মংডুর পথে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর : আমাদের পূর্ব দিকের দেশ মিয়ানমার। সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ এই রচনায় পরিবেশিত হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর মংডু দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল।
মংডুর মানুষের পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, ব্যাবসা-বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই রচনা থেকে পাওয়া যায়। মংডুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে। সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যাবসা-বাণিজ্য করে। মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাধান্য থাকলেও মংডুতে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমানের বসবাস লক্ষ করেছেন লেখক।
মংডুর পথে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর
১. ‘মালকিন’ অর্থ কী?
ক. মহিলা মালিক
খ. পরিবেশক
গ. ছাত্রী
ঘ. প্রচারক
২. ‘যুদ্ধজয়ের গল্প’—বিপ্রদাশ বড়ুয়ার কোন জাতীয় রচনা?
ক. উপন্যাস
খ. প্রবন্ধ
গ. ছোটোগল্প
ঘ. শিশুতোষ
৩. আলাওল কোন শতকের কবি?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ
গ. ষোড়শ
ঘ. সপ্তদশ
৪. পাইক্যা কয় চাকার যানবাহন?
ক. দুই চাকার
খ. তিন চাকার
গ. চার চাকার
ঘ. ছয় চাকার
৫. চীবর কী?
ক. খাবারের নাম
খ. পোশাকের নাম
গ. হোটেলের নাম
ঘ. জায়গার নাম
৬. বর্মি নারী-পুরুষের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে—
i. পোশাক পরিধানে
ii. জীবিকায়
iii. সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭. বিপ্রদাশ বড়ুয়া ২০০১ সালের কোন মাসে মংডুতে গিয়েছিলেন?
ক. মার্চ
খ. এপ্রিল
গ. মে
ঘ. জুন
৮. মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে ফোটে?
ক. মে
খ. জুন
গ. জুলাই
ঘ. আগস্ট
নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০নং প্রশ্নের উত্তর দাও:
চট্টগ্রামের যারা প্রকৃত অধিবাসী তাদের সবচেয়ে পছন্দের গাধার উপাদান হলো শুঁটকি মাছ। আর শুঁটকির মধ্যে চিংড়ি শুঁটকি সর্বাগ্রে পছন্দনীয়। তরকারির সঙ্গে হোক কিংবা ভর্তা হোক, বাবীর তালিকায় চিংড়ি মাছের শুঁটকি থাকবেই।
৯. উদ্দীপকে ‘মংডুর পথে’ ভ্রমণকাহিনিতে ফুটে ওঠা দিকটি হলো—
i. ভোজনবিলাসিতা
ii. আঞ্চলিক বৈশিষ্ট্য
iii. ভূষণবিলাসিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. মংডু ও টেকনাফের মাঝখানে কোন নদী?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. নাফ
ঘ. যমুনা
১১. হাঁটতে হাঁটতে লেখক শহরের কোন দিকে শেউইজার সেতু পার হয়ে গেলেন?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
১২. বর্তমানে ‘ব্যান্ডেল রোড’ নামক স্থানটির অস্তিত্ব যে শহরে—
ক. কুমিল্লা
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
১৩. মংডুর পথে নেমে লেখকের আচরণে প্রকাশ পায়—
i. বেদনাদায়ক অভিজ্ঞতা
ii. আবেগপ্রবণতা
iii. স্বদেশ সচেতনতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
১৪. কোন দেশের আরেক নাম বার্মা?
ক. মিয়ানমার
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. ভুটান
১৫. মিয়ানমারে পদাউকের নাম কী?
ক. সেন্না
খ. শিরীষ
গ. সোনালু
ঘ. সেগুন
মংডুর পথে mcq প্রশ্ন উত্তর
১৬. কোন পোশাকটি বার্মা থেকে এসেছে?
ক. লুঙ্গি
খ. শার্ট
গ. বর্মি টুপি
ঘ. বর্মি কোট
১৭. কোথা থেকে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে?
