নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর : প্রথমত, চলন গতির ক্ষেত্রে বস্তুর মধ্যে অবস্থিত যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা সর্বদা পূর্বের যেকোন অবস্থানে ওই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার সঙ্গে সমান্তরাল থাকে, আর ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর মধ্যে অবস্থিত যে কোন দুটি বিন্দুর সংযোজক সরলরেখা পূর্বের যে কোন অবস্থানে ওই দুটি বিন্দুর সংযোজক সরল রেখার সঙ্গে সমান্তরাল থাকে না। দ্বিতীয়ত, চলন গতিতে বস্তুর প্রতিটি কণার বেগ এর মান নির্দিষ্ট, কিন্তু ঘূর্ণন গতিতে বস্তুর গঠনগত কণাগুলি ঘূর্নাক্ষ থেকে বিভিন্ন দূরত্বে থাকে। ফলে কণাগুলি প্রতিটির বেগের মান নির্দিষ্ট হয় না।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে কমতে থাকলে –
ক. ঝড়ের সম্ভাবনা
খ. বৃষ্টিপাতের সম্ভাবনা
গ. আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার থাকার সম্ভাবনা
ঘ. তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা
২. একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল –
ক. 3
খ. 5
গ. 6
ঘ. 4
৩. 1 torr = কত N/m2 ?
ক. 266.56
খ. 66.54
গ. 399.84
ঘ. 133.28
৪. বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি হবে –
ক. ভঙ্গুর
খ. প্রসার্য
গ. নমনীয়
ঘ. অনমনীয়
৫. নীচের কোন রাশিটির সঙ্গে ঘর্ষণের সাদৃশ্য আছে?
ক. সান্দ্রতা
খ. পৃষ্ঠটান
গ. প্লবতা
ঘ. তিনটিই
৬. জলে সাবান যোগ করলে জলের –
ক. পৃষ্ঠটান বাড়ে
খ. পৃষ্ঠটান কমে
গ. পৃষ্ঠটান একই থাকে
ঘ. ঘনত্ব বাড়ে
৭. পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য –
ক. সান্দ্রতা
খ. পৃষ্ঠটান
গ. স্থিতিস্থাপকতা
ঘ. আপেক্ষিক গুরুত্ব
৮. প্রদত্ত কোন রাশিটির একক ‘একক ক্ষেত্রফলে বলের একক’ নয়?
ক. ইয়ং গুণাঙ্ক
খ. পীড়ন
গ. বিকৃতি
ঘ. চাপ
৯. একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল –
ক. সান্দ্রতা
খ. অভিকর্ষ
গ. প্লবতা
ঘ. পৃষ্ঠটান
১০. উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান –
ক. বৃদ্ধি পাবে
খ. হ্রাস পাবে
গ. প্রথমে বৃদ্ধি পাবে, পরে হ্রাস পাবে
ঘ. প্রথমে হ্রাস পাবে, পরে বৃদ্ধি পাবে
১১. একটি স্প্রিং তুলা থেকে একটি ব্লককে বায়ুতে ঝুলিয়ে দেওয়া হলেসেটি 60N পাঠ দেয় ব্লকটি জলে নিমজ্জিত অবস্থায় থাকলে স্প্রিং তুলার পাঠ হয় 40N। ব্লকটির আপেক্ষিক গুরত্ব –
ক. 3
খ. 6
গ. 2
ঘ. 3
১২. নীচের কোনটি চাপের একক নয়?
ক. N⋅m−2
খ. বার
গ. টর
ঘ. নিউটন
১৩. একই উপাদানে নির্মিত দুটি তার A ও B । A–এর দৈর্ঘ্য B অপেক্ষা বেশি। A ও B-এর ইয়ং গুণাঙ্ক যথাক্রমে –
ক. YA=YB
খ. YA>YB
গ. YB>YA
ঘ. YA=YB=0
১৪. একটি ব্লেড জলের ওপর ভাসছে মূলত যার জন্য এই ঘটনা ঘটে তা হল –
ক. সান্দ্রতা
খ. অভিকর্ষ
গ. প্লবতা
ঘ. পৃষ্ঠটান
১৫. একটি তরলে দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্র বল স্তর দুটিরআপেক্ষিক বেগ –
ক. বৃদ্ধি করে
খ. হ্রাস করে
গ. অপরিবর্তিত রাখে
ঘ. হ্রাসবৃদ্ধি করে
১৬. একটি ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে পাঠ হবে –
ক. 76 cm
খ. 38 cm
গ. 0
ঘ. 19 cm
১৭. দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো ব্যক্তির ট্রেনের দিকে চলে যাওয়াকে যার সাহায্যে ব্যাখ্যা করা যায়, তা হল –
ক. স্টোকস-এর সূত্র
খ. বার্নৌলির উপপাদ্য
গ. নিউটনের সূত্র
ঘ. কোনোটিই নয়
১৮. একটি ধাতুখণ্ডের বায়তে ওজন 200 g-wt ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন 150 g-wt ধাতুর আপেক্ষিক গুরুত্ব হল –
ক. 3
খ. 5
গ. 6
ঘ. 4
১৯. তেলের কোন ধর্মের জন্য ল্যাম্পের পলতের মধ্য দিয়ে তেল উঠে জ্বলতে থাকে?
