শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. প্রাচীনকালে কোন শহর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল?
উত্তর: প্রাচীনকালে রোম শহর সর্বাপেক্ষা শক্তিশালী ছিল।
২. মুম্বাই ও হলিউড কিসের জন্য বিখ্যাত?
উত্তর: মুম্বাই ও হলিউড চলচ্চিত্রের জন্য বিখ্যাত।
৩. জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা কী?
উত্তর: জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল।
৪. নীল নদের অববাহিকায় কোন নগর গড়ে উঠে?
উত্তর: নীল নদের অববাহিকায় মেমফিস ও থেবস নগর গড়ে ওঠে।
৫. মহেঞ্জোদারো , হরাপ্পা নগর কোন নদীর অববাহিকায় গড়ে ওঠে?
উত্তর: মহেঞ্জোদারো, হরাপ্পা নগর সিন্ধু নদীর অববাহিকায় গড়ে ওঠে।
৬. দুটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগরের নাম লেখ?
উত্তর: দুটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নগরের নাম হলো- ব্রিটেনের অক্সফোর্ড ও ইতালির পিসা।
৭. মক্কা, জেরুজালেম, বারানসী প্রভৃতি কী ধরনের শহর?
উত্তর: মক্কা, জেরুজালেম, বারানসী প্রভৃতি সাংস্কৃতিক ক্রিয়াকলাপভিত্তিক ধরনের শহর।
৮. মিয়ামী ও হনলুলু কী ধরনের কেন্দ্র?
উত্তর: মিয়ামী ও হনলুলু স্বাস্থ্য নিবাস ও বিনোদনের কেন্দ্র।
৯. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বাস করে?
উত্তর: বিশ্বের জনসংখ্যার শতকরা ৪০ ভাগ শহরে বসবাস করে।
১০. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর: বাংলাদেশে জনপ্রতি কষি জমির পরিমাণ ০.০৫ একর।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ৮ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post