শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. শিলা কী?
উত্তর: ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত তাদের শিলা বলে।
২. একটি মৌলিক উপাদানে গঠিত এমন একটি খনিজের নাম লেখ ?
উত্তর: একটি মৌলিক উপাদানে গঠিত এমন একটি খনিজের নাম হীরা।
৩. চুনাপাথর কোন খনিজ থেকে সৃষ্ট?
উত্তর: চুনাপাথর ক্যালসাইট নামের খনিজ থেকে সৃষ্ট।
৪. ভূমিকম্প কাকে বলে?
উত্তর: পৃথিবীর কঠিন ভূত্বকের কোন কোন অংশ প্রাকৃতিক কোন কারণে কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে ৷ ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
৫. ‘সুনামি’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘সুনামি’ জাপানি শব্দ। এর অর্থ হলো “পোতাশ্রয়ের ঢেউ” ।
৬. আগ্নেয়গিরি কী?
উত্তর: ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল দিয়ে ভূগর্তের গলিত পদার্থ প্রবলবেগে ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হয়ে ক্রমশ জমাট বেঁধে যে উঁচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
৭. ভিসুভিয়াস কী?
উত্তর: ভিসুভিয়াস ইতালির একটি আগ্নেয় পর্বত।
৮. বিচূর্ণীভবন কী ?
উত্তর: শিলারাশির চূর্ণবিচূর্ণ ও বিশিষ্ট হওয়ার প্রক্রিয়াকে বিচূর্ণীভবন বলে।
৯. চ্যুতি কী?
উত্তর: ভূআলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। এ ফাটল বরাবর ভূত্বকের স্থানচ্যুত হওয়াকে চ্যুতি বলে।
১০. পাহাড় কাকে বলে?
উত্তর: সাধারণত ৬০০ থেকে ১০০০ মিটার উঁচু স্বল্প বিস্তৃত শিলাস্তুপকে পাহাড় বলে।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ৪র্থ অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post