নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর : যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয়, সেই একক গুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ এককঃ এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত একক গুলিকে লব্ধ একক বলা হয়। যেমন- ত্বরণ।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. অণু-পরমাণুর ব্যাস নির্ণয়ে সুবিধাজনক এককটি হল-
ক. মাইক্রন
খ. পারসেক
গ. মিটার
ঘ. আলোকবর্ষ
২. নীচের যে রাশিটির একক অন্যগুলির থেকে আলাদা।-
ক. চাপ
খ. পীড়ন
গ. স্থিতিস্থাপক গুণাঙ্ক
ঘ. বল
৩. যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত-
ক. বল
খ. ত্বরণ
গ. ভরবেগ
ঘ. কার্য
৪. 4∘C উষ্ণতায় 5 cm3 জলের ভর-
ক. 5 g
খ. 5 kg
গ. 0.5 g
ঘ. 50 kg
৫. ML−1T−2 কোন ভৌত রাশির মাত্ৰীয় সংকেত?-
ক. ত্বরণ
খ. বল
গ. ঘনত্ব
ঘ. চাপ
৬. নীচের এককগুলির মধ্যে লন্ধ এককটি হল-
ক. মোল
খ. অ্যাম্পিয়ার
গ. ঘনমিটার
ঘ. আলোকবর্ষ
৭. একটি জলের ট্যাংকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 3m, 2m ও 1m। ট্যাংকটি অর্ধেক জলপূর্ণ। ট্যাংকের জলের আয়তন হল-
ক. 6000 L
খ. 30000 L
গ. 3000 L
ঘ. 60000 L
৮. ঘনকোণের-
ক. মাত্রা ও একক দুইই আছে
খ. মাত্রা আছে, একক নেই
গ. মাত্রা নেই, একক আছে
ঘ. মাত্রা ও একক কোনোটিই নেই
৯. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?
ক. 0℃
খ. 4℃
গ. 8℃
ঘ. 10℃
১০. নীচের যে রাশিটির একক অন্যগুলির থেকে আলাদা।-
ক. চাপ
খ. পীড়ন
গ. স্থিতিস্থাপক গুণাঙ্ক
ঘ. বল
১১. তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত নেওয়া হয়-
ক. 5 : 3 : 2 : 1
খ. 5 : 4 : 2 : 1
গ. 5 : 2 : 2 : 1
ঘ. 5 : 3 : 3 : 1
১২. একটি ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য 3 মাইক্রন। সুতরাং এর দৈর্ঘ্য মিটার এককে হবে-
ক. 3×10−3
খ. 3×10−5
গ. 3×10−6
ঘ. 3×10−7
১৩. নীচের যে দুটি ভৌত রাশির মাত্রীয় সংকেত একই-
ক. দ্রুতি, বেগ
খ. সরণ, কার্য
গ. বল, ভরবেগ
ঘ. বেগ, ত্বরণ
১৪. জলের ঘনত্ব 1g/m3 হলে kg/m3 এককে এর মান হবে-
ক. 10-3
B.103
গ. 1
ঘ. 106
১৫. একটি মাত্রাহীন ভৌত রাশি হল-
ক. মিটার
খ. কেলভিন
গ. সেকেন্ড
ঘ. আপেক্ষিক গুরুত্ব
১৬. সেকেন্ড দোলকের পূর্ণ দোলনে সময় লাগে।-
ক. 1 s
খ. 2 s
গ. 0.5 s
ঘ. 0.25 s
১৭. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল-
ক. MLT−2
খ. MT−2
গ. LT−1
ঘ. MT−1
১৮. নীচের এককগুলির মধ্যে লন্ধ এককটি হল-
ক. মোল
খ. অ্যাম্পিয়ার
গ. ঘনমিটার
ঘ. আলোকবর্ষ
১৯. কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক?-
ক. 0∘C
খ. 4∘C
গ. 8∘C
ঘ. 10∘C
২০. ন্যানোসেকেন্ড কত সেকেন্ডের সমান?
