শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. বায়ুমণ্ডল কাকে বলে?
উত্তর: পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে যে গ্যাসীয় আবরণ সমগ্র পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকে বায়ুমণ্ডল বলে।
২. বায়ুমণ্ডলের প্রথম তিনটি স্তরকে কী বলা হয়?
উত্তর: বায়ুমণ্ডলের প্রথম তিনটি স্তরকে সমমণ্ডল বলা হয়।
৩. বায়ুমণ্ডলের শেষের দুটি স্তরকে কী বলা হয়?
উত্তর: বায়ুমণ্ডলের শেষের দুটি স্তরকে বিষমমণ্ডল বলা হয়।
৪. বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটি?
উত্তর: বায়ুমণ্ডলের প্রথম স্তর হলো ট্রপোমণ্ডল।
৫. ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম কী ?
উত্তর: ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি।
৬. মেসোমণ্ডল কাকে বলে?
উত্তর: স্ট্রাটোবিরতির উপরে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোমণ্ডল বলে।
৭. তাপমণ্ডল কাকে বলে?
উত্তর: মেসোবিরতির উপরে প্রায় ৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে তাপমণ্ডল বলে।
৮. আবহাওয়া কাকে বলে?
উত্তর: কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
৯. শিশিরাঙ্ক কাকে বলে?
উত্তর: বায়ু যে উষ্ণতায় ঘনীভূত হয় তাকে শিশিরাঙ্ক বলে।
১০. বায়ুর আর্দ্রতা কাকে বলে?
উত্তর: বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতাকে বায়ুর আর্দ্রতা বলে।
১১. আর্দ্র বায়ু কাকে বলে?
উত্তর: যে বায়ুতে জলীয়বাষ্প থাকে তাকে আর্দ্র বায়ু বলে।
১২. কোনো যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়?
উত্তর: হাইগ্রোমিটার যন্ত্র দ্বারা বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ৫ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post