আজকের আলোচনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন বিষয় কোড: ১৩৩২০১। বিষয়: দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ভূগোল (বাংলাদেশ ব্যতীত)।
ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১. দক্ষিণ এশিয়ার নিরক্ষরেখার কোন দিকে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়ার উত্তর দিকে অবস্থিত।
২. দক্ষিণ এশিয়াকে পূর্ব-পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম কি?
উত্তর: দক্ষিণ এশিয়াকে পূর্ব-পশ্চিমে সমভাবে বিভক্তকারী রেখার নাম হল 80° পূর্ব দ্রাঘিমা রেখা।
৩. ডুরান্ড লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত?
উত্তর: ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তান দেশের মধ্যে অবস্থিত।
৪. ছিট মহল কি?
উত্তর: ছিট মহল হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অন্য কোন রাষ্ট্রের একটি ছোট এলাকা যেখানে প্রতিবেশী রাষ্ট্রের আইনগত অধিকার থাকে না।
৫. ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য লেখ।
উত্তর: ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য 73015 (ভূগোল 9- 10)
৬. দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশের নাম কি?
উত্তর: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দেশের নাম ভারত।
৭. শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম লেখ।
উত্তর: শিক্ষার হারে শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম হল মালদ্বীপ ও শ্রীলঙ্কা।
৮. দক্ষিণ এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাজ্যের নাম মালদ্বীপ।
৯. আফগানিস্তানের প্রধান রপ্তানি দ্রব্য নাম লেখ।
উত্তর: আফগানিস্তানের প্রধান প্রধান রপ্তানি দ্রব্য নাম আফিম।
১০. পামির গ্রন্থি থেকে দক্ষিণ-পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীর নাম লেখ।
উত্তর: পামির গ্রন্থি থেকে দক্ষিণ-পশ্চিমে প্রলম্বিত পর্বত শ্রেণীর নাম হল সুলেমান পর্বত শ্রেণী ও হিন্দুকুশ পর্বতশ্রেণী।
১১. এডমস হিল কোন দেশ অবস্থিত?
উত্তর: এডমস হিল শ্রীলংকায় অবস্থিত।
১২. দক্ষিণ এশিয়ায় কোন মরুভূমি অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়ায় থর মরুভূমি অবস্থিত।
১৩. দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
উত্তর: দক্ষিণ এশিয়ার ভারত ও বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
১৪. দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম লেখ।
উত্তর: দক্ষিণ এশিয়ার দুটি আন্তর্জাতিক নদীর নাম হল সিন্ধু ও গঙ্গা।
১৫. দক্ষিণ এশিয়ার কোন দেশে নদী নাই?
উত্তর: দক্ষিণ এশিয়ার আফগানিস্তানের নাই।
১৬. যৌথ নদী কমিশন কবে গঠিত হয়?
উত্তর: যৌথ নদী কমিশন 1972 সালে গঠিত হয়।
১৭. পুশব্যাক কি?
উত্তর: কোন দেশে অন্য দেশের লোক অবৈধভাবে বসবাস করলে তাদের ফেরত পাঠানো পুশব্যাক।
১৮. আদমশুমারি কি?
উত্তর: কোন নির্দিষ্ট সময়ে কোন একটি দেশ বাসস্থানের লিঙ্গভেদে জনসংখ্যার জন্ম, মৃত্যু, স্থানান্তর, বৃদ্ধির হার, বয়স কাঠামো, বন্টন প্রভৃতির সঠিক হিসাব ও বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ করাই হল আদমশুমারি।
১৯. দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রথম দেশ কোনটি?
উত্তর: দক্ষিণ এশিয়ার ধান উৎপাদনে সর্বপ্রধান দেশ ভারত।
২০. দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের সবচেয়ে বেশির ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল?
উত্তর: দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে বেশির ভাগ লোক কৃষির উপর নির্ভরশীল।
২১. ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র কোনটি?
উত্তর: ভারতের কার্পাস বয়ন শিল্পের সর্বাপেক্ষা প্রসিদ্ধ কেন্দ্র তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটর।
২২. ট্রানজিট কি?
উত্তর: এক বা একাধিক দেশকে তার ভূখণ্ডের মধ্যে দিয়ে সড়ক, রেল, নৌ ও বিমান পথে বাণিজ্য সামগ্রী যাতায়াতের সুবিধা প্রদানই ট্রানজিট।
২৩. দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম লেখ ।
উত্তর: দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রবেশের জলপথের নাম হল বঙ্গোপসাগর।
২৪. পাকিস্তানের গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম কি?
উত্তর: পাকিস্তানের গ্রান্ড ট্রাঙ্ক রোডের দুই শেষ প্রান্তের স্থান দুটির নাম হলো করাচি ও লাহোর।
২৫. দক্ষিণ এশিয়ায় কোন দেশে রেলপথ নেই।
উত্তর: দক্ষিণ এশিয়ায় মালদ্বীপে রেলপথ নেই।
২৬. সার্ক কি?
উত্তর: শারকো হলো দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
২৭. সার্ক কখন কোথায় গঠিত হয়েছিল?
