সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আমরা আজ কোর্সটিকায় মনোবিজ্ঞান শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই পোস্টে তোমরা মনোবিজ্ঞানন ১ম এবং ২য় উভয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশন পাবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে, কোর্সটিকার সাজেশনগুলো সম্পূর্ণ উত্তরসহ হয়ে থাকে। মনোবিজ্ঞানও তার ব্যতিক্রম নয়। তোমরা সম্পূর্ণ উত্তরসহ এ সাজেশন সংগ্রহ করতে পারবে।
এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। ফলে পূর্ণাঙ্গ সিলেবাস থেকে অনেকগুলো অধ্যায় কমে এসেছে। মানবিক শাখার মনোবিজ্ঞানের জন্য ১ম পত্র থেকে ৫টি এবং ২য় পত্র থেকে ৫টি অধ্যায় বাছাই করা হয়েছে। অর্থাৎ তোমাদের পরীক্ষায় কেবল এই ৫টি অধ্যায় থেকেই প্রশ্ন করা হবে। এর বাইরে অন্য কোন অধ্যায় থেকে পড়তে হবে না।
মনোবিজ্ঞান শর্ট সাজেশন
যেহেতু তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে, তাই তোমাদের পরীক্ষা প্রস্তুতিও তেমন হওয়া চাই। আমরা তোমাদের জন্য সর্বশেষ তথ্য সহকারে এ সাজেশনটি প্রস্তুত করেছি। মনোবিজ্ঞান শর্ট সাজেশন থেকে নিচে পরীক্ষার অধ্যায়গুলো তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করে উক্ত অধ্যায়ের উত্তরসহ সাজেশন সংগ্রহ করতে পারবে।
মনোবিজ্ঞান ১ম পত্রের সিলেবাস
১ম অধ্যায়: মনোবিজ্ঞান পরিচিতি
৩য় অধ্যায়: আচরণের জৈবিক ভিত্তি
৪র্থ অধ্যায়: প্রেষণা ও আবেগ
৫ম অধ্যায়: শিখন ও স্মৃতি
৬ষ্ঠ অধ্যায়: সংবেদন ও প্রত্যক্ষণ
১. ছবি একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষা পরিবেশের উপর জোর দেন। অন্যদিকে মিতার কোম্পানিতে কর্মসন্তুষ্টি এবং কাজের সঠিক মূল্যায়ন হওয়ায় উৎপাদন বেড়েছে। তাদের বন্ধু বিজয় ও মানসিক সমস্যাগ্রস্তদের সমস্যা সমাধানের জন্য নিয়মিত কাজ করেন।
ক মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।
খ. মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে মানুষের সমাজে খাপ খাওয়াতে সাহায্য করে?
গ. ছবির কাজটি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয় – ব্যাখ্যা করো।
ঘ. মিতা এবং বিজয়ের কাজের মধ্যে কোনটি অধিকতর গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
২. সেতুর বয়স ১০। তার শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে বাবা-মা খুব চিহ্নিত। কারণ তার ক্রেটিনিজম রোগ হয়েছে। সেতুর বড় ভাই তীতুর বয়স ১৪ হলেও সে খুব খাটো। এদিকে তাদের মায়ের তৃতীয় সন্তান প্রসব হবে আগামী সপ্তাহে। ডাক্তার তাকে সাবধানে থাকতে বলেন কেননা তার বহুমূত্র রোগ হয়েছে।
ক. হরমোন কী?
খ. ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রভাব বিস্তারকারী হরমোনের প্রভাব ব্যাখ্যা কর।
গ. সেতুর অসুস্থতার জন্য কোন গ্রন্থি দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. তীতু ও তার মায়ের ক্ষেত্রে একাধিক হরমোনের প্রভাব পড়লেও মূলত তা একই গ্রন্থির Ñ বিশ্লেষণ কর।
৩. তমাল সাহেব একজন অফিস কর্মকর্তা। একদিন ছোট একটি ঘটনায় তার অধীনস্থ কর্মকর্তাকে গালাগাল করে। এতে কর্মচারীরা অসন্তুষ্ট হয়। পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে লজ্জিত হন।
ক. আবেগের সংজ্ঞা দাও।
খ. আবেগ ও অনুভূতির মধ্যে একটি পার্থক্য ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের বর্ণিত ঘটনায় তমাল সাহেবের আবেগ প্রকাশের ধরনগুলো ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ঘটনা এড়াতে তোমার পরামর্শ প্রদান কর।
৪. শাওন এর মা একদিন তাকে বাজার থেকে চাল, ডাল, তেল, লবণ, সাবান এবং আলু আনতে পাঠাল। সে যাতে ভুলে না যায় তাই মুখস্থ বলতে বলতে বাজারের দিকে যাচ্ছিল। চাচিদের বাড়ি হয়ে যাওয়ার সময় রান্নাঘর থকে তার চাচি তাকে ডেকে বলল বাবা আমাদের জন্য রসুন, পিয়াজ, আদা এবং কাপড় কাচার সাবান আনবে। পরের জিনিসগুলোও সে মুখস্থ করা শুরু করলে পরবর্তীতে দেখা গেল নিজেদের তেল, লবণ এবং সাবান ছাড়াই সে বাজার করে এনেছে।
ক. প্যাভলভ কে?
