শিক্ষার্থীরা, কোর্সটিকায় ইতোমধ্যেই আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর শেয়ার করেছিলাম। যেখান থেকে তোমরা অধ্যায়ভিত্তিকভাবে প্রতিটি অধ্যায়ের প্রশ্নের উত্তর পিডিএফ ফাইলে সংগ্রহ করতে পারবে। আজ আমরা তোমাদের সুবিধার্থে সকল অধ্যায়ের ডাউনলোড লিংকগুলো একসাথে দিচ্ছি।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
১ম অধ্যায় : পরিমাপ
২য় অধ্যায় : বল ও গতি
৩য় অধ্যায় : পদার্থ: গঠন ও ধর্ম
৪র্থ অধ্যায় : পদার্থঃ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
৫ম অধ্যায় : শক্তির ক্রিয়া: কাৰ্য, ক্ষমতা ও শক্তি
৬ষ্ঠ অধ্যায় : তাপ
৭ম অধ্যায় : শব্দ
ভৌত বিজ্ঞান ১ম অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক বা অভিমূখ নেই, তাদের স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি।
২. ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি।
৩. মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌতরাশি গঠিত হয়, তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা ইত্যাদি।
৪. লব্ধরাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয়, তাদের লব্ধরাশি বলে। যেমন- ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
ভৌত বিজ্ঞান ২য় অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. স্থিতি কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, সেই বস্তুকে স্থির বস্তু বলে। বস্তুর এই ধর্মকে স্থিতি বা Rest বলে।
২. গতি কাকে বলে?
উত্তর : সময়ের সঙ্গে যে সমস্ত বস্তুর অবস্থানের পরিবর্তন হয় , সেই সমস্ত বস্তুকে গতিশীল বস্তু বলে। বস্তুর এই ধর্মকে গতিশীলতা বা গতি বলে।
৩. ঘূর্ণন গতিতে কী অপরিবর্তিত থাকে?
উত্তর : ঘূর্ণন গতিতে বস্তুর নিজের অক্ষের সাপেক্ষে অবস্থান অপরিবর্তিত থাকে।
wb class 9 physical science question answer
৪. বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন্ দিক বরাবর হয়?
উত্তর : বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর বেগের অভিমুখ হলো ওই বস্তুটি গতিপথের যে বিন্দুতে আছে, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক (tangent) এর দিক বরাবর।
৫. সমবৃত্তীয় গতি কাকে বলে?
উত্তর : বৃত্তাকার গতির ক্ষেত্রে দ্রুতি সুষম থাকে তাকে সমবৃত্তীয় গতি বলে।
ভৌত বিজ্ঞান ৩য় অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. চাপ কাকে বলে?
উত্তর : কোন তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কেই চাপ বলা হয়।
২. চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর : চাপ হলো একটি স্কেলার রাশি।
৩. 1N/m2 = কত dyn/cm2 ?
উত্তর : 1N/m2 = 10 dyn/cm2
৪. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়?
উত্তর : ব্যারোমিটারের পাট ধীরে ধীরে কমতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে।
৫. কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব?
উত্তর : SI পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব ।
৬. প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল?
উত্তর : প্লবতা একটি ঊর্ধ্বমুখী বল।
৭. SI – তে পৃষ্ঠটানের একক কি?
উত্তর : SI – তে পৃষ্ঠটানের একক নিউটন সেমি -1
৮. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে?
উত্তর : তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে।
৯. জলের ওপরে জলীয়বাষ্প থাকলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়?
উত্তর : জলের ওপরে জলীয়বাষ্প থাকলে পৃষ্ঠটান কম হয়।
১০. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখ।
উত্তর : পৃষ্ঠটান = বল / দৈর্ঘ্য = [MLT-2] / [L] = MT-2
ভৌত বিজ্ঞান ৪র্থ অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূল গত ধর্মের নির্ণায়ক কেন?
উত্তর : মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যায় হলো তার পারমাণবিক সংখ্যা যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে। পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। প্রত্যেক মৌলিক আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। আবার এক একটি মৌলের পারমাণবিক সংখ্যাও নির্দিষ্ট। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হতে পারেনা। তাই পারমানবিক সংখ্যা দিয়ে মৌলকে সনাক্ত করা হয়। এই কারণে পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত বা স্বকীয় ধর্মের নির্ণায়ক।
২. সমস্থানিক গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন?
