শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বাংলাদেশের কৃষিখাতে প্রধান রপ্তানি পণ্যগুলোর নাম লিখ।
উত্তর: বাংলাদেশের কৃষিখাতে প্রধান রপ্তানি পণ্যগুলো হলো হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চা প্রভৃতি।
২. এদেশের শ্রম শক্তির মোট কত শতাংশ কৃষিখাতে নিয়োজিত?
উত্তর: এদেশের শ্রম শক্তির মোট ৪৭.৫০ শতাংশ কৃষিখাতে নিয়োজিত।
৩. বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে কোনটি প্রধান?
উত্তর: বাংলাদেশের খাদ্যশস্যের মধ্যে ধান প্রধান।
৪. ধান চাষের জন্য কত তাপমাত্রা প্রয়োজন?
উত্তর: ধান চাষের জন্য ১৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন।
৫. রংপুরে কোন ধান ভালো হয়?
উত্তর: রংপুরে আমন ধান ভালো হয়।
৬. পাট চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়?
উত্তর: পাট চাষের জন্য ১৫০-২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়।
৭. কোন ধরনের মাটি ধান চাষের উপযোগী?
উত্তর: নদী উপত্যকায় পলিমাটি ধান চাষের উপযোগী ।
৮. উত্তরাঞ্চলের জেলাগুলোতে কোন শস্যের চাষ বেশি প্রসার লাভ করেছে?
উত্তর: উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম চাষ বেশি প্রসার লাভ করেছে।
৯. ইক্ষু উৎপাদনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস উত্তাপ প্রয়োজন হয়?
উত্তর: ১৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
১০. সবচেয়ে বেশি চা বাগান কোথায় রয়েছে?
উত্তর: সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটে জেলায়।
১১. চা চাষের জন্য কত সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন?
উত্তর: চা চাষের জন্য ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন।
১২. কোন মাটিতে চা চাষ ভালো হয়?
উত্তর: উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটিতে ।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ১১শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post