খ. স্মৃতি বলতে কী বোঝায়?
গ. শাওন এর তেল, লবণ এবং সাবান কেনার কথা ভুলে যাওয়া বিস্মৃতির কোন ধরনের কারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে শাওন এর স্মৃতিকে উন্নত করতে হলে তোমার মতামত বিশ্লেষণ কর।
৫. সোহেল, রুবেল এবং হেভেন তিন বন্ধু রাতের বেলা বাজার থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সোহেল বলল, কেউ একজন আমাদের পিছন পিছন আসছে। অন্যরা বলল ও কিছু নয়। কিছুদূর অগ্রসর হয়ে রুবেল বলল, দেখ আকাশের চাঁদটি আমাদের সাথে সাথে হাঁটছে। পক্ষান্তরে হেভেন বলল, তাকিয়ে দেখ বিয়ে বাড়ির মরিচা বাতিগুলো কেমন চারদিকে ঘুরছে।
ক. Adaptation শব্দের অর্থ কী?
খ. মনোযোগ কীভাবে প্রত্যক্ষণকে প্রভাবিত করে? ব্যাখ্যা কর।
গ. সোহেলের ক্ষেত্রে সংঘটিত ঘটনাটি কী? ব্যাখ্যা কর।
ঘ. রুবেল এবং হেভেনের দেখা ঘটনা দু’টি এক না ভিন্ন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৬. নবম শ্রেণিতে পড়ুয়া রবি হীনমন্যতায় ভোগে। আকারে ছোট হওয়ায় বন্ধুরা তাকে “বাবু” বলে ডাকে। রবির বড় বানে নাহার ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারল, তার এমন একটি হরমােেনর স্বল্পতা আছে, যা সন্তান প্রসবে বিঘœ ঘটায়। রবির অপর বানে সুমি গলগ- রোগে ভুগছে।
ক. স্নায়ুতন্ত্র কী?
খ. প্রতিবর্তী ক্রিয়া কীভাবে সংঘটিত হয়?
গ. রবির শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন হরমােেনর প্রভাব রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. নাহার ও সুমির শারীরিক অবস্থার জন্য দায়ী হরমোনগুলো তুলনামূলক বর্ণনা কর।
৭. প্রফেসর ড. শহীদুল্লাহ একটি গবেষণায় ক্ষুধার সাথে রক্তের শর্করার সম্পর্ক দেখতে চেয়েছিলেন। এর জন্য তিনি বিড়ালের রক্তের উপর পরীক্ষা চালিয়েছিলেন। তিনি ক্ষুধার্ত বিড়ালের রক্ত স্বাভাবিক বিড়ালের শরীরে প্রবেশ করিয়ে দেখতে পান স্বাভাবিক বিড়ালটির পাকস্থলীতে ক্ষুধার সময়ের মতো সংকোচন হচ্ছে।
ক. জৈবিক প্রেষণা কী?
খ. ক্ষুধা বলতে কী বোঝ?
গ. ড. শহীদুল্লাহর পরীক্ষণটির গবেষণালব্ধ ব্যাখ্যা দাও।
ঘ. উদ্দীপকের গবেষণা ব্যতীত আরও কোনো গবেষণা আছে কি, যা ক্ষুধার জন্য অন্য কিছুকে দায়ী করে? বিশ্লেষণ কর।
মনোবিজ্ঞান ২য় পত্রের সিলেবাস
১ম অধ্যায়: বুদ্ধি
২য় অধ্যায়: ব্যক্তিত্ব
৫ম অধ্যায়: মানসিক চাপ এবং চাপ মোকাবিলা
৬ষ্ঠ অধ্যায়: মূল্যবোধ
৭ম অধ্যায়: মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতিসমূহ
১. রবি, নবী ও ছবি, একই গ্রামে বসবাস করে। রবি সামান্য লিখতে পড়তে পারা একজন অদক্ষ শ্রমিক। সে নিজের সমস্যা অন্যের সাহায্য ছাড়া সমাধান করতে পারে না। নবী বাড়ির চারিদিকে একাকী বেড়াতে পারে। তার বাকশক্তি ও শারীরিক দক্ষতায় জড়তা আছে। ছবি অতিশয় সহজ সরলভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারে। তবে নিজে কোনো কাজ করতে পারে না।
ক. বুদ্ধি প্রতিবন্ধিতার সংজ্ঞা দাও।
খ. সৃজনশীলতা মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে কেন?
