নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর : কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ, বস্তুর সরণের অভিমুখের সঙ্গে সমকোণে ক্রিয়া করলে, ওই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। এই বলকে কার্যহীন বল বলে। কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বস্তুটির সরণ 1 মিটার হয়, তবে কৃতকার্যের পরিমাণকে 1 নিউটন মিটার বা জুল বলা হয়।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. 200 dyn বল প্রয়োগের ফলে একটি বস্তু বলের অভিমুখে 4 m সরে যায়। কৃত কার্য হল-
ক. 0.004J
খ. 0.008J
গ. 0.08J
ঘ. 800J
২. 2kg ভরের একটি বস্তুকে 50 m উঁচু একটি মিনারের শীর্ষ থেকে ছেড়ে দেওয়া হল ছেড়ে দেওয়ার 1s পরে বস্তুর গতিশক্তি হবে [g = 10 m/s]
ক. 50J
খ. 75J
গ. 100J
ঘ. 200J
৩. নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যেকার কোণ হল-
ক. 0°
খ. 45°
গ. 90°
ঘ. 180°
৪. সময় সাপেক্ষে কার্য করার হারকে বলে-
ক. কার্য
খ. ক্ষমতা
গ. শক্তি
ঘ. বেগ
৫. বিনা বাধায় পতনশীল একটি পাথরখণ্ড ভূমি স্পর্শ করার ঠিক পূর্বমুহুর্তে পাথরটিতে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকে তা হল-
ক. সম্পূর্ণ গতিশক্তি
খ. সম্পূর্ণ স্থিতিশক্তি
গ. সমান সমান স্থিতিশক্তি ও গতিশক্তি
ঘ. তাপশক্তি ও শব্দ শক্তি
৬. একটি ফাঁকা লরি ও অনুরূপ একটি মালবোঝাই লরি একই বেগে গতিশীল। কোন্ লরির গতিশক্তি বেশি?
ক. মালবোঝাই
খ. ফাঁকা
গ. উভয়েরই সমান
ঘ. কোনোটিই নয়
৭. কোনো জলাধারে সঞ্চিত জলের শক্তি হল-
ক. তড়িৎশক্তি
খ. গতিশক্তি
গ. স্থিতিশক্তি
ঘ. রাসায়নিক শক্তি
৮. সময় সাপেক্ষে কার্য করার হারকে বলে-
ক. কার্য
খ. ক্ষমতা
গ. শক্তি
ঘ. বেগ
৯. 1 মেগাওয়াট (MW)-
ক. 1000 W
খ. 106w
গ. 746 W
ঘ. 1.34 hp
১০. দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4 : 9 । বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত হল-
ক. 4 : 9
খ. 9 : 4
গ. 2 : 3
ঘ. 3 : 2
১১. কোনো জলাধারে সঞ্চিত জলের শক্তি হল-
ক. তড়িৎশক্তি
খ. গতিশক্তি
গ. স্থিতিশক্তি
ঘ. রাসায়নিক শক্তি
১২. উর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি-
ক. সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক
খ. সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
গ. ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক
ঘ. সকল বিন্দুতে সমান
১৩. একটি গতিশীল বস্তুর গতিশক্তি 21% বৃদ্ধি পেলে রৈখিক ভরবেগ বৃদ্ধি পাবে-
ক. 10%
খ. 11%
গ. 20%
ঘ. 21%
১৪. দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান কিন্তু ভরের অনুপাত 2:3 বস্তু দুটির গতিশক্তির অনুপাত হল-
ক. 3:2
খ. 2: 3
গ. 4:9
ঘ. 9:4
১৫. 1kw = কত horsepower?-
ক. 746
খ. 1.34
গ. 0.65
ঘ. 1.68
