জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের সাজেশন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বিষয়ের উত্তরসহ পূর্ণাঙ্গ সাজেশন। আজকের আলোচনা বাংলাদেশের ভূ রাজনীতি ও বাংলাদেশ সাজেশন pdf ও প্রশ্ন উত্তর। বিষয়: ভূ-রাজনীতি ও বাংলাদেশ, বিষয় কোড: ৩১১৯১৩।
ভূ রাজনীতি ও বাংলাদেশ সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. Geo-Politics শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
উত্তর : জার্মান শব্দ Geo-Politics থেকে এসেছে।
২. ভূ-রাজনীতির জনক কাকে বলা হয়?
উত্তর : ভূ-রাজনীতির জনক – অধ্যাপক রুডলফ কিয়েলেন।
৩. ওয়েস্টফেলিয়া চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ওয়েস্টফেলিয়া চুক্তি ১৬৪৮ সালে স্বাক্ষরিত হয় ।
৪. ভূ-রাজনীতির ৪টি উপাদান লিখ।
উত্তর : ভূ-রাজনীতির ৪টি উপাদান- ভৌগলিক আয়তন, ভৌগলিক অবস্থান, জলবায়ু এবং অভ্যন্তরীণ কাঠামো।
৫. SEATO পূর্ণরূপ লিখ।
উত্তর : SEATO পূর্ণরূপ হলো South East Asia Treaty Organization.
৬. সামরিক ক্ষমতা কি?
উত্তর : সামরিক ক্ষমতা বলতে কোন দেশের সামরিক বাহিনীর সার্বিক ক্ষমতা ও শক্তিকে বোঝায়।
৭. Geo-strategy ধারণার প্রবক্তা কে?
উত্তর : Geo-strategy ধারণার প্রবক্তা- ফ্রেডরিক এল. স্যুম্যান।
৮. Clash of Civilization গ্রন্থটি কার লেখা?
উত্তর : Clash of Civilization গ্রন্থটি স্যামুয়েল পি, হান্টিংটন এর লেখা।
৯. SOFA পূর্ণরূপ লিখ।
উত্তর : SOFA পূর্ণরূপ হলো Status of Forces Agreement.
১০. ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত?
উত্তর : ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য ৪,১৫৬ কি. মি.।
১১. আন্তর্জাতিক কোন রেখা বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে গিয়েছে?
উত্তর : আন্তর্জাতিক কর্কট-ক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মাঝখান দিয়ে গিয়েছে ।
১২. ভূ-রাজনীতি কি?
উত্তর : ভৌগোলিক বাস্তবতার প্রেক্ষিতে প্রণীত একটি দেশের রাজনীতি হচ্ছে ভূ-রাজনীতি।
১৩. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি?
উত্তর : বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম- নাফ নদী।
১৪. পায়রা সমুদ্র বন্দর কোথায় অবস্থিত?
উত্তর : পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালিতে অবস্থিত ।
১৫. EEZ পূর্ণরূপ লিখ।
উত্তর : EEZ পূর্ণরূপ হলো Exclusive Economic Zone.
১৬. বাংলাদেশের অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য কত?
উত্তর : বাংলাদেশের অর্থনৈতিক সীমারেখার দৈর্ঘ্য ২০০ নটিক্যাল মাইল।
১৭. দেশের প্রথম মেরিন ড্রাইভ সড়ক কোথায় নির্মিত হয়েছে?
উত্তর : দেশের প্রথম মেরিন ড্রাইভ সড়ক কক্সবাজারে নির্মিত হয়েছে ।
১৮. GSP- পূর্ণরূপ কি?
উত্তর : GSP পূর্ণরূপ হলো- Generalized System of Preferences.
১৯. ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার নাম কি?
উত্তর : ভারত ও মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার নাম- রাঙ্গামাটি।
২১. তিস্তা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : তিস্তা নদীর উৎপত্তিস্থল- উত্তর সিকিমের হিমালয় পবর্তমালা।
২২. বর্তমান সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি?
উত্তর : বর্তমান সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর নাম- শেখ হাসিনা।
২৩. “IPCC ” –এর পূর্ণরূপ কি?
উত্তর : IPCC পূর্ণরূপ হলো- Inter Governmental Panel on Climate Change.
২৪. “ASEAN”–এর পূর্ণরূপ কি?
উত্তর : ASEAN পূর্ণরূপ হলো- Association of South East Asian Nations.
