আজকের বিষয় ডিগ্রি ২য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৪র্থ পত্র সাজেশন বাংলাদেশের ভূগোল
ভূগোল ও পরিবেশ ৪র্থ পত্র সাজেশন
বিষয় কোড 123203
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. বাংলাদেশের ভূ-প্রকৃতির প্রকারভেদ লেখ।
উত্তর: বাংলাদেশের ভূপ্রকৃতি তিন প্রকার। যথা- ১. টারশিয়ারি যুগের পাহাড় সমূহ ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ও ৩. সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি।
২. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: বিশ্বের বৃহত্তম দ্বীপ বাংলাদেশ।
৩. বাংলাদেশের সিটি কর্পোরেশন কয়টি?
উত্তর: বাংলাদেশের সিটি কর্পোরেশন ১২টি।
৪. পোতাশ্রয় কী?
উত্তর: আমদানি রপ্তানি বাণিজ্যের সময় যেখানে করে কিংবা আশ্রয় নেয় তাকে পোতাশ্রয় বলে।
৫. বাংলাদেশের মধ্যে দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
অথবা, বাংলাদেশের উপর দিয়ে কোন উল্লেখযোগ্য অতিক্রম করেছে?
উত্তর: বাংলাদেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বাট রাসিক অফ ক্যান্সার অতিক্রম করেছে।
৬. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
উত্তর: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হল সেন্টমার্টিন।
৭. বরেন্দ্রভূমি কী?
অথবা, বরেন্দ্রভূমি কাকে বলে?
উত্তর: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিস্তৃত সমভূমি বরেন্দ্রভূমি নাটোর রাজশাহী ও বগুড়া।
৮. বাংলাদেশের জলবায়ু কী নামে পরিচিত?
অথবা, বাংলাদেশের জলবায়ু কোন ধরনের?
উত্তর: বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।
৯. ডঃ ইসলাম বাংলাদেশের মাটিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেন?
উত্তর: বাংলাদেশের খ্যাতনামা কৃষিবিদ ডঃ ইসলাম বাংলাদেশের মাটিকে সাতটি শ্রেণীতে বিভক্ত করেন।
১০. যমুনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তর: যমুনা নদীর উৎপত্তি হলো তিব্বতের কৈলাস মানস সরোবর হ্রদ থেকে।
১১. পদ্মা নদীর উৎস স্থল কোথায়?
অথবা, পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: পদ্মা নদীর উৎসস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে।
১২. লালমাই পাহাড় কোথায় অবস্থিত?
উত্তর: লালমাই পাহাড় কুমিল্লার ময়নামতিতে অবস্থিত।
১৩. পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল কোথায় অবস্থিত?
উত্তর: পদ্মা ও যমুনা নদীর মিলনস্থল হল গোয়ালন্দে অবস্থিত।
১৪. বাংলাদেশের দুইটি নদী বন্দরের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের দুটি নদী বন্দরের নাম হল- ১. সদরঘাট নদী বন্দর ও ২. নারায়ণগঞ্জ নদী বন্দর।
১৫. বরেন্দ্র ভূমির আয়তন কত?
উত্তর: বরেন্দ্র ভূমির আয়তন ৯,২৮৮ বর্গ কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 6 থেকে 13 মিটার।
১৬. খনিজ সম্পদ কী?
উত্তর: ভূগর্ভস্থ শিলাস্তরের মাটি খুঁড়ে যে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয় তাই খনিজ সম্পদ যেমন প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি।
১৭. বাংলাদেশের প্রধান তিনটি খনিজ সম্পদের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের প্রধান তিনটি খনিজ সম্পদের নাম হল প্রাকৃতিক গ্যাস খনিজ ও কয়লা।
১৮. বঙ্গোপসাগরে বাংলাদেশের কতটি গ্যাস ব্লক রয়েছে?
উত্তর: বঙ্গোপসাগরে বাংলাদেশের ২৬টি গ্যাস ব্লক রয়েছে।
১৯. বাংলাদেশের চা উৎপাদনকারী দুটি জেলার নাম লেখ।
উত্তর: বাংলাদেশের চা উৎপাদনকারী দুটি জেলার নাম হল- ১. সিলেট ও ২. মৌলভীবাজার।
২০. বাংলাদেশের চারটি সামুদ্রিক মদৎসের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের চারটি সামুদ্রিক মদৎসের নাম হল রূপচান্দা লাক্কা কোরাল লবস্টার।
২১. বাংলাদেশের যেকোনো দুটি সামুদ্রিক মৎস্য কেন্দ্রের নাম লেখ।
উত্তর: বাংলাদেশের যেকোনো দুটি সামুদ্রিক মৎস্য কেন্দ্রের নাম হল টেকনাফ ও মহেশখালী।
২২. বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি?
উত্তর: বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি।
২৩. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর: যখন দেশের ভিতরে বিভিন্ন অঞ্চলের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
২৪. প্রাকৃতিক দুর্যোগ কী?