ক. পশ্চিমবঙ্গ
খ. আরাকান
গ. চট্রগ্রাম
ঘ. বার্মা
১৮. কত সালে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে?
ক. ১২০০ সালে
খ. ১৪০০ সালে
গ. ১৬০০ সালে
ঘ. ১৮০০ সালে
১৯. মংডুতে লেখকদের দিকে লোকজন তাকিয়ে থাকার পেছনে কাজ করেছে তাদের—
ক. ভাষার পার্থক্য
খ. খাদ্যাভ্যাসের বৈচিত্র্য
গ. বাসস্থানের পরিচয়
ঘ. পোশাকের ভিন্নতা
২০. বিপ্রদাশ বড়ুয়া ২০০১ সালের কোন মাসে মংডুতে গিয়েছিলেন?
ক. মার্চ
খ. এপ্রিল
গ. মে
ঘ. জুন
২১. মিয়ানমারের নারী-পুরুষ উভয়েই কোন পোশাকটি পরে?
ক. ধুতি
খ. লুঙ্গি
গ. শার্ট
ঘ. পাজামা
২২. হামিদ সাহেব পরিবার-পরিজন নিয়ে কক্সবাজারে অবকাশ যাপনে যান। ওখানকার বিপুল সৌন্দর্যে তিনি মুখ। সাগরের উন্মত্ত জলরাশি, বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের বিচিত্র পোশাক-পরিচ্ছদ ইত্যাদি তাকে আকর্ষণ করে। হামিদ সাহেবের সাথে ‘মংডুর পথে’ রচনার লেখকের মানসিকতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি?
i. আলস্যপ্রিয়তা
ii. সৌন্দর্যপিপাসা
iii. ভ্রমণবিলাসিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. ‘অজস্র জাতিসত্তার অন্তর্মুখী জাতি’ বলতে কাদের বোঝানো হয়েছে?
ক. রাখাইন সম্প্রদায়
খ. বৌদ্ধ ভিক্ষুদের
গ. বর্মীদের
ঘ. ভ্রমণকারীদের
২৪. কোন গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছিল?
ক. শিরীষ গাছ
খ. তেঁতুল গাছ
গ. নারকেল গাছ
ঘ. বটগাছ
২৫. মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
২৬. মিয়ানমারের পাইক্যার একচেটিয়া চালক কারা?
ক. বৌদ্ধ
খ. হিন্দু
গ. মুসলমান
ঘ. রাখাইন
২৭. মিয়ানমারের সেন্না ফুল কোন মাসে ফোটে?
ক. মে
খ. জুন
গ. জুলাই
ঘ. আগস্ট
২৮. আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কী?
i. মংডু
ii. সিংহাই
iii. ম্রাউকউ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯. হিমালয় পর্বত কোথায় অবস্থিত?
ক. ভারতের পূর্ব সীমানায়
খ. ভারতের দক্ষিণ সীমানায়
গ. ভারতের পশ্চিম সীমানায়
ঘ. ভারতের উত্তর সীমানায়
৩০. বর্মী শব্দ ‘গম’ অর্থ কী?
ক. গমন
খ. গ্রাম
গ. ভালো
ঘ. সম্মান
আরও দেখো—অষ্টম শ্রেণির বাংলা গল্প-কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর
শিক্ষার্থীরা, উপরে তোমাদের বাংলা বই থেকে মংডুর পথে বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য ৩০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলো খুব ভালোভাবে অনুশীলন করার পরামর্শ থাকবে। পিডিএফ ফরমেটে উত্তরমালা সংগ্রহের জন্য ‘Answer Sheet’ অপশনে ক্লিক করো। এছাড়াও বাংলা বইয়ের গল্প-কবিতার সৃজনশীল, জ্ঞানমূলক এবং বর্ণনামূলক সমাধানের জন্য উপরের লিংকটি অনুসরণ করো।
Discussion about this post