উত্তর : আইসোটোপ গুলির পারমানবিক সংখ্যা সমান হওয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তাই আইসোটোপ গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।
৩. 31P15 তে নিউক্লিয়ন এর সংখ্যা লেখ।
উত্তর : 31P15 তে প্রোটন এর সংখ্যা 15 টি এবং নিউট্রন এর সংখ্যা (31 – 15) টি = 16 টি।
৪. কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো?
উত্তর : কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে।
৫. আইসোটোপ এর উদাহরণ সহ সংজ্ঞা দাও
উত্তর : কোন মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক ওই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভরসংখ্যা আলাদা তাদের ওই মৌলের আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রোটিয়াম , ডয়টেরিয়াম ও ট্রিটিয়াম।
ভৌত বিজ্ঞান ৫ম অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. সূর্যের চারিদিকে পৃথিবী ঘরার সময় মহাকর্ষ বল হল______বল। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : কার্যহীন
২. অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে ______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর : পারে
৩. বস্তুর সরণ পুরোপুরি বলের অভিমুখে না হলে, বল × সরণ দ্বারা কার্য পরিমাপ করা যায় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৪. কোনো ইঞ্জিনের ক্ষমতা 373 W হলে hp এককে ক্ষমতা ______ হবে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 0.5
৫. স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে কোনটির মান কখনোই ঋণাত্মক হতে পারে না? (এক কথায় উত্তর দাও)
উত্তর : স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে গতিশক্তির মান কখনোই ঋণাত্মক হতে পারে না।
৬. কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে কার্য হবেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
পৃথিবীর বার্ষিক গতিতে একমাত্র অভিকর্ষ বলই হল কার্যকর বল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
ভৌত বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের উত্তর
১. জলের কোন ধর্মের জন্য শীতপ্রধান দেশে বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নীচে নেমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতপ্রধান দেশে বায়ুমন্ডলের উষ্ণতা হিমাঙ্কের নীচে নেমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে।
২. কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হল বস্তুটির ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : তাপগ্রাহিতা
৩. শীতপ্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে, বরফের ঠিক নীচে জলের তাপমাত্রা কত হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : শীতপ্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে, বরফের ঠিক নীচে জলের তাপমাত্রা হয় 0°C।
৪. 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
৫. চাল ফুটিয়ে ভাত তৈরি করা হয়। এক্ষেত্রে তাপের প্রভাবে কী ধরনের পরিবর্তন ঘটে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : চাল ফুটিয়ে ভাত তৈরি করা হয়। এক্ষেত্রে তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে।
ভৌত বিজ্ঞান ৭ম অধ্যায়ের প্রশ্নের উত্তর
১ চাপের SI একক কি?
উত্তর : পাস্কল
২ সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি?
উত্তর : বৃত্তীয় গতি
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
৩ দ্রুতি কি ধরনের রাশি?
উত্তর : স্কেলার রাশি
৪ একটি মিশ্র গতির উদাহরণ দাও।
উত্তর : সূর্যের চারিদিকে পৃথিবীর গতি
৫ এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।
উত্তর : ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর
৬ সিজিএস এবং এস আই পদ্ধতিতে ত্বরণের একক কি?
উত্তর : 〖CGS-〖cm/s〗^2 SI-m/s〗^2
৭ সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি?
উত্তর : CGS – cm SI – m
৮ সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি?
উত্তর : CGS – cm/s SI – m/s
৯ চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে?
উত্তর : যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।
১০ কোন্ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান?
উত্তর : সরলরৈখিক
১ম অধ্যায় : পরিমাপ
২য় অধ্যায় : বল ও গতি
৩য় অধ্যায় : পদার্থ: গঠন ও ধর্ম
৪র্থ অধ্যায় : পদার্থঃ পরমাণুর গঠন ও পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
৫ম অধ্যায় : শক্তির ক্রিয়া: কাৰ্য, ক্ষমতা ও শক্তি
৬ষ্ঠ অধ্যায় : তাপ
৭ম অধ্যায় : শব্দ
যেভাবে ডাউনলোড করবে: তোমাদের ভৌত বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো ওপরে তুলে ধরা হয়েছে। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করলে উক্ত অধ্যায়ের প্রশ্নোত্তর পাওয়া যাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post