ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন : পৃথিবীকে সর্বদা আবৃত করে রাখা বিরাজমান কতিপয় গ্যাসীয় উপাদানকে বায়ু বলে। বায়ুমণ্ডলের মধ্যে যখন দূষিত ধোঁয়া, গ্যাস, বাম্প ইত্যাদি অনিষ্টকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার দরুন মানুষ, জীবজন্তু ও উদ্ভিদজগতের ক্ষতি হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।
মানবসৃষ্ট কতিপয় কর্মকাণ্ডে বায়ু দূষিত হয়। যেমন মোটর যানবাহন, শিল্পকারখানা, পাওয়ার প্লান্ট, ক্লোরো ফ্লোরো কার্বন (CFC), আবর্জনাসমূহ; মোটর যানবাহন থেকে হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন; শিল্পকারখানা থেকে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস যা বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। এছাড়া রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতি ব্যবহারের কারণে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় যা বায়ুকে মারাত্মকভাবে দূষিত করে।
ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন
১. দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল- ব্যাখ্যা কর।
উত্তর : দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল। অর্থনৈতিক দূষণের প্রত্যক্ষ ফল হলো দরিদ্রতা। যেকোনো দেশের সার্বিক উন্নয়নের চাবিকাঠি হলো অর্থনৈতিক কর্মকাণ্ড। বিভিন্ন কারণে যখন অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় অর্থাৎ দূষণের সম্মুখীন হয় তখন উন্নয়ন থমকে দাঁড়ায় আর উন্নয়ন থমকে দাড়ালে একটি দেশে দরিদ্রতা নেমে আসে। কারণ অর্থনৈতিক উন্নয়নের ফলে সামগ্রিক উন্নয়ন সাধিত হয় এবং দারিদ্রতা দূরীকরণ হয়। তাই বলা যায়, দরিদ্রতা অর্থনৈতিক দূষণের ফল।
২. মানবসৃষ্ট দূষণ ব্যাখ্যা কর।
উত্তর : মানুষের কর্মকাণ্ডের ফলে পরিবেশের স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থার রূপান্তর ঘটে যে দূষণ সৃষ্টি হয়, তাই মানবসৃষ্ট দূষণ। কলকারখানা নির্মাণ, অপরিকল্পিত বাসস্থান, বন উজাড়, ইটভাটা তৈরি, অবৈজ্ঞানিক কৃষিব্যবস্থা, মাইকিং, বিভিন্ন অনুষ্ঠানে মাত্রাতিরিক্ত শব্দে গান-বাজনা প্রভৃতি মানবসৃষ্ট দূষণের কারণ।
৩. শিল্পবর্জ্য বুড়িগঙ্গার পানিদূষণের অন্যতম কারণ ব্যাখ্যা কর।
উত্তর : শিল্পবর্জ্য বুড়িগঙ্গার পানিদূষণের অন্যতম কারণ।
ঢাকায় অবস্থিত বিভিন্ন শিল্প-কারখানা যেমন- রং ও প্লাস্টিক শিল্প, বস্ত্র শিল্প, লৌহজাতীয় ধাতু, ওষুধ প্রভৃতি শিল্প হতে নির্গত বর্জ্যসমূহ পয়ঃনিষ্কাশন লাইনের মাধ্যমে বুড়িগঙ্গার পানিতে মিশেছে। ক্ষতিকর রাসায়নিক উপাদানে গঠিত এসব শিল্পবর্জই বুড়িগঙ্গার পানিকে দূষিত করছে।
৪. বায়ুদূষণের কারণ ব্যাখ্যা কর।
উত্তর : পৃথিবীকে সর্বদা আবৃত করে রাখা বিরাজমান কতিপয় গ্যাসীয় উপাদানকে বায়ু বলে। বায়ুম-লের মধ্যে যখন দূষিত ধোঁয়া, গ্যাস, বাম্প ইত্যাদি অনিষ্টকর উপাদানের সমাবেশ ঘটে এবং যার দরুন মানুষ, জীবজন্তু ও উদ্ভিদজগতের ক্ষতি হয়, তখন তাকে বায়ুদূষণ বলে।
মানবসৃষ্ট কতিপয় কর্মকাণ্ডে বায়ু দূষিত হয়। যেমন মোটর যানবাহন, শিল্পকারখানা, পাওয়ার প্লান্ট, ক্লোরো ফ্লোরো কার্বন (CFC), আবর্জনাসমূহ; মোটর যানবাহন থেকে হাইড্রোকার্বন, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন; শিল্পকারখানা থেকে উৎপন্ন বিভিন্ন বিষাক্ত গ্যাস যা বায়ুর সাথে মিশে বায়ুকে দূষিত করে। এছাড়া রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার প্রভৃতি ব্যবহারের কারণে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় যা বায়ুকে মারাত্মকভাবে দূষিত করে।