ক. ঘনত্ব
খ. সান্দ্রতা
গ. পৃষ্ঠটান
ঘ. অভিকর্ষ
২০. বার্নৌলির উপপাদ্য যে নীতির ওপর প্রতিষ্ঠিত তা হল –
ক. শক্তির সংরক্ষণ
খ. ভরের সংরক্ষণ
গ. ভরবেগ সংরক্ষণ
ঘ. কোনোটিই নয়
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্লবতার মাত্রীয় সংকেত কী ? ( এক কথায় উত্তর দাও )
উত্তর : প্লবতার মাত্রীয় সংকেত হল MLT – 2 |
২. স্বয়ংক্রিয় ফ্ল্যাশ ব্যবহার করা হয় সাইফনের নীতি অনুযায়ী । ( সত্য / মিথ্যা নির্বাচন করাে )
উত্তর : সত্য
৩. সাবান জলের পৃষ্ঠটান কম হওয়ায় এর মুক্তপৃষ্ঠ সংকোচনের প্রবণতাও কম । ( সত্য / মিথ্যা নির্বাচন করাে )
উত্তর : সত্য
৪. প্রবাহীর কোন্ ধরনের প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ? ( এক কথায় উত্তর দাও )
উত্তর : প্রবাহীর অশান্ত প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ।
৫. B তরলে A কঠিনটি নিমজ্জিত হয়ে যাওয়ার অর্থ B- এর ঘনত্ব A- এর ঘনত্বের তুলনায় ______( শূন্যস্থান পূরন করাে )
উত্তর : কম
৬. ধারারেখাগুলি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর পরস্পরকে ছেদ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. মিথ্যা
৭. পদার্থের কোন্ ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়? (এক কথায় উত্তর দাও)
Ans. পদার্থের প্রসার্যতা ধর্মের পার্থক্যের জন্য লোহার সরু তার বানানো সম্ভব হলেও সিসার সরু তার বানানো সম্ভব নয়।
৮. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।
৯. বিকৃতির একক কী? (এক কথায় উত্তর দাও)
Ans. বিকৃতির কোনো একক নেই।
১০. তরলস্তরের স্পর্শতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে সান্দ্র বলের মান বৃদ্ধি পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
Ans. সত্য
১১. ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কী? (এক কথায় উত্তর দাও)
Ans. ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত হল ML-1 T-2
১২. ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা কত হবে? (g = 980 / s2 ধরে) (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারে পারদের পরিবর্তে জল ব্যবহার করলে জলের উচ্চতা হবে 10.336 m
১৩. আদর্শ প্রবাহী বলতে কী বোঝ? (এক কথায় উত্তর দাও)
Ans. সাধারণ প্রবাহী যখন প্রবাহিত হয় তখন পাশাপাশি দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্যের জন্য বাধাদানকারী সান্দ্রবল ক্রিয়া করে কিন্তু প্রবাহী যদি আদর্শ হয় তাহলে প্রবাহী প্রবাহিত হলে এই ধরনের কোনো বাধাদানকারী বল ক্রিয়া করবে না।
১৪. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
১৫. bar এককে প্রমাণ চাপের মান কত? (এক কথায় উত্তর দাও)
Ans. প্রমাণ চাপ = 1.013 bar
১৬. ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।
১৭. বার্নৌলির উপপাদ্যটি কোন সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত? (এক কথায় উত্তর দাও)
Ans. বার্নৌলির উপপাদ্যটি শক্তির সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত।
১৮. ব্যারোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? (এক কথায় উত্তর দাও)
Ans. ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়।
১৯. সিসার সরু তার তৈরি সম্ভব নয়। কারণ সিসার ______ খুবই কম। (শূন্যস্থান পূরন করো)
Ans. প্রসার্যতা
২০. ব্যারোমিটারকে চাঁদে নিয়ে গেলে তার পাঠ কত হবে? (এক কথায় উত্তর দাও)
Ans. চাঁদে বায়ুমণ্ডল নেই তাই চাঁদে বায়ুর চাপ শূন্য। সুতরাং, চাঁদে ব্যারোমিটারকে নিয়ে গেলে তার পাঠ শূন্য হবে।
অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
১. চাপ কাকে বলে?
উত্তর : কোন তলের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল কেই চাপ বলা হয়।
২. চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি?
উত্তর : চাপ হলো একটি স্কেলার রাশি।
৩. 1N/m2 = কত dyn/cm2 ?
উত্তর : 1N/m2 = 10 dyn/cm2
৪. ব্যারোমিটারের পাঠ খুব ধীরে ধীরে কমতে থাকলে কি বোঝা যায়?
উত্তর : ব্যারোমিটারের পাট ধীরে ধীরে কমতে থাকলে ধরে নেওয়া যায় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ শীঘ্রই বৃষ্টির সম্ভাবনা আছে।
৫. কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব?
