জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার সাজেশন। ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের মধ্যযুগের সভ্যতার ইতিহাস সাজেশন এবং প্রশ্নের উত্তর। বিষয় : মধ্যযুগের সভ্যতার ইতিহাস, বিষয় কোড : ২২১৫০৭।
মধ্যযুগের সভ্যতার ইতিহাস সাজেশন
ক-বিভাগ: অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. ‘যিশুখ্রিষ্ট’ কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : ‘যিশুখ্রিষ্ট’ প্যালেস্টাইনের বর্তমান বেথেলহাম নামক স্থানে জন্মগ্রহণ করেন।
২. কত সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে?
উত্তর : ৪৭৬ সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে ।
৩. কনস্টানটাইন কে ছিলেন?
উত্তর : কনস্টানটাইন ‘পূর্ব রোমান সাম্রাজ্যের’ সম্রাট ছিলেন।
৪. সার্ফ কারা?
উত্তর : সার্ফ হচ্ছে ‘ভূমিদাস বা ভূমিহীন কৃষক’ ।
৫. ‘ইন্ডালজেন্স’ কী?
উত্তর : ইন্ডালজেন্স হচ্ছে খ্রিষ্টানদের পাপমুক্তি সনদপত্র।
৬. ‘টাইথ’ কী?
উত্তর : ‘টাইথ’ হচ্ছে ধর্ম কর।
৭. সেন্ট পিটার গির্জা কোথায় অবস্থিত?
উত্তর : সেন্ট পিটার গির্জা ‘ভ্যাটিকান সিটিতে’অবস্থিত ।
৮. ‘গিল্ড’ কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তর : ‘গিল্ড’ বণিকদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
৯. গোপ শব্দের অর্থ কী?
উত্তর : গোপ শব্দের অর্থ ‘পিতা’ ।
১০. সর্বশেষ রোমান সম্রাট কে ছিলেন?
উত্তর : সর্বশেষ রোমান সম্রাট ছিলেন ‘রোমিউলাস অগাস্টুলাস’ ।
১১. প্রাদেশিক চার্চের প্রধান কে ছিলেন?
উত্তর : প্রাদেশিক চার্চের প্রধান ছিলেন ‘আর্চ বিশপ’ ।
১২. কোন বিশ্ববিদ্যালয় আইন শাস্ত্রের জন্য বিখ্যাত?
উত্তর : ‘বোলোনা বিশ্ববিদ্যালয়’ বিশ্ববিদ্যালয় আইন শাস্ত্রের জন্য বিখ্যাত ।
১৩. ‘খ্রিষ্ট’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘খ্রিষ্ট’ শব্দের অর্থ ত্রাণকর্তা।
১৪. সামন্তপ্রথার চারণভূমি বলা হয় কোন দেশকে?
উত্তর : সামন্তপ্রথার চারণভূমি বলা ‘ফ্রান্সকে’ ।
১৫. ‘শিভ্যালরী’ শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ‘শিভ্যালরী’ শব্দের উৎপত্তি ফ্রেঞ্চ শব্দ Cheval থেকে উৎপত্তি।
১৬. একটি বড় ম্যানরে কতটি পরিবার ছিল?
উত্তর : একটি বড় ম্যানরে ‘৫০ টি পরিবার’ ছিল।
১৭. ম্যানর প্রথার প্রধান কেন্দ্র বিন্দুর নাম কি?
উত্তর : ম্যানর প্রথার প্রধান কেন্দ্র বিন্দুর নাম ‘লর্ড’ ।
১৮. ‘ফিফ’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘ফিফ’ শব্দের অর্থ ক্ষুদ্র জমি।
১৯. নাইট কাদের বলা হতো?
উত্তর : সামন্তপ্রভু বা অভিজাতদের দেহরক্ষী হিসেবে সশস্ত্র অনুচরদের নাইট বলা হতো।
২০. সন্ন্যাসবাদের দুটি পর্যায়ের নাম কি কি?
উত্তর : সন্ন্যাসবাদের দুটি পর্যায়ের নাম হচ্ছে- যোগী সন্ন্যাসী পর্যায় ও সিনোবাইট পর্যায়।
২১. ‘কর্ভি’ কী?
উত্তর : ‘কর্ভি’ হচ্ছে বিনা পারিশ্রমিকে শ্রমদান।
২২. পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর : পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী ‘কনস্ট্যান্টিনোপলে’ ছিলো।
২৩. হেনসিয়াটিক লীগের নিজস্ব প্রতিনিধি সভার নাম কি?