ক. 10−3
খ. 10−5
গ. 10−9
ঘ. 10−12
অতিসংক্ষিপ্ত প্রশ্ন
১. একই মাত্রীয় সংকেতবিশিষ্ট দুটি রাশি হল চাপ এবং ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : পীড়ন
২. অসম আকৃতির কঠিন পদার্থের ______ পরিমাপ করতে মাপনী চোঙ ব্যবহার করা হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : আয়তন
৩. T−1 হল ______ মাত্রীয় সংকেত। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : কম্পাঙ্কের
৪. যে-কোনো ভৌত সমীকরণের উভয় পক্ষের রাশিগুলির মাত্রীয় সংকেত সমান হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৫. কোন ভৌত রাশির একক স্টেরেডিয়ান? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ঘনকোণের একক হল স্টেরেডিয়ান।
৬. চন্দ্রশেখর লিমিট (CSL) ও সূর্যের ভরের মধ্যে কী সম্পর্ক? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 1 চন্দ্রশেখর লিমিট = 1.39
৭. V = K • t সমীকরণে V হল বেগ, t হল সময়। K-এর মাত্ৰীয় সংকেত
উত্তর : মিথ্যা
৮. a/v -এর মাত্রিয় সংকেত কি হবে? যেখানে a = ত্বরণ, v = বেগ
উত্তর : a/v -এর মাত্রীয় সংকেত = LT-2 / LT -1 = T-1
৯. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক ? ( এক কথায় উত্তর দাও )
Ans . 4 ° C বা 277K উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক।
১০. পারমাণবিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশি। এর মাত্রীয় সংকেত হল ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : M0L0T0
১১. সাধারণ তুলাযন্ত্রের স্তম্ভটা উল্লম্বভাবে আছে কি না তা ______ -এর সাহায্যে বোঝা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ওলন দড়ি
১২. যে-কোনো ভৌত সমীকরণের উভয় পক্ষের রাশিগুলির মাত্রীয় সংকেত সমান হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৩. এমন একটি যন্ত্রের নাম লেখো যার সাহায্যে 0.01 cm দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়। (এক কথায় উত্তর দাও)
উত্তর : স্লাইড ক্যালিপার্স হল এমন একটি যন্ত্র, যার সাহায্যে 0.01 cm দৈর্ঘ্য সঠিকভাবে মাপা যায়।
১৪. চাপ স্কেলার না ভেক্টর রাশি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : চাপ স্কেলার রাশি।
১৫. একটি জলপূর্ণ মাপনী চোঙের সাহায্যে একটি মাটির ঢেলার আয়তন মাপা সম্ভব। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৬. পরিমাপযোগ্য প্রতিটি ভৌত রাশিরই একক আছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৭. যে রাশিমালার সাহায্যে মূল এককগুলির মাত্রার সঙ্গে কোনো ভৌত রাশি কীভাবে সম্পর্কযুক্ত তা বলা হয়, তাকেই রাশিটির ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : মাত্রীয় সংকেত
১৮. কোন্ উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 4° বা 277K উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক।
১৯. এককবিহীন রাশি মাত্রই সেটি মাত্রাহীন রাশি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
২০. এককবিহীন রাশির মাত্রা দৈর্ঘ্যে ______ ভরে ______ ও সময়ে ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 0, 0, 0
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন
১. স্কেলার রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক বা অভিমূখ নেই, তাদের স্কেলার রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি।
২. ভেক্টর রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি।
৩. মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির সাহায্যে বিভিন্ন ভৌতরাশি গঠিত হয়, তাদের মৌলিক রাশি বা প্রাথমিক রাশি বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহমাত্রা ইত্যাদি।
৪. লব্ধরাশি কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমবায়ে গঠিত হয়, তাদের লব্ধরাশি বলে। যেমন- ক্ষেত্রফল, আয়তন, ঘনত্ব, বেগ, ত্বরণ, বল ইত্যাদি।
৫. স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। (টেবিল করতে হবে)
উত্তর : স্কেলার রাশি : যেসব ভৌতরাশির শুধুমাত্র মান আছে, কিন্তু কোনো দিক বা অভিমূখ নেই, তাদের স্কেলার রাশি বলে।
স্কেলার রাশির শুধুমাত্র মান আছে। যেমন- দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। ভেক্টর রাশি : যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেসব ভৌতরাশির মান ও অভিমূখ দুই-ই আছে, তাদের ভেক্টর রাশি বলে। যেমন- সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল ইত্যাদি।
পরিমাপ নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর
৬. একটি মাপনী চোঙের সাহায্যে কীভাবে তুমি এক ফোঁটা জলের আপাত আয়তন নির্ণয় করবে ?
উত্তর : নে করি, একটি ড্রপার দিয়ে সরু আকৃতির মাপনী চোঙে X টি জলের ফোঁটা ফেলাতে জলের ওপরতল মাপনী চোঙের একটি নির্দিষ্ঠ দাগে পৌঁছাল। এই অবস্থায় মাপনী চোঙের জলের আয়তন জেনে নেওয়া হল। মনে করি, মাপনী চোঙের জলের আয়তন V cc । তাহলে এক ফোঁটা জলের আয়তন হবে =( V/X) cc ।
৭. সাধারন স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান কীভাবে নির্ণয় করা যায়?
উত্তর : নিম্নলিখিত উপায়ে সাধারন স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধের মান নির্ণয় করা যায়।
১) প্রথমে বই এর দুপাশের মোটা কভার বাদ দিয়ে বাকি পাতাগুলির বেধ একটি স্কেলের সাহায্যে মেপে নিতে হবে।
২) এরপর বই এর পাতাগুলিকে গুনে নিতে হবে।
৩) বই এর পাতাগুলির মোট বেধকে পাতার সংখ্যা দিয়ে ভাগ করলে একটি পাতার বেধ পাওয়া যাবে।
৮. ওজনের বাক্সের বাটখারা গুলির ভর 5 : 2 : 2 : 1 অনুপাতে রাখার কারন কী ?
