শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. পরিবহন কী?
উত্তর: যাত্রী ও পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরকে পরিবহন বলে।
২. বাংলাদেশের অভ্যন্তরীণ সড়কপথ কী কেন্দ্রিক?
উত্তর: বাংলাদেশের অভ্যন্তরীণ সড়কপথ ঢাকাকেন্দ্রিক।
৩. বাংলাদেশে ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর: বাংলাদেশে ডুয়েলগেজ রেলপথের দৈর্ঘ্য ৩৭৫ কিলোমিটার।
৪. বাংলাদেশে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তর: বাংলাদেশে ব্রডগেজ রেলপথের দৈর্ঘ্য ৬৫৯ কিলোমিটার
৫. কী কারণে রেলের গুরুত্ব অপরিসীম?
উত্তর: যাত্রী পরিবহন, পণ্য পরিবহনে রেলের গুরুত্ব অপরিসীম।
৬. মিটারগেজ কাকে বলে?
উত্তর: ১ মিটার প্রস্থ রেলপথকে মিটারগেজ বলে।
৭. বাংলাদেশের কোন অঞ্চলে রেলপথ কম?
উত্তর: বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে রেলপথ কম।
৮. ব্রডগেজ কী?
উত্তর: ১.৬৮ মিটার প্রস্থ রেলপথ ব্রডগেজ নামে পরিচিত।
৯. বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে কোন দেশের অবস্থান শীর্ষে?
উত্তর: বাংলাদেশ থেকে আমদানির ক্ষেত্রে চীন দেশের অবস্থান শীর্ষে।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ১২শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post