৪৫৮টি
গ. ৪৬২টি
ঘ. ৪৭০টি
১৩. বাংলাদেশে কত কি. মি. নাব্য জলপথ শুধু বর্ষাকালে ব্যবহার হয়?
● ৩০০০ কি. মি.
খ. ৩২০০ কি. মি.
গ. ৩৪০০ কি. মি.
ঘ. ৩৬০০ কি. মি.
১৪. নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে কতভাগ টাবুরী নৌকা ব্যবহার করে?
ক. ৯০ ভাগ
খ. ৯২ ভাগ
● ৯৪ ভাগ
ঘ. ৯৬ ভাগ
১৫. নদীপথে স্টিমার ব্যবহারকারী যাত্রী শতকরা কতজন?
ক. ৫ জন
● ৬ জন
গ. ৭ জন
ঘ. ৮ জন
১৬. বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
১৭. নদীপথ কোন অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম?
ক. ময়মনসিংহ
খ. পাবনা
গ. কুমিল্লা
● বরগুনা
১৮. জেলা বোর্ড সড়ক বলতে কী বোঝ?
ক. বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
● বিভিন্ন জেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
গ. বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক
ঘ. রাজধানীর সাথে বিভিন্ন জেলার সংযোগ স্থাপনকারী সড়ক
১৯. বিভিন্ন গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কোনটি?
● ইউনিয়ন পরিষদের সড়কপথ
খ. উপজেলা সড়কপথ
গ. জেলা বোর্ড সড়ক
ঘ. জাতীয় জনপদ
২০. অল্প দূরত্ববিশিষ্ট স্থানের জন্য কোন বাহনটি বেশি কার্যকর?
ক. বাস
খ. ট্রাক
গ. ট্রেন
● রিকশা
২১. ভারি পণ্য পরিবহনে কোনটি কার্যকর?
ক. বাস
● ট্রাক
গ. রিকশা
ঘ. ভ্যান
২২. যুদ্ধ সরঞ্জাম প্রেরণে কোন পথ অধিক কার্যকর?
ক. বিমানপথ
খ. নদীপথ
● সড়কপথ
ঘ. সমুদ্রপথ
২৩. বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?
ক. খাল বন্দর
খ. উপসাগরীয় বন্দর
● নদী মুখের বন্দর
ঘ. খাড়ি বন্দর
২৪. বাংলাদেশে কয়টি সমুদ্রবন্দর রয়েছে?
ক. ২টি
● ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
২৫. বড়াল ব্রিজ কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. বগুড়া
● পাবনা
ঘ. কুষ্টিয়া
২৬. যমুনা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?
ক. টাঙ্গাইল-জামালপুর
খ. জামালপুর-গাইবান্ধা
● টাঙ্গাইল-সিরাজগঞ্জ
ঘ. সিরাজগঞ্জ-বগুড়া
২৭. সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?
ক. ভারত মহাসাগর
● আটলান্টিক মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
২৮. ‘সুবর্ণভূমি’ বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?
ক. কাতার
খ. দুবাই
গ. সৌদি আরব
● থাইল্যান্ড
২৯. ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সৌদি আরবের কোন শহরে অবস্থিত?
ক. জেদ্দা
● দাম্মাম
গ. রিয়াদ
ঘ. মদিনা
৩০. সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?
ক. কি. আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর
● কি. খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর
গ. কি. ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ঘ. মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দর
৩১. বাংলাদেশে কতটি স্থলবন্দর রয়েছে?
ক. ১০
খ. ১৫
● ১৯
ঘ. ২৪
৩২. বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই?
ক. যশোর
খ. রাজশাহী
● বরিশাল
ঘ. জামালপুর
৩৩. বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান সড়ক রুট কয়টি?
● ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৬টি
৩৪. ব্রিটিশ আমলে সমগ্র বাংলাদেশ কোন বন্দরের পশ্চাদভূমি ছিল?
ক. মুম্বাই
● কলকাতা
গ. মংলা
ঘ. চট্টগ্রাম
৩৫. বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরী আছে?