গ. রবির মধ্যে কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. নবী ও ছবির মধ্যে কোন কোন ধরনের প্রতিবন্ধিতা রয়েছে? বিশ্লেষণ কর।
২. মেধা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোবিজ্ঞানের শিক্ষক তার প্রিয় ছাত্র ফাইয়াদকে নির্বাচন করেন। শিক্ষক ফাইয়াদকে নির্বাচনের ক্ষেত্রে মোট ১১টি উপ-অভীক্ষা করেন। সে সাধারণ জ্ঞান, গণিত, জটিল, শব্দাবলি অনুধাবন প্রভৃতি ক্ষেত্রে বেশ ভালো। সে প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে, যা কলেজের জন্য সুনাম বয়ে আনে। ফাইয়াদ পুরস্কার গ্রহণের পর দেখতে পায় রবিন নামের একটি ছেলে চেয়ারে হেলান দিয়ে মাকে ধরে বসে আছে। বয়স ১৭ বা ১৮। সে দৌড়াতে পারে না, চেহারায় বোকাভাব। ফাইয়াদ রবিনের মায়ের সাথে কথা বলে এবং তাকে সাহায্য করার চিন্তা করে।
ক. বুদ্ধি কী?
খ. ব্যক্তিতে ব্যক্তিতে বুদ্ধির পার্থক্য হয় কেন?
গ. ফাইয়াদের ওপর যে অভীক্ষা প্রয়োগ করা হয় তার ভাষাগত দিকগুলো ব্যাখ্যা কর।
ঘ. রবিনের বর্তমান অবস্থা এবং ফাইয়াদ কীভাবে তাকে সহযোগিতা করতে পারেÑ বিশ্লেষণ কর।
৩. মনোবিজ্ঞানের অধ্যাপক সুরাইয়া আক্তার ক্লাসে ছাত্রীদের ব্যক্তিত্বের সংলক্ষণ বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি ক্লাসের দুই ছাত্রী সুমনা ও তানিয়াকে সংলক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করেন। সুমনা ব্যক্তিত্বের সংলক্ষণের মধ্যে আবেগশীলতা, মিতভাষী ও বিনয়ী ভাব ইত্যাদির কথা বলল। অপর দিকে তানিয়া গুরুত্বের দিক দিয়ে প্রাধান্য পাওয়া কিছু সংলক্ষণের নাম বলল।
ক. ব্যক্তিত্ব কী?
খ. রোশাক কালির ছাপ অভীক্ষার কার্ডের রং এর ধরণগুলি লেখ।
গ. উদ্দীপকে সুমনার ব্যক্তিত্বের সংলক্ষণগুলি কোন শ্রেীণর ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে তানিয়ার বক্তব্যের ভিত্তিতে সংলক্ষণগুলি বিশ্লেষণ কর।
৪. পুলিশ এক ডাকাতকে ধরার পার দুদিনের রিমান্ডে নিয়ে বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করে ফেললেন। স্বীকারোক্ত আদায়ের জন্য এক পর্যায়ে সত্যি না বললে ডাকাতের স্ত্রী সন্তানদের সমস্যা হবে বলে চূড়ান্তভাবে সতর্ক করলেন। ডাকাত মানসিকভাবে খুবই ভেঙ্গে পড়লে মনোবিজ্ঞানী তার সাথে কথাবার্তা বলে চিকিৎসা সেবা প্রদান করলেন। ডাকাতের ছোট ভাই এলাকার খুবই জনপ্রিয়, গ্রামের মানুষের উপকারে ব্যস্ত থাকেন এবংপ্রতি বছর ইউপি চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
ক. ব্যক্তিত্ব অভীক্ষা কী?
খ. সাক্ষাৎকার বলতে কী বুঝ?
গ. ‘ডাকাতের ছোট ভাই কার্ল ইয়ং তার মতে কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী। ব্যাখ্যা কর।
ঘ. মনোবিজ্ঞানী ও পুলিশের সাক্ষাৎকারই কি একই ধরনের? মূল্যায়ন কর।
৫. সুজন ও সোহাগ ঢাকা বিশ্বিবিদ্যালয় থেকে এক বছর আগে এম.এস.সি পাশ করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা চাকুরির জন্য আবেদন করেও হচ্ছিলনা। হঠাৎ সোহাগের দুটি বেসরকারী ব্যাংক থেকে চাকুরির প্রস্তাব এসেছে। উভয় চাকুরির বেতন ভালো। চাকুরির স্থল ঢাকায়।
সুজনের একটি সরকারির চাকুরি হয়েছে। পদমর্যাদা ভালো, বাসস্থান, গাড়ি ও অন্যান্য সুবিধা দেয়া হবে। কিন্তু চাকুরিরস্থল হলো খাগড়াছড়ির দুর্গম এলাকায়। বেতনও কম।
সুতরাং দুজনেই মানসিক চাপে আছে।
ক. মানসিক চাপ কী?
