আজকের আলোচনায় থাকবে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর এবং পিডিএফ উত্তরমালা। এ অধ্যায়ের নাম তাপ।
নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. শিশির পড়ে সাধারণত-
ক. গ্রীষ্মকালে
খ. বর্ষাকালে
গ. শীতকালে
ঘ. শরৎকালে
২. তাপগতিবিদ্যার প্রথম সুত্রের গাণিতিক রূপটি হল-
ক. H = mL
খ. H = mst
গ. W = JH
ঘ. W = Fs
৩. কার্য ও তাপশক্তি যথাক্রমে W ও Q দ্বারা প্রকাশিত হলে এদের মধ্যে সম্পর্কটি হল-
ক. W = Q
খ. W∝Q
গ. W∝1/Q
ঘ. W2∝Q
৪. জলের বাষ্পীভবনের লীন তাপ-
ক. গৃহীত তাপের পরিমাণের ওপর নির্ভর করে
খ. জলের ভরের ওপর নির্ভর করে
গ. জলের আয়তনের ওপর নির্ভর করে
ঘ. কোনো কিছুর ওপরই নির্ভর করে না
৫. তাপ পরিমাপের যন্ত্রটি হল-
ক. থার্মোমিটার
খ. ক্যালোরিমিটার
গ. ম্যানোমিটার
ঘ. ব্যারোমিটার
৬. যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হল-
ক. 32∘F
খ. 39.2∘F
গ. 42∘F
ঘ. 4∘F
৭. 0∘C তাপমাত্রার 1g বরফকে গলিয়ে জলে পরিণত করতে তাপ লাগবে-
ক. 100 cal
খ. 500 cal
গ. 4 cal
ঘ. 80 cal
৮. লোহা, পারদ, জল ও বায়ুর মধ্যে আপেক্ষিক তাপ সর্বোচ্চ-
ক. জলের
খ. লোহার
গ. বায়ুর
ঘ. পারদের
৯. CGSপদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হল-
ক. 4.2 J/cal
খ. 4.2 ×107 erg/cal
গ. 4.2 ×106 erg/cal
ঘ. 4.2 ×105 erg/cal
১০. শীতপ্রধান দেশে হ্রদের উপরিতল বরফে রূপান্তরিত হলে, হ্রদের তলদেশে জলের তাপমাত্রা –
ক. 0 ডিগ্রি সেলসিয়াস
খ. 1 ডিগ্রি সেলসিয়াস
গ. 2 ডিগ্রি সেলসিয়াস
ঘ. 4 ডিগ্রি সেলসিয়াস
১০. একখণ্ড বরফে সমহারে তাপ দেওয়া হচ্ছে। 5 s পরে বরফের গলন শুরু হয় এবং পরবর্তী 40 s সময়ে সমস্ত বরফ গলে যায়। বরফের আপেক্ষিক তাপ 0.5 cal –
ক. -20∘C
খ. -22∘C
গ. -15∘C
ঘ. -10∘C
১১. একই সময় ধরে রোদে ফেলে রাখা একটি লোহার টুকরো সমভরের একটি কাঠের চেয়ারের তুলনায় বেশি গরম লাগে, তার কারণ হল –
ক. জলসমের তারতম্য
খ. তাপগ্রাহিতার তারতম্য
গ. তাপ পরিবহণের তারতম্য
ঘ. আপেক্ষিক তাপের তারতম্য
১২. তাপ প্রয়োগের ফলে আয়তন প্রসারণ হয়। এই ঘটনার বিচারে জল স্বাভাবিক আচরণ করে-
ক. 0 ডিগ্রি সেলসিয়াস-4 ডিগ্রি সেলসিয়াস -এ
খ. 0 ডিগ্রি সেলসিয়াস-10 ডিগ্রি সেলসিয়াস-এ
গ. 4 ডিগ্রি সেলসিয়াস-10 ডিগ্রি সেলসিয়াস -এ
ঘ. 3 ডিগ্রি সেলসিয়াস-4 ডিগ্রি সেলসিয়াস -এ
১৩. অবস্থার পরিবর্তন না হলে, নীচের কোন রাশিটি গৃহীত বা বর্জিত তাপের গণনায় অপ্রয়োজনীয়?
