শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সৌরজগৎ কাকে বলে?
উত্তর: সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে সৌরজগৎ বলে।
২. সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে কী নির্ণয় করা যায়?
উত্তর: সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করে অক্ষাংশ নির্ণয় করা যায়।
৩. নিরক্ষরেখা বা বিষুবরেখা কাকে বলে?
উত্তর: পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে একটি রেখা কল্পনা করা হয়েছে, একে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে।
৪. অক্ষরেখা কী?
উত্তর: নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো রয়েছে সেগুলো হলো অক্ষরেখা।
৫. জ্যোতিষ্ক কাকে বলে?
উত্তর: মহাকাশের অসংখ্য নক্ষত্র এবং এদের গ্রহ ও উপগ্রহকে বলে জ্যোতিষ্ক।
৬. আলোর গতিবেগ কত?
উত্তর: আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে॥
৭. ১ আলোকবর্ষ কাকে বলে?
উত্তর: আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই বেগে ১ বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে ১ আলোকবর্ষ বলে।
৮. পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর: পৃথিবীর নিকটতম নক্ষত্র সূর্য।
৯. ছায়াপথ কাকে বলে?
উত্তর: কোনো একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বলে।
১০. বাংলাদেশের উপর দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর: বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
১১. সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত কাকে বলে?
উত্তর: উত্তর গোলার্ধে ৬৬.৫০ উত্তর অক্ষরেখাকে সুমেরুবৃত্ত এবং দক্ষিণ গোলার্ধে ৬৬.৫০ দক্ষিণ অক্ষরেখাকে কুমেরুবৃত্ত বলে।
১২. বাসন্ত বিষুব কাকে বলে?
উত্তর: ২১শে মার্চ পৃথিবীর সর্বত্র দিন-রাত্রি সমান হয় এবং ঐ দিনটিকে বাসন্ত বিষুব বা মহাবিষুব বলে।
১৩. কর্কট সংক্রান্তি কাকে বলে?
উত্তর: ২১শে জুন সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌছায়, একে কর্কটক্রান্তি বলে।
১৪. মকরসংক্রান্তি কাকে বলে?
উত্তর: ২২শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌছায়। একে মকর সংক্রান্তি বলে।
১৫. অনুসূর কী?
উত্তর: উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করতে করতে জানুয়ারি ১-৩ তারিখে পৃথিবী সূর্য হতে কম দূরত্বে অবস্থান করে। পৃথিবীর এ অবস্থানকে অনুসূর বলে।
১৬. অপসূর কী ?
উত্তর: জুলাই মাসের ১-৪ তারিখে পৃথিবী সূর্য থেকে সর্বাপেক্ষা বেশি দূরে অবস্থান করে। এ অবস্থানকে অপসূর বলে।
১৭. বিষুব কী?
উত্তর: ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয়। এই দু’দিনকে বিষুব বলে।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post