৫. দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়াদান কথাটি বুঝিয়ে লেখ।
উত্তর : সাড়াদান বলতে নিরাপদ স্থানে অপসারণ, তল্লাশি ও উদ্ধার, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ত্রাণ ও পুনর্বাসন প্রভৃতি কার্যক্রমকে বোঝায়। সাড়াদান দুর্যোগ ব্যবস্থাপনার একটি অংশমাত্র। দুর্যোগের পর পরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। এ চক্রটি মূলত দুর্যোগ আরম্ভ হওয়ার পর পরই শুরু হয়। এটি দুর্যোগ ব্যবস্থার ৩য় ধাপ।
৬. মাটি দূষিত হয় কীভাবে? ব্যাখ্যা কর।
উত্তর : প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট কারণে মাটির স্বাভাবিক কার্যকারিতা যখন নষ্ট হয় তখন তাকে মাটিদূষণ বলে।
মাটিদূষণ বিভিন্ন কারণে হতে পারে। যেমন- পশুপাখির খামারের মলমূত্র, কীটনাশক ও রাসায়নিক সার, মৃতজীবের ধ্বংসাবশেষ, তাপবিদ্যুৎ ও পারমাণবিক শক্তি কেন্দ্রের প্রভাব, ভূগর্ভস্থ পানির ঘাটতি প্রভৃতি উপাদানগুলো দ্বারা মাটি দূষিত হয়। এসব উপাদানগুলো মাটির সাথে মিশে মাটির স্বাভাবিক কার্যকারিতা নষ্ট করে দেয় বলে মাটিদূষণ ঘটে।
৭. কৃষি ক্রিয়াকলাপ কীভাবে পানি দূষণ করে?
উত্তর : কৃষি ক্রিয়াকলাপের ফলে পানি দূষিত হয়।
কৃষি জমিতে যে রাসায়নিক সার ও কীট-পতঙ্গ নাশক ব্যবহার করা হয় তা বৃষ্টির পানিতে মিশে নদীতে পড়ে এবং নদীর পানি দূষিত করে। পরে নদীর দূষিত পানি সমুদ্রে পড়ে সমুদ্রের পানিও দূষিত করে। এভাবে কৃষিকাজের ফলে পানি দূষিত হয়।
৮. দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরূপ একটি ব্যবহারিক বিজ্ঞান যার আওতায় পড়ে যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি কার্যক্রম।
সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনায় দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়।
৯. দুর্যোগ পূর্ব প্রস্তুতি বলতে কী বোঝ?
উত্তর : দুর্যোগপূর্ব প্রস্তুতি বলতে দুর্যোগপূর্ব সময়ে ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহকে বোঝায়।
আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, ড্রিল বা ভূমিকা অভিনয় এবং যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা দুর্যোগ প্রস্তুতির অন্তর্গত।
১০. দ্রুত শিল্পায়নের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন কেন?
উত্তর : দ্রুত শিল্পায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন রয়েছে।
শিল্পায়নের জন্য প্রয়োজন একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার। কোনো দেশই রাজনৈতিক হানাহানির মাধ্যমে শিল্পায়নে অগ্রসর হতে পারে না। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে একটি দেশে দাঙ্গা, ফ্যাসাদ, হরতাল, অবরোধ লেগেই থাকে যা শিল্পায়নের প্রধান বাধা। তাই যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম হাতিয়ার শিল্পায়নের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ।
►► আরো দেখো: ভূগোল ১ম ও ২য় পত্রের সৃজনশীল প্রশ্নের উত্তর
উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, উপরের Answer Sheet বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভূগোল ২য় পত্র ৯ম অধ্যায় অনুধাবনমূলক প্রশ্ন উত্তরসহ সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post