মংডুর পথে mcq : মংডুর মহিলারা চির স্বাধীন বলতে তাদের ইচ্ছেমতো পেশা বেছে নেওয়া এবং চলাফেরার স্বাধীনতাকে বেঝানো হয়েছে। মংডুর পুরুষদের মতো নারীরাও সব কাজ করছে, ব্যবসায় করছে অর্থাৎ তারা চার দেয়ালে সীমাবদ্ধ নয়। মংডুর নারীরা ঘরে বন্দি হয়ে থাকে না। দোকানও করে নারীরা। তাদের চলাফেরায় কোনো বাধা নেই। সমাজে এ নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। নারীদের অবাধ স্বাধীনতা বোঝাতে লেখক আলোচ্য উক্তিটি করেছেন।
মংডুর পথে mcq
১. মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের কী বলা হয়?
ক পুরোহিত
● ফুঙ্গি
গ ব্রাহ্মণ
ঘ মহাথেরো
২. ভিক্ষুদের পরিধেয় চীবর দেখতে কেমন?
ক কাঁধ কাটা গেঞ্জির মতো
● সেলাইবিহীন লুঙ্গির মতো
গ সেলাই করা লুঙ্গির মতো
ঘ কোমরের বেল্টের মতো
৩. সবদেশের লোক বিদেশিদের চিনতে পারে-
র. পোশাক-পরিচ্ছদ দেখে
রর. চালচলন দেখে
ররর. খাবার দাবার দেখে
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
গ রর ও ররর
● র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :
অন্নদাশঙ্কর রায় ফ্রান্সের প্যারিস নিয়ে লেখা ‘পারী’ প্রবন্ধে বলেছেন- ‘পারীর যারা আসল অধিবাসী, খুব খাটতে পারে বলে তাদের সুনাম আছে। মেয়েরা গল্প করার সময়ও জামা সেলাই করে। জামাকাপড়ের শখটা ফরাসিদের অসম্ভব রকম বেশি, বিশেষ করে ফরাসি মেয়েদের ও শিশুদের’।
৪. উদ্দীপকে ‘মংডুর পথে’ প্রবন্ধের মিয়ানমারবাসীর সংস্কৃতির যে দিকটি ফুটে উঠেছে তা হলো-
র. ভোজন বিলাসিতা
রর. ভূষণ বিলাসিতা
ররর. শ্রমনিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক র
খ র ও রর
● রর ও ররর
ঘ র, রর ও ররর
৫. বার্মায় কাদেরকে সম্মানের চোখে দেখা হয়?
ক পুলিশ
● বৌদ্ধ ভিক্ষু
গ মহিলা
ঘ শিশু
৬. বর্মী শব্দ ‘গম’ অর্থ কী?
ক গমন
খ গ্রাম
● ভালো
ঘ সম্মান
৭. মিয়ানমারে সেন্না ফুল কোন মাসে ফোটে?
● মে খ জুন
গ জুলাই
ঘ আগস্ট
৮. ছাবাইক কী?
ক সেলাইবিহীন লুঙ্গি
খ থামি
● ভিক্ষাপাত্র
ঘ বৌদ্ধ ভিক্ষু
৯. মংডু মিয়ানমারের কোন দিকের সীমান্ত শহর?
ক পূর্ব
● পশ্চিম
গ উত্তর
ঘ দক্ষিণ
১০. মিয়ানমারের পাইকার একচেটিয়া চালক কারা?
ক বৌদ্ধ
খ হিন্দু
● মুসলমান
ঘ রাখাইন
১১. ‘মংডুর পথে’ রচনা পাঠে শিক্ষার্থীরা কীসে অনুপ্রাণিত হবে?
ক জাতীয়তাবোধে
খ স্বদেশ চেতনায়
● ভ্রমণাকাক্সক্ষায়
ঘ ধর্মীয় সম্প্রীতিতে
১২. হিমালয় পর্বত কোথায় অবস্থিত?