ক. ১টি
● ২টি
গ. ৩টি
ঘ. ৪টি
৩৬. মংলা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
ক. খুলনা
খ. বরগুনা
● বাগেরহাট
ঘ. পটুয়াখালী
৩৭. বাংলাদেশে কয় ধরনের বিমান সার্ভিস রয়েছে?
● ২ ধরনের
খ. ৩ ধরনের
গ. ৪ ধরনের
ঘ. ৬ ধরনের
৩৮. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
ক. চট্টগ্রাম
● সিলেট
গ. ঢাকা
ঘ. সৈয়দপুর
৩৯. বর্তমানে বাংলাদেশ বিমান বহরে মোট কয়টি উড়োজাহাজ রয়েছে?
ক. ১০
খ. ১২
● ১৩
ঘ. ২০
৪০. বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব কোনটি?
● অর্থনৈতিক উন্নতি
খ. সম্পদের সুসম বন্টন
গ. বাজার ব্যবস্থার অবনতি
ঘ. শ্রমের গতিশীলতা
৪১. বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোন সালের কত তারিখে?
ক. ১৮৬২ সালের ১৪ নভেম্বর
● ১৮৬২ সালের ১৫ নভেম্বর
গ. ১৯৬২ সালের ১৪ নভেম্বর
ঘ. ১৯৬২ সালের ১৫ নভেম্বর
৪২. ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে রেল পরিবহন চালু হয়?
ক. ১৮০৫
● ১৮১৫
গ. ১৮২৫
ঘ. ১৮৩০
৪৩. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
● উত্তর হতে দক্ষিণ
খ. দক্ষিণ হতে পশ্চিম
গ. পশ্চিম হতে পূর্ব
ঘ. উত্তর হতে পূর্ব
৪৪. বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
● উত্তর হতে দক্ষিণ
খ. দক্ষিণ হতে পশ্চিম
গ. পশ্চিম হতে পূর্ব
ঘ. উত্তর হতে পূর্ব
৪৫. বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে দেশের সমুদ্রবন্দর, বিভাগীয় ও জেলা সদর এবং প্রধান বন্দর ও শহরের সাথে সংযোগ স্থাপনকারী সড়কপথসমূহকে কী বলে?
● জাতীয় জনপথ
খ. জেলাবোর্ড সড়ক
গ. থানা পরিষদের রাস্তা
ঘ. পৌরসভার সড়কপথ
৪৬. বাজারব্যবস্থার উন্নতির জন্য কোন পথ থাকায় খুবই সুবিধা হয়েছে?
ক. রেল
● সড়ক
গ. আকাশ
ঘ. নদী
৪৭. ঢাকাকে দেশের বাণিজ্যিক রাজধানীর সাথে কোন মহাসড়কটি সংযুক্ত করেছে?
● ঢাকা-চট্টগ্রাম
খ. ঢাকা-সিলেট
গ. ঢাকা-খুলনা
ঘ. ঢাকা-বরিশাল
৪৮. বাংলাদেশের কোন অঞ্চলে নদীপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম?
● দক্ষিণাঞ্চলে
খ. পূর্বাঞ্চলে
গ. উত্তরাঞ্চলে
ঘ. পশ্চিমাঞ্চলে
৪৯. বাংলাদেশে যোগাযোগের ক্ষেত্রে কোন মাধ্যমটির দ্রুত প্রসার ঘটছে?
ক. বেতার
খ. টেলিভিশন
গ. টেলিফোন
● মোবাইল
৫০. বাংলাদেশের অন্যতম প্রধান নদীবন্দর ও শিল্পকেন্দ্র কোনটি?
ক. চাদপুর
● নারায়ণগঞ্জ
গ. টঙ্গী
ঘ. সদরঘাট
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরে ৫০টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। তবে আমাদের উত্তরমালায় ১০০টি প্রশ্ন উত্তরসহ রয়েছে। উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় mcq প্রশ্নগুলো উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post