ক. ভর
খ. লীন তাপ
গ. আপেক্ষিক তাপ
ঘ. তাপমাত্রার পরিবর্তন
১৪. 0∘C তাপমাত্রার 1g বরফকে গলিয়ে জলে পরিণত করতে তাপ লাগবে-
ক. 100 cal
খ. 500 cal
গ. 4 cal
ঘ. 80 cal
১৫. যান্ত্রিক শক্তি যখন তাপশক্তিতে রূপান্তরিত হয়, তখন-
ক. বস্তুর গতিশক্তি বৃদ্ধি পায়
খ. বস্তুর অণু-পরমাণুর গতিশক্তি বৃদ্ধি পায়
গ. বস্তুর জলসম বৃদ্ধি পায়
ঘ. বস্তুর আপেক্ষিক তাপ বৃদ্ধি পায়
১৬. তাপ হল বস্তুকণার-
ক. ভরবেগের পরিবর্তিত রূপ
খ. গতিশক্তির পরিবর্তিত রূপ
গ. স্থিতিশক্তির পরিবর্তিত রূপ
ঘ. গতিবেগের পরিবর্তিত রূপ
১৭. একই সময় ধরে রোদে ফেলে রাখা একটি লোহার টুকরো সমভরের একটি কাঠের চেয়ারের তুলনায় বেশি গরম লাগে, তার কারণ হল-
ক. জলসমের তারতম্য
খ. তাপগ্রাহিতার তারতম্য
গ. তাপ পরিবহণের তারতম্য
ঘ. আপেক্ষিক তাপের তারতম্য
১৮. শুষ্ক বরফে (কঠিন কার্বন ডাইঅক্সাইডে) তাপ প্রয়োগের ফলে এটি সরাসরি গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয় এই ঘটনাটি হল-
ক. বাষ্পায়ন
খ. স্ফুটন
গ. ঊর্ধ্বপাতন
ঘ. গলন
১৯. যে উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক তা হল-
ক. 32∘F
খ. 39.2∘F
গ. 42∘F
ঘ. 4∘F
২০. 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ-
ক. 72 cm Hg
খ. 74 cm Hg
গ. 76 cm Hg
ঘ. 78 cm Hg
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. জলের কোন ধর্মের জন্য শীতপ্রধান দেশে বায়ুমণ্ডলের উষ্ণতা হিমাঙ্কের নীচে নেমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : জলের ব্যতিক্রান্ত প্রসারণের জন্য শীতপ্রধান দেশে বায়ুমন্ডলের উষ্ণতা হিমাঙ্কের নীচে নেমে গেলেও জলচর প্রাণীরা বেঁচে থাকতে পারে।
২. কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপই হল বস্তুটির ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : তাপগ্রাহিতা
৩. শীতপ্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে, বরফের ঠিক নীচে জলের তাপমাত্রা কত হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : শীতপ্রধান দেশে জলাশয়ের ওপরে বরফ জমে গেলে, বরফের ঠিক নীচে জলের তাপমাত্রা হয় 0°C।
৪. 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 0°C থেকে 4°C পর্যন্ত জলের প্রসারণকে ব্যতিক্রান্ত প্রসারণ বলে।
৫. চাল ফুটিয়ে ভাত তৈরি করা হয়। এক্ষেত্রে তাপের প্রভাবে কী ধরনের পরিবর্তন ঘটে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : চাল ফুটিয়ে ভাত তৈরি করা হয়। এক্ষেত্রে তাপের প্রভাবে রাসায়নিক পরিবর্তন ঘটে।
৬. SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? (এক কথায় উত্তর দাও)
উত্তর : SI-তে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 1।
৭. যে-কোনো উষ্ণতাতেই বাষ্পায়ন হয়ে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৮. পদার্থের চারটি অবস্থার নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : পদার্থের চারটি অবস্থা হল—কঠিন, তরল, গ্যাসীয় ও প্লাজমা অবস্থা।
৯. কার্য তাপে রূপান্তরিত হলে 10 cal তাপ উৎপন্ন হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১০. ______উষ্ণতা পাল্লায় জলের আয়তন স্বাভাবিকভাবেই হাস পেতে থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 0∘C-4∘C
১১. সম্পৃক্ত বাম্পকে কীভাবে অসম্পৃক্ত করা যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : সম্পৃক্ত বাষ্পকে উষ্ণতা বৃদ্ধি করে বা চাপ হ্রাস করে অসম্পৃক্ত করা যায়।
১২. সাধারণত যে-কোনো তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন ______পায়, কিন্তু জলের ক্ষেত্রে এই নিয়মের ______দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বৃদ্ধি, ব্যতিক্রম
১৩. ms রাশিটির সাহায্যে পদার্থের তাপগ্রাহিতা ও জলসম—দুই-ই পরিমাপ করা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৪. SI-তে জলসমের একক ______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর : kg
১৫. প্রতি ঘনমিটার বায়তে যত গ্রাম ______ উপস্থিত থাকে সেটাই হল পরম আদ্রতা। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : জলীয় বাষ্প
১৬. একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাই হল তাপের______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর : যান্ত্রিক তুল্যাঙ্ক
১৭. পদার্থের চারটি অবস্থার নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : পদার্থের চারটি অবস্থা হল—কঠিন, তরল, গ্যাসীয় ও প্লাজমা অবস্থা।
১৮. বরফজমা হ্রদের তলদেশের তাপমাত্রা ______ হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 4°C
১৯. জলসম কিছু পরিমাণ জলের আয়তনকে বোঝায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
২০. ঊর্ধ্বপাতন কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : তাপ প্রয়োগে কঠিন পদার্থের সরাসরি গ্যাসীয় অবস্থায় পৌঁছে যাওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলা হয়।
সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)
১. একটি বদ্ধ ঘরে জল ছিটানো হলে শিশিরাঙ্কের কী পরিবর্তন হবে?
২. পদার্থের অবস্থা বা দশা কাকে বলে?
৩. কোনো বস্তুর জলসম বলতে কী বোঝ?
৪. লীন তাপ বলতে কী বোঝ?
৫. অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
৬. কোনো পদার্থের আপেক্ষিক তাপ বলতে কী বোঝ?
৭. সমান তাপ প্রয়োগে সমভরের জলের চেয়ে দুধ তাড়াতাড়ি গরম হয় কেন?
৮. লীন তাপকে ‘লীন’ বলা হয় কেন?
৯. সমভরের কিন্তু ভিন্ন পদার্থের দুটি বস্তুতে সমপরিমাণ তাপ প্রয়োগ করলে উভয়েরই উষ্ণতা বৃদ্ধি কি সমান হবে?
১০. অসম্পৃক্ত বাষ্পচাপ কাকে বলে?
১১. পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে?
১২. 0°C উষ্ণতায় বরফের গর্তে জল রাখলে সেই জল বরফে রূপান্তরিত হয় না কেন?
১৩. শীতকালের ভোরে পুকুরের জলের ওপর কুয়াশা জমতে দেখা যায় কেন?
১৪. উঁচু গাছের পাতার চেয়ে ঘাসের ওপর শিশির বেশি জমে কেন?
১৫. পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে?
►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post