নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর : মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যায় হলো তার পারমাণবিক সংখ্যা যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে। পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। প্রত্যেক মৌলিক আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। আবার এক একটি মৌলের পারমাণবিক সংখ্যাও নির্দিষ্ট। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হতে পারেনা। তাই পারমানবিক সংখ্যা দিয়ে মৌলকে সনাক্ত করা হয়। এই কারণে পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত বা স্বকীয় ধর্মের নির্ণায়ক।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. নিউট্রন অনুপস্থিত যে পরমাণুতে সেটি হল –
ক. প্রোটিয়াম
খ. ডয়টেরিয়াম
গ. ট্রিটিয়াম
ঘ. হিলিয়াম
২. আয়নমুক্ত জলের pH মাত্রা –
ক. 0
খ. 2
গ. 4
ঘ. 7
৩. WHO-এর নির্দেশিকা অনুসারে পানীয় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা (mgL-1 এককে) হওয়া উচিত –
ক. 1-2
খ. 4-6
গ. 8-10
ঘ. 12-15
৪. খাওয়ার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট হল –
ক. শমিত লবণ
খ. ক্ষারকীয় লবণ
গ. অ্যাসিড লবণ
ঘ. কোনোটিই নয়
৫. তরল বায়ুর দুটি অন্যতম প্রধান উপাদান হল –
ক. O2, O3
খ. O2, N2
গ. N2, SO2
ঘ. CO2, CO
৬. একটি মৃদু জলের উৎস হল –
ক. ঝরনা
খ. বৃষ্টি
গ. নলকূপ
ঘ. নদী
৭. নিউক্লিয় বলের পাল্লা হল –
ক. 1.5 fermi
খ. 2.5 fermi
গ. 3.5 fermi
ঘ. 4.5 fermi
৮. নিম্নলিখিত কোনটি দ্রাবক-বিকর্ষী কোলয়েডের উদাহরণ?
ক. ফেরিক হাইড্রক্সাইড সল
খ. স্টার্চ সল
গ. জিলেটিন
ঘ. সাবান
৯. নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণে যদি আরও বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত করা যায় তবে ওই উষ্ণতায় দ্রবণটিকে বলা হয় –
ক. সম্পৃক্ত দ্রবণ
খ. অসম্পৃক্ত দ্রবণ
গ. অতিপৃক্ত দ্রবণ
ঘ. কোনোটিই নয়
১০. ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় –
ক. পারদের
খ. কেরোসিনের
গ. গ্লিসারিনের
ঘ. জলের
১১. CH3COOH−NaOH এর প্রশমনে ব্যবহৃত নির্দেশক-
ক. লিটমাস
খ. ফেনলথ্যালিন
গ. মিথাইল অরেঞ্জ
ঘ. কোনোটিই নয়
১২. ইথানল ও জলের মিশ্রণকে সম্পূর্ণরূপে পৃথক করা হয় যে পদ্ধতিতে সেটি হল –
ক. পাতন
খ. আংশিক পাতন
গ. ঊর্ধ্বপাতন
ঘ. কোনোটিই নয়
১৩. কোনো দ্রাবক-এ কোনো দ্রাবের দ্রাব্যতা নীচের কোন্ বিষয়টির ওপর নির্ভর করে না?
ক. দ্রাবের প্রকৃতি
খ. দ্রাবকের পরিমাণ
গ. উষ্ণতা
ঘ. দ্রাবকের প্রকৃতি
১৪. জল আয়নীয় যৌগকে দ্রবীভূত করতে পারে কারণ জল –
ক. সমযোজী নন-পোলার যৌগ
খ. আয়নীয় যৌগ
গ. সমযোজী পোলার যৌগ
ঘ. তরল পদার্থ
১৫. নীচের কোনটি তেজস্ক্রিয় পদার্থ?