ক ভারতের পূর্ব সীমানায়
খ ভারতের দক্ষিণ সীমানায়
গ ভারতের পশ্চিম সীমানায়
● ভারতের উত্তর সীমানায়
১৩. আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী কী?
র. মংডু
রর. সিংহাই
ররর. ম্রাউক-উ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
● ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
১৪. বর্মী নারী-পুরুষের বৈসাদৃশ্য রয়েছে-
র. পোশাক পরিধানে
রর. জীবিকায়
ররর. সংস্কৃতিতে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর
খ র ও ররর
গ রর ও ররর
ঘ র, রর ও ররর
বি.দ্র.- সঠিক উত্তর নেই।
১৫. ‘যুদ্ধজয়ের গল্প’ কোন ধরনের রচনা?
ক প্রবন্ধ
● ছোটগল্প
গ উপন্যাস
ঘ নাটক
১৬. মিয়ানমারে রিকশার বদলে কী ব্যবহার করা হয়?
● পাইক্যা
খ গরুর গাড়ি
গ ভ্যান গাড়ি
ঘ ঘোড়ার গাড়ি
১৭. মিয়ানমারের ৪ থেকে ৫শ চ্যা আমাদের টাকার হিসাবে কত?
● ৪০ – ৫০ টাকা
খ ৫০ – ৬০ টাকা
গ ৭০ – ৮০ টাকা
ঘ ৮০ – ৯০ টাকা
১৮. পাইক্যা চলে কোন দেশে?
ক ইরানে
● মিয়ানমারে
গ ভারতে
ঘ নেপালে
১৯. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
● পূর্ব
খ পশ্চিম
গ উত্তর
ঘ দক্ষিণ
২০. বিপ্রদাশ বড়–য়া কত সালে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
ক ১৯২০
খ ১৯৩০
● ১৯৪০
ঘ ১৯৫০
২১. বিপ্রদাশ বড়–য়া কত বার শিশুসাহিত্য পুরস্কার পান? (জ্ঞান)
ক একবার
● দু’বার
গ তিনবার
ঘ চারবার
২২. বিপ্রদাশ বড়–য়া দু’বার কী শিশুসাহিত্য পুরস্কার পান? (জ্ঞান)
● অগ্রণী ব্যাংক
খ জনতা ব্যাংক
গ সোনালী ব্যাংক
ঘ রূপালী ব্যাংক
২৩. বিপ্রদাশ বড়–য়ার ‘সূর্য লুঠের গান’ কী ধরনের রচনা? (জ্ঞান)
● শিশুতোষ গল্প
খ শিশুতোষ উপন্যাস
গ নাটক
ঘ প্রবন্ধ
২৪. বিপ্রদাশ বড়–য়া কোন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন? [ক্যান্টনমেন্ট বোর্ড আন্তঃবিদ্যালয়, ঢাকা]
ক বাংলা একাডেমি
খ এশিয়াটিক সোসাইটি
গ শিল্পকলা একাডেমি
● শিশু একাডেমি
২৫. ভিক্ষুকদের পরিধেয় বৈচিত্র্যপূর্ণ পোশাককে কী বলে?
ক থামি
● ত্রিচীবর
গ ছাবাইক
ঘ নাক্ষা
২৬. সেলাইবিহীন লুঙ্গির মতো বস্ত্রটির নাম কী?