উত্তর: প্রাকৃতিক দুর্ঘটনা বা বিপর্যয় জনজীবন বিপর্যস্ত করে তোলে সে সবই প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা ঘূর্ণিঝড় ভূমিধস ইত্যাদি।
২৫. বাংলাদেশের প্রথম আদমশুমারি প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে।
২৬. ১ নটিক্যাল মাইল কত কিলোমিটার?
উত্তর: 1 নটিক্যাল মাইল 1.852 কিলোমিটার।
২৭. বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব কত?
উত্তর: বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,১৪০ জন।
২৮. শিল্পাঞ্চল কাকে বলে?
উত্তর: কোন একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে অনেকগুলো শিল্প-কারখানা গড়ে উঠলে তাকে শিল্পঞ্চল বলে।
২৯. স্বাভাবিক উদ্ভিজ্জ কী?
উত্তর: মৃত্তিকার অপর প্রাকৃতিক ভাবে যে উদ্ভিদ জন্মগ্রহণ করে তাই স্বাভাবিক উদ্ভিজ্জ
৩০. বনজ সম্পদ কাকে বলে?
উত্তর: বনভূমি হতে উৎপাদিত বা প্রাপ্ত সম্পদ সম্পদ বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব লেখ।
২. বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও সীমানা উল্লেখ কর।
৩. বাংলাদেশের ভূতত্ত্ব সম্পর্কে লেখ।
৪. বাংলাদেশের কৃষিতে মৌসুমি জলবায়ুর প্রভাব বর্ণনা কর।
৫. বাংলাদেশের সামাজিক বনায়নের বৈশিষ্ট্য লেখ।
৬. বাংলাদেশের মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো লেখ।
৭. বাংলাদেশের বনভূমি কিরূপ?
৮. বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব লেখ।
৯. সুন্দরবনের বিবরণ দাও।
১০. বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসে গুরুত্ব তুলে ধর।
১১. বাংলাদেশের ক্ষুদ্র ও কুটিরশিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১২. বাংলাদেশের অর্থকরী ফসলের সংক্ষিপ্ত বিবরণ দাও।
১৩. বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার তার কারণগুলো লেখ।
১৪. বাংলাদেশের চা শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা কর।
১৫. বাংলাদেশের চা শিল্পের বর্ণনা কর।
১৬. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্যবলি উল্লেখ কর।
১৭. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পথের গুরুত্ব তুলে ধর।
১৮. মোংলা সমুদ্র বন্দরের গুরুত্ব লেখ।
১৯. জনসংখ্যা কাঠামো বলতে কী বুঝ?
২০ দুর্যোগ ব্যবস্থাপনা বল কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নবলি
১. বাংলাদেশের সংক্ষিপ্ত বিবরণ দাও।
২. বাংলাদেশকে ভূ-প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত কর এবং যে কোন একটি অঞ্চলের বিবরণ দাও।
৩. বাংলাদেশের জলবায়ুর বিবরণ দাও।
৪. বাংলাদেশের নদী ব্যবস্থার বিবরণ দাও।
৫. বনভূমি কাকে বলে? বাংলাদেশের বনভূমির বিবরণ দাও।
৬. বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব বর্ণনা কর। অথবা, বাংলাদেশের বনজ সম্পদের গুরুত্ব আলোচনা কর।
৭. বাংলাদেশের অর্থনীতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবদান আলোচনা কর।
৮. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক গ্যাস এর গুরুত্ব আলোচনা কর।
৯. বাংলাদেশের ধান চাষের অনুকূল/অবস্থা উপাদান এবং বাণিজ্য আলোচনা কর।
১০. বাংলাদেশের মৎস্য সম্পদের বিবরণ দাও।
১১. বাংলাদেশের শিল্পের অনগ্রসরতার কারণসমূহ বর্ণনা কর।
১২. বাংলাদেশের পোশাক শিল্প বিকাশের কারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা আলোচনা কর।
১৩. বাংলাদেশের মৃত্তিকার শ্রেণীবিভাগ আলোচনা কর।
১৪. বাংলাদেশের কাগজশিল্পের বিবরণ দাও।
১৫. সুন্দরবন গড়ে ওঠার অনুকূল অবস্থাসমূহ আলোচনা কর।
১৬. বাংলাদেশের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব আলোচনা কর।
১৭. জনসংখ্যার ঘনত্ব কী? বাংলাদেশে জনসংখ্যার অধিক ঘনত্বের কারণ আলোচনা কর।
১৮. বাংলাদেশের অতিরিক্ত জনসংখ্যার প্রভাব বর্ণনা কর।
১৯. বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণের উপায় গুলো আলোচনা কর।
২০. বাংলাদেশের নদী ভাঙ্গনের কারণ ও এর ক্ষতিকর প্রভাব বর্ণনা কর।
প্রিয় ডিগ্রি পরীক্ষার্থীরা, ওপরের সাজেশনগুলো ১০০% কমনের নিশ্চয়তা রাখে। ওপরে দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করে আজকের বিষয় ডিগ্রি ২য় বর্ষ ভূগোল ও পরিবেশ ৪র্থ পত্র সাজেশন pdf ডাউনলোড করে নাও। আমরা ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য সকল বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। যা তোমরা বিনামূল্যে ডাউনলোড করতে পারবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post