১৬. 40 kg ভরের ব্যক্তি 10 kg ভরের একটি বাক্স নিয়ে 10 টি সিঁড়ি হেঁটে উঠল প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 cm হলে কৃতকার্য হল [g = 10 m/s]-
ক. 1000 J
খ. 980 J
গ. 900 J
ঘ. 1100 J
১৭. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও এর বেগের গুণফল দ্বারা পরিমাপ করা হয়-
ক. ক্ষমতা
খ. শক্তি
গ. কার্য
ঘ. ভরবেগ
১৮. দুটি বস্তুর ভরের অনুপাত 1 : 2 এবং গতিশক্তির অনুপাত 2 : 1 হলে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত হল-
ক. 1:1
খ. 2:1
গ. 1:2
ঘ. 1:4
১৯. উর্ধ্বে উৎক্ষিপ্ত বস্তুর যান্ত্রিক শক্তি-
ক. সর্বোচ্চ বিন্দুতে সর্বাধিক
খ. সর্বোচ্চ বিন্দুতে সর্বনিম্ন
গ. ভূমি স্পর্শ করার মুহূর্তে সর্বাধিক
ঘ. সকল বিন্দুতে সমান
২০. m ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি-
ক. mgh
খ. 2mgh
গ. -mgh
ঘ. -2mgh
২১. একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হয়-
ক. দ্বিগুণ
খ. চারগুণ
গ. অর্ধেক
ঘ. এক চতুর্থাংশ
২২. দুটি বস্তুর গতিশক্তি সমান কিন্তু তাদের ভরের অনুপাত 4 : 9 । বস্তু দুটির রৈখিক ভরবেগের অনুপাত হল-
ক. 4 : 9
খ. 9 : 4
গ. 2 : 3
ঘ. 3 : 2
২৩. দুটি বস্তুর ভরের অনুপাত 1 : 2 এবং গতিশক্তির অনুপাত 2 : 1 হলে, তাদের রৈখিক ভরবেগের অনুপাত হল-
ক. 1:1
খ. 2:1
গ. 1:2
ঘ. 1:4
২৪. নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যেকার কোণ হল –
ক. 0°
খ. 45°
গ. 90°
ঘ. 180°
২৫. একটি গাড়ি অমসৃণ অনুভূমিক রাস্তা দিয়ে 15 m/s বেগে চলছে রাস্তার ঘর্ষণ 500 N হলে ইঞ্জিনের ক্ষমতা-
ক. 2.5 kW
খ. 5 kW
গ. 7.5 kW
ঘ. 10 kW
২৬. কোনো বস্তুকে হাতে ধরে নীচের দিকে নামানো হচ্ছে। এই অবস্থায় প্রযুক্ত বলের বিপক্ষে কার্য হচ্ছে, কারণ –
ক. প্রযুক্ত বলের অভিমুখ নীচের দিকে
খ. বস্তুর ওপর অভিকর্ষ বলের অভিমুখ নীচের দিকে
গ. বস্তুর সরণের অভিমুখ নীচের দিকে
ঘ. বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ ওপরের দিকে কিন্তু বস্তুর সরণ নীচের দিকে
২৭. কোনো সরল দোলকের থিতিশক্তি-
ক. মধ্য অবস্থানে সর্বাধিক
খ. প্রান্ত অবস্থানে সর্বাধিক
গ. প্রান্ত অবস্থানে সর্বনিম্ন
ঘ. সর্বদা ধুবক
২৮. 10g ভরের একটি বুলেটের বেগ 400 m/s হলে বুলেটটির গতিশক্তি হবে-
ক. 100J
খ. 200J
গ. 400J
ঘ. 800J
২৯. দড়ি টানাটানি খেলায় –
ক. পরাজিত দল ধনাত্মক কার্য করে
খ. পরাজিত দল ঋণাত্মক কার্য করে
গ. জয়ী দল ঋণাত্মক কার্য করে
ঘ. জয়ী বা পরাজিত—কোনো দলই কার্য করে না
৩০. জুল/ঘন্টা কোন্ ভৌত রাশির একক?
ক. কার্য
খ. গতিশক্তি
গ. বল
ঘ. ক্ষমতা
৩১. একটি পাম্পের ক্ষমতা 490w৷ ওই পাম্পের সাহায্যে 400L জল 15m উচ্চতায় তুলতে সময় লাগবে [g = 9.8 ]
ক. 60 s
খ. 90 s
গ. 120 s
ঘ. 30 s
৩২. দড়ি টানাটানি খেলায় দুটি দল P ও Q সমান জোরে দড়ি টানলে কোন্ দল বেশি কার্য করে?