ক বর্মি কোর্ট
● চীবর
গ বোরকা
ঘ পাইক্যা
২৭. মংডু শহরের সঙ্গে বাংলাদেশের কোন শহরের যোগাযোগ ছিল? (জ্ঞান)
ক ঢাকা
● চট্টগ্রাম
গ কুমিল্লা
ঘ নোয়াখালী
২৮. পর্তুগিজরা কোথায় বসতি স্থাপন করে? (জ্ঞান)
● চট্টগ্রাম
খ আরাকান
গ কুমিল্লা
ঘ নোয়াখালী
২৯. কারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত? (জ্ঞান)
ক ইংরেজরা
● পর্তুগিজরা
গ আরাকানরা
ঘ ফরাসিরা
৩০. পর্তুগিজদের কোন স্মৃতি চট্টগ্রাম এখনো বয়ে বেড়াচ্ছে? (জ্ঞান)
● ব্যান্ডেল রোড
খ দুর্গ
গ গির্জা
ঘ প্রাসাদ অট্টালিকা
মংডুর পথে বহুনির্বাচনি প্রশ্ন
৩১. মংডুর ব্যবসা কাদের দখলে? (জ্ঞান)
ক স্থানীয় বৌদ্ধদের
● স্থানীয় মুসলমানদের
গ স্থানীয় হিন্দুদের
ঘ স্থানীয় রাখাইনদের
৩২. স্থানীয় মুসলমানরা কোথা থেকে এসেছে? (জ্ঞান)
ক কলকাতা
খ ঢাকা
গ নোয়াখালী
● চট্টগ্রাম
৩৩. ‘মংডুর পথে’ রচনায় কথকের কোন হোটেলে প্রথম জায়গা হলো না? (জ্ঞান)
● ইউনাইটেড হোটেল
খ গ্র্যান্ড হোটেল
গ আরাকান হোটেল
ঘ মুম্বাই হোটেল
৩৪. লেখক যে রেস্তরাঁয় খাবার খান সে রেস্তরাঁর মালকিন কোন উপজাতি? (জ্ঞান)
● রাখাইন
খ রোহিঙ্গা
গ চাকমা
ঘ মারমা
৩৫. কক্সবাজার ও পটুয়াখালীতে কোন উপজাতির বসবাস? (জ্ঞান)
● রাখাইন
খ চাকমা
গ গারো
ঘ সাঁওতাল
৩৬. ‘মংডুর পথে’ রচনার রাখাইন রেস্তরাঁর মেয়েটি লেখকের সাথে কোন ভাষায় কথা বলতে লাগল? (জ্ঞান)
● চট্টগ্রামী ভাষায়
খ হিন্দুস্তানি ভাষায়
গ বর্মি ভাষায়
ঘ পাঞ্জাবি ভাষায়
৩৭. মিয়ানমারে কোন জিসিনটিকে সেন্না নামে অভিহিত করা হয়? (জ্ঞান)
● পদাউক
খ বৃষ্টি শিরীষ
গ তেঁতুল
ঘ নারকেল
৩৮. কোন গাছে রঙিন ও সাদা ফুল ফুটেছে? (জ্ঞান)
ক বৃষ্টি শিরীষ
● অর্কিড
গ কাঠগোলাপ
ঘ সোনালু
৩৯. পদাউকের ফুল দেখতে কেমন? (অনুধাবন)
ক সাদা
● সোনারঙ
গ লাল
ঘ ধাতব
৪০. মংডুতে কাদের বয়স শতাব্দী থেকেও বেশি? (জ্ঞান)
● গাছ
খ সড়ক
গ নদী
ঘ পাইক্যা
৪১. ‘মংডুর পথে’ রচনায় রাখাইন রেস্তরাঁর মেয়েটির পূর্বপুরুষের বাড়ি কোথায়? (জ্ঞান)
● রাউজান
খ টেকনাফ
গ আরাকান
ঘ রামু
৪২. ‘মংডুর পথে’ রচনার লেখকের বাসস্থানের পাশের থানা কোনটি? (জ্ঞান)
● রাউজান
খ রামু
গ টেকনাফ
ঘ শ্রীপুর
৪৩. পাইক্যার মহিলাটি কী পরা? (জ্ঞান)
● বোরকা
খ শাড়ি
গ লুঙ্গি
ঘ গেঞ্জি
৪৪. শেউইজার সেতু শহরের কোন দিকে? (জ্ঞান)
● পূর্ব
খ পশ্চিম
গ উত্তর
ঘ দক্ষিণ
৪৫. সুধার পাড়া কী? (জ্ঞান)
● মুসলিম গ্রাম
খ হিন্দু গ্রাম
গ বৌদ্ধ গ্রাম