উত্তর: সার্ক 1985 সালের 8 ডিসেম্বর, ঢাকায় গঠিত হয়েছিল।
২৮. সার্ক দেশগুলোর নাম লেখ।
উত্তর: সার্কভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ ও আফগানিস্তান।
২৯. সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
উত্তর: সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান।
৩০. অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে?
উত্তর: যখন একটি দেশের দুটি অঞ্চলের মধ্যে পণ্যের বিনিময় হয় তখন তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্নাবলী
১. দক্ষিণ এশিয়ার ভৌগলিক গুরুত্ব লেখ।
২. ভারতের আর্থসামাজিক অবস্থা উল্লেখ কর।
৩. দক্ষিণ এশিয়ার চারটি প্রধান গিরিখাতের নাম ও দৈর্ঘ্য লেখ।
৪. দক্ষিণ এশিয়ার হিমালয়ের গিরিপথ লেখ।
৫. দক্ষিণ এশিয়ার জলবায়ুর জলবায়ুর সম্পর্কে লেখ।
৬. দক্ষিণ এশিয়ার তৈল সম্পদের বিবরণ দাও।
৭. দক্ষিণ এশিয়ার প্রধান খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও।
৮. দক্ষিণ এশিয়ার জনমিতিক বৈশিষ্ট্য লেখ।
৯. দক্ষিণ এশিয়ার দেশসমূহের জনসংখ্যা বৃদ্ধি হারের বিবরণ দাও।
১০. দক্ষিণ এশিয়ার উচ্চ জন্ম হারের কারণগুলো লেখ।
১১. উদাহরণসহ পুশইন পুশব্যাক ব্যাখ্যা কর।
১২. দক্ষিণ এশিয়ার চা উৎপাদনের বিবরণ দাও।
১৩. শিল্পের স্থানীয়করণ বলতে কি বুঝ?
১৪. দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের ব্যবহার উল্লেখ কর।
১৫. দক্ষিণ এশিয়ার নদী পথের গুরুত্ব উল্লেখ কর।
১৬. বাণিজ্যের ভারসাম্য বলতে কি বুঝ?
১৭. সার্কভুক্ত দেশসমূহের মাঝে বিরাজিত সমস্যা সমূহের তালিকা তৈরি কর।
১৮. সার্কের মূলনীতি সমূহ বর্ণনা কর।
১৯. সার্ক বাণিজ্য বৃদ্ধির অন্তরায়গুলো উল্লেখ কর।
২০. ভারতের আন্তঃনদী সংযোগ বর্ণনা কর।
গ-বিভাগ: রচনামূলক প্রশ্নাবলি
১. দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক পটভূমি বর্ণনা কর।
২. দক্ষিণ এশিয়ার সমভূমি সমূহের বিবরণ দাও।
৩. প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কর।
৪. দক্ষিণ এশিয়ার জলবায়ু বর্ণনা দাও।
৫. দক্ষিণ এশিয়ার প্রধান নদ-নদীর বর্ণনা দাও।
৬. দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক উদ্ভিজ্জের বর্ণনা দাও।
৭. দক্ষিণ এশিয়ার কৃষি পদ্ধতি বর্ণনা কর।
৮. দক্ষিণ এশিয়ার চাষের উৎপাদন ও বন্টন আলোচনা কর।
৯. দক্ষিণ এশিয়ার একটি দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও।
১০. দক্ষিণ এশিয়ার লৌহ ও ইস্পাত শিল্পের গুরুত্ব আলোচনা কর।
১১. দক্ষিণ এশিয়ায় সড়ক অথবা রেলপথের বিবরণ দাও।
১২. দক্ষিণ এশিয়ার দেশসমূহের যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে এশিয়ান হাইওয়ের গুরুত্ব বর্ণনা কর।
১৩. দক্ষিণ এশিয়ার বিমান পথে বিবরণ দাও।
১৪. দক্ষিণ এশিয়ার বৈদেশিক বাণিজ্যের বিবরণ দাও।
১৫. অবাধ বাণিজ্য বলতে কী বুঝ?
১৬. দক্ষিণ এশিয়ার অবাধ বাণিজ্যের বাধাসমূহ আলোচনা কর।
১৭. দক্ষিণ এশিয়ার অর্থনীতির বৈশিষ্ট্য ও প্রকারভেদ বর্ণনা কর।
১৮. সার্কের গঠন ও কার্যক্রম আলোচনা কর।
১৯. আঞ্চলিক সহযোগিতার সম্প্রসারণে ভাষার ভূমিকা মূল্যায়ন কর।
২০. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সমস্যাসমূহ উল্লেখ কর। এবং সমাধানের উপায় আলোচনা করো।
২১. সার্কের সমস্যা ও সম্ভাবনা বিশ্লেষণ কর।
►► আরো দেখো: ডিগ্রি ৩য় বর্ষের উত্তরসহ অন্যান্য সাজেশন
ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য এ সাজেশনটি একটি পিডিএফ ফাইলে প্রস্তুত করেছি। কোর্সটিকার ডিগ্রি ভূগোল ও পরিবেশ ৫ম পত্র সাজেশন উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সকল বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post