খ. কর্মভার বলতে কী বোঝায়?
গ. সোহাগের মধ্যে কোন ধরনের মানসিক চাপ বিদ্যমান তা ব্যাখ্যা কর।
ঘ. সোহাগ ও সুজনের মানসিক অবস্থার ধরণ একই না ভিন্ন তা যুক্তি দিয়ে ব্যাখ্যা কর।
৬. আর্মি স্টেডিয়ামে রিমা ও তার ভাই প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গানের কনসার্ট দেখতে যায়। কিন্তু প্রচুর বৃষ্টির কারণে কনসার্ট স্থগিত হয়ে যায়। এতে দুজনেরই খুব মন খারাপ হয়। রিমা আবার খুব ভালো গান করে। এলাকার সবাই তাকে ভালো গায়িকা হিসেবে চিনে। তার খুব ইচ্ছা ছিল বাংলা সিনেমার গান করবে কিন্তু অনেক চেষ্টা করেও সুযোগ আসেনি। সবসময় সে নিজের কণ্ঠকে সাবিনা ইয়াসমিনের অনুরূপ মনে করে আনন্দ পায়। রিমা ভালো গান করলেও পড়ালেখায় খুবই দুর্বল। অনেক কষ্টে পরপর তিনবার চেষ্টা করার পর কোন রকম এসএসসি পাস করে। কিন্তু রিমা ভালো ছাত্রী না হওয়ায় কোনো আফসোস নেই।
ক. দ্বন্দ্ব কী?
খ. কর্মভার কীভাবে মানসিক চাপ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
গ. রিমা ও তার ভাইয়ের মন খারাপের জন্য হতাশার কোন উৎস দায়ী? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে রিমার মাঝে উল্লিখিত আত্মরক্ষামূলক ২টি কৌশলের নাম উল্লেখপূর্বক কৌশলগুলো বিশ্লেষণ কর।
৭. মনোবিজ্ঞান ক্লাসে শিক্ষক তার ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক কাজের অংশ হিসেবে রাজধানীর বস্তি এলাকায় ইভটিজিং ও যৌন হয়রানির ধরন ও গণসংখ্যা নির্ণয় করার জন্য নির্দেশ দিলেন। এজন্য তিনি রাজধানীর কয়েকটি উল্লেখযোগ্য বস্তি এলাকা নির্ধারণ করে, ক্লাসের ৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে দায়িত্ব প্রদান করলেন।
ক. পরিসংখ্যান পদ্ধতি কাকে বলে?
খ. মধ্যবর্তী চল বলতে কি বুঝ?
গ. উদ্দীপকের ব্যবহারিক কাজটি সম্পূর্ণ করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ব্যবহারিক কাজটি সম্পূর্ণ করতে শিক্ষকের গৃহীত বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে তোমার যৌক্তিক মতামত উপস্থাপন কর।
৮. বিজ্ঞানী যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলি বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। এ জন্য তিনি কেবল কারণ এবং ফলাফল (ঈধঁংব-ধহফ-বভভবপঃ) সম্পর্ক শনাক্ত করতে পারেন। কিন্তু কোনো কোনো গবেষণা যেমন, দাঙ্গাকারী জনতার আচরণ, মিছিলকারী জনতার আচরণ ইত্যাদি জানারও প্রয়োজন।
ক. চলের সংজ্ঞা দাও।
খ. বয়স, লিঙ্গ, অভিজ্ঞতা, প্রেষণা ইত্যাদিকে অন্তর্বর্তী চল বলা হয় কেন?
গ. কারণ-এবং-ফলাফল সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? এই পদ্ধতির সুবিধাগুলো উল্লেখ কর।
ঘ. দাঙ্গাকারী জনতার আচরণ কোন পদ্ধতির মাধ্যমে যাচাই করা যায়? এ বিষয়ে তোমার মতামত বিশ্লেষণ কর।
শিক্ষার্থীরা, ওপরের প্রতিটি অধ্যায়ের সাজেশনই তোমরা উত্তরসহ সংগ্রহ করতে পারবে। এইচএসসি মনোবিজ্ঞান শর্ট সাজেশন উত্তরসহ পেতে প্রতিটি অধ্যায়ের নামের ওপর ক্লিক করো। তাহলেই প্রতিটি অধ্যায়ের আলাদা আলাদা প্রশ্নোত্তর ডাউনলোড করার অপশন পাবে।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। আমরা আছি ইউটিউবেও। আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
Discussion about this post