উত্তর : হেনসিয়াটিক লীগের নিজস্ব প্রতিনিধি সভার নাম ‘ডায়েট’ ।
২৪. মধ্যযুগে কোন বিশ্ববিদ্যালয় ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল?
উত্তর : মধ্যযুগে ‘প্যারিস বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’ ধর্মতত্ত্বের জন্য বিখ্যাত ছিল ।
২৫. ‘পোপ’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর : ‘পোপ’ শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ Papa থেকে উৎপত্তি।
২৬. ‘ইভালজেন্স’ কি?
উত্তর : ‘ইভালজেন্স’ হচ্ছে খ্রিষ্টানদের পাপমুক্তি সনদপত্র।
২৭. “দি- সিটি অব গড” গ্রন্থের লেখক কে?
উত্তর : “দি- সিটি অব গড” গ্রন্থের লেখক সেন্ট অগাস্টিন।
২৮. Monks কাদের বলা হতো?
উত্তর : ধর্মীয় প্রেরণায় সংসারত্যাগী ও কৃচ্ছতা সাধনকারী সন্ন্যাসীদেরকে Monks বলা হতো।
২৯. ‘টেইলী’ কি?
উত্তর : ‘টেইলী’ হচ্ছে উৎপাদিত ফসলের উপর ধার্য্যকৃত কর।
৩০. ভ্যাসাল কারা?
উত্তর : ভ্যাসাল হচ্ছে লর্ডের নিকট থেকে জমি প্রাপ্ত ‘ছোট জমিদার বা কৃষক’ ।
৩১. ‘হেনসিয়াটিক লীগ’ কাদের সংগঠন?
উত্তর : ‘হেনসিয়াটিক লীগ’ বণিকদের সংগঠন।
৩২. ‘শিভ্যালরী’ বলতে কী বোঝায়?
উত্তর : ‘শিভ্যালরী’ হচ্ছে মধ্যযুগের সামন্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত একটি সামরিক প্রতিষ্ঠান।
৩৩. পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম লিখ।
উত্তর : পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানীর নাম হচ্ছে ‘কনস্টান্টিনোপল’ ।
৩৪. ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম লিখ।
উত্তর : ইউরোপের প্রধান দুইটি বাণিজ্য বন্দরের নাম ‘কনস্টান্টিনোপল ও আলেকজান্দ্রিয়া’ ।
৩৫. ম্যানর কি?
উত্তর : ম্যানর হচ্ছে সামত্তযুগে কৃষিভিত্তিক সমাজের একটি অর্থনৈতিক সংগঠন।
৩৬. সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত কোন দেশ?
উত্তর : সামন্ত প্রথার চারণভূমি নামে খ্যাত ’ফ্রান্স দেশ’ ।
৩৭. সার্ফ (Serf) শব্দের অর্থ কী?
উত্তর : সার্ফ (Serf) শব্দের অর্থ ‘ভূমিদাস বা ভূমিহীন কৃষক’ ।
৩৮. খ্রিস্টধর্মে ত্রিত্ববাদ (Trinity) কী?
উত্তর : খ্রিস্টধর্মে ত্রিত্ববাদ (Trinity) হচ্ছে পিতারূপে ঈশ্বর, পুত্ররূপে ঈশ্বর ও পবিত্র আত্মারূপে ঈশ্বর ।
৩৯. ‘The Confessions’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Confessions’ গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।
৪০. ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।
৪১. ‘সামন্ততন্ত্র’ মূলত কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল?
উত্তর : ‘সামন্ততন্ত্র’ জমির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল।
খ-বিভাগ: সংক্ষিপ্ত প্রশ্ন
১. মধ্যযুগকে অন্ধকার যুগ বলা হয় কেন?
২. খ্রিষ্টধর্ম বিস্তারের কারণগুলো লিখ।
৩. নাইটদের প্রশিক্ষণ ব্যবস্থা বর্ণনা কর।
৪. মধ্যযুগে মঠের গুরুত্ব কি ছিল?
৫. সামন্ততন্ত্রের সুফলগুলো কী কী?
৬. পোপতন্ত্র কী?
৭. গিল্ড কেন গঠিত হয়েছিল?