উত্তর : ওজনের বাক্সের বাটখারা গুলির ভর 5 : 2 : 2 : 1 অনুপাতে রাখলে 1 গ্রাম থেকে 210 গ্রাম এবং 10 mg থেকে 990 mg পর্যন্ত যে কোনো মানের ভর বাক্সের বাটখারা গুলি থেকে পাওয়া যায়। আলাদাভাবে ঐ ভরের বাটখারার প্রয়োজন হয় না। যেমন কোনো বস্তুর ভর 78.47 gm মাপতে হবে। তাহলে (50+20+5+2+1) gm এবং (200+200+50+20) mg ভরের বাটখারা গুলি থেকে ওই ভর পাওয়া যাবে।
৯. মেট্রিক পদ্ধতি কাকে বলে?
উত্তর : প্রাথমিক বা মূল একককে প্রকাশ করার এক প্রচলিত পদ্ধতি হল সি.জি.এস পদ্ধতি। আর এই পদ্ধতিকেই মেট্রিক পদ্ধতি বলে।
১০. লম্বন ভূল কী ?
উত্তর : স্কেলের সাহায্যে পাঠ নেওয়ার সময় চোখ স্কেলের পাঠবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকলে পাঠে যে ত্রুটি আসে তাকে লম্বন ভুল বলে।
১১. ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝায়? কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলা হয় কেন?
উত্তর : কোনো রাশির একক গঠন করার জন্য মৌলিক একক গুলিকে যে ঘাতে উন্নীত করার দরকার হয়, তাকে সেই ভৌত রাশির মাত্রা বলে। কোনো ভৌত রাশির মাত্রা 1 হলে তাকে মাত্রাহীন ভৌত রাশি বলে। কোণের ক্ষেত্রে মাত্রা নির্ণয় করার সময় দুটি দৈর্ঘ্যের অনুপাত আসে, ফলে এর মাত্রা 1 । তাই কোণকে মাত্রাহীন ভৌত রাশি বলে।
১২. মৌলিক একক এবং লব্ধ এককের সংজ্ঞা দাও।
উত্তর : মৌলিক এককঃ যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যাদের একক থেকে অন্যান্য প্রায় সমস্ত লব্ধ রাশির একক গঠিত হয়, সেই একক গুলিকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে। যেমন- দৈর্ঘ্য, ভর, সময়। লব্ধ এককঃ এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত একক গুলিকে লব্ধ একক বলা হয়। যেমন- ত্বরণ।
সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)
১. লিটারের সংজ্ঞা দাও। 1L= কত cm3?
২. সাধারণ স্কেলের সাহায্যে কীভাবে একটি সরলরেখার দৈর্ঘ্য নির্ণয় করবে?
৩. ‘1kg পরিমাণ আলুর বাজারদর 20 টাকা’- এই বাক্যে আলু, আলুর পরিমাণ, এদের মধ্যে কোনটি ভৌত রাশি, কোনটিই বা নয়—কেন তা বুঝিয়ে লেখো।
৪. SI-তে দৈর্ঘ্যের এককের সংজ্ঞা লেখো। অথবা, শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সাপেক্ষে 1 মিটারের সংজ্ঞা দাও।
৫. সাধারণ স্কেল ধাতুর তৈরি না হয়ে কাঠের তৈরি হয় কেন?
৬. কোনো বস্তুর আয়তন বলতে কী বোঝ? বস্তুর উপাদানের আয়তনের সঙ্গে এর কোনো পার্থক্য আছে কি না তা বুঝিয়ে লেখো।
৭. বেগের মাত্রীয় সংকেত ও মাত্ৰীয় সমীকরণ লেখো।
৮. লন্ধ একক কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে দাও।
৯. কিউসেক কাকে বলে? এর সঙ্গে লিটারের সম্পর্ক কী?
১০. দৈর্ঘ্য, ভর ও সময়ের একককে মৌলিক একক বলা হয় কেন?
১১. অনুরূপ প্রশ্ন, একটি সুতো ও একটি রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে একটি 1 টাকার কয়েনের পরিধি নির্ণয় করবে?
১২. সাধারণ তুলার সাহায্যে কোনো বস্তুর ভর মাপা হয় না ওজন মাপা হয় যুক্তিসহ লেখো।
১৩. প্রাথমিক বা মৌলিক বা মূল একক কাকে বলে? SI-তে প্রাথমিক এককগুলি কী?
১৪. A, B ও C তিনটি ভৌত রাশির মাত্ৰীয় সংকেত যথাক্রমে MLT−2,ML2T−3LT−1 দেখাও যে A = B/C সমীকরণটি মাত্ৰীয় সংকেত অনুযায়ী সঠিক।
►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post