শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. দুর্যোগ প্রস্তুতি বলতে কী বোঝায়?
উত্তর: দুর্যোগ প্রস্তুতি বলতে দুর্যোগপূর্ব সময়ে দুর্যোগের ঝুঁকি কমানোর ব্যবস্থাসমূহকে বোঝায়।
২. বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত?
উত্তর: বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২,৩০০ মিলিমিটার।
৩. বাংলাদেশের মোট কতটি নদীর উৎসস্থল ভারতে?
উত্তর: বাংলাদেশের মোট ৫৪টি নদীর উৎসস্থল ভারতে।
৪. বাংলাদেশের কত লোক প্রত্যক্ষভাবে নদীভাঙনের শিকার হয়?
উত্তর: বাংলাদেশের ১.৫ মিলিয়ন লোক প্রত্যক্ষভাবে নদীভাঙনের শিকার হয়।
৫. প্রতিবছর বাংলাদেশ নদীভাঙনের ফলে কত টাকার ক্ষতির সম্মুখীন হয়?
উত্তর: প্রতিবছর বাংলাদেশ নদীভাঙনের ফলে ২০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়।
৬. দেশের কতটি উপজেলায় নদীভাঙন সংঘটিত হয়?
উত্তর: দেশের ১০০টি উপজেলায় নদীভাঙন সংঘটিত হয়।
৭. অগভীর কেন্দ্র কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত?
উত্তর: অগভীর কেন্দ্র ০-৭০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
৮. ‘স্পারসো’ কী?
উত্তর: ‘স্পারসো’ হলো মহাকাশ গবেষণার জন্য একটি সরকারি সংস্থা।
৯. ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সাথে কয় ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত?
উত্তর: ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্রের সাথে তিন ধরনের পরিমাপ সম্পর্কযুক্ত।
১০. মহাকাশ গবেষণার জন্য সরকারি একটি সংস্থার নাম কী?
উত্তর: মহাকাশ গবেষণার জন্য সরকারি একটি সংস্থার নাম হচ্ছে স্পারসো।
১১. দুর্যোগ প্রশমন কী?
উত্তর: দুর্যোগের দীর্ঘস্থায়ী ক্ষতি হ্রাস এবং দুর্যোগপূর্ব প্রস্তুতিকেই দুর্যোগ প্রশমন বলা হয়।
১২. কোন ধরনের দুর্যোগ প্রশমন ব্যয়বহুল?
উত্তর: কাঠামোগত দুর্যোগ প্রশমন ব্যয়বহুল।
১৩. দুর্যোগের পরপরই কিসের প্রয়োজন হয়?
উত্তর: দুর্যোগের পরপরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ১৪শ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post