৮. মধ্যযুগে শহর বিকাশের প্রধান কারণগুলো লিখ।
৯. মধ্যযুগের প্রধান বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লিখ।
১০. মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর।
১১. সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ।
১২. ম্যানর প্রশাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখ।
১৩. পোপ ও সম্রাটের সংঘর্ষে পোপ সপ্তম গ্রেগরী ভূমিকা কি ছিল?
১৪. সন্ন্যাসবাদ বলতে কি বুঝ?
১৫. মধ্যযুগে ইউরোপে পোপ ও সম্রাটের মধ্যে দ্বন্দ্বের কারণ কী?
১৬. গিল্ড ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
১৭. মধ্যযুগে ম্যানর প্রথার অবদান লিখ।
১৮. শিভ্যালরী বলতে কি বুঝায়?
১৯. মঠ প্রথা বলতে কি বুঝ?
২০. খ্রিস্ট ধর্মের প্রসারে মঠসমূহের ভূমিকা কী ছিল?
২১. রোমান চার্চের প্রাধান্য অর্জনের কারণ কী?
২২. খ্রিস্টধর্মের মৌলিক আদর্শগুলো কি কি?
২৩. মধ্যযুগে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্ব বর্ণনা কর।
২৪. সামন্ততন্ত্রের সুফলগুলো কি কি?
২৫. ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যসমূহ লেখ।
২৬. শিভ্যালরী প্রথার নাইটদের দায়িত্ব ও কর্তব্য আলোচনা কর।
২৭. সামন্ততন্ত্রের কুফলগুলো কী কী?
২৮. পোপতন্ত্র বলতে কী বুঝ?
গ-বিভাগ: রচনামূলক প্রশ্ন
১. গির্জা বলতে কি বুঝ? খ্রিষ্টান ধর্মে গির্জার ভূমিকা আলোচনা কর।
২. পবিত্র রোমান সাম্রাজ্য কি? পবিত্র রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো লিখ।
৩. ম্যানর প্রথা কি? পরিত্র রোমান সাম্রাজ্যের পতনের কারণগুলো রিখ ।
৪. শিভ্যালরী প্রথার উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৫. মধ্যযুগে অর্থনীতি ও সমাজব্যবস্থায় চার্চের ভূমিকা মূল্যায়ন কর।
৬. নাইটতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
৭. মধ্যযুগে ব্যবসায় বাণিজ্যের প্রসার কিভাবে ঘটে?
৮. মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর।
৯. যিশু খ্রিষ্টের জীবন ও কর্মের বিবরণ দাও।
১০. সামন্তবাদের সুফল ও কুফলসমূহ আলোচনা কর।
১১. মধ্যযুগের সম্রাট ও পোপের মধ্যে সংঘাতের বিবরণ দাও।
১২. ম্যানর প্রথা কী? মধ্যযুগের অর্থনীতিতে ম্যানর প্রথার অবদান আলোচনা কর।
১৩. মধ্যযুগে সন্ন্যাসবাদের পটভূমি ও বিকাশ আলোচনা কর।
১৪. মধ্যযুগের অর্থনীতি ও সমাজব্যবস্থায় চার্চের ভূমিকা আলোচনা কর।
১৫. মধ্যযুগে পোপতন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৬. মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়ের উৎপত্তি ও বিকাশ আলোচনা কর।
১৭. মধ্যযুগে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
১৮. মধ্যযুগের ইউরোপের শহরগুলোর গুরুত্ব আলোচনা কর।
১৯. যীশু খ্রিষ্টের জীবন ও কর্মের বিবরণ দাও।
২০. সামন্ততন্ত্রের সুফল ও কুফল আলোচনা কর।
২১. মধ্যযুগের ব্যবসা বাণিজ্যের বিকাশের কারণ আলোচনা কর ।
২২. মধ্যযুগে ইউরোপীয় সমাজব্যবস্থায় মঠ প্রথার প্রভাব বর্ণনা কর ।
২৩. মধ্যযুগে সম্রাট ও পোপের মধ্যে সংঘাতের বিবরণ দাও।
২৪. মধ্যযুগে শহরের উদ্ভবের কারণসমূহ আলোচনা কর ।
২৫. সামন্তবাদের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
২৬. পোপ তন্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা কর।
আরো দেখো: অনার্স ইতিহাস ২য় বর্ষের সকল বিষয়ের সাজেশন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের পরীক্ষার্থীরা উপরে দেয়া Answer Sheet বাটনে ক্লিক করে মধ্যযুগের সভ্যতার ইতিহাস সাজেশন উত্তরসহ ডাউনলোড করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post