ক. পটাশিয়াম ইউরেনিল সালফেট
খ. পটাশিয়াম সালফেট
গ. পটাশিয়াম ক্লোরাইড
ঘ. কোনোটিই নয়
১৬. Mg2+ ,O2−,NeF− -এ কোটির সংখ্যা সমান?
ক. ভরসংখ্যা
খ. প্রোটন সংখ্যা
গ. ইলেকট্রন সংখ্যা
ঘ. নিউট্রন সংখ্যা
১৭. ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় –
ক. পারদের
খ. কেরোসিনের
গ. গ্লিসারিনের
ঘ. জলের
১৮. তীব্রভাবে উত্তপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা – করে HNO3 ফেললে উৎপন্ন হয়
ক. NO2
খ. O2
গ. H2O
ঘ. সবকটিই
১৯. পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় LPG উৎপন্ন হয়?
ক. 30∘C-এর নীচে
খ. 30∘C এর ওপরে
গ. 50∘C-এর ওপরে
ঘ. 95∘−100∘C উষ্ণতায়
২০. জলে গ্লবার লবণের দ্রাব্যতার ক্ষেত্রে দ্রাব্যতা-লেখটি যে উষ্ণতা পর্যন্তক্রমশ ওপরে দিকে ওঠে, তা হল –
ক. 25.5 ডিগ্রি সেলসিয়াস
খ. 32.4 ডিগ্রি সেলসিয়াস
গ. 35.2 ডিগ্রি সেলসিয়াস
ঘ. 37.24 ডিগ্রি সেলসিয়াস
২১. তড়িৎমোক্ষণ নলে যে গ্যাস নিলে অ্যানোড রশ্মির কণাগুলির আধান/ভর-এর সর্বোচ্চ মান পাওয়া যায় তা হল –
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. ক্লোরিন
ঘ. হিলিয়াম
২২. HCl(g) জলে দ্রবীভূত হয় কারণ, HCl –
ক. গ্যাসীয় পদার্থ
খ. জলের সাথে বিক্রিয়া করে
গ. আয়নীয় যৌগ
ঘ. সমযোজী পোলার যৌগ
২৩. একটি জৈব যৌগ যা জলে দ্রবীভূত হয় –
ক. বেঞ্জিন
খ. অ্যালকোহল
গ. মোম
ঘ. কার্বন টেট্রাক্লোরাইড
২৪. ভরসংখ্যাকে যে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, সেটি হল –
ক. X
খ. M
গ. Z
ঘ. A
২৫. থায়িত্বের সঠিক ক্রমটি হল –
ক. প্রলম্বন < কোলয়েড দ্রবণ < প্রকৃত দ্রবণ
খ. কোলয়েড দ্রবণ < প্বকৃত দ্রবণ < প্রলম্বন
গ. প্রকৃত দ্রবণ < কোলয়েড দ্রবণ < প্রলম্বন
ঘ. কোলয়েড দ্রবণ < প্রলম্বন < প্রকৃত দ্রবণ
২৬. SO2 জলে দ্রবীভূত হয় না কিংবা অ্যাসিড বা ক্ষার উৎপন্ন করে না SiO2 একটি – ক. আম্লিক অক্সাইড
খ. ক্ষারীয় অক্সাইড
গ. প্রশম অক্সাইড
ঘ. কোনোটিই নয়
২৭. কোনটিতে সর্বনিম্ন সংখ্যক অণু বর্তমান?
