শিক্ষার্থীরা তোমরা যারা এবছর এসএসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কোর্সটিকার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৪ পরীক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শেয়ার করব। এখানে প্রশ্নের সাথে উত্তরগুলোও থাকবে। এর ফলে তোমাদের পরীক্ষা প্রস্তুতি নিতে অনেক সুবিধা হবে।
এই অতি গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো চর্চা করলে তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পাবে বলে আমরা আশাবাদী। তাই আমরা আশা করব, কোর্সটিকায় প্রকাশিত ভূগোল ও পরিবেশ প্রতিটি অধ্যায়ের সাজেশন তোমরা খুব মনোযোগ সহকারে অনুশীলন করবে। তোমাদের জন্য অনেক শুভকমানা।
ভূগোল ও পরিবেশ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর
১. সংরক্ষণ কাকে বলে?
উত্তর: শিক্ষা, মানবিক বৃত্তি, সত্যাচরণ, ন্যায়বিধান, সত্যানুসন্ধান, কর্তব্যপরায়ণতা বা প্রকৃতির প্রতি ভালোবাসার অপর নাম সংরক্ষণ।
২. জলবিদ্যুৎ কোন ধরনের সম্পদ?
উত্তর: জলবিদ্যুৎ নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
৩. সম্পদ কী?
উত্তর: যা কিছু নির্দিষ্ট প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক অবস্থায় ব্যবহার করা যায় তাই সম্পদ।
৪. সম্পদ সংরক্ষণ ধারণার অপর নাম কী?
উত্তর: সম্পদ সংরক্ষণ ধারণার অপর নাম জীবনাচরণ।
৫. রাঙামাটির চন্দ্রঘোনায় কোন শিল্প গড়ে উঠেছে?
উত্তর: রাঙামাটির চন্দ্রঘোনায় কাগজ শিল্প গড়ে উঠেছে।
৬. কোথায় প্রচুর শ্রমিক পাওয়া যায়?
উত্তর: ঘনবসতিপূর্ণ দেশে প্রচুর শ্রমিক পাওয়া যায়।
৭. কোন শিল্প শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে?
উত্তর: বৃহৎশিল্প শহরের কাছাকাছি স্থানে গড়ে ওঠে।
৮. ক্ষুদ্র শিল্প কাকে বলে?
উত্তর: যে শিল্পে কম শ্রমিক ও স্বল্প মূলধনের প্রয়োজন হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে।
৯. বস্ত্রশিল্প স্থাপনের জন্য কোন ধরনের জলবায়ুর প্রয়োজন হয়?
উত্তর: বস্ত্রশিল্প স্থাপনের জন্য আর্দ্র জলবায়ুর প্রয়োজন হয়।
১০. কোন দেশের পণ্যের চাহিদা বিশ্বব্যাপী?
উত্তর: জাপানের পণ্যের চাহিদা বিশ্বব্যাপী।
শিক্ষার্থীরা, ওপরে ভূগোল ও পরিবেশ ৯ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলো বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করা হয়েছে। এই প্রশ্নগুলো অনুশীলনের মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা রাখছি।
আমাদের ওয়েবসাইটে তোমার প্রয়োজনীয় সাবজেক্টের প্রশ্নের উত্তর না পেলে কোর্সটিকা ফেসবুক পেজে ইনবক্স করতে পারো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post