উত্তর : SI পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব ।
৬. প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল?
উত্তর : প্লবতা একটি ঊর্ধ্বমুখী বল।
৭. SI – তে পৃষ্ঠটানের একক কি?
উত্তর : SI – তে পৃষ্ঠটানের একক নিউটন সেমি -1
৮. তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে?
উত্তর : তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে।
৯. জলের ওপরে জলীয়বাষ্প থাকলে পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয়?
উত্তর : জলের ওপরে জলীয়বাষ্প থাকলে পৃষ্ঠটান কম হয়।
১০. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত লেখ।
উত্তর : পৃষ্ঠটান = বল / দৈর্ঘ্য = [MLT-2] / [L] = MT-2
১১. প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয়?
উত্তর: প্রবাহীর অশান্ত প্রবাহে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয় ।
১২. লম্ব বৃত্তাকার চোঙ এর মধ্য দিয়ে তরলের ধারারেখ প্রবাহ হলে ধারারেখাগুলি কেমন হয়?
উত্তর : লম্ব বৃত্তাকার চোঙ এর মধ্য দিয়ে তরলের ধারারেখ প্রবাহ হলে ধারা রেখা গুলি পরস্পর সমান্তরাল হবে।
১৩. স্থিতিস্থাপক সীমা কাকে বলে?
উত্তর : প্রযুক্ত বলের যে সীমা পর্যন্ত বল অপসারণের পর বিকৃত বস্তু আবার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় তাকে স্থিতিস্থাপক সীমা বলে।
১৪. বিকৃতির একক কি?
উত্তর : বিকৃতির কোনো একক নেই।
১৫. SI – তে ইয়ং গুনাঙ্কের একক কি?
উত্তর : SI – তে ইয়ং গুনাঙ্কের একক Nm-2 বা Pa (পাস্কাল) ।
শূন্যস্থান পূরণ করো
১. জল কেরোসিনের তুলনায় _____ সান্দ্র।
উত্তর : বেশি।
২. জলে অজৈব পদার্থ দ্রবীভূত হলে পৃষ্ঠটান ____ ।
উত্তর : বাড়ে।
৩. ____ উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয়ে যায়।
উত্তর : সংকট।
৪. পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্ক _____ ।
উত্তর : শুন্য ।
৫. বার্নোলির নীতি টি _____ সংরক্ষণ সূত্র মেনে চলে।
উত্তর : শক্তির ।
সত্য / মিথ্যা নিরূপণ করো
২. জলের সচলতা আলকাতরার তুলনায় বেশি।
উত্তর : সত্য ।
৩. পীড়নের প্রভাবেই বস্তুতে বিকৃতির সৃষ্টি হয়।
উত্তর : মিথ্যা।
কারণ: বিকৃতির প্রভাবে পীড়ন সৃষ্টি হয়।
৪. তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা বৃদ্ধি করতে চাই।
উত্তর : মিথ্যা।
কারণ: তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চাই, পৃষ্ঠটানের কারণে।
৫. জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায়।
উত্তর : মিথ্যা ।
কারণ: জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান কমে যায়।
সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)
১. ইয়ং গুণাঙ্কের রাশিমালাটি লেখো ও ব্যবহৃত চিহ্নের পরিচয় দাও। অথবা, বিকৃতি ও পীড়নের মধ্যে সম্পর্কটি লিখে ইয়ং গুণাঙ্কের রাশিমালা নির্ণয় করো।
২. চাপের মাত্ৰীয় সংকেত নির্ণয় করো। চাপের মাত্রা কী?
৩. বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো।
৪. স্থিতিস্থাপক অবসাদ বলতে কী বোঝ? অথবা, বস্তুকে বারবার বিকৃত করলে বস্তুটির স্থিতিস্থাপকতার কীরূপ পরিবর্তন হয়?
৫. সাইফনের দুটি বাহুর প্রথচ্ছেদের ক্ষেত্রফল সমান না হলেও সাইফন ক্রিয়া করবে কি?
৬. ধারারেখার বৈশিষ্ট্যগুলি লেখো।
৭. প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে? প্রমাণ চাপের মান নির্ণয় করো। [1+1]
৮. সান্দ্রতার সঙ্গে প্রবাহীর সচলতার কীরূপ সম্পর্ক?
অথবা, এক কেজি তুলোর প্রকৃত ওজন এক কেজি লোহার তুলনায় বেশি—কথাটি বুঝিয়ে লেখো।
৯. সমুদ্রের জলে সাঁতার কাটা নদীর জলের তুলনায় সহজ কেন?
১০. তরলের ঘনত্ব ও সান্দ্রতা বৃদ্ধি পেলে প্রান্তীয় বেগের মান কীরূপ পরিবর্তিত হয়?
১১. ক্ষুদ্র জলবিন্দু বা পারদবিন্দু গোলকাকার হয় কেন?
১২. বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো।
►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post