ক. P দল
খ. Q দল
গ. কোনো দলই কার্য করে না
ঘ. কোনোটিই নয়
৩৩. 10g ভরের একটি বুলেটের বেগ 400 m/s হলে বুলেটটির গতিশক্তি হবে-
ক. 100J
খ. 200J
গ. 400J
ঘ. 800J
৩৪. কোনো বস্তুকে হাতে ধরে নীচের দিকে নামানো হচ্ছে। এই অবস্থায় প্রযুক্ত বলের বিপক্ষে কার্য হচ্ছে, কারণ –
ক. প্রযুক্ত বলের অভিমুখ নীচের দিকে
খ. বস্তুর ওপর অভিকর্ষ বলের অভিমুখ নীচের দিকে
গ. বস্তুর সরণের অভিমুখ নীচের দিকে
ঘ. বস্তুর ওপর প্রযুক্ত বলের অভিমুখ ওপরের দিকে কিন্তু বস্তুর সরণ নীচের দিকে
৩৫. কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ-
ক. 0°
খ. 45°
গ. 90°
ঘ. 180°
৩৬. শক্তি হল-
ক. কার্য করার হার
খ. কার্য করার সামর্থ্য
গ. কার্য করার ক্ষমতা
ঘ. ওপরের সবকটি
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. সূর্যের চারিদিকে পৃথিবী ঘরার সময় মহাকর্ষ বল হল______বল। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : কার্যহীন
২. অভিকর্ষীয় স্থিতিশক্তি ঋণাত্মক হতে ______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর : পারে
৩. বস্তুর সরণ পুরোপুরি বলের অভিমুখে না হলে, বল × সরণ দ্বারা কার্য পরিমাপ করা যায় না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৪. কোনো ইঞ্জিনের ক্ষমতা 373 W হলে hp এককে ক্ষমতা ______ হবে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 0.5
৫. স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে কোনটির মান কখনোই ঋণাত্মক হতে পারে না? (এক কথায় উত্তর দাও)
উত্তর : স্থিতিশক্তি ও গতিশক্তির মধ্যে গতিশক্তির মান কখনোই ঋণাত্মক হতে পারে না।
৬. কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে কার্য হবেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
পৃথিবীর বার্ষিক গতিতে একমাত্র অভিকর্ষ বলই হল কার্যকর বল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৭. এক ব্যক্তি একই সময়ে দ্বিগুণ কার্য করলে ক্ষমতা কতগুণ হবে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ক্ষমতা = কার্য / সময়, তাই ওই ব্যক্তি একই সময়ে দ্বিগুণ কার্য করলে ক্ষমতা দ্বিগুণ হবে।
৮. বস্তুর সরণ প্রযুক্ত বলের অভিমুখে হলে কার্যের পরিমাণ শূন্য হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৯. একটি ইঞ্জিনের ক্ষমতা ও অশ্বক্ষমতা বলতে কী বোঝ? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 746 = 3730 ওয়াট অর্থাৎ ইঞ্জিনটির ক্ষমতা 3730 ওয়াট। এর অর্থ, ইঞ্জিনটি 1 সেকেন্ডে 3730 জুল কার্য করতে পারে।
১০. কার্যের সঙ্গে শক্তির সম্পর্ক কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়।
১১. বল ও সরণের মধ্যবর্তী কোণ ______ হলে প্রযুক্ত বল কোনো কার্য করে না। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 90∘
১২. কোনো বস্তুর শক্তি আছে কিন্তু ভরবেগ নেই—হতে পারে কি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : হ্যাঁ, হতে পারে। একটি বস্তুকে ওপরদিকে ছুড়লে সর্বোচ্চ উচ্চতায় বস্তু মুহূর্তের জন্য স্থির হয়, সেই মুহুর্তে বস্তুর ভরবেগ থাকে না কিন্তু স্থিতিশক্তি (অভিকর্ষীয়) থাকে।
১৩. 1kg : m = কত? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 1 kg : m = 9.81 J
১৪. কার্যের মাত্রীয় সংকেত কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : কার্যের মাত্রীয় সংকেত হল ML2T−2
১৫. 1 ইলেকট্রনভোল্ট (eV) = কত জুল? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 1eV = 1.6×10−19J
১৬. একজন ভার উত্তোলনকারী যখন একটি ওজন মাথার ওপর তুলে দাঁড়িয়ে থাকে, তখন সে কত কার্য করে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : যেহেতু ব্যক্তি ওজনকে মাথার ওপর তুলে দাঁড়িয়ে আছে, অর্থাৎ ওজনের কোনো সরণ হচ্ছে না, তাই তখন ভার উত্তোলনকারী দ্বারা কৃত কার্য শূন্য।
১৭. ভিন্ন ভরের দুটি বস্তুর ভরবেগ সমান হলে ______ বস্তুর গতিশক্তি কম হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ভারী
১৮. স্থিতিশক্তি ও গতিশক্তির মিলিত রূপকে যান্ত্রিক শক্তি বলা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৯. SI-তে ক্ষমতার একক কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : SI-তে ক্ষমতার একক হল W (ওয়াট)।
২০. SI-তে কার্যের পরম একক কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : SI-তে কার্যের পরম একক হল জুল (J)।
সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)
১. বলের বিপক্ষে কার্য বা ঋণাত্মক কার্য বলতে কী বোঝ তা উদাহরণসহ বুঝিয়ে লেখো।
২. কাঠের পাটাতনের ওপর একটি পেরেক উল্লম্বভাবে রাখা আছে। একটি হাতুড়িকে কিছুটা ওপর থেকে পেরেকের ওপর আঘাত করা হলে পেরেকটি কাঠের পাটাতনে কিছুটা প্রবেশ করে। এক্ষেত্রে শক্তির রূপান্তরটি কীরূপ? এই ঘটনায় কার্যের প্রকৃতি কীরূপ?
