শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. ইরাটসথেনিস কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: ইরাটসথেনিস গ্রিস দেশের অধিবাসী ছিলেন।
২. ভূগোলের প্রধান কাজ কী?
উত্তর: ভূগোলের প্রধান কাজ হলো মানুষ ও পরিবেশের মধ্যে যে মিথস্ক্রিয়ার সম্বন্ধ আছে তার কার্যকারণ উদঘাটন করা।
৩. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে।
৪. প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা কোন বিষয়ের অন্তর্ভুক্ত?
উত্তর: প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ভূগোলের অন্তর্ভুক্ত।
৫. মাটি, পানি ও বায়ু পরিবেশের কোন ধরনের উপাদান?
উত্তর: মাটি, পানি ও বায়ু পরিবেশের জড় উপাদান।
৬. প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী?
উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো- মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী।
৭. কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ দাও।
উত্তর: কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ- কৃষিকাজ, পশুপালন, বনজসম্পদ ও খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা-বাণিজ্য পরিচালনা ইত্যাদি।
৮. পরিবেশের উপাদান কয়টি কী কী?
উত্তর: পরিবেশের উপাদান দুটি। যেমন: জড় উপাদান ও জীব উপাদান।
৯. জীব পরিবেশ কাকে বলে?
উত্তর: জীবদের নিয়ে গড়া পরিবেশকে জীব পরিবেশ বলে।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post