২৫. আন্তর্জাতিক কোন রেখা বাংলাদেশের প্রায় মাঝ দিয়ে গিয়েছে?
উত্তর : আন্তর্জাতিক কর্কট-ক্রান্তি রেখা বাংলাদেশের প্রায় মাঝ দিয়ে গিয়েছে ।
২৬. তরল সোনা কি?
উত্তর : তরল সোনা হল খনিজ তেল।
২৭. বাংলাদেশের মধ্যে ভারতের কতটি ছিটমহল আছে?
উত্তর : বাংলাদেশের মধ্যে ভারতের ১১১ টি ছিটমহল আছে ।
২৮. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সিমান্ত থেকে কত কিলোমিটার দূরে?
উত্তর : ফারাক্কা বাঁধ বাংলাদেশের সিমান্ত থেকে ১৬.৫ কিলোমিটার দূরে ।
২৯. ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ এর বিস্তৃতি লিখ।
উত্তর : ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ এর বিস্তৃতি- ৯,২৮৯ কিলোমিটার।
৩০. অভিবাসন কাকে বলে?
উত্তর : এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মানুষের স্থানান্তরকে অভিবাসন বলে।
৩১. EPZ কি?
উত্তর : Export Processing Zone.
৩২. বাংলাদেশের সমুদ্র অঞ্চল কিসের মত?
উত্তর : বাংলাদেশের সমুদ্র অঞ্চল – একটি ফানেলের মতো।
৩৩. কবে টিপাইমুখ বাঁধ এর ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয়।
উত্তর : ২০০৫ সালের ১৪ নভেম্বর টিপাইমুখ বাঁধ এর ভিত্তি প্রস্তাব স্থাপন করা হয় ।
৩৪. বাংলাদেশের সমুদ্রসীমার মহীসোপনকে কি বলা হয়?
উত্তর : বাংলাদেশের সমুদ্রসীমার মহীসোপনকে ‘স্বর্ণখনি’ বলা হয় ।
৩৫. “TIFA’’ –এর পূর্ণরূপ কি?
উত্তর : TIFA- এর পূর্ণরূপ হলো- Trade and Investment Framework Agreements.
৩৬. “GSP’’ –এর পূর্ণরূপ কি?
উত্তর : GSP-এর পূর্ণরূপ হলো- Generalized System of Preferences.
৩৭. TICFA –এর পূর্ণরূপ কি?
উত্তর : TICFA -এর পূর্ণরূপ হলো- Trade and Investment Co- operation Framework Agreement.
৩৮. বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা কত?
উত্তর : বাংলাদেশে আন্তর্জাতিক নদীর সংখ্যা ৫৭ টি।
৩৯. বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ।
৪০. কয়টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে?
উত্তর : ৩টি নদী মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে ।
৪১. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিদ্যমান তিনটি নদীর নাম লিখ।
উত্তর : বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিদ্যমান তিনটি নদীর নাম- সাঙ্গু, মাতামুহুরি ও নাফ নদী।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. ভূ-রাজনীতি বলতে কি বুঝ?
২. ভূ-রাজনৈতিক কৈাশল বলতে কি বুঝ?
৩. বাস্তববাদ বলতে কি বুঝ?
৪. বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর।
৫. এশিয়ান হাইওয়ে কি?
৬. রোহিঙ্গাদের পরিচয় দেও।
৭. অর্থনৈতিক নিরাপত্তা বলতে কি বুঝ?
৮. বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে সমুদ্র বন্দরের ভূমিকা লিখ।
৯. ‘নিরাপত্তা’ বলতে কি বুঝ?
১০. ‘বিমসটেক’ বলতে কি বুঝ?
১১. আন্তজাতিক সন্ত্রানবাদ বলতে কি বুঝ?
১২. ‘কানেকটিভিটি’ বলতে কি বুঝ?
১৩. প্রতিবেশ বলতে কি বুঝ?
১৪. ‘জলবায়ু কূটনীতি’ বলতে কি বুঝ?
১৫. যৌথ নদী কমিশন কি?
১৬. ভূ-অর্থনীতি বলতে কি বুঝ?
১৭. ‘গাসনস্ত বা খোলা নীতি’ বলতে কি বুঝ?
১৮. পৃথিবীর প্রধান প্রধান সমুদ্র পথের বর্ণনা কর?