ঘ রাখাইন গ্রাম
৪৬. ফুঙ্গিদের জীবিকা কী? (জ্ঞান)
ক মাছ ধরা
খ চুরি করা
● ভিক্ষা করা
ঘ সেলাই করা
৪৭. চীবরে কোন রং করা হয়? (জ্ঞান)
● লাল
খ হলুদ
গ কালো
ঘ সাদা
৪৮. মিয়ানমারের ছেলে বুড়ো, যুবক-যুবতী সকলেই কী পোশাক পরে? (জ্ঞান)
● লুঙ্গি
খ ধুতি
গ শার্ট
ঘ প্যান্ট
৪৯. কোন দেশ থেকে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে? (জ্ঞান)
ক চীন
খ জাপান
গ কোরিয়া
● মিয়ানমার
৫০. কোন গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছিল? (জ্ঞান)
● শিরীষ গাছ
খ তেঁতুলগাছ
গ নারকেল গাছ
ঘ বটগাছ
৫১. বার্মার দোকানের মালিক কারা? (জ্ঞান)
ক পুরুষরা
● মহিলারা
গ ভিক্ষুরা
ঘ কুমারীরা
৫২. লেখক কোন সময়ে মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নেমেছিলেন? (অনুধাবন)
ক রাত্রে
খ পূর্বাহ্ণে
গ অপরাহ্ণে
● সন্ধ্যায়
৫৩. মিয়ানমারের সীমান্ত শহর মংডুর পথে নামার পর লেখকের নাক, চোখ, কান ও হৃদয় উপচে পড়ে কী কারণে? (জ্ঞান)
● অচেনা আবেগে
খ চেনা পরিবেশে
গ প্রকৃতির সৌন্দর্যে
ঘ অচেনা পরিবেশে
৫৪. লেখকের কাছে মিয়ানমারের ছবি বাস্তবে ভেসে উঠল কখন? (অনুধাবন)
● সন্ধ্যার আলোছায়ায়
খ রাত্রির অন্ধকারে
গ অপরাহ্ণে
ঘ পূর্বাহ্ণে
৫৫. পূর্ণিমা তিথিতে যে পক্ষের অবসান হয় তাকে কী বলে? (অনুধাবন)
ক অমাবস্যা
খ অমানিশা
● শুক্লপক্ষ
ঘ কৃষ্ণপক্ষ
৫৬. বাঙালি রাঁধুনি মেয়েটি দেখতে কেমন? (অনুধাবন)
ক নবযৌবনা কিশোরীর মতো
● রোগা পটকা নারীর মতো
গ অল্প বয়সি নারীর মতো
ঘ রাজকুমারীর মতো
৫৭. পাইক্যায় বোরকা পরা মহিলার ছবি তুলতে গেলে ছাতা দিয়ে আড়াল করল কেন? (অনুধাবন)
ক সংশয়ের কারণে
খ এসিড মারার ভয়ে
● লজ্জার কারণে
ঘ ঘৃণার কারণে
৫৮. খ্রিষ্টধর্ম প্রচারকদেরকে কী বলা হয়? (অনুধাবন)
● পাদরি
খ বুদ্ধ
গ ঠাকুর কর্তা
ঘ পুরোহিত
৫৯. যমুনা নদীর এপারে টাঙ্গাইল আর ওপারে সিরাজগঞ্জ শহর অবস্থিত। বাক্যটির সঙ্গে সাদৃশ্য আছে ‘মংডুর পথে’ রচনার কোন নদীর? (প্রয়োগ)
ক পদ্মা নদী
● নাফ নদী
গ যমুনা নাদী
ঘ কর্ণফুলী নদী
৬০. মংডু কোন দেশের সীমান্তবর্তী জেলা? (জ্ঞান)
ক বাংলাদেশ
খ ভারত
● মিয়ানমার
ঘ পাকিস্তান
►► আরো দেখো: ৮ম শ্রেণির অন্যান্য সাবজেক্টের প্রশ্নোত্তর
উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে ৮ম শ্রেণির মংডুর পথে mcq বহুনির্বাচনী প্রশ্ন উত্তরমালা ডাউনলোড করে নাও। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post