ক. 1g H2
খ. 1g N2
গ. 1.1g O2
ঘ. 1.5g O2
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. প্রকৃতিতে অধিকাংশ মৌলই দুই বা ততোধিক ______–এর মিশ্রণরূপে থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : আইসোটোপ
২. ন্যাপথা কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রায় 120°C উষ্ণতায় প্রাপ্ত 7 থেকে 14টি C-পরমাণুযুক্ত পাতিত অংশকে ন্যাপথা বলে।
৩. ফসফরিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন অ্যাসিড লবণের সংকেত লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : ফসফরিক অ্যাসিড ও ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়ায় যে অ্যাসিড লবণ উৎপন্ন হয় তার সংকেত হল MgHPO4
৪. যে-কোনো পরমাণুর ভরসংখ্যা তার পারমাণবিক সংখ্যার তুলনায় সর্বদা কম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৫. কক্ষের শক্তি স্থির, তাই কক্ষকে বলা হয়______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : স্থায়ী কক্ষপথ
৬. সবচেয়ে বেশি আইসোটোপ আছে কোন মৌলের? (এক কথায় উত্তর দাও)
উত্তর : জেনন (Xe) ও সিজিয়াম (Cs) উভয়েরই আইসোটোপের সংখ্যা সবচেয়ে বেশি (উভয়েরই 36 টি)।
৭. আর্সেনিক মৌল নয়, আর্সেনেট ও আর্সেনাইট যৌগই জলদূষণ ঘটায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৮. অ্যালাম যোগ করলে জলে ভাসমান কোলয়ডীয় অপদ্রব্য থিতিয়ে পড়ে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৯. এর আয়তন ______ L (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 22.4
১০. কোন্ বিজ্ঞানী অ্যানোড রশ্মিকে ‘পজিটিভ রশ্মি’ নামকরণ করেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বিজ্ঞানী থমসন অ্যানোড রশ্মিকে ‘পজিটিভ রশ্মি’ নামকরণ করেন।
১১. 36.5g HCl-কে প্রশমিত করতে 40g NaOH প্রয়োজন হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১২. দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি কোলয়ডীয় দ্রবণের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর : দৈনন্দিন জীবনে ব্যবহার্য একটি কোলয়ডীয় দ্রবণ হল দুধ।
১৩. পাতন পদ্ধতিতে কেবলমাত্র দুটি মিশ্রণীয় তরলের মিশ্রণ থেকে উপাদানগুলির পৃথক্করণ করা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৪. জলে কোন্ হ্যালোজেন মৌল যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : জলে ক্লোরিন যোগ করে জলকে জীবাণুমুক্ত করা হয়।
১৫. ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড নয় এমন একটি ক্ষারকের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর : ধাতব অক্সাইড বা হাইড্রক্সাইড নয় এমন একটি ক্ষারক হল অ্যামোনিয়া।
১৬. কেলাসের আকার কেলাস মধ্যস্থ পরমাণুগুলির______ ও______এর ওপর নির্ভর করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : আকার, বিন্যাস
১৭. একটি একক্ষারীয় অ্যাসিডের অ্যাসিড লবণের নাম ও সংকেত লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : একটি একক্ষারীয় অ্যাসিডের অ্যাসিড লবণের উদাহরণ হল পটাশিয়াম বাইফ্লুরাইড যার সংকেত হল KHF2 । এটি একক্ষারীয় অ্যাসিড HF-এর অ্যাসিড লবণ।
১৮. একটি সালফেটঘটিত লবণের উদাহরণ দাও যা জলে স্থায়ী খরতা সৃষ্টি করে। (এক কথায় উত্তর দাও)
উত্তর : জলে স্থায়ী খরতার সৃষ্টি করে এমন একটি সালফেটঘটিত লবণের উদাহরণ হল ম্যাগনেশিয়াম সালফেট (MgSO4)
১৯. 24g হিলিয়াম গ্যাসের মোল সংখ্যা 12। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৯. ক্যাথোড রশ্মি ক্যাথোডের তল থেকে লম্বভাবে নির্গত হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
২০. ‘মোল’ কথাটির অর্থ হল ‘স্তূপ’। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
শূন্যস্থান পূরণ কর
১. নিউট্রন বিহীন পরমাণু হলো ____ ।
উত্তর: প্রোটিয়াম।
২. সর্বোচ্চ ভর বিশিষ্ট প্রাথমিক কণা হল ____ ।
উত্তর: নিউট্রন।
৩. ____ কনার আদান-প্রদানে নিউক্লিয় বল সৃষ্টি হয়।
উত্তর: মেসন
৪. ____ ধাতু কে উত্তপ্ত করলে ইলেকট্রন নির্গত হয়।
উত্তর: টাংস্টেন।
৫. ক্যাথোড রশ্মি হল ____ কণার স্রোত।
উত্তর: ইলেকট্রন।
৬. পরমাণুর নিউক্লিয়াসে ____ থাকে না।
উত্তর: ইলেকট্রন ।
সত্য মিথ্যা নিরূপণ করো
১. সকল পরমাণুর কেন্দ্রকে প্রোটন ও নিউট্রন থাকে।
উত্তর: সত্য।
২. পরমাণুর সমগ্র ধনাত্মক আধান কেন্দ্রকে পুঞ্জিভূত থাকে।
উত্তর: সত্য।
৩. পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে ৮টির বেশি ইলেকট্রন থাকতে পারে।
উত্তর: সত্য।
সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন
১. পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূল গত ধর্মের নির্ণায়ক কেন?