১৯. বাংলাদেশের বঙ্গোপসাগরের জলসীমার গুরুত্ব ব্যাখ্যা কর।
২০. বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের গুরুত্ব ব্যাখ্যা কর।
২১. বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা ব্যাখ্যা কর।
২২. গঙ্গার পানি বন্টন চুক্তি বলতে কি বুঝ?
২৩. পররাষ্ট্রনীতি বলতে কি বুঝ?
২৪. ‘সমুদ্রে আরেক বাংলাদেশ’ বলতে কি বুঝ?
২৫. জিএসপি বলতে কি বুঝ?
২৬. মুক্তবাজার অর্থনীতি বলতে কি বুঝ?
২৭. তিস্তা ব্যারাজ/বাধঁ সম্পর্কে কি জান?
২৮. ট্রানজিট ও করিডোর সম্পর্কে কি জান?
২৯. বাংলাদেশ কি একটা ক্ষুদ্র রাষ্ট্র?
৩০. ব্যর্থ রাষ্ট্র বলতে কি বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. ভূ-রাজনৈতিক পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।
২. বাংলাদেশের প্রেক্ষাপটে ভূ-রাজনীতির গুরুত্ব আলোচনা কর।
৩. জাতীয় স্বার্থ সংরক্ষণে ভৌগলিক উপাদানের গুরুত্ব আলোচনা কর।
৪. ট্রানজিট বাস্তবায়ন হলে বাংলাদেশের লাভ-ক্ষতির দিকগুলো চিহ্নিত কর।
৫. বাংলাদেশে-ভারতের মধ্যকার বিবদমান ইস্যুগুলো আলোচনা কর।
৬. বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংক্রান্ত সমস্যার কারণ ও তা দূরীকরণের উপায় আলোচনা কর।
৭. বাংলাদেশ চীন-সম্পর্কের গতিপ্রকৃতি আলোচনা কর।
৮. ভূ-রাজনীতির পরিধি ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
৯. জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝ? বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ কী কী ক্ষতির সম্মুখীন হচ্ছে?
১০. প্রতিরক্ষা নীতি কি? প্রতিরক্ষা নীতি নির্ধারণে ভূ-রাজনীতির গুরুত্ব আলোচনা কর।
১১. সমুদ্র অর্থনীতি বলতে কি বুঝ? সমুদ্র সীমা রক্ষার বাংলাদেশের করণীয় আলোচনা কর।
১২. তিস্তা পানি বন্টন সমস্যা উল্লেখ করে বাংলাদেশ-ভারত পানি বন্টন সমস্যা স্বরূপ আলোচনা কর।
১৩. রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের সমালোচনাসহ গুরুত্ব আলোচনা কর।
১৪. বাংলাদেশের ভূ-কৌশলগত আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্ব আলোচনা কর।
১৫. সোফা চুক্তি কি? মার্কিন এই চুক্তি নিরাপত্তার নিশ্চয়তা না আগ্রাসনের আহবান- আলোচনা কর।
১৬. ট্রানজিট সম্পর্কে গুরুত্ব আলোচনা কর।
১৭. শক্তি সম্পদ কি? বাংলাদেশে ভূ-রাজনীতিতে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের অবদান আলোচনা কর।
১৮. বাংলাদেশের ন্যায় ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার উপায় আলোচনা কর।
১৯. বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার করিডোর এবং অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।
২০. ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প সম্পর্কে আলোচনা কর।
২১. গ্যাস সংকট মোকাবেলায় সমুদ্র বিজয়ের সম্ভাব্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে গুরুত্ব আলোচনা কর।
২২. তৈরি পোশাক শিল্পের সাফল্যের কারণগুলো আলোচনা কর।
২৩. “বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থই মূল উপাদান”- বাংলাদেশের প্রেক্ষিতে পর্যালোচনা কর।
২৪. জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সৃষ্ট প্রভাব সম্পর্কে আলোচনা কর।
২৫. পররাষ্ট্রনীতি নিধারনের ভূ-রাজনীতির প্রভাব আলোচনা কর।
২৬. বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ আলোচনা কর।
আরো দেখো : মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞান সকল বিষয়ের উত্তরসহ সাজেশন
অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা, কোর্সটিকায় তোমরা এ সাজেনটি উত্তরসহ সংগ্রহ করতে পারবে। ওপরে দেওয়া Answer Sheet অপশনে ক্লিক করে মাস্টার্স শেষ পর্বের ভূ রাজনীতি ও বাংলাদেশ সাজেশন pdf সংগ্রহ করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post