৩. একটি বস্তুকে দুবার ভূমি থেকে একই উচ্চতায় তোলা হল—প্রথমবার ধীরে এবং দ্বিতীয়বার দ্রুত। উভয়ক্ষেত্রে ক্ষমতা সমান হবে কি?
৪. অভিকর্ষীয় স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে?
৫. যান্ত্রিক শক্তি কাকে বলে? যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটি লেখো।
৬. হাইড্রোজেন গ্যাসপূর্ণ বেলুন যত ওপর দিকে ওঠে বেলুনের গতিশক্তি ও স্থিতিশক্তি উভয়ই বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি শক্তির সংরক্ষণ নীতি লঙ্ঘিত হয়?
৭. একটি বাক্স হাতে ঝুলিয়ে এক ব্যক্তি একটি নততল বরাবর ওপর দিকে উঠছেন। অভিকর্ষ বল বাক্সের ওপর কোনো কার্য করছে কি?
৮. এক বালতি জল হাতে ঝুলিয়ে তুমি 5 s-এ অনুভূমিক পথে 3 m পথ অতিক্রম করলে। এরপর ওই জলভরতি বালতিটা নিয়ে তুমি 5 s-এ সিঁড়ি বেয়ে 3 m ওপরে উঠলে। কোন্ ক্ষেত্রে তোমার ক্ষমতা বেশি হবে তা বুঝিয়ে লেখো।
৯. অভিকর্ষীয় স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে?
১০. একটি বাক্স হাতে ঝুলিয়ে এক ব্যক্তি একটি নততল বরাবর ওপর দিকে উঠছেন। অভিকর্ষ বল বাক্সের ওপর কোনো কার্য করছে কি?
১১. কাঠের পাটাতনের ওপর একটি পেরেক উল্লম্বভাবে রাখা আছে। একটি হাতুড়িকে কিছুটা ওপর থেকে পেরেকের ওপর আঘাত করা হলে পেরেকটি কাঠের পাটাতনে কিছুটা প্রবেশ করে। এক্ষেত্রে শক্তির রূপান্তরটি কীরূপ? এই ঘটনায় কার্যের প্রকৃতি কীরূপ?
দড়ি টানাটানি খেলায় উভয়পক্ষ সমান জোরে দড়িকে বিপরীত দিকে টানলে কোন পক্ষের কৃত কার্য কত হবে?
১২. A ও B দলের মধ্যে দড়ি টানাটানি খেলায় A দল 10 N বল প্রয়োগ করেও B দলের কাছে হেরে গেল। কারণ B দল 12 N বল প্রয়োগ করেছে। এক্ষেত্রে কোন দল ধনাত্মক কার্য আর কোন্ দল ঋণাত্মক কার্য করল?
১৩. কার্য বেশি হলেই কি ক্ষমতা বেশি হয়? ব্যাখ্যা করো।
১৪. একটি ফাঁকা লরি ও একটি জিনিসপত্র বোঝাই লরি একই বেগে যাচ্ছে। কোনটির গতিশক্তি বেশি ব্যাখ্যা করো।
►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post