উত্তর : মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যায় হলো তার পারমাণবিক সংখ্যা যা মৌলের প্রকৃতি নির্ধারণ করে। পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হলে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তিত হয়। প্রত্যেক মৌলিক আলাদা আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম আছে। আবার এক একটি মৌলের পারমাণবিক সংখ্যাও নির্দিষ্ট। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো এক হতে পারেনা। তাই পারমানবিক সংখ্যা দিয়ে মৌলকে সনাক্ত করা হয়। এই কারণে পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত বা স্বকীয় ধর্মের নির্ণায়ক।
২. সমস্থানিক গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন?
উত্তর : আইসোটোপ গুলির পারমানবিক সংখ্যা সমান হওয়ায় প্রোটন সংখ্যা অপরিবর্তিত থাকে কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হয়। আমরা জানি কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যার হলো ওই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। তাই আইসোটোপ গুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয়।
৩. 31P15 তে নিউক্লিয়ন এর সংখ্যা লেখ।
উত্তর : 31P15 তে প্রোটন এর সংখ্যা 15 টি এবং নিউট্রন এর সংখ্যা (31 – 15) টি = 16 টি।
৪. কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক বলতে কী বোঝো?
উত্তর : কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে।
৫. আইসোটোপ এর উদাহরণ সহ সংজ্ঞা দাও
উত্তর : কোন মৌলের বিভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা এক ওই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভরসংখ্যা আলাদা তাদের ওই মৌলের আইসোটোপ বলে যেমন হাইড্রোজেনের তিনটি আইসোটোপ প্রোটিয়াম , ডয়টেরিয়াম ও ট্রিটিয়াম।
৬. আইসোবার কাকে বলে উদাহরণ দাও।
উত্তর : ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোবার বলে। যেমন 40Ar18 ও 40Ca20 পরস্পরের আইসোবার।
সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)
১. ক্লোরোফর্ম ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করার সময় কোন তরলটি আগে পাতিত হবে, কারণসহ লেখো।
২. গ্রাম-পারমাণবিক ভর কাকে বলে?
৩. কেলাসন ও শেষ দ্রব কাকে বলে?
৪. দ্রাবক হিসেবে অ্যাসিটোনের ব্যবহার লেখো।
৫. অ্যালুমিনিয়াম পাত্রে লঘু HCl রাখা হল।
৬. Al-এর পাত্রে গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) দ্রবণ ফোটানো যায় না কেন? অথবা, Al-এর পাত্রে গাঢ় কস্টিক সোডা দ্রবণ রাখা উচিত নয় কেন?
৭. সোডিয়াম বাইকার্বনেট একটি অ্যাসিড লবণ ব্যাখ্যা করো।
৮. পেট্রোলিয়াম কী? এর বিভিন্ন উপাদানগুলিকে কোন্ পদ্ধতিতে পৃথক করা হয়?
৯. কোনো দ্রবণের pH বলতে কী বোঝ?
১০. দ্রাবক হিসেবে কেরোসিনের ব্যবহার লেখো।
১১. ক্যানাল রশ্মি (canal ray) কাকে বলে?
১২. দ্রাব্যতা কাকে বলে? এর একক কী?
১৩. অ্যালকোসল ও হাইড্রোসল কাকে বলে?
১৪. ঘরের উষ্ণতায় চিনির সম্পৃক্ত দ্রবণে আরও চিনি যোগ করে নাড়াতে থাকলে কী করে? ওই দ্রবণের তাপমাত্রা বাড়ালে কী হবে?
১৫. ভরসংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কী